Khokan Biswas Interview

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 124

  • @santigopalbhattacharyya7479
    @santigopalbhattacharyya7479 Před 11 měsíci +3

    এমন একজন কিংবদন্তির সাক্ষাৎকার নেওয়ার জন্য বৈদ্যনাথ বাবুকে অনেক ধন্যবাদ... সত্যিই উনি বিবেক সম্রাট ছিলেন.... কিন্তু দুঃখের বিষয় যিনি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এতো বিনোদনের খোরাক যুগিয়েছেন.....তিনি অবসর জীবনে ভীষণ দারিদ্রতার মুখোমুখি হন...তবু্ও সরকারের বিবেক জাগ্রত হয়নি.... এই মহান শিল্পীর চরণে প্রণাম জানাই। 🙏

  • @manojkumargharami5818
    @manojkumargharami5818 Před 2 lety +7

    ৭০- এর দশকে সুন্দরবন এলাকায় "নটী বিনোদিনী" যাত্রাপালায় দরাজ ও উদাত্ত গলায় গাওয়া আপনার গান আর সেই চেহারা আমার স্মৃতিতে আজও অমলিন। ৭০ বছর বয়সে এসে সেই দিনগুলোর কথা ভাবলে চোখে জল আসে। কতো পুরোনো স্মৃতি বিজড়িত সেই দিনগুলো। মনটা যেন কেমন হয়ে যায়। আজ এই ভিডিওতে আপনাকে দেখে আমার মনটা স্মৃতিভারে আকুল। আপনার সাক্ষাৎকারে আমি মুগ্ধ। আপনি সুস্থ থাকুন।

  • @MrinalkantiBiswas-dl2uz
    @MrinalkantiBiswas-dl2uz Před měsícem +1

    আমি ঠাকুর নগর খেলার মাঠে নোটি বিনোদিনী যাত্রা পালায় খোকন বিশ্বাস এর কণ্ঠে গান ও অভিনয় দেখেছি । কি অপূর্ব গলা ও অভিনয় , খোকন বিশ্বাস এর ভোলার নয় । ভাবলে চোখে জল আসে ।সে দিন আর পাবো না ।

  • @dipaksahachowdhury5945
    @dipaksahachowdhury5945 Před měsícem +3

    গ্রীন রুম থেকে গান শুরু, কাঠের পাটাতনে ওঠার sathe হাত নেড়ে গানের কিছুটা অংশ ,তার পর স্টেজে এ উঠে ওই গলায় বিবেকের গান,পরিশেষে জনতার তুমুল হাততালি, গায়ে কাঁটা দেওয়া দৃশ্য। গঙ্গে গঙে মা গোঙ্গে, গঙ্গা পুত্র ভীষ্ম। অসাধারণ।

  • @saktikumarchattopadhyay4959

    কণ্ঠ কখনও নিভে যাবেনা । কিংবদন্তি প্রবাদপ্রতিম অভিনেতা গায়ক খোকন বিশ্বাসকে আমার শ্রদ্ধা ও প্রণাম । যাত্রামঞ্চ মাতিয়ে তুলতেন । ইউটিউবকে অনেক ধন্যবাদ ।

  • @arunpolley931
    @arunpolley931 Před 4 měsíci +2

    অসাধারণ পোস্ট করেছেন
    মহান কন্ঠ শিল্পী এবং গুনী অভিনেতার শ্রী চরনে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই ।

  • @gourabojha8021
    @gourabojha8021 Před 3 lety +7

    আমি এনার খুব ছোট থেকে ভক্ত, খালি গলায় উনি যেরকম গান করেন, আহা 🙏🏻🙏🏻❤️❤️🔥🔥 প্রথম শুনেছিলাম নটি বিনোদিনী যাত্রা তে রাখালের চরিত্রে, আপনাকে অনেক প্রণাম স্যার 🙏🏻🙏🏻😍😍 উনার নাম আমার বাবা আমাকে বলেছিলেন, এখন তো আর বাবা আমার নেই , আমার বাবারও খুব প্রিয় শিল্পী ছিলেন।

    • @subhasbiswas9936
      @subhasbiswas9936 Před 5 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @mridulkumar4384
    @mridulkumar4384 Před 2 lety +3

    কোটি কোটি প্রনাম জানাই এই মহান সুর সাধৃককে।
    মন প্রানটা জুরিয়ে গেলো একেবারে।
    খালি গলাতেই সুরের কি অদ্ভুত জাদু দেখান উনি। জয় গুরু রাঁধে শ্যাম।

  • @mukteswardas1600
    @mukteswardas1600 Před měsícem +1

    এতক্ষন সুরের সুরধ্বনিতে মন্ত্রমুগ্ধ ছিলাম।
    তাঁকে আমার প্রণাম।

  • @user-bt2ht2xu7u
    @user-bt2ht2xu7u Před 4 měsíci +2

    আমি ওনাকে যাত্রার আসরে দেখেছি, নটীবিনোদিনী পালায় বিবেকের গান গাইতে।অপূর্ব ওনার কন্ঠের রেঞ্জ,তৈরী কন্ঠ।

  • @gnghosh1889
    @gnghosh1889 Před 2 lety +2

    এই ভিডিওটি দেখে আমার বিগত দিনের যাত্রা পালার দৃশ্য গুলো চোখের সামনে ভেসে উঠলো।
    আমার সৌভাগ্য হয়েছিল নটি বিনোদিনী যাত্রাপালা দেখার।এই যাত্রা পালায় আমি ওনার গান শুনে ছিলাম। অদ্ভুত কণ্ঠস্বর ছিল ওনার। এত সুন্দর উদাত্ত ও মধুর গানে যাত্রা অনুরাগী গণ সুরের মূর্ছনায় আপ্লুত হয়ে থাকতো । যখন এই যাত্রাপালাটি দেখেছিলাম তখন দুরদর্শন ছিলো না। যাত্রা , থিয়েটার , সিনেমাই একমাত্র বিনোদন ছিল।সেইসব দিন আজ ইতিহাস।
    খুব ভালো লাগলো ভিডিওটি দেখে। আপনার প্রচেষ্টাকে সমর্থন করি ও আন্তরিক ধন্যবাদ জানাই।

  • @amalbandyopadhyay3517
    @amalbandyopadhyay3517 Před 4 lety +6

    একজন মানুষ যিনি সারাজীবন আমার মনে থেকে যাবেন। ছোটবেলায় বাবার সাথে যাত্রা দেখার উত্তেজনা ও সেইসব যাত্রার গান আজ এই মাঝবয়েসে মনে পড়ে যায়। ওনার গান পালার একটা বিশেষ আকর্ষণই নয়, সকল দর্শকের মনে এক গভীর ছাপ রেখে যেত। "লোভের হাতেতে হয়েছ বলি, কে তোরে বাঁচায়?" বা " কৃষ্ণ মাধব রক্ষমাম/বিপদবারণ ত্রাহিমাম" এখনও কানে লেগে আছে। মুকুটহীন এই বিবেকসম্রাটকে আমার সশ্রদ্ধ প্রনাম জানাই। আমার সৌভাগ্য যে আমি ওনার গান শুনতে পেয়েছিলাম। 🙏💐🙏

    • @viralfact7231
      @viralfact7231 Před 2 lety

      এই সব মানুষের দেখা ভাগ্য অনেক প্রণাম ও আপনাকে প্রণাম আরো গুণী যাত্রা শিল্প নিয়ে আসুন আসায় থাকলাম ।🙏🙏🙏🙏

  • @samarchatterjee103
    @samarchatterjee103 Před 3 lety +6

    অপূর্ব এই সাক্ষাৎ অনুস্ঠান। ধন‍্যবাদ । আমি নটী বিনোদিনী, ময়লা কাগজ, মা মাটি মানুষ দেখেছি খোকন বিশ্বাস এর অসাধারন গান।

  • @prodipkumar1556
    @prodipkumar1556 Před 2 lety +4

    দু নয়ন সার্থক হলো।প্রনাম,যাত্রা দলের কালজয়ী বিবেক কন্ঠ। আর এমন হবেনা।শুধু শিল্পি হিসাবেই নয়।ওনার বিশ্লেষণ খুবই বাস্তব।আবারও বারং বার প্রনাম। দীর্ঘায়ু হোন।ভালো থাকবেন।

  • @somnathbhattacharya6725
    @somnathbhattacharya6725 Před 3 lety +3

    অনেক শ্রদ্ধা জানাই, খুব সুন্দর গায়ক। আহা বড়ো সুন্দর লাগলো তাঁর গান গুলি।

  • @hhnm7
    @hhnm7 Před měsícem +2

    পোস্ট করার জন্য ধন্যবাদ জানাই। আমরা আপনার কাছে কৃতজ্ঞ।
    ঈশ্বর মঙ্গলকরুন আপনাদের

  • @tarapadajash1728
    @tarapadajash1728 Před 2 lety +3

    খোকন বিশ্বাসের মাপের গায়ক যাত্রাজগতে দ্বিতীয় আর কেউ নাই। তাঁকে শ্রদ্ধা জানাই ।

  • @abhishekgoswami5866
    @abhishekgoswami5866 Před 2 lety +3

    অসাধারণ //প্রণাম //দীপেন বাবুর কথা জানালে ভালো হয় //আপনাকে ধন্যবাদ জানাই ll

    • @arunroy2983
      @arunroy2983 Před 2 lety

      নটী বিনোদিনীর শ্রীরামকৃষ্ণ।

  • @kalikrishnaray270
    @kalikrishnaray270 Před 2 lety

    when I am 15 yrs old at 1973 , Nattya Company made the jattrapala Nati Binodini in my village. I had seen the actors very near.
    i had heard the song sanged by Khokan Biswas. what a excellent voice gifted us. His beautiful voice is still giving pleasure.
    i am the fan of khokan biswas 1st then
    যাদের অভিনয় আমার খুব ভাল লাগত, they are
    Arun dasgupta, tarun kumar, dìpen chatterjee, madam kumar and Bina Dasgupa.
    এখন এইসব নাএগুলো শুনলে মনটা ভারাক্রান্ত হয়ে যায়।

  • @swarupchatterjee8966
    @swarupchatterjee8966 Před rokem +1

    আমি ভাগ্যবান ওনার গান শোনার জন্য সবাই আগে বোশতাম। আমার প্রণাম নেবেন

  • @niladrichakraborty7797
    @niladrichakraborty7797 Před měsícem

    No -1, world famous artist Imean (Vivek),in yatra pala of bengal, salute you with full of respect,and thank you this channel.

  • @debasishmandal8727
    @debasishmandal8727 Před 2 lety +1

    অসাধারণ এই জাত শিল্পী এই বাংলা য় আর কোন দিন আসবে না ।👍👍👍

    • @arunpolley931
      @arunpolley931 Před 4 měsíci

      ইতিহাস থেকে অনেক কিছু শিক্ষা পাওয়ার সুযোগ করে দিলেন ।
      আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানাই ।

  • @dibakarsarkar3985
    @dibakarsarkar3985 Před měsícem

    নটী বিনোদিনী যাত্রাপালায় বিথারীর ফুটবল মাঠে প্রথম দেখি। গানটি আজও শুনলাম।
    মানুষটির জীবনের শেষ বেলায় কয়েকবার দেখা হয়েছে। চেহারা অনেকটা টকটকে ফর্সা হয়ে গেছে। মাথার চুল সব সাদা হয়ে গেছে। উচ্চতা যেন একটু কমে গেছে। একদিন তো বলেই ফেলেছিলাম কথাট্য। জবাবে হেসেছিলেন শুধু।।
    গোবরডাঙ্গা বিজ্ঞান ও কৃষি মেলা সংস্কৃতির অনুষ্ঠানে আমার অনুরোধে আজকের এই শেষ রাগপ্রধান গানটি করেছিলেন।
    প্রণাম জানাই।❤

  • @sujoynayek6751
    @sujoynayek6751 Před rokem

    এ গানে মাটির গন্ধ আছে।আজও শুনে কোথায় হারিয়ে গেলাম।আপনার সেই অপূর্ব সৃষ্টি অমর হয়ে থাকবে।

  • @SwapankumarGain-vo6yd
    @SwapankumarGain-vo6yd Před 27 dny

    নমোস্কার,
    বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় এমন
    গান শোনা যায় না।
    ধন্যবাদ।

  • @dinabondhuchatterjee1065
    @dinabondhuchatterjee1065 Před 2 lety +2

    যাত্রা শিল্পী সুদেশ কুমার সম্পর্কে কিছু জানতে পারলে সমৃদ্ধ হতাম। উনি নট্টোকোম্পানি , চন্দ্র লোক , লোকনাট্যে সাফল্যের সাথে অভিনয় করেছিলেন।

  • @soumitrasaha5926
    @soumitrasaha5926 Před rokem +1

    আসলে উর্বর মাটির দেশের মানুষ তো,এমন মানুষ এই বাংলায় কটা খুঁজে পাবেন। ধন্যবাদ প্রতিবেদনটির জন্য।

    • @tarunghatak2109
      @tarunghatak2109 Před měsícem

      অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি এই বাংলা -ওই বাংলা বলে এইরকম বিভাজন করবেন না। বাংলা তো একটাই। মানুষকে এক হতে সাহায্য করুন। আমরাও ওপর থেকে আসা বাঙালি সে দুঃখ্য ভোলার নয়। কিন্তু আপনি এটা কি করছেন ? আপনার নিজের বিবেক কে প্রশ্ন করুন ? এখন ও মনে বিভাজনের বিষ পুষে রেখেছেন, তাহলে ব্রিটিশদের দশ আমাদের কেন দি

  • @chanchalchakraborty1131
    @chanchalchakraborty1131 Před měsícem

    হাওড়া জেলার উদয়নারায়ণপুর গ্রামে নট্ট কোম্পানীর নটী বিনোদিনী যাত্রা পালায় খোকন বিশ্বাস এর গান সহ অভিনয় দেখেছিলাম । আজ ও স্মৃতিতে ভাসছে ।

  • @binda007banerjee6
    @binda007banerjee6 Před 15 dny

    খালি গলায় এখনো কত সুর। রাম সীতা গেলো বনবাসে এখনো কানে বাজে। সশ্রদ্ধ প্রণাম জানাই। এখনও কি তিনি যাত্রা করেন?

  • @mohosin4025
    @mohosin4025 Před 2 lety +1

    এই সব শিল্পী আর জন্মাবেনা,,,, উনি মা মাটি মানুষ যাত্রা পালায় আমার গুরুজী মানবেন্দ্র মুখোপাধ্যায় স্যারের সুরে গান শুনে অবাক হয়ে গিয়েছিলাম,,,, ঈশ্বর প্রদত্ত কন্ঠের অধিকারি,,,,

  • @arunroy2983
    @arunroy2983 Před 2 lety +2

    খোকন বিশ্বাস অভিনিত "নটী বিনোদিনী" , "গঙ্গা পুত্র ভীষ্ম" "কাগজের ফুল" দেখবার সৌভাগ্য আমার হয়েছিল। যথাক্রমে হাওড়া ইছাপুর ব্যায়াম সমিতি, হাওড়া ইছাপুর অবসর সম্মিলনী ও দাশ নগর আরতি কটন মিল এর উপস্থাপনায়।
    নটী বিনোদিনী তে রাখালের - "মন চল নিজ নিকেতনে...... "
    আবার ও মন ছুয়ে গেল।
    স্বামী বিবেকানন্দের লেখা শ্রীরামকৃষ্ণ দেবের সবচেয়ে প্রিয় গান ছিল এটি।

  • @mukherjee2047
    @mukherjee2047 Před 4 lety +2

    যাত্রা শিল্পের জন্য ই ওনার জন্য ।
    আমার প্রনাম জানাই।

  • @prabirbanerjee1472
    @prabirbanerjee1472 Před 3 lety +3

    খোকন বাবুর গান অসম্ভব সুন্দর।গানের গলা,যাকে বলে দরাজী। এককথায়-অন্য কোনো বিবেক ওনার সমতুল্য বিবেক আর কোনদিনো জন্ম নেবে না।

  • @biplabchanda9567
    @biplabchanda9567 Před rokem

    অপূর্ব সুন্দর। ভিডিওটির জন্য অসংখ্য ধন্যবাদ

  • @ashiskumarsaha888
    @ashiskumarsaha888 Před 3 lety +4

    নট্ট কোম্পানির দীপেন চক্রবর্তী, তরুণ কুমার,মদন পাত্র --- এদের নিয়ে একটা ভিডিও করুন দাদা।

  • @pirughosh4338
    @pirughosh4338 Před 2 lety +3

    দাদা নট্ট কম্পানির অভিনেতা তরুণ কুমার বেলা সরকার শেখর গাঙ্গুলী এদের কে দেখান

  • @snehashisdas7630
    @snehashisdas7630 Před 2 lety

    ধন্যবাদ দাদা... আমার অনেক জিজ্ঞাসার উত্তর পেলাম৷
    ভালো থাকুন আমার প্রিয় খোকোন বিশ্বাস বাবু৷

  • @milonbiswas8781
    @milonbiswas8781 Před 3 lety +6

    দাদা নট্য কম্পানিতে যারা অভিনয় করতো যারা আজো বেচে আছে তাদের জদি ভিডিওর মাধ্যমে আনতেন একটা স্মৃতি হোয়ে থাকতো,,,

  • @sajanikantabhattacharya8890

    অসাধারণ

  • @bikashchakrabarti5670
    @bikashchakrabarti5670 Před 2 lety

    What's a good video ❤you have present. Want's more video of Khocon Biswas. Thanks❤ a lot.

  • @debakipatra805
    @debakipatra805 Před 2 lety

    Excellent performance and voice. Hat's off.

  • @ankan8604
    @ankan8604 Před 3 lety +1

    Khokan Biswas Is a great singer I Love Khokan Biswas

  • @pranatimondal2421
    @pranatimondal2421 Před rokem

    অচল পয়সার সেই গান। আমার কানের পাশা হারিয়ে গেল ওই ঘোলা জলে ।

  • @DMSekh-li5jq
    @DMSekh-li5jq Před 3 lety

    Asadharon kantha. Atuloniyo. Jatra jagote chirokal amar hoye thakben .

  • @SubrataDas-bv3hp
    @SubrataDas-bv3hp Před 2 lety

    খুব সুন্দর গান

  • @prosenjitroy8295
    @prosenjitroy8295 Před 2 lety

    Asadharon !! Choto belar katha mone pore gelo

  • @ashisroy8679
    @ashisroy8679 Před rokem

    কেন এপিসোডটা শেষ হবে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।প্রণাম লহ হে সদাজাগ্রত বিবেক ।প্রণাম, লহ প্রণাম ।

  • @debprosadchatterjee4410

    এই মহান বিবেক সম্রাটকে প্রণাম ছাড়া আর কী-ই বা দিতে পারি! নট্ট কোম্পানীর স্তম্ভ ছিলেন ইনি। আপনাদের মতো যদি একবার ওনার সামনে গিয়ে প্রণাম করতে পারতাম!

  • @lakshmanghosh694
    @lakshmanghosh694 Před 3 lety

    ভীষণ সুন্দর লাগল৷

  • @sawpandebenath8666
    @sawpandebenath8666 Před rokem

    Khoko babu ..... program korte kto nicchen ??

  • @shyamalkumarghosh5700
    @shyamalkumarghosh5700 Před 3 lety

    Very nice voice.

  • @tapaskumarmandal6266
    @tapaskumarmandal6266 Před 2 lety +1

    খুব ভাল লাগল।এখন উনি কোথায় থাকেন জানাবেন ?

  • @prasantachoudhury6301
    @prasantachoudhury6301 Před 2 lety

    Asadharon.pronam apna ke

  • @vivekanandaroy9805
    @vivekanandaroy9805 Před měsícem

    প্রবাদপ্রতিম আর কিছু বলতে পারলাম না।সে ক্ষমতা আমার নেই।

  • @prabhatbhattacharyya5017

    Apurbo silpi.Regards.

  • @funnyvoiceswithgourab1668

    যে কথাটা সবার জানা দরকার
    সেটা হলো ২৭ বছরের যাত্রা জীবনে এক দিনের জন্যও অনুপস্থিত নেই। তাহলে কি এই দীর্ঘ সময়ে তার এক দিনের জন্যও শরীর খারাপ করে নি?ব্যপার টা বোঝার আছে। ধন্যবাদ।

  • @tapanmishra8958
    @tapanmishra8958 Před 2 lety

    ভোলা যাবে না কোনদিন।ভক্তিপূ্র্ন প্রনাম।🙏🙏🙏

  • @dipakbera1953
    @dipakbera1953 Před 2 lety

    প্রণাম শিল্পী।

  • @MintuMandal-nd9sz
    @MintuMandal-nd9sz Před rokem

    আপনাকে প্রণাম জানাই আপনার আত্মার শান্তি কামনা করি ।

  • @indiradas3119maa
    @indiradas3119maa Před rokem

    Ah ki sunder .

  • @TapasSamanta-bc9tw
    @TapasSamanta-bc9tw Před 4 měsíci

    খোকন বাবু যাত্রা জগতের অমূল্য সম্পদ উনাকে আমার এক রাশ শ্রদ্ধার্ঘ। সেই সোনার দিনগুলি কোথায় হারিয়ে গিয়েছে। এখন সবই যেন কেমন লাগছে শিক্ষা ও সংস্কৃতি রসাতলে চলে যাচ্ছে। এটাই সব থেকে বেদনার!

  • @apurbasar8901
    @apurbasar8901 Před rokem

    কি দারুন গলা!!!

  • @anupkumarghosh8589
    @anupkumarghosh8589 Před 2 lety

    Khub valo laglo

  • @nikhildiger3997
    @nikhildiger3997 Před rokem

    অপূর্ব অপূর্ব।

  • @swapanbiswasmusic
    @swapanbiswasmusic Před rokem

    Hi i am swapan Biswas from kolkata

  • @subodhsarkar1002
    @subodhsarkar1002 Před rokem

    Je kono pratishthito shilpir cheye anek bhalo kanthoswar, studio record rakha uchit chhilo.

  • @kr.jayguru6106
    @kr.jayguru6106 Před 3 lety

    লাখো সেলাম জানাই আপনাকে ।

  • @anjumkhan7541
    @anjumkhan7541 Před měsícem

    Khan Jahan Ali (R) mazar at Bagherhat. Khulna.

  • @swarupchatterjee8966
    @swarupchatterjee8966 Před rokem

    আমার প্রণাম রইলো

  • @radhanathmukherjee5513
    @radhanathmukherjee5513 Před 6 lety +3

    APNAKE PRANAM JANAI APNAR KANTHER KONO TULANA PAI NA . TAR GAOA PURANO GANGULI JADI DAYA KORE UPLOAD KAREN TAHOLE KHUB BHALO HAY. AMI UNAR GANER VAKTA

    • @sandipchakraborty4719
      @sandipchakraborty4719 Před 4 lety

      Aamer Pronam neben Khokan Babu. Ami aapner birat fan

    • @md.abdullatifmd.abdullatif856
      @md.abdullatifmd.abdullatif856 Před 3 lety

      @@sandipchakraborty4719 আমাদের শিল্প সংস্কৃতি জগতের পুরনো ঐতিহ্যের ধারকদের নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেয়ার এই প্রচেষ্টাকে স্যালুট।

  • @kalidasgangopadhyay7955
    @kalidasgangopadhyay7955 Před měsícem

    Apurba bolechhen

  • @arindamroy13
    @arindamroy13 Před 3 lety

    সমৃদ্ধ হলাম। ❤

  • @sabyasachimazumder5074

    Dhanyobad channel k.ai sob kingbododnti ra satti aj birol.

  • @khokanbiswas708
    @khokanbiswas708 Před rokem

    Dada valo that Ben

  • @ganeshhazra6529
    @ganeshhazra6529 Před 2 lety

    Khub bhalo

  • @prasantagan5627
    @prasantagan5627 Před 2 lety

    সাউন্ড সিস্টেম ভীষণ দূর্বল। অমূল্য উপস্থাপন।

  • @ankan8604
    @ankan8604 Před 3 lety

    I pleased of Khokan Biswas Nasir Ahmed Bhangar

  • @ramkrishnaghosh3918
    @ramkrishnaghosh3918 Před měsícem

    গলা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম। এটা খুবই দুর্লভ।

  • @TARAKESWARMUNICIPALITY

    Asadharon

  • @subodhsarkar1002
    @subodhsarkar1002 Před měsícem

    ওনার কন্ঠে কিছু ভাল গান রেকর্ড করে রাখা উচিত ছিল, এমন দুর্লভ কণ্ঠ আর পাওয়া যাবে বলে মনে হয় না।

  • @dpbiswas7659
    @dpbiswas7659 Před 2 lety

    You are my most favourite bibek

  • @apurbasar8901
    @apurbasar8901 Před rokem

    ইন্টারভিউয়ার খুবই অদক্ষ....বাংলা যাত্রা পালা সম্পর্কে জ্ঞান সামান্য.....ভাল কোনও যাত্রা প্রেমীর সহায়তা নিলে ভালো করতেন......

  • @sreejitasarkar4358
    @sreejitasarkar4358 Před 2 lety

    I am lucky that he came to our house at sashadanga in2015

  • @manashalder9349
    @manashalder9349 Před 2 lety

    প্রনাম 🙏🙏🙏

  • @amalenduhaldar2207
    @amalenduhaldar2207 Před měsícem

    সব বললেন শেখর বাবুর নাম বললেন না।

  • @maladas2518
    @maladas2518 Před 4 lety

    অসাধারণ শিল্পী

    • @phalgunipan6937
      @phalgunipan6937 Před 3 lety

      অনেক কণ্ঠ শূনেছি এই রকম কণ্ঠ কখনো শূণিণা

  • @sankarprasadpal8148
    @sankarprasadpal8148 Před 3 lety

    আমি ভাগ্যবান।

  • @suchetachatterjee705
    @suchetachatterjee705 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏 opurbo🙏🙏🙏🙏🙏

  • @ananyaddas7840
    @ananyaddas7840 Před 4 lety

    অসামান্য শিল্পী

  • @mukherjee2047
    @mukherjee2047 Před 4 lety +1

    ওনার সাথে কেউ যোগাযোগ করিয়ে দিতে পারবেন ?
    একবার প্রনাম করবো ।

  • @pinakih
    @pinakih Před 2 lety

    🙏🙏🙏

  • @TARAKESWARMUNICIPALITY

    Very sad, he is no more.

  • @gourangamandal4394
    @gourangamandal4394 Před 2 lety

    মহান শিল্পী। আমার প্রণাম নেবেন।

  • @somnathmukherjee3175
    @somnathmukherjee3175 Před 3 lety

    Khokan Biswas parichito jatrar safal gayok hishabe...ei video te tar charitrayon hoa uchit chilo sei drishti bhangi niye...tar asamanyo sab gan royeche ja ek kale grame gunje adhunik ganer sange palla diye chalto..tar Daraj o chara gala Iswar pradatyo.....shunechi Manabendra Mukhopadhyay onake khub pachanda korten o bhalobasten , tar sure ektu classicaler choa thaklei take byaktigata bhabe gan practice koriye tuliye diten....ganer ramroma Manabendra Mukhopadhyay Nattyo comp. Sur deoa arambha thekei...ei video r seshtama ganti onaroi sure Gangaputra Vismwa Pala r gan...anyanyo prasanga na tule aro kichu gan gaile video ti aro mulyaban hoto....Mone rakhte hobe tar parichoy gayok hishabe....

  • @anupkumarghosh8589
    @anupkumarghosh8589 Před 2 lety

    Daya kare DP te respected Khokan Babur chhabi ta dile valo hoy na ki?

  • @arabindamistry3840
    @arabindamistry3840 Před 19 dny

    Unparallal.

  • @sawpandebenath8666
    @sawpandebenath8666 Před rokem

    Sound.... khuboi kharap..... echara sundor uposthapona....

  • @shyamaladhikary4755
    @shyamaladhikary4755 Před měsícem

    সম্রাট, তো সম্রাট ই , শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। বাঙলার মানুষ
    চিরদিন মনে রাখবেন তাদের স্মৃতির মণিকোঠায়। কিন্তু তাঁর সঠিক মূল্যায়ন হয়নি, এটাই দুঃখ।

  • @samirpal349
    @samirpal349 Před 4 lety

    Pronam dada pranar manus । phone নাম্বারটি দয়া করে দেবেন।

  • @maladas2518
    @maladas2518 Před 4 lety

    নমস্কার 🙏🙏