নমাজ আমার হইলো না আদায় | দুর্বিন শাহ | ঋত্বিক ঘটক | র‌নেন রায় চৌধুরী

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • ঋত্বিক ঘটক (জন্ম: ৪ নভেম্বর ১৯২৫ - মৃত্যু: ৬ ফেব্রুয়ারি ১৯৭৬) কিংবদন্তি বাঙালি চলচ্চিত্র পরিচালক। ঢাকার ঋষিকেশ দাশ লেনে জন্ম গ্রহন করেন এই ক্ষণজন্মা কিংবদন্তি ব্যক্তি। দেশ ভাগের যন্ত্রণা উদ্বাস্তু জীবন ঋত্বিক ঘটকের চলচ্চিত্রেই সবচেয়ে জোরালোভাবে হাজির হয়েছে।
    দেশভাগ কখনই তিনি মেনে নিতে পারেননি। মাত্র ৫১ বছরের জীবদ্দশায় ঋত্বিক কুমার ঘটক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে পেরেছিলেন ৮টি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন সব মিলিয়ে ১০টি। আরও কিছু কাহিনীচিত্র, তথ্যচিত্রের কাজে হাত দিয়েও শেষ করতে পারেননি। তাঁর নির্মিত চলচ্চিত্র : নাগরিক (১৯৫৩) (মুক্তিঃ ১৯৭৭, ২০শে সেপ্টেম্বর), অযান্ত্রিক (১৯৫৮), বাড়ি থেকে পালিয়ে (১৯৫৯), মেঘে ঢাকা তারা (১৯৬১), কোমল গান্ধার (১৯৬১), সুবর্ণরেখা (১৯৬২), তিতাস একটি নদীর নাম (১৯৭৩), যুক্তি তক্কো গপ্পো (১৯৭৪)।
    --------------------------------------------------
    দুর্বিন শাহ (জন্ম: ২ নভেম্বর ১৯২০- মৃত্যু: ১৫ ফেব্রুয়ারি ১৯৭৭) বাংলাদেশের কিংবদন্তি সুফি ও মরমি এবং বাউল সাধক। সিলেট সুনামগঞ্জের ছাতকে জন্ম নেওয়া এই সাধকের অধিকাংশ গানে সুফি ও মরমিবাদ স্পষ্ট। ১৯৬৭ সালে ইংল্যান্ড প্রবাসী বাঙালি কমিউনিটির পক্ষ থেকে তাঁকে জ্ঞানের সাগর’ উপাধিতে ভূষিত করা হয়।
    ১৯৭৪ সালে কলকাতার প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক তার যুক্তি তক্কো আর গপ্পো চলচ্চিত্রে ব্যবহার করেছিলেন বাউলসাধক দুর্বিন শাহের লেখা ‘নমাজ আমার হইল না আদায়’ শীর্ষক গানটি। তাঁর গানের সংখ্যা হাজারের উপর।
    --------------------------------------------------
    নমাজ আমার হই‌লো না আদায়
    কথা- সাধক দু‌র্বিন শাহ
    কন্ঠ- রনেন রায় চৌধুরী
    স‌ঙ্গিত- ওস্তাদ বাহাদুর খান
    মু‌ভি- যু‌ক্তি ত‌ক্কো আর গল্প
    প‌রিচালক- ঋ‌ত্বিক ঘটক
    সাল- ১৯৭৪
    --------------------------------------------------
    নমাজ আমার হইলো না আদায়
    নমাজ আমি পড়তে পারলাম না
    দারুন ও খান্নাসের দায়ে...
    ফজরের নমাজের কালে
    ছিলাম আমি ঘুমের ঘোরে
    জোহর গেলো আইতে যাইতে
    আছর গেলো কামের দায়ে
    নমাজ আমার হইলো না আদায়...
    এশার নমাজের কালে
    গেলাম আমি গোহাইল ঘরে
    হাওর থেইকা আইলোনা গাই
    বাছুর আমার বান্ধা নাই..
    নমাজ আমার হইলো না আদায়
    নমাজ আমি পড়তে পারলাম না
    দারুন ও খান্নাসের দায়ে...
    মাগরিবের নমাজের কালে
    বিবি বলেন চাউল ফুরাইছে
    ছাইলা মাইয়ার কান্দন শুইনা
    কান্দে পাগল দুর্বিন শাহয়....
    --------------------------------------------------
    Subscribe-- / @baul.pankouri
    ও বেহুলা সুন্দরী ও বেহুলা নাচনী; বেহুলা জহির রায়হান-
    • ও বেহুলা সুন্দরী ও বে...
    কবরি-ফারুক (সুজন স‌খি)--
    • সব সখিরে পার করিতে নেব...
    হুমায়ূন আহমেদ এর লেখা গান---
    • হুমায়ূন আহ‌মে‌দের লেখা...
    #বাউলপান‌কৌ‌ড়ি

Komentáře •