পহেলা চৈত্র কালাসোনার শুভজন্মদিন

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2024
  • আজ পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হযরত আমিরুল আউলিয়া শাহসূফী মাওলানা সৈয়্যদ আমিরুজ্জমান শাহ (ক.)’র আমিরুল আউলিয়া (ক.)’র সংক্ষিপ্ত জীবন কথা-
    ---------------------------------------------------------------------------
    হযরত আমিরুল আউলিয়া শাহসূফী মাওলানা সৈয়্যদ আমিরুজ্জমান শাহ (ক.) ছিলেন হযরত গাউছুল আযম আহমদউল্লাহ মাইজভান্ডারী (ক.) এর একনিষ্ট অনুসারী ও ফানাফিশ শায়খ ছিলেন বলেই আল্লাহ জাল্লা-শানুহু ও রাসূল পাক (দ.)এর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছিলেন ।হযরত গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) আশেকভক্তদের উদ্দেশ্য করে বলেন, “আমার ১২টি সেতারা আছে” তথা ১২টি তারকা, এখানে ১২টি সেতারা দ্বারা তিনি তাঁর ১২ জন একনিষ্ট খলিফাকে বুঝিয়েছেন । যাদের মধ্যে হযরত আমিরুল আউলিয়া শাহসূফী মাওলানা সৈয়দ আমিরুজ্জমান শাহ (ক.) ছিলেন অন্যতম । যিনি আমিরুল আউলিয়া লকবে ভূষিত ও শাহ ছাহেব মকাম প্রাপ্ত অলিয়ে কামেল । হযরত গাউছুল আজম মাইজভান্ডারীর অনুপম চরিত্র, নীতি আদর্শ ও বেলায়তের ভাবধারী মনেপ্রাণে অনুসরণ ও অনুকরণ করার মাধ্যমে তিনি ফানাফিশ শায়খ হয়েছিলেন । যার শা’ন বর্ণনা করতে গিয়ে ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা (রহঃ)তাঁর লিখিত গ্রন্থ দিওয়ানে আজিজ’র মধ্যে বয়ান করেছেন-
    মারহাবা ছদ্ মারহাবা ছদ্ মারহাবা ছদ্ মারহাবা
    বাহরে আমিরুজ্জমান শাহে পটিয়া মারাহাবা,
    ছাহেবে কাশফো কারামত বুদে মশহুরে জমাঁ
    নে’আমতে ওজমা বরায়ে আহলে পটিয়া বেগুমা ।
    অর্থ্যাৎঃ- শত সহস্র মারহাবা পটিয়া নিবাসী অলিয়ে কামেল শাহ্ মাওলানা আমিরুজ্জমান শাহ্ (ক.) এ জন্য তিনি যুগের প্রসিদ্ধ কাশফ ও কারামত সম্পন্ন অলি এবং নিঃসন্দেহে পটিয়াবাসীর জন্যে সর্ববৃহৎ নেয়ামত ।
    আমিরুল আউলিয়ার শিশুকালীন স্বভাব ও অবস্থা হতে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে, তিনি খোদাবাঞ্ছিত স্বভাবসিদ্ধ মাদারজাত অলি ছিলেন । শৈশবকালে তিনি একদিন গৃহকর্মের কাজে মাঠে কর্মরত ছিলেন, এমন সময় আল্লাহর একজন মজ্জুব অলি হযরত আকবর শাহ্ (রহঃ)পাশ দিয়ে গমন করার সময় আমিরুল আউলিয়া দেখে থমকে দাঁড়ান !তিনি হযরত আমিরুল আউলিয়ার কাছ থেকে গৃহ সরঞ্জমাদি কেড়ে নিয়ে তাঁকে একটি উক্তির মাধ্যমে বেলায়তের পূর্বভাষ প্রদান করেন ।
    হযরত আমিরুল আউলিয়া (ক.) চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্তর্গত গোবিন্দারখীল গ্রামে বর্তমানে আমির নগরে ১৮৪৫ সাল মোতাবেক ১২৫২ বাংলা ১লা চৈত্র এবং ১২৬৬ হিজরী ১২ই রবিউল আউয়াল বৃহস্পতিবার সুবহে সাদিকের সময় তাঁর শ্রদ্ধেয় পিতা হযরত সূফী সৈয়দ মওলা চাঁদ শাহ্ (রহ.) এবং মাতা মুহতরমা শামসুন্নাহার বেগমের ঘর আলোকিত করে এই ধরায় তশরীফ আনেন । তাঁর উর্ধ্বতন বংশধর হযরত কাজী হামিদ উদ্দীন গৌড়ী (রহ.) ।
    হযরত কাজী হামিদ উদ্দীন গৌড়ী (রহ.) ছিলেন আরবের মক্কার কুরাইশ বংশোদ্ভুত বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (দ.)’র বংশধর । ইসলামকে সারা বিশ্বে প্রচার ও সম্প্রসারণের লক্ষে সৈয়দ হামিদ উদ্দীন গৌড়ির পূর্ব পুরুষগণ তৎকালনি ভারতবর্ষে দিল্লীর মুসলমান সম্রাটের আহবানে সাড়া দিয়ে ভারতে আগমন করেন এবং দিল্লীর শাহী মসজিদে ইমামতি ও সম্রাটের অধীনে কাজী পদের দায়িত্ব গ্রহন করেন । তাদের কিছু বংশধর তদানীন্তন বাংলার সুলতানের আমন্ত্রনে রাজধানী গৌড় নগরে এসে ইমামতি, কাজী প্রভৃতি মর্যাদাপূর্ণ পদে আসীন হন এবং গৌড়ী লকব ধারণ করেন । তাদেরই পরিবারের অন্যতম সদস্য কাজী সৈয়দ হামিউদ্দীন গৌড়ি (রহঃ) ১৫৭৫ খৃষ্টাব্দে গৌড় নগর থেকে হিজরত করে- প্রাকৃতিক সৌন্দর্যের রাণী খ্যাত চট্টগ্রাম জেলার ইতিহাস প্রসিদ্ধ তৎকালীন পটিয়া থানার অন্তর্গত কাঞ্চননগর গ্রামে বসতি স্থাপন করেন । পরবর্তীতে তাঁর নামানুসারে স্থানীয় গ্রামের নামকরণ করা হয় হামিদগাঁও, যাকে চট্টগ্রামের স্থানীয়রা হাঁইদগাঁও নামে চিনে । হযরত কাজী হামিদ উদ্দীন গৌড়ী (রহ.) এর এক পুত্র হযরত সৈয়দ মা’দন শাহ্ (র.) গোবিন্দারখীল গ্রামে বর্তমান আমির নগরে বসতি স্থাপন করেন । তারই বংশধর ছিলেন হযরত সৈয়দ মওলা চাঁদ শাহ্ (রহঃ)তারই ঔরসে জন্ম নেন আমিরুল আউলিয়া শাহসূফী মাওলানা সৈয়দ আমিরুজ্জমান শাহ্ (ক.)
    #ctg_bhandari_tv
    #bhandari
    #bhandari_gaan
    #bhandari_song
    #bhandarigaan
    #vandary
    #vandari_gaan
    #vandari_song
    #vandarisong
    #vandarigan
    #vandarigaan
    #vandarisong
    #maizbhandar
    #maizbhandar_darbar_sharif
    #maizbhandari_kalam
    #maizvandarisong
    #amirbaba
    #baul
    #baul_gaan
    #baul_song
    #baul_gan
    #baulgaan
    #baulsong
    #মাইজভাণ্ডারদরবারশরীফ
    #মাইজভান্ডার_শরীফ
    #মাইজভাণ্ডারী_কালাম
    #আমির
    #গাউছুল_আজম
    #গাউছুল_আজম_বাবা
    #বাবাভান্ডারী
    #ভান্ডারী_গান
    #ভান্ডারি
    #ভান্ডারীগান
    #বাউল_গান
    #বাউল
    #বাউলগান
    #বাউল_গান_বিচ্ছেদ
    #বাউল_বিচ্ছেদ_গান
    #viral
    #viralviral
    #viralviralviral
    #viralviralviralviral
    #viralvideo
    #viralislamicvideo
    #videoviralyoutube
    #videoyoutubeviral
    #youtubevideoviral
    #youtubeislamicvideo
    #ctg_bhandari_tv
    #viralsongs
    #প্রাণের_পূণ্যভূমি_মাইজভান্ডার_দরবার_শরীফ
    ‪@ctgbhandaritv‬
  • Hudba

Komentáře •