মুরগিকে টিকা দেয়ার ভ্যাকসিন গান | Poultry Continuous Vaccine Injector and Gun

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • একসঙ্গে অনেক পরিমান মুরগিকে ভ্যাকসিন দিতে ভ্যাকসিন গান ব্যববহার করা হয়। এই ভ্যাকসিন গান (Continuous Vaccine Injector and Gun) ব্যবহার করে গরু-ছাগলকেও ভ্যাকসিনেশন করা যায়। এই Vaccine Gun ব্যবহার করলে বারবার ঔষধ সিরিঞ্জে নেওয়ার প্রয়োজন হয়না, ফলে দ্রুততার সাথে Vaccination করা যায়। এতে একদিকে যেমন ভ্যাক্সিনের কার্যকারিতা ভালো থাকে অন্যদিকে অনেক কর্মঘন্টাও বেঁচে যায়। ভ্যাকসিন গানের বডি ও সিরিঞ্জ স্টেইনলেস স্টিলের তৈরি হওয়ায় এটি জীবানুমুক্ত করে অনেক দিন ব্যবহার করা যায়। এই ভ্যাকসিন গানে বাজারে পাওয়া সাধারন সিরিঞ্জ ব্যবহার করা যায়।
    এই ভ্যাকসিন গানে Vaccine পুশের পরিমান ০.২ সিসি থেকে ২ এমএল পর্যন্ত সেট করে নেয়া যায়। একবার সেট করে নেয়ার পর শুধু পুশ করলেই নির্দিষ্ট পরিমান ভ্যাকসিন প্রানীটির গায়ে চলে যায়। এই ভ্যাকসিন গান ব্যবহার করে হাঁস, মুরগি, গরু, ছাগল ও ভেড়াকে সমান তালে ভ্যাকসিন দেয়া যায়।
    পণ্যটির দাম জানতে ক্লিক করুন: agrobangla.com...
    #এগ্রোবাংলা #ভ্যাকসিনগান #agrobangla #vaccinegun

Komentáře • 33