Super star ও অন্যান্য সেপ্টি সেন্সর রেগুলেটরের মধ্যে পার্থক্য দেখে নিন।

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • বর্তমান গ্যাস দুর্ঘটনার ভয়াবহতা চুলা ব্যবহার কারীদের বড্ড দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে,
    এই দুশ্চিন্তা দুরকরে নিশ্চিন্তে নিরাপদে রান্নার জন্য বাংলাদেশে প্রথম এলো সুপার স্টার সেপ্টি সেন্সর গ্যাস রেগুলেটর।
    মনে রাখবেন গ্যাস দুর্ঘটনার প্রধান কারন:-
    #চুলার সংযোগ পাইপ, ফেটা যাওয়া,
    #লিকেজ হওয়া,
    #লুজ কানেকশন থাকা বা
    #রেগুলেটরের গোড়া দিয়ে গ্যাস বেড় হওয়া।
    ‌‌√ এধরনের কোন দুর্ঘটনায় সুপার স্টার সেপ্টি সেন্সর গ্যাস রেগুলেটরটি সঙ্গে সঙ্গে সিলিন্ডার হতে গ্যাস সাপ্লাই অটো বন্ধ করবে ফলে গ্যাস দুর্ঘটনা একেবারেই ঘটবেনা ইনশাআল্লাহ।
    সেটিং পদ্ধতিঃ
    ১. গ্যাস সংযোগ পাইপটি চুলা ও রেগুলেটরের সাথে ভালোভাবে লাগিয়ে পাইপের ক্লিপ দুটি এটে নিন।
    ২. রেগুলেটরের লক বাটনটি চেপেরেখে সিলিন্ডারের মুখ ঢুকিয়ে নিন ও ক্লিক শব্দ না হলে রেগুলেটরের উপরে চাপ দিন।
    ৩. রেগুলেটরের পুশ বাটনটি পুশ করে চুলা অন করুন।
    মনে রাখবেন কোন ধরনের লিকেজ ও পুনরায় সিলিন্ডার পরিবর্তন ছাড়া আর পুশ করা লাগবেনা।
    বিস্তারিত জানতে ওয়াটসাপ করুন ০১৭১৫৩০৮৮৮৪

Komentáře • 19

  • @abduljalil-wm3pw
    @abduljalil-wm3pw Před 20 dny +1

    সুপারস্টার মিটার সহ যেটা ওটার একটা ভিডিও করেন।

    • @M.S.I.Mansur
      @M.S.I.Mansur  Před 19 dny

      জি ভিডিও আছে দেখেন।

  • @Nayem-hc6hu
    @Nayem-hc6hu Před 5 měsíci +3

    ভাই টেপ খুলার পরে সুপার স্টার রেগুলেটরের সময় পাইবটা বাঁকা করে ছিদ্র বড় হওয়াতে বন্দ হয়ছে,,কিন্তু আইজিটির সময় আপনি বাঁকিয়ে ছিদ্রটা বড় করেন নাই,,যার ফলে বন্ধ হয়নি,,এটা আমার মনে হল,,আপনি হাতের মাধ্যমে চাপ দিয়ে বাঁকা করার ফলে লিকেজটা বেড়ে যাওয়া বন্ধ হয়ে গেসে সুপার স্টারের ক্ষেত্রে 🥲🥲🥲তবে তুলনা মূলক সুপার স্টার টা ভালো মনে হলো।।মিটার সহ রেগুলেটর সেটা কি এখন পাওয়া যাবে???

    • @M.S.I.Mansur
      @M.S.I.Mansur  Před 5 měsíci +1

      আপনার ধারণা সম্পুর্ন ভুল, আপনি পুরা ভিডিও দেখুন চাইলে আপনি নিজেও চেক করে দেখুন।

    • @mdsujon941
      @mdsujon941 Před 5 měsíci

      আমার ও তায় মনে হলো, আমি সুপার স্টার সেফটি রেগুলেটর কিনেছি এখন রিভিউ দেখতে আসলাম।

    • @faithfulboyy
      @faithfulboyy Před 4 měsíci

      পাইপ বাকা করে গ্যাস বন্ধ করা হয়েছে।

    • @robrob1007
      @robrob1007 Před 4 měsíci

      সহমত সুপার স্টার টা মনে হল মুচার দিল ছিদ্র ঐখানে 🤔🤔🥵

    • @SujonMizan
      @SujonMizan Před 2 měsíci

      এটার দাম কত অডার করলে পাওয়া যাবে ক

  • @nurulanwar8373
    @nurulanwar8373 Před 3 měsíci +1

    ভাই,আপনি গ্যাস বোতল আড়াল করে দেখাচ্ছেন কেন।

    • @M.S.I.Mansur
      @M.S.I.Mansur  Před 3 měsíci

      ভাইজান আপনার যদি মনেহয় বোতল আড়াল দেখাচ্ছে তাহলে Super star BD এই ইউটিউব চ্যানেলে দেখেন অনেক ভিডিও আছে। আশাকরি ক্লিয়ার দেখবেন।

  • @saddamhosen2659
    @saddamhosen2659 Před 9 měsíci +1

    রিসেট বাটন ক্লিক করে চুলায় আগুন দেন পরে লিক করেন? আমরা কি করে বুঝবো রিসেট বাটন ক্লিক করেছেন? অনন্ত পাইবের গ্যাস বের হবে

    • @M.S.I.Mansur
      @M.S.I.Mansur  Před 9 měsíci

      ভাইজান আরো ভিডিও আছে দেখেন জলন্ত চুলাই ও দেখানো হয়েছে। আরো সরাসরি দেখতে চাইলে ০১৭১৫৩০৮৮৮৪ এই নাম্বারে ওয়াটসাপ এ ভিডিও কল করেন সরাসরি দেখাচ্ছি। আপনি যেভাবে দেখতে চান সেভাবেই দেখাবো ইনশাআল্লাহ

  • @user-tr6rc8lo3f
    @user-tr6rc8lo3f Před 6 měsíci +1

    Price

    • @M.S.I.Mansur
      @M.S.I.Mansur  Před 6 měsíci

      পবিত্র মাহে রমজান উপলক্ষে চলছে ১০০ ছাড় বর্তমান দাম ৯০০/-

  • @mdabid-pm2gt
    @mdabid-pm2gt Před 3 měsíci +1

    ভাই আপনি ভিডিওতে কারসাজি করেছেন
    আপনি ইচ্ছে করে আইজিটি কে হারিয়ে দিয়েছেন পাইপটা সুপারস্টারের সময় বাঁকা করে

    • @M.S.I.Mansur
      @M.S.I.Mansur  Před 3 měsíci

      ভাইজান ভিডিও একটা না অনেক আছে আপনি দেখুন। আরো ভালো হবে আপনি নিজেই চেক করে দেখুন।

    • @tasnimjannat3523
      @tasnimjannat3523 Před měsícem

      @@M.S.I.Mansur আমি নিতে চাই কিভাবে নেবো