Slump Test- Part-1 || why required slump test? How do? নতি পরীক্ষা কি?কেন এই টেস্ট করা হয়?

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2023
  • #slumptest #Concrete #ASTM #AASHTO #RCC
    স্ল্যাম্প টেস্ট বা নতি পরীক্ষা কি? কেন এই টেস্ট করা হয়? প্রয়োজনীয় যন্ত্রপাতি? কিভাবে করতে হয়, ফিল্ড ভিডিও সহ দেখানোর চেষ্টা করব:-
    কংক্রিটের ঘনত্ব (Consistency) এবং কার্যোপযোগিতা (Workability) পরীক্ষা করার জন্য স্লাম্প টেস্ট বা নতি পরীক্ষা করা হয়। সদ্য মিশ্রিত কংক্রিট এমন হওয়া উচিৎ যাতে করে সহজে নাড়াচাড়া এবং ফর্মার মধ্যে ঢালাই করা যায়। কংক্রিট মিশ্রণের এই গুনটিকে কার্যোপযোগীতা বা (Workability) বলে। Slump টেস্ট এর মাধ্যমে কংক্রিট এ পানির পরিমাণ নির্ধারণ করা হয়। পানি বেশি হলে ও সমস্যা কম হলে ও সমস্যা। কনক্রিট মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে, সেই পানি সূর্যের তাপে উড়ে গিয়ে কংক্রিটের মধ্যে ফাঁকা জায়গা সৃষ্টি করে,অনেক সময় সাটারিং এর গ্যাপ দিয়ে এই পানি বের হয়ে যায় এবং হানিকম্ব সৃষ্টি করে, ফলে কংক্রিট দুর্বল হয় যার জন্য কংক্রিট বেশি লোড নিতে পারে না আবার পানির পরিমাণ কম হলে কনক্রিট শক্ত হয়। নরম কনক্রিট ঢালাই করা সহজ এবং শক্ত কনক্রিট ঢালাই করা একটু কষ্ট সাধ্য।
    বাড়ি নির্মাণ সংক্রান্ত আরও কিছু ভিডিও দেয়া আছে, চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ডিস্ক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দেয়া আছে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার।
    ১।“সিভিল ইঞ্জিনিয়ারিং এর আদ্যোপান্ত বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার “ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ-
    • Everything to know abo...
    ২। Soft skills or Characteristics of Successful Engineers - এক জন সফল ইঞ্জিনিয়ারের কি কি সফট স্কিল থাকা উচিৎ? ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ-
    • Soft skills for Engine...
    ৩। কিভাবে একজন সফল দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে এস্টাব্লিশ করবেন? ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ-
    • How to become a succes...
    ৪। বাড়ি তৈরির আগে যে বিষয় গুলো জানা দরকার। ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ-
    • 15 things that you mus...
    ৫.”বাড়ি নির্মাণে সম্ভাব্য আইনি বাধাবিপত্তি- নির্মাণ সংক্রান্ত আইনী ধাপগুলো” ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ-
    • Building Plan approval...
    ৬.”বাড়ি নির্মাণে সম্ভাব্য আইনি বাধাবিপত্তি- জমি সংক্রান্ত আইনী ধাপগুলো” ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ-
    • Legal documents to che...

Komentáře • 4