গান গেয়ে ছেলের মৃত্যু ডেকে আনলেন জগজিৎ সিং। কী হয়েছিল সেদিন জানেন তো

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2024
  • গান গেয়ে ছেলের মৃত্যু ডেকে আনলেন জগজিৎ সিং। কী হয়েছিল সেদিন জানেন তো
    বন্ধুরা,
    জীবন কখন কোন মোড় নেবে তার আঁচ করতে কেউ কোনোদিন পারেনি । আর পারেও না । তবু জীবনে প্রত্যেক মুহুর্তের এই বেঁচে থাকা জীবনের রসদ জোগায় । তা হোক না সে দুঃখের কিংবা গভীর আনন্দের ।
    গল্পকথার দেশ আপনাদের সবসময় আনন্দেই ভরিয়ে রাখতে চায় । কিন্তু কিছু কিছু ঘটনা না জানিয়েও থাকতে পারে না ।
    তাই আজকের এপিসোডটি অবশ্য‌ই আপনারা দেখুন অনুরোধ র‌ইলো । গজল সম্রাট জগজিৎ সিং এর জীবনের একটা যন্ত্রণার অধ্যায় নিয়ে আমাদের আজকের নিবেদন ।
    আমি শুভঙ্কর । দেখতে থাকুন গল্পকথার দেশ ।
    27শে জুলাই 1990 সাল । সে এক সুন্দর সন্ধ্যা । এক গজলের মেহফিলে উপস্থিত হাজারো অনুরাগী দর্শক । কোণায় কোণায় তখন অনুরণিত হচ্ছে জগজিৎ সিং এর সুরের মূর্চ্ছনা । একের পর এক গজলে মুখরিত তখন গোটা অডিটোরিয়াম ।
    বলিউডের অনেক কলাকুশলীও উপস্থিত ছিলেন । তার কন্ঠের মায়া যেন মন্ত্রমুগ্ধের মতো সবাইকে আচ্ছন্ন করে রেখেছিলো । এইভাবে গভীর রাত পর্যন্ত চললো গানের মূর্চ্ছনা ।
    অবশেষে যখন মেহফিল ভাঙার পালা ঠিক তখন‌ই হিন্দী চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেত্রী অঞ্জু মেহেন্দ্রু একটি গজলের অনুরোধ করলেন -
    দর্দ সে মেরি দামন ভর দে ইয়া আল্লাহ,
    ইয়া মুঝকো দিওয়ানা কর দে ইয়া আল্লাহ
    কিন্তু গাইতে গাইতে কোন দুঃস্বপ্নের আঁচ করে সম্রাটের চোখ অশ্রুসিক্ত হল তখন‌ও কেউ জানতো না । কন্ঠে গজলের সুর আর চোখে কান্নার মূর্চ্ছনায় দর্শকের হৃদয় তখন ভারী হয়ে উঠেছে ।
    আর যখন এই মুখরিত মেহফিল শেষ হল তখন সেই খবর এলো । জগজিৎ সিংয়ের একমাত্র সন্তান বিবেক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন । যেন বজ্রপাত নেমে এলো । হিতাহিতজ্ঞানশুন্য হয়ে পড়লেন তিনি । যার যায় সেই বোঝে । প্রাণপ্রিয় সন্তানের মৃত্যু কোন বাবা মা সহ্য করতে পারেন ?
    তিনিও পারেননি ।
    বিবেকের মৃত্যুর পর 8 মাস জগজিৎ সি‌ংয়ের কন্ঠে কোনো গান মুখরিত‌ই হয়নি । চিত্রা সিংও গান গাওয়া ছেড়ে দিলেন আজীবনের জন্য । জগজিৎ সিংয়ের‌ও যেন সেই 27শে জুলাইতেই মৃত্যু হয়ে গেছিলো । যেন বাকি দিনগুলি কেবল বেঁচে থাকার ঢং করছিলেন ।
    এই ঘটনার 21 বছর পর তিনি আমাদের বিদায় জানিয়ে চলে গেলেন আজীবনের জন্যে । আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি । জগজিৎ সিং তার ছেলের স্মৃতিতে একটি গজল গেয়েছিলেন যা দুশমন ছবিতে ব্যবহৃত হয়েছিল । আজও আপামর সঙ্গীতপ্রেমী মানুষদের হৃদয়ে তার গুঞ্জরণ শোনা যায় ।
    গল্পকথার দেশ
    Golpokothar Desh
    Jagjit Sing ghazal
    Ghazal samrat Jagjit sing
    Jagjit sing
    জগজিৎ সিং
    জগজিৎ সিংয়ের গজল
    গজল সম্রাট
    গজল
    জগজিৎ সিংয়ের ঘটনা
    Jagjit sing facts
    Death of jagjit sing son
    Vivek jagjit sing
    Golpokothar Desh channel
    Jagjit ghazals
    Disclaimer :~
    NOTE: ALL THE IMAGES/PICTURES SHOWN IN THE VIDEO BELONGS TO THE RESPECTED OWNERS AND NOT ME...
    I AM NOT THE OWNER OF ANY PICTURES SHOWED IN THE VIDEO
    ---------------------------------------------------------------------------------------------------------
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in the favor of fair use
  • Zábava

Komentáře • 3