Jadughor (জাদুঘর)

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2024
  • vocal and music: Created with Suno AI
    Lyrics: Jawadul Haque Khan

    জাদুঘর
    Verse 1:
    আকাশ জুড়ে ধোঁয়া আর কোলাহল,
    সত্য মিথ্যের যুদ্ধময় কলরোল,
    অন্যায়ের আঁধারে ঢাকা শহর,
    আমাদের চারপাশ যেন এক জাদুঘর।
    Chorus:
    জাদুঘর, জাদুঘর,
    ভুলে যাওয়া ন্যায়ের জাদুঘর,
    বুকের ভেতর চাপা কষ্ট,
    স্বপ্নগুলো ভাঙা ঘর।
    Verse 2:
    সমাজের বুকে, লুকানো ব্যথা,
    অসহায়ের কণ্ঠে চাপা দীর্ঘশ্বাস,
    ন্যায়ের কাহিনী চাপা পড়ে যায়,
    বিচারের মুখে এক মুখোশের পাপ
    Chorus:
    জাদুঘর, জাদুঘর,
    ভুলে যাওয়া ন্যায়ের জাদুঘর,
    বুকের ভেতর চাপা কষ্ট,
    স্বপ্নগুলো ভাঙা ঘর।
    Bridge:
    আমরা কি পারি, বদলাতে সমাজ?
    ন্যায়ের আলোকে দূর করতে অন্ধকার?
    যদি মন থেকে করি একতার ডাক,
    তবে হয়তো বদলাবে জীবন ধারার ধাক্কা।
    Chorus:
    জাদুঘর, জাদুঘর,
    ভুলে যাওয়া ন্যায়ের জাদুঘর,
    বুকের ভেতর চাপা কষ্ট,
    স্বপ্নগুলো ভাঙা ঘর।
    Outro:
    এখনও সময় আছে, জেগে ওঠার ,
    ন্যায় আর সত্যের পথ বাধার,
    আমাদের হাতে ভবিষ্যতের চাবি,
    তোমার, আমার, আমাদের দেখা জাদুঘর ।
  • Zábava

Komentáře •