বেদান্তসারঃ-এর মঙ্গলাচরণের অর্থ। স্বামী তপোনিষ্ঠানন্দ

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • বেদান্তসারঃ-এর তৃতীয় পর্বে বেদান্তসারঃ-এর মঙ্গলাচরণের অর্থ নিয়ে আলোচনা করেন স্বামী তপোনিষ্ঠানন্দ।
    সদানন্দ যোগীন্দ্র গ্রন্থরচনার আদিতে তাঁর অভীষ্টসিদ্ধির জন্য পরমাত্মার আশ্রয় গ্রহণ করেছেন। গ্রন্থরচনার পূর্বে যে-কোনও গ্রন্থকার প্রার্থনা করেন যাতে তাঁর গ্রন্থ পরিসমাপ্ত হয় এবং গ্রন্থটি শিষ্যপ্রশিষ্যক্রমে যেন অধীত ও অধ্যাপিত হয়। এছাড়াও শিষ্টাচারপলিপালনও তাঁর কাছে অভীষ্ট। যে-কাজ গুরুশিষ্য পরম্পরায় দীর্ঘকাল ধ'রে অনুষ্ঠিত হয়ে আসছে সেই কাজ যদি নিন্দিত না হয় তবে পরবর্তী প্রজন্মের লোকেরা তা অনুসরণ করেন, ইহাই রীতি। মঙ্গলাচরণ বাচিক না হলেও মানসও হতে পারে। যাই হোক, মঙ্গলাচরণ যে কর্তব্য তার স্বপক্ষে স্মৃতিপ্রমাণ তো অনায়াসে উদ্ধৃত হতে পারে এবং তার দ্বারা শ্রুতিকল্পনাও করা হয়ে থাকে।
    #rkmasargachi #vedantasarah #vedanta #বেদান্ত #বেদান্তবাদ #বেদান্তসারঃ #SwamiTaponishthananda

Komentáře • 3

  • @INDRANISENGUPTADEY-qj8rd
    @INDRANISENGUPTADEY-qj8rd Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ShreyaseeChakraborty-ir3hx
    @ShreyaseeChakraborty-ir3hx Před 3 měsíci

    জয় ঠাকুর 🌼🙏🏻 আন্তরিক শ্রদ্ধা জানাই ভক্তি পূর্ণ প্রণাম জানাই মহারাজ কে।🙏🏻🌼

  • @hrisikeshrooj1346
    @hrisikeshrooj1346 Před 3 měsíci

    ঠাকুর, মা, স্বামীজি, অখণ্ডানন্দজী মহারাজ কে ভক্তি পূর্ণ প্রণাম।
    💐💐💐
    বেদান্তসারঃ এর মঙ্গলাচরনণের অর্থ সরল ভাবে বোঝানোর জন্য মহারাজজি কে প্রণাম।
    🙏