লাল সবুজের মাঠ এবং গ্রামের রোডের শেষ সীমানা

Sdílet
Vložit
  • čas přidán 24. 03. 2024
  • ❤️শৈশবের মাঠ❤️
    মাঠের সঙ্গে দুরন্ত এক শৈশবের সম্পর্ক রয়েছে। আজ চোখ বুজলেই সে দুরন্ত শৈশব আমাদের চোখে ভাসে। দুরন্ত শৈশব মানেই জীবনে বিচিত্র সব খেলাধুলার অভিজ্ঞতা অজর্ন করা। যাতে বৃদ্ধকালে সে সব দিনের কথা মনে করে সময় অতিবাহিত করা যায়। আজ সেই মাঠ নেই, পুকুর নেই, জোলা নেই। আছে কেবল দালানকোঠা। ঘুড়ি ওড়ানোটা এখনো কিছুটা গ্রামে-গঞ্জে দেখা যায়। আমাদের সময় এটি ছিল আনন্দের অন্যতম প্রধান উপকরণ। আজকালের বাচ্চারাও যেনো সবই ভুলেই গেছে মাঠে খেলাধুলার কথা…নিরিবিলি সময় এক একটি বাচ্চার দেখা মেলে মোবাইল হাতে নিয়ে কোনাকান্চিতে বসে বসে ফোনটা হাতে নিয়ে টিপাটিপি করছে…॥

Komentáře •