Barul kali mandirtour।second Dakshineswar temple Barul। offbeat tour from kolkata। বারুল কালী মন্দির

Sdílet
Vložit
  • čas přidán 17. 11. 2022
  • #barulhooghly
    #kalimandirbarul
    #seconddakshineswar
    Barul kalimandir Hooghly:-দক্ষিনেশ্বর কালী মন্দির এবং মা ভবতারিণীর কাছে আমরা সবাই গেছি। কিন্তু হুগলী জেলার বারুল গ্রামে রয়েছে "দ্বিতীয় দক্ষিনেশ্বর " । মন্দির টি স্থাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় ব্যক্তি শ্রী মতিলাল চক্রবর্তী মহাশয়। মন্দির এর গঠনশৈলী, যেন অবিকল দক্ষিনেশ্বর মন্দির কে মনে করায়। ঘরের কাছে এমন সুন্দর একটি কালী ক্ষেত্রের কথা আশা করি অনেকেই জানেন না। সম্প্রতি ঘুরে এলাম। সত্যি অসাধারণ এক স্থাপত্যের সাক্ষী রইলাম।
    কীভাবে_যাবেন : বৈচি স্টেশন থেকে 10-11কিমি দূরত্বে অবস্থিত সুন্দর এই মন্দির। বৈচি স্টেশন থেকে জি টি রোড এসে টোটো বা অটো ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় মায়ের মন্দির। ভাড়া অটো তে জনপ্রতি 30-40 টাকা ।
    একইভাবে হাওড়া-বর্ধমান কর্ড-লাইনে গুড়াপ স্টেশনে নেমে বাস বা ট্রেকারে কমলাসাগর মোড়ে এসেও অটো বা টোটো ধরে বারুল গ্রামে মায়ের মন্দিরে পৌঁছানো যায়। সড়কপথে গাড়ি নিয়ে এলে ডানকুনি টোলপ্লাজা হয়ে ২নং জাতীয় মহাসড়ক ধরে সিঙ্গুর হিন্দুস্থান হোটেল এবং ভাস্তরা কমলাসাগর মোড় হয়ে বারুল গ্রামে পৌঁছানো যায়। সন্ধ্যার পরে এই এলাকায় গাড়ির চলাচল কমে যায়। তাই একেবারে সন্ধ্যারতি দেখে ফেরার উদ্দেশ্যে অটো বা টোটো রিজার্ভ করে আসা ভালো ।।
    আর কী বলবো সব তথ্যই দিলাম, এবার জয় মা বলে একদিন বেরিয়ে পড়ুন।
    Thank you.

Komentáře • 4