ফুচকা গ্রামের ফুচকা তৈরী দেখুন |Fuchka Gram | ফুচকা গ্রাম ঘুরতে যাবো | Fuchka Para | Making Fuchka

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2023
  • ফুচকা গ্রামের ফুচকা তৈরী দেখুন |Fuchka Gram | ফুচকা গ্রাম ঘুরতে যাবো | Fuchka Para | Making Fuchka
    ফুচকা গ্রাম ( FUCHKA GRAM ) একেবারে গঙ্গার তীরবর্তী হওয়ায়, এখানকার প্রাকৃতিক শোভা অতি মনোরম। কালী মন্দিরটিতে রোজ মায়ের ভোগ হয়। 1st January এখানে বিশাল অনুষ্ঠান হয়, মেলা বসে, হাজার হাজার ভক্তসমাগম হয়। এছাড়াও এখানে ছোট-বড়ো আরো অনেকগুলি অনুষ্ঠান হয়। যেমন ১৭ ই জানুয়ারী এখানে বিশাল সাঁওতাল মেলা বসে। গ্রামটিতে প্রায় ১০০ টির ওপর পরিবারের জীবিকাই হলো এই ফুচকা তৈরী। গ্রামের ছোট থেকে বড়ো,সবাই এই কাজের সাথে যুক্ত। এখানে অনেক রকম ফুচকা পাওয়া যায় এবং দামও অতি কম। জল ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা, চকোলেট ফুচকা ছাড়াও এখানে পাওয়া যায় চিকেন ফুচকা। আপনি যদি এই গ্রামে ঘুরতে যান, সারা সকালটা ফুচকা তৈরী দেখতে দেখতেই আপনার সময় কেটে যাবে,তারপর মায়ের মন্দির দেখে নিন,মায়ের ভোগ খান, তারপর গঙ্গাবক্ষে নৌকায় চড়ুন। তারপর গঙ্গাপারে খানিকটা সময় কাটিয়ে বাড়ি ফিরে আসুন। কোথাদিয়ে একটা দিন বেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। মোটকথা সারাদিনের দুর্দান্ত একটা প্যাকেজ বলতে পারেন।
    পথনির্দেশ :- শেয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগর, রানাঘাট, গেঁদে, কল্যাণী, শান্তিপুর, যে কোনো লোকাল ট্রেন ধরে কাঁচরাপাড়া তে নামুন। সেখান থেকে টোটো করে শহীদ পল্লী বা ফুচ্কাগ্রাম চলে আসুন। অথবা আপনি কাঁচরাপাড়া নেমে টোটো ধরে বাগমোর, তারপর সেখান থেকে শহীদ পল্লী বা ফুচ্কাগ্রাম। আর বাসে আসতে গেলে বারাকপুর চলে আসুন। তারপর সেখান থেকে ৮৫ নম্বর বাসে করে বাগমোর চলে আসুন।
    #fuchkagram
    #fuchkapara

Komentáře • 1