ধূমকেতু # কাজী নজরুল ইসলাম # Foysal Aziz's Recitation

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2021
  • ফেইসবুক: / faysalazizrecitation
    ভয়েস আর্ট ইমেইল: voice.art@outlook.com
    কবিতা : ধূমকেতু (Poem : Dhumketu)
    কবি : কাজী নজরুল ইসলাম (Poet : Kazi Nazrul Islam)
    আবৃত্তি : ফয়সাল আজিজ (Foysal Aziz)
    আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু
    এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!
    সাত- সাত শ’ নরক-জ্বালা জ্বলে মম ললাটে,
    মম ধূম-কুণ্ডলী ক’রেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে!
    আমি অশিব তিক্ত অভিশাপ,
    আমি স্রষ্টার বুকে সৃষ্টি-পাপের অনুতাপ-তাপ-হাহাকার-
    ..........
    ........
    .......
    .......
    তেমনি করিয়া ভগবানে ঘিরে
    ধূমকেতু-কালনাগ অভিশাপ ছুটে চলেছি রে ;
    আর সাপে-ঘেরা অসহায় শিশু সম
    বিধাতা তোদের কাঁপিছে রুদ্র ঘুর্ণীর মাঝে মম!
    আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁদে ত্রাসে,
    স্রষ্টার চেয়ে সৃষ্ট পাছে বা বড় হ’য়ে তারে গ্রাসে।

Komentáře • 67

  • @shawkatnaogaon981
    @shawkatnaogaon981 Před 2 lety +11

    আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা শুনি আর মনে মনে ভাবি... কোন মানুষের পক্ষে কি সম্ভব এমন কবিতা লিখা! হে আল্লাহ প্রিয় কবিকে জান্নাতুল ফেরদৌস দান করিও।(আমীন)

  • @supriyobiswas8948
    @supriyobiswas8948 Před 2 lety +30

    আপনার মাতাকে আমার প্রণাম, যিনি আপনাকে এই ধরিত্রীতে এনেছেন। কবিতা লিখে কবি অমর হয়ে গেছেন, আর আবৃত্তি করেও আপনি অমর হয়ে গেছেন ।

  • @TahabubAlam
    @TahabubAlam Před 3 lety +24

    আবৃত্তির মধ্যে গভীরভাবে নিমর্জ্জিত ছিলাম! এটাইতো আবৃত্তিকারকের সফলতা! শুভ কামনা নিরবধি! ধন্যবাদ!❤️🌻🌹🌷

  • @asimpatra6025
    @asimpatra6025 Před 2 lety +6

    ফয়সাল আজিজের আবৃত্তি ঘুচিয়েছে অবসাদ।
    ভারত থেকে এ ভাইকে জানাই অশেষ ধন্যবাদ।

  • @worldverifications629
    @worldverifications629 Před 2 lety +5

    কি লেখনি❤️❤️,,এই এক আজব কবি আমাদের।দুনিয়ায় এমন কবি আর কে আছেন,দেখি আমাদের নজরুলের ছিটেফোঁটাও লিখেছেন কি-না লিখবেন কি-না??

  • @krishnasen93
    @krishnasen93 Před 2 lety +6

    আবৃত্তি শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম।

  • @rahabar.
    @rahabar. Před 2 lety +5

    কি শুনলাম! নজরুল,তুমিই কী সেই ধূমকেতু (?)

  • @MdMonir-bl4xk
    @MdMonir-bl4xk Před rokem +2

    আল্লাহ এই মহান কবি কে জান্নাতুল ফেরদৌস দান করুন

  • @kamolhasan9097
    @kamolhasan9097 Před 2 lety +6

    আবৃতিকার কে আমার শত কোটি সালাম। তাঁর ষ্পষ্ট নির্ভুল উচ্চারন আমাকে আরো বেশী আকৃষ্ট করেছে ।

  • @informationbangla5177
    @informationbangla5177 Před 3 lety +5

    আমার পছন্দের সেরা একটা কবিতা

  • @Muktadir55
    @Muktadir55 Před 2 lety +5

    গন মানুষের সাম্যবাদের পৃথিবীর শ্রেষ্ট মহাকবি কাজী নজরুল ইসলাম।
    আপনার কন্ঠে সমগ্র বাংলার মানুষের মাঝে উদয় হউক নজরুলের সাহিত্যের গন জাগরন।
    অসেষ ধন্যবাদ।

    • @sanjitdas3797
      @sanjitdas3797 Před 2 lety

      Dhumketukobitakobikajinojrulislamfaysalazizbeautifullabritidarsoniksanjitdas

  • @abaziz728
    @abaziz728 Před 2 lety +4

    মনে হয় যেন নজরুলের আবৃতি শুনলাম♥️♥️♥️

  • @user-yx7nw5wc1p
    @user-yx7nw5wc1p Před 2 lety +10

    শ্রেষ্ঠ কবির অন্যতম সেরা কবিতা❤️

  • @jashimjibon887
    @jashimjibon887 Před rokem +1

    পৃথিবীর অন্যতম সেরা কবি নজরুল 💖

  • @malahait5735
    @malahait5735 Před 3 lety +4

    অপূর্ব।যতো শুনি মুগ্ধ হয়ে যাই। অপূর্ব voice.

  • @biraditi4268
    @biraditi4268 Před 2 lety +1

    shobdo noy jeno agniban . Koti koto pronam ei kobi ke🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tahominaalam7744
    @tahominaalam7744 Před 2 lety +3

    এক দিন এ-ই ধুমকেতু, আছড়ে পড়বে, তার সকল আলোর উচ্ছাস নিয়ে, চিরন্তন এই অন্ধকার ভুবনে।

    • @nissankhan6632
      @nissankhan6632 Před rokem

      নজরুল এমন এক ধুমকেতু যে নিভে যাবার জন্য আসে নাই।

  • @MD.wadudrana2
    @MD.wadudrana2 Před rokem +1

    আমাদের প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেবের অসাধারণ সৃষ্টির মাধ্যমে প্রকাশ করেছিলেন এই ধুমকেতু কবিতা তখন কার সময়ে মানুষের মনে দারুন ভাবে প্রভাব সঞ্চার করেছে তাই আমি বলতে চাই আমাদের দেশের অন্যতম গুণী আ আবৃত্তিকার ফয়সাল আজিজ সাহেব কে আপনি কাজী নজরুল ইসলাম সাহেবের অনেক কবিতা আবৃত্তি করে আসছেন আপনার অনেক আবৃত্তি কবিতা আমি শুনেছি আমার অনেক ভাল লাগে শুধু তাই নয় আপনার আবৃত্তি অনেক মানুষের মনে দারুন ভাবে প্রভাব সঞ্চার করেছে আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে আপনার প্রতি আমার শুভকামনা রইল

  • @raselmahmud2960
    @raselmahmud2960 Před rokem +2

    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী হতে বিদ্রোহী আর ধুমকেতু ই যথেষ্ট
    আর কাউকে মেনে নিতে পারিনা তুমি ছাড়া

    • @saddamhossainrana2696
      @saddamhossainrana2696 Před 11 měsíci +1

      একদম মনের কথা বলেছেন ভাই

    • @raselmahmud2960
      @raselmahmud2960 Před 11 měsíci

      @@saddamhossainrana2696 ভেবে দেখেছেন কতটা বিস্ময়কর ! আজ থেকে একশত বছর আগের সেই বিশের দশকেও কতটা আধুনিক ছিলেন আমাদের নজরুল ইসলাম ।

  • @kamrunkabir9643
    @kamrunkabir9643 Před 3 lety +4

    অপূর্ব!

  • @habiburrahman499
    @habiburrahman499 Před 2 lety +3

    খুব ভালো লাগছে ভাইয়া

  • @Muhib_recitation
    @Muhib_recitation Před rokem +1

    অসাধারণ কণ্ঠের কারুকাজ হৃদয় ছুঁয়ে গেলো।

  • @momtajstudio930
    @momtajstudio930 Před 2 lety +3

    খুব ভালো লাগলো।

  • @abuarifnayeem9511
    @abuarifnayeem9511 Před 2 lety +3

    অসাধারণ আবৃত্তি।

  • @arifulislam8738
    @arifulislam8738 Před 3 lety +3

    আসাধারন

  • @shamimhossain1475
    @shamimhossain1475 Před 2 lety +3

    অসাধারণ আবৃত্তি। 🌺❤️🌺

  • @jayasrisil8557
    @jayasrisil8557 Před 10 měsíci

    অপূর্ব, অতুলনীয়, দূর্দান্ত, যেমন লেখনী , তেমনি আবৃত্তি। 👌👌👏👏👏👏🌹🌹🙏🏻🙏🏻🙏🏻

  • @amirsoyel1340
    @amirsoyel1340 Před 3 lety +4

    Oshadharon...❤️from🇳🇪..

  • @kollaynerpoth
    @kollaynerpoth Před 3 měsíci +2

    রবীন্দ্রনাথ যদি গীতাঞ্জলির জন্য নবেল পায় তাহলে নজরুল প্রতিটা কবিতার জন্যেই পাওয়া উচিৎ

  • @manoranjankundu8006
    @manoranjankundu8006 Před 2 lety +3

    প্রেমের কবি সাম্যের কবির গান,
    একদিন এ ধরনীতে জাগাবে প্রান।

  • @sujitasarkar731
    @sujitasarkar731 Před rokem

    Ato abbriti korechen jini Take asonkho Thank s.

  • @anannyakabir
    @anannyakabir Před 9 měsíci

    আমার প্রিয় কবিতা অনেক সুন্দর হয়েছে

  • @DrShamim
    @DrShamim Před 2 lety +1

    আমি মুগ্ধ।

  • @SurayaAkter-nj5qm
    @SurayaAkter-nj5qm Před 6 měsíci

    ❤❤❤❤❤❤

  • @chandrachaudhurissong6812

    খুব সুন্দর আবৃত্তি করেছেন।

  • @Himel.Chowdhury.
    @Himel.Chowdhury. Před rokem +1

    কমেন্ট রেখে গেলাম পরবর্তী প্রজন্মের জন্য।

  • @NogoderJogot
    @NogoderJogot Před rokem

    অনেক অনেক সুন্দর হয়েছে। আপনার আবৃত্তি আপনাকে অনেক আনন্দ দেয়। আমি আপনার একোনিষ্ঠ একজন ভক্ত হয়ে আছি ছিলাম থাকবো চিরকাল আশাকরি পাশে পাবো চিরকাল। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

  • @balakamaity1343
    @balakamaity1343 Před 2 lety +1

    Awesome!!!

  • @ahsanullahhasan6864
    @ahsanullahhasan6864 Před rokem

    দীর্ঘায়ু কামনা সহ - রক্তিম শুভেচ্ছা

  • @MdAli-th2qd
    @MdAli-th2qd Před 2 lety +1

    Outstanding

  • @animeshhazra3116
    @animeshhazra3116 Před 2 lety +1

    খুব সুন্দর

  • @hafsakhantun662
    @hafsakhantun662 Před 2 lety

    Thanks for the wonderful recitation

  • @ataurrahaman2339
    @ataurrahaman2339 Před 2 lety

    অপূর্ব

  • @winnernita695
    @winnernita695 Před rokem

    Satti just🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sukhepakhi8713
    @sukhepakhi8713 Před 3 lety

    Sotty osadharon

  • @balakamaity1343
    @balakamaity1343 Před 2 lety

    Apurbo! the lines were waiting for such recitation. It seems that the writer has no fear in life.Byron of bengali poetry! Amazingly courage to confront God, the Creator to reveal His faults!! Manasamangaler chand saudagarer katha mone koriye dey.

  • @Aktarul-Islam_Official

    মনোমুগ্ধকর

  • @mojjammalhossain7915
    @mojjammalhossain7915 Před 2 lety

    কি সুন্দর

  • @eraserpoint6941
    @eraserpoint6941 Před 3 lety

    😍

  • @mdbsnl1452
    @mdbsnl1452 Před 3 lety

    So cute

  • @riazislam3484
    @riazislam3484 Před 2 lety +1

    আপন‌ি কব‌িতার সাথ‌ে কাব‌্য গ্রন্থ‌‌ের নাম বলল‌ে ভাল‌ো হয়

  • @sheikhmahbubalam6229
    @sheikhmahbubalam6229 Před rokem +1

    অভিশাপ - কাজী নজরুল ইসলাম
    14/01/2021 Admin কাজী নজরুল ইসলাম
    অভিশাপ
    - কাজী নজরুল ইসলাম
    যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে!
    অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে-
    বুঝবে সেদিন বুঝবে।
    ছবি আমার বুকে বেঁধে
    পাগল হয়ে কেঁদে কেঁদে
    ফিরবে মরু কানন গিরি,
    সাগর আকাশ বাতাশ চিরি’
    যেদিন আমায় খুঁজবে-
    বুঝবে সেদিন বুঝবে!
    স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে’
    কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও-বুক ছমকে’-
    জাগবে হঠাৎ চমকে’!
    ভাববে বুঝি আমিই এসে
    বসনু বুকের কোলটি ঘেঁষে
    ধরতে গিয়ে দেখবে যখন-
    শুন্য শয্যা! মিথ্যা স্বপন!
    বেদনাতে চোখ বুঁজবে-
    বুঝবে সেদিন বুঝবে!
    গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না,
    বলবে সবাই- “সেই যে পথিক তার শোনানো গান না?-”
    আসবে ভেঙ্গে কান্না!
    প’ড়বে মনে আমার সোহাগ,
    কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
    পড়বে মনে আমার ফাঁকি
    অশ্রু-হারা কঠিন আঁখি
    ঘন ঘন মুছবে,
    বুঝবে সেদিন বুঝবে!
    আবার যেদিন শিউলী ফু’টে ভরবে তোমার অঙ্গন,
    তুলতে সে-ফুল গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কণ-
    কাঁদবে কুটীর -অঙ্গন,
    শিউলী ঢাকা মোর সমাধি
    প’ড়বে মনে উঠবে কাঁদি’!
    বুকের মালা ক’রবে জ্বালা,
    চোখের জলে সেদিন বালা
    মুখের হাসি ঘুচবে-
    বুঝবে সেদিন বুঝবে!
    আসবে আবার আশিন হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি,
    থাকবে সবাই- থাকবে না এই মরণ-পথের যাত্রী!
    আসবে শিশির-রাত্রি!
    থাকবে পাশে বন্ধু-স্বজন,
    থাকবে রাত বাহুর বাধন,
    বঁধুর বুকের পরশনে
    আমার পরশ আনবে মনে-
    বিষিয়ে ও-বুক উঠবে-
    বুঝবে সেদিন বুঝবে!
    আসবে তোমার শীতের রাতি, আসবে না ক’ আর সে-
    তোমার সুখে পড়ত বাঁধা থাকলে যে-জন পার্শ্বে,
    আসবে না ক’ আর সে,
    পড়বে মনে, মোর বাহুতে
    মাথা থুয়ে যে-দিন শুতে,
    মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়!-
    সেই স্মৃতি নিত এ-বিছানায়
    কাঁটা হয়ে ফুটবে-
    বুঝবে সেদিন বুঝবে।
    আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,
    সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে-
    দুলবে তরী রঙ্গে।
    প’ড়বে মনে, সে কোন রাতে
    এক তরীতে ছিলে সাথে,
    এমনি গাঙে ছিল জোয়ার
    নদীর দু’ধার এমনি আঁধার
    তেমনি তরী ছুটবে-
    বুঝবে সেদিন বুঝবে।
    তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ,
    আমার মত কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ-
    সখার কারা-বন্ধ!
    বন্ধু তোমার হানবে হেলা,
    ভাঙ্গবে তোমার সুখের মেলা;
    দীর্ঘ বেলা কাটবে না আর,
    বইতে প্রাণের শ্রান্ত এ-ভার
    মরণ-সনে বুঝবে-
    বুঝবে সেদিন বুঝবে।
    ফুটবে আবার দোলন-চাঁপা, চৈতি-রাতের চাঁদনী,
    আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনি-
    চৈতী-রাতের চাঁদনী।
    ঋতুর পরে ফিরবে ঋতু,
    সেদিন হে-মোর সোহাগ-ভীতু!
    চাইবে কেঁদে নীল নভোগা’য়
    আমার মতন চোখ ভ’রে চায়
    যে-তারা, তায় খুঁজবে-
    বুঝবে সেদিন বুঝবে!
    আসবে ঝড়ি, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন
    কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন-
    টুটবে যবে বন্ধন!
    পড়বে মনে, নেই সে সাথে
    বাধতে বুকে দুঃখ- রাতে।-
    আপনি গালে যাচবে চুমা,
    চাইবে আদর, মাগবে ছোঁওয়া,
    আপনি যেচে চুমবে-
    বুঝবে সেদিন বুঝবে!
    আমার বুকের যে কাঁটা ঘা তোমায় ব্যথা হানত,
    সেই আঘাতই যাচবে আবার হয়তো হ’য়ে শ্রান্ত-
    আসব তখন পান্থ।
    হয়তো তখন আমার কোলে
    সোহাগ লোভে প’ড়বে ঢ’লে,
    আপনি সেদিন সেধে-কেঁদে
    চাপবে বুকে বাহুয় বেঁধে,
    চরন চু’মে পূজবে-
    বুঝবে সেদিন বুঝবে !
    কবিতাটির আবৃত্তি

  • @surjodas1798
    @surjodas1798 Před 2 měsíci

    নেত্রকোণা থেকে

  • @shahariartusar4645
    @shahariartusar4645 Před 7 měsíci

    Ok

  • @balakamaity1343
    @balakamaity1343 Před 6 měsíci

    কবি এযুগে জন্মালে Black hole নিয়ে লিখতেন। কবির কথার সঙ্গে সর্বগ্রাসী black hole আরো ভালো যায়।

  • @mdmonarul480
    @mdmonarul480 Před 11 měsíci

    অসাধারণ আবৃত্তি।

  • @mr.blackwhite2977
    @mr.blackwhite2977 Před 2 lety +1

    অসাধারণ আবৃত্তি।