🔴 LIVE ১৮ ই জুলাই বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে ঝড়, ভারী বৃষ্টির সতর্কতা, Weather Update

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • ▶ এই মুহূর্তের আপডেট জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন (Latest Update ) : / weatherbangla
    বন্ধুরা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য আমাদের নিবেদন Weather Tube চ্যানেল। আমাদের মতামত জানান। আমরা আপনাকে পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী রাজ্য গুলি এবং বাংলাদেশের আবহাওয়ার সংবাদ পরিবেশন করবো। আশা করি আপনাদের উপকারে আসবে। আমাদের ভিডিও গুলি লাইক দেবেন, চ্যানেলে নতুন হবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
    একদম সংক্ষিপ্তভাবে খবর পরিবেশন করার চেষ্টা করবো।
    #weathertube #weather #weathertoday #cyclone #নিম্নচাপ
    😍 বড় খবর, কেরালাতে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গেছে, উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ জায়গায় এবং বাংলাদেশের চট্টগ্রামের বর্ষা বর্তমানে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তান্ডব চালাচ্ছে। বিশেষ করে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা গুলির মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এ ব্যাপক বৃষ্টি হচ্ছে। আলীপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা আছে। এছাড়াও শিলিগুড়ি, দার্জিলিং এ ভারী বৃষ্টি হচ্ছে। যদিও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। এছাড়াও সমগ্র আসাম জুড়েও মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে গেছে। বাংলাদেশের উত্তরের জেলা গুলিতেও ব্যাপক বৃষ্টি পাত চলছে। বিশেষ করে রংপুরে প্রতিদিন ব্যপক বৃষ্টি হচ্ছে। যদিও সাথে ময়মনসিংহ এবং সিলেটে ব্যাপক বৃষ্টি হচ্ছে। এছাড়া রাজশাহী তেও বৃষ্টি ভালোই হচ্ছে। দক্ষিনবঙ্গে বৃষ্টি অনেকটাই কম। বিশেষ করে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির দেখা মিলছে, যদিও পশ্চিমবঙ্গের সব জেলায় বর্ষা প্রবেশ করেছে, তবে বর্ষা প্রবেশ করলেও, সব জেলায় সমান বৃষ্টি বা ব্যাপক পরিমানে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি হয়েও অধিক তাপমাত্রা এবং আপেক্ষিক আদ্রতা বেশি থাকার কারণে প্যাচ প্যাচে গরম অনুভূত হচ্ছে। যদিও বা সমুদ্র উপকূলবর্তি জেলা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় মাঝে মধ্যেই নিম্নচাপের বাতাস বা ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝড় দেখা দিচ্ছে। পাশাপাশি হালকা বৃষ্টি কিছু জেলাতে হলেও প্রচুর পরিমানে বজ্রপাত ঘটে যাচ্ছে। আবার বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রায় একই চিত্র। খুলনা তে বৃষ্টি নেই, বরিশালে মাঝে মধ্যে হাল্ক বৃষ্টি হলেও প্রচুর পরিমানে বজ্র গর্ভ মেঘের সঞ্চার ঘটচ্ছে। রাজধানী ঢাক তেও মাঝে মধ্যে বৃষ্টির দেখা মিললেও ব্যাপক গরম পরিলক্ষিত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছিলো, এই বছর অর্থাৎ ২০২৪ এ, একদিন আগেই বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে যাবে দক্ষিনবঙ্গে। কিন্তু বর্ষা অনেক দেরিতে প্রবেশ করেছে। তবে দক্ষিনবঙ্গে সেভাবে বৃষ্টি হচ্ছে না।
    😍 আলীপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কলিংপং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারী আছে। মাঝে মধ্যে উত্তর দিনাজপুর জেলার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে সে ভাবে বৃষ্টির সতর্কতা না থাকলেও মাঝে মধ্যে বৃস্টি হচ্ছে। তবে বজ্রপাতের সতর্কতা প্রায়ই দেখা যাচ্ছে।
    😍 দেরিতে বর্ষা আসা এবং বিশেষত পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিনবঙ্গে বৃষ্টিপাত কম হওয়ার কারণে, পুজোর সময় অর্থাৎ, অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
    😍 কিছু কিছু জায়গায়, বৃষ্টির বিগ্ন ঘটার কারণে, দুই বাংলায় চাষের ক্ষতি হতে পারে। আবার উত্তরবঙ্গের জেলা গুলিতে অধিক বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হতে পারে।
    😍 পশ্চিমবঙ্গে বেশিরভাগ জেলায় মেঘের সঞ্চার হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টি হলেও তা ১.৫ মিলিমিটার থেকে ৭ মিলিমিটার, যা পর্যাপ্ত বৃষ্টির থেকে অনেক কম।
    😍 বঙ্গোপসাগরে একটি low pressure zone তৈরি হতে চলেছে, এটি একটি বড় নিম্নচাপে পরিণত হতে পারে। ১৯ থেকে ২০ জুলাই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে একটি ছোট ঘুণাবর্ত তৈরি করতে পারে, যার প্রভাবে, ওড়িশা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে প্রভাব পড়তে পারে, বিশেষ করে, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের উপকূলের খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের বেশ কিছু জায়গায় নিম্নচাপের প্রভাব পড়তে পারে। তবে বাংলাদেশের তিনকোনা আইল্যান্ড দিয়েই সব থেকে বেশি বাতাস প্রবেশ করবে, যার প্রভাব, বরিশাল, ফটিকছড়ি উপজেলা এবং ত্রিপুরাতে ৫০ থেকে ৫৫ কিমি বেগে ঝড় বইতে পারে। ECMWF মডেলে এই চিত্র ধরা পড়েছে। তবে GFS মডেলও বলছে, একটা বড় নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে।
    😍 দক্ষিনবঙ্গে বৃষ্টির প্রভাব এতটাই কম যে মাঝে মধ্যে দু একদিন বৃষ্টি হচ্ছে, তারপর আবার বৃষ্টির দেখা মিলছে না। যদিওবা বৃষ্টির পরিমান খুবই কম।
    weather tube
    weather tube bangla
    abahawar khabar today
    abohar khobor today live
    abohar khobor somoy tv
    abohar khobor live
    abohar khobor 2024
    abohar khobor bangla
    abohar khobor ajker
    abohar khabar abohar khabar
    abohar khobor rajgir
    abohar khobor ki
    abohar khabar today in bangladesh
    খবর আবহাওয়া
    আবহাওয়া কি খবর
    হাওয়ার খবর
    হাওয়া বাতা
    আবহাওয়ার খবর
    আবহাওয়ার খবর আজকের সরাসরি বাংলাদেশ
    আবহাওয়ার খবর আজকের
    আবহাওয়ার খবর আবহাওয়া
    আবহাওয়ার খবর দেখুন
    আবহাওয়ার খবর চাই
    আবহাওয়ার খবর 2024
    আবহাওয়ার খবর আজকের ২০২৪
    আবহাওয়ার খবর শুনতে চাচ্ছি
    আবহাওয়ার অফিসের খবর
    অগ্রিম আবহাওয়ার খবর
    আবহাওয়ার খবর দেখার অ্যাপস
    দক্ষিণ অঞ্চলের আবহাওয়ার খবর
    আবহাওয়ার খবর আজকের লাইভ
    আবহাওয়ার খবর ইন্ডিয়া
    ইন্ডিয়ার আবহাওয়ার খবর
    উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
    উত্তরবঙ্গের আবহাওয়ার খবর লাইভ
    আবহাওয়ার খবর কলকাতা
    কলকাতার আবহাওয়ার খবর
    কলকাতার আবহাওয়ার খবর আজকের
    কুমিল্লার আবহাওয়ার খবর
    কক্সবাজার আবহাওয়ার খবর
    এ ছাড়াও আরও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া এবং বন্যা পরিস্ততির খবর দেওয়ায় হবে । আমাদের সাথে থাকুন। ভিডিওতে লাইক দিন চ্যানেলে বিনামুল্যে সাবক্রাইব করুন। ধ্যন্যবাদ ।

Komentáře • 7

  • @ramsankardubey9790
    @ramsankardubey9790 Před měsícem +1

    পুরুলিয়া জেলার কাশিপুর ব্লকের ইন্দ্রবিল থেকে দেখছি

  • @MdMuin2580
    @MdMuin2580 Před měsícem +2

    Pirujpur diya Bangladesh yr khobor poti din chai dada ❤❤❤😊halka halka paici😊

  • @BiplabBarmanyt
    @BiplabBarmanyt Před měsícem +1

    From Coochbehar

  • @DilipDas-lp4ee
    @DilipDas-lp4ee Před měsícem

    Mutshidabad

  • @user-sr9ix2eg4t
    @user-sr9ix2eg4t Před měsícem

    Shagardib

  • @sspssp2511
    @sspssp2511 Před měsícem

    Shylhet theke decchi

  • @soumennandi8428
    @soumennandi8428 Před měsícem

    Arambagh a dupure valo bristi hochaya