Tour Of Ambika Kalna ।। কালনা রাজবাড়ী।। ১০৮ শিব মন্দির।। কালনা ভ্রমণ।। পূর্ব বর্ধমান।।

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Tour Of Ambika Kalna ।। কালনা রাজবাড়ী।। ১০৮ শিব মন্দির।। কালনা ভ্রমণ।। পূর্ব বর্ধমান।।
    #Kalnatouristplace#Kalnatour#Travelloverchanchal#Kalnarajbari#Kalna108shivmandir#Kalnalaljimandir#Kalnabhabapaglamandir#Kalnakrishnachandramandir
    হাওড়া কাটোয়া রেলপথের ব্যাস্ততম ষ্টেশন অম্বিকা কালনা হলো হুগলি নদীর তীরবর্তী একটি প্রাচীন জনপদ। এর আগের ভিডিওতে আপনাদের আমি কালনা ভ্রমণের প্রথম পর্ব নিয়ে কালনা ভ্রমণ পর্ব- ১ দেখিয়ে ছিলাম। আর আজ কালনা ভ্রমণ পর্ব-২ দিয়ে আমার এই ব্লগ সাজানো। আপনাদের আমি আগেই বলেছিলাম কালনা তে এতকিছু দ্রষ্টব্য স্থান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা একদিনে যেমন ভ্রমণ করা সম্ভব নয়, তেমনি এই শহরের দ্রষ্টব্য স্থানগুলি একটি ভিডিওতে দেখানোও সম্ভব নয়। তাই আমি কালনা ভ্রমণ কে দুটি পর্বে ভাগ করে নিয়েছি। আর আজ আমি কালনা ভ্রমণের ২য় পর্বে যেসমস্ত দ্রষ্টব্য স্থানগুলি দর্শন করাবো সেগুলি হলো ১০৮ শিব মন্দির, কালনা রাজবাড়ীর ভিতর যে সকল প্রাচীন মন্দির তথা কৃষ্ণচন্দ্র মন্দির, লালজী মন্দির, পতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, বিজয় বৈদ্যনাথ মন্দির ইত্যাদি। আর দর্শন করাবো মহাপ্রভুর স্মৃতি ধন্য ইমলিতলা, মহাপ্রভু বাড়ি, মজলিস শাহ মজলিস, কালনার খেয়া ঘাট ইত্যাদি। আর আগের সকল ভিডিওর মতো এই ভ্রমণেরো সফরসঙ্গী অবশ্যই আপনারা।
    🔺Your Quarries:-
    Tour of Ambika Kalna
    Kalna Raj Bari
    Kalna108 Shiv Mandir
    Kalna Tour
    Travell Lover Chanchal
    Kalna Tourist Place
    কালনা ভ্রমণ
    কালনা বেড়ানোর জায়গা
    Kalna Tourist Destination
    Kalna Pratapeshwar Mandir
    Kalna Krishnachandra Mandir
    Kalna Lalji Mandir
    Kalna Imli Tala
    Kalna Mahaprabhu Bari
    Kalna Bhaba Pagla Mandir
    Kalna Modangopal Mandir
    Kalna Majlish Saho Majlish
    Purba Bardhaman Tourist Place
    অম্বিকা কালনা ভ্রমণ
    Purba Bardhaman Tourist Destination
    West Bengal Tourist Destination
    One Day Tour Of Ambika Kalna
    🔺কিভাবে আসবেন:-
    ট্রেনে:-হাওড়া কাটোয়া (লোকাল)।
    ষ্টেশন- অম্বিকা কালনা।
    বিস্তারিত জানতে কালনা ভ্রমণ পর্ব-১ দেখে
    নিতে পারেন।
    🔺কালনায় হোটেল:-
    প্রিয়দর্শিনী হোটেল (নতুন বাসস্ট্যান্ডের নিকট)।
    9732076690
    🔺মন্দিরগুলি খোলা থাকে:-
    সকাল ৭ টা থেকে ১২ টা।
    বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা।
    (অবশ্যই খোলা পাবেন এই সময়ে। কোন
    কোনো মন্দিরের খ্যেত্রে ব্যাতিক্রম আছে)।
    🔺দুপুরে আহারের ব্যবস্থা আছে:-
    লালজী মন্দির।
    ভবা পাগলার মন্দির।
    (সকাল ১০টার মধ্যে আপনাকে
    জানাতে হবে)।
    ▶️ Travell Lover Chanchal
    ভিডিওটি ভালো লাগলে অবশ্যই Like, Comment, এবং Share করবেন। আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই Subscribe করে দেবেন। নতুন যেকোন ভিডিও সবার আগে দেখার জন্য।
    🙏
    আমার আগের সকল ভিডিও গুলি হলো:-
    ▶️ লীলাময় রাখালরাজ। গোপালদাসপুর।
    ▶️ জয় মা জগৎগৌরী। নারকেলডাঙা।
    ▶️ জয় বাবা গোপেশ্বর। বাঘনাপাড়া।
    ▶️পলসা কালি বাড়ি। পলসা।
    ▶️মানবিকতা আধ্যাত্মিকতার মেলবন্ধনে পরমানন্দ মিশন। বনগ্রাম।
    ▶️ জয মা হংসেশ্বরী। বাঁশবেড়িয়া।
    ▶️ কালনা ভ্রমণ পর্ব- ১। কালনা।
    আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে।
    সকলে খুব ভালো থাকুন। আর অবশ্যই
    সুস্থ থাকুন।
    🙏ধন্যবাদ আপনাকে।

Komentáře •