তারাপীঠৈর নিকটে সতীপীঠ নলাটেশ্বরী মন্দির । Nalateswari Temple

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2023
  • তারাপীঠৈর নিকটে সতীপীঠ নলাটেশ্বরী মন্দির । Nalateswari Temple
    Nalateswari Temple | তারাপীঠ থেকে ঘুরে আসুন কাছের সতীপীঠ নলাটেশ্বরী মন্দির নলহাটি | Nalhati Bhirbhum
    নলাটেশ্বরী সতীপীঠ, ৫১ সতীপীঠের এক পীঠ। Nalateshwari Satipeeth.Nalateswari Temple.‪@sathemegh‬
    Sathe Megh,
    AKALIPUR GUJJHA KALI TEMPLE
    #satipith #nalateswaritemple #nalateswari #nilmegherpalok2023
    কিভাবে আসবেন ?
    কোথায় থাকবেন ?
    কিভাবে পুজো দেবেন ?
    তাথ্য গুলী সংগ্রহ করা হয়েছে
    একান্ন সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ হল পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার নলহাটিতে এই নলাটেশ্বরী মন্দিরটি। নলহাটি স্টেশন থেকে মাত্র মিনিট দশেকের হাঁটাপথে এই নলাটেশ্বরী সতী পীঠ। এছাড়া রামপুরহাট স্টেশন থেকেও খুব সহজে এই মন্দিরে আসা যায় । বীরভূম জেলার এই অঞ্চলে সতীর কণ্ঠনালী বা গলার নলি পড়েছিল, সেখানেই এই মন্দির স্থাপিত হয় । বলা হয় এই থেকেই নলহাটির নামকরণ হয়েছে । এছাড়া এই মন্দিরটিকে অনেকে ললাটেশ্বরী মন্দিরও বলে । মন্দিরের গর্ভ গৃহে মা নলাটেশ্বরীর অবস্থান করে । এখানে দেবী তৃনযনী কালী রূপে পূজিতা হন মা নলাটেশ্বরী। প্রতিদিন ভোর সারে চারটে থেকে বেলা একটা এবং বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দিরে মাকে পূজা দেওয়া যায় । লোকমুখে জানা যায় ২৫২ বঙ্গাব্দে কামদেব সতীমায়ের দেহাংশ এই কণ্ঠনালী খুঁজে পান এই স্থানে। তারপর ধীরে ধীরে এই মন্দির গড়ে ওঠে ।
    মন্দির প্রতিদিন সকাল পাঁচটা থেকে দুপুর 1টা 30টা পর্যন্ত (5:00AM থেকে 1:30 PM) এবং বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত (2:00 PM থেকে 8:00 PM) খোলা থাকে।
    From Tarapith, visit Satipeeth Nalateshwari Temple .Nalateswari mandir at Birbhum ।। The Nalateshwari Temple is located at Nalhati in Birbhum district in the state of West Bengal. This Nalateshwari Peeth is just a ten to 15 minute walk from Nalhati station. Besides, this temple can be easily reached from Rampurhat railway station. In this part of Birbhum district, under a tree in the middle of the hill, Sati's throat or throat tube fell, this is where the temple is located. This temple is also called Lalateswary Temple by many. The location of Maa Nalateshwari in the temple. The height of the stone statue is about four feet. Here Maa Nalateshwari is worshiped as Goddess Kali. Goddess Bhairab name Yogish. Maa is worshiped in this temple every day from four thirty in the morning to one in the afternoon (5:00AM to 1:30 PM) and from four in the afternoon to eight at night (2:00 PM to 8:00 PM). It is said that the body of Kamadeva Sati maa was found in this place. Then gradually this temple was built.
    Akalipur Kali birbhum : বীরভূমের আকালি কালী সম্পর্কে বহু ইতিহাস প্রচলিত রয়েছে। কালীপুজর রাতে এই মন্দিরে বিশেষ পুজয় না।
    গুহ্যকালী বা আকালী হিন্দু দেবী কালীর একটি বিশেষ রূপ। দেবীভাগবত পুরাণ মতে, তিনি দেবী শতাক্ষীর শরীর থেকে উৎপন্না অন্যতমা মহাশক্তি।কোনো কোনো সাধক এই রূপে কালীর আরাধনা করে থাকেন, তবেগুহ্যকালী কালীর এক অতি ভয়ংকরী রূপ। এই রূপ কালীর প্রচলিত রূপের চেয়ে অনেকটাই পৃথক। গুহ্যকালী দ্বিভুজা, সর্পভূষিতা ও খড়্গহস্তা।
    নন্দকুমার ছিলেন নবাবি আমলে বাংলার বিভিন্ন অঞ্চলের দেওয়ান তিনি এই স্থানে এইমন্দিরে স্থাপন করেন। ১৭০৫ সালে বর্তমান বীরভূম জেলার নলহাটি থানার ভদ্রপুর গ্রামে নন্দকুমার জন্মগ্রহণ করেন।ব্রিটিশ আমলে তিনিই ছিলেন প্রথম ভারতীয় যিনি ফাঁসির সাজা পান। ১৭৬৫ সালে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বর্ধমান, নদিয়া এবং হুগলির দেওয়ানি লাভ করেন। এর আগে যার দায়িত্বে ছিলেন ওয়ারেন হেস্টিংস।
    Birbhum is the place of temple and history. Many people have also been born in the land of Birbhum. The presence of Mantra Tantra and Maa Kali (Goddess Kali) is found throughout the Birbhum. It is situated about 25 km from Rampurhat and 6 km from Nalhati, near the village of Bhadrapur, where the ancient historic goddess ‘GuhyaKalika’ (Goddess Secret Kali) and her temple is located and it’s about 300 years old.
    Address: 7RWG+HJR, Parbati Tola Rd, Nalhati, West Bengal 731243
    Your Queries:-
    hotels at nalateswari temple
    nalateswari mandir birbhum
    nalateswari temple birbhum
    temple near by
    nalateswari
    nalateswari mandir tarapith
    nalateswari mandir birbhum
    nalateswari temple birbhum
    nalateswari temple in birbhum
    nalateswari maa
    nalateswari reviews
    nalateswari temple
    51 shakti peeth
    51 satipith name
    tarapith satipith
    satipith at birbhum
    birbhum satipith
    satipith in west bengal
    গুহ্যকালী

Komentáře • 9