Humayun Ahmed Er Natok Prio Podo Rekha

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2014

Komentáře • 550

  • @saberhossain5966
    @saberhossain5966 Před 2 měsíci +13

    ২০২৪ সালে যারা স্যারের নাটক গুলা দেখতেছে তারা রিয়েল জিনিয়াস
    কমেন্টে লাইক দিলে বুঝতে পারবো কারা কারা দেখছেন

  • @ShamimAhmed-xb2cl
    @ShamimAhmed-xb2cl Před 5 lety +106

    চোখে পানি চলে এল। এত বড় একটা দর্শন জীবন সম্পর্কে পেলাম - জিবনে এত্ত বড় বড় বিষয় থাকতে ছোট খাট বিষয় নিয়ে এত মন খারাপ আমরা কেন করি?

    • @hillncer1
      @hillncer1 Před 3 lety +4

      জবাব নেই. কেন যেন দুর্ঘটনাগুলো মনের সুখস্মৃতির উপর দিয়ে উঠে যায় যা কিনা গভীর দাগ কেটে দেয়...............

    • @fazlurrahman7507
      @fazlurrahman7507 Před 3 lety

      @@hillncer1 àààZq😒

    • @aftabkhanrana8114
      @aftabkhanrana8114 Před 3 lety

      Llllllllllllllllllllllllllll

  • @Saijuddin_Molla_Saju
    @Saijuddin_Molla_Saju Před 3 lety +154

    সমস্যা একটাই হুমায়ূন আহমেদ স্যারের নাটক দেখলে এ সময়ের নাটক আর দেখতে মন চায় না! সত্যিই অসাধারণ। কি সাধারণ গল্পকে তিনি কোথায় নিয়ে যান।

    • @user-sf7xn8kx5y
      @user-sf7xn8kx5y Před rokem +3

      hmm

    • @mdZa521
      @mdZa521 Před 11 měsíci +2

      বাস্তব ভাই, 🙂

    • @bishwajitnag2798
      @bishwajitnag2798 Před 11 měsíci +2

      একদম ঠিক

    • @YasirArafat-ym1ht
      @YasirArafat-ym1ht Před 11 měsíci +3

      আমি সত্যি বর্তমান নাটক দেখে আর তৃপ্তি পাইনা

    • @mdfarhad8709
      @mdfarhad8709 Před 8 měsíci +2

      এই নাটকটি মুক্তি পায় কত সালে?
      কি সুন্দর অভিনয় আর, সংলাপ, যা আমাদের জেনারেশন এ খুঁজে পাইনা, এক কথায় অসাধারণ, ❤️‍🔥

  • @ShahidulIslam-oh1gw
    @ShahidulIslam-oh1gw Před 3 lety +49

    যখন বি টিভি ছাড়া কোন চ্যানেল ছিলো না তখন নাটক টা দেখেছিলাম আজ আবার একুশ সালে দেখলাম

  • @mozibulislam4829
    @mozibulislam4829 Před 3 lety +31

    মনুষ্যত্ব, মানবিকতা, উদারতা,নিজ সংস্কৃতির উপর পরম শ্রদ্ধা নিয়েও যে অসাধারণ নির্মাণ সম্ভব, সেটা আমাদের জাদুকর প্রিয় স্যারের মাধ্যমেই সম্ভব। দেশের মানুষের রুচিবোধের উন্নয়নে,নৈতিক মূল্যবোধের বিকাশে এমন কাজই তো দরকার।আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি ভাবলেই খারাপ লাগে😑😑

  • @yoyoyoyoyoyoyoyoyoyo8670
    @yoyoyoyoyoyoyoyoyoyo8670 Před 3 lety +33

    কি ঢাকা কি হয়ে গেল!কত সুন্দর ছিমছাম পরিষ্কার একটা শহর ছিল।আফসোস আরো ৩০ বছর আগে আসলে জন্মানো উচিত ছিল।

    • @santusung
      @santusung Před 4 měsíci

      ভাইরে সকাল সকাল চকচক করতো রাস্তাগুলো। কোন ময়লা ধুলো, জমা পানি ছিলো না। শিতের দিনে সিটি করপোরেশনের গাড়ি সারা ঢাকা ভিজায়া দিতো। প্রায় ৫০/৬০ টা পুকুর ছিলো শুধু ঢাকা দক্ষিনেই। মন চাইলেই বসশি দিয়ে মাছ দরা যাইতো যেকোনো জায়গায়। বুড়িগঙ্গার ঐপাড়ে গেলে খালি জায়গা দূরে দূরে কুছু নাই।

  • @rajsekhardhar2246
    @rajsekhardhar2246 Před 3 lety +85

    এই ছবি বাঙলা ছায়া ছবির অমূল্য সম্পদ। একে HD রেকর্ড করে সঙরকখন করলে বাঙালি জাতির খুব উপকার হবে। ভারত থেকে আমি। ধন্যবাদ।

    • @acidmouchak2616
      @acidmouchak2616 Před 3 lety +4

      Kothao keu nei natok ta dekhen doyakore bhalo lagbe

    • @pakhirahaman9165
      @pakhirahaman9165 Před 2 lety

      রাইট

    • @aliahmod793
      @aliahmod793 Před rokem

      এটাকে হুমায়ুন স্যার আবারও নাটক হিসেবে করেছেন ইরেশ জাকের অভিনয় করেছে

    • @TASINJEWELLERS
      @TASINJEWELLERS Před rokem +1

      @@aliahmod793 না।শাওন করেছে।স্যার মরার পর।

    • @monjumajid9315
      @monjumajid9315 Před 11 měsíci

      ​@@acidmouchak2616|llপ।

  • @thhossain
    @thhossain Před 4 měsíci +13

    ২০২৪ সালেও এসে যারা এই নাটক দেখতে আসছেন তাদের রুচির প্রসংশা করতে হয়। 🌺

  • @md.babulhossen900
    @md.babulhossen900 Před 2 lety +24

    এত সুন্দর যার সৃষ্টি আজ সে আমাদের মাঝে নেই আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক। আমিন।

  • @joynalmasum2237
    @joynalmasum2237 Před 5 lety +63

    সময়ের শ্রেষ্ঠ নাট্যকার আর শ্রেষ্ঠ অভিনেতাদের উপস্থিতি এখানে

  • @laitshstokes6995
    @laitshstokes6995 Před 5 lety +39

    স্যালুট হুমায়ুন আহমেদ

  • @obonirazzak2574
    @obonirazzak2574 Před 4 lety +49

    অতুলনীয় মমতাজ উদ্দিন স্যার !

    • @salmamina2757
      @salmamina2757 Před 3 lety

      right

    • @chandreyeeghosh5711
      @chandreyeeghosh5711 Před 3 lety +1

      Opurbo natok....congratulations from kolkata....achcha jini babar role e acting korechen tar nam ki jante pari??

    • @asadiq1900
      @asadiq1900 Před 3 lety

      @@chandreyeeghosh5711 Mamtaz-uddin Ahmed

  • @mdzla4141
    @mdzla4141 Před 3 lety +53

    হুমায়ুন আহম্মদের নাটকগুলো দেখতে বসলে সাথে গামছা নিয়ে বসতে হয় হয়তো হাসিয়ে চোখের অস্রু পরবে নয়তো আবেগে পরবেই ৷

  • @ArifAhmed-bd5en
    @ArifAhmed-bd5en Před 3 lety +33

    সত্যি অসাধারন একটা নাটক আগের নাটক গুলার মধ্যে একটা শিক্ষানীয় বিষয় ছিল এখন নাটকের ভাষা ড্রেসআপের মধ্যে অশালীনতা ভরপুর ৩১/১/২০২১ (ফ্রান্স থেকে)

  • @tanvireelahi9047
    @tanvireelahi9047 Před 5 lety +47

    অনেক পুরনো একটা নাটক ছিল স্যার এর। মমতাজ উদ্দিন আহমেদ, আবুল হায়াত, সুবরনা মোস্তফা, লাকি আনাম, হুমায়ুন ফরিদি অভিনীত। মমতাজ উদ্দিন এর ২ মেয়ে, তাদের জামাই আর শ্যালক (হুমায়ুন ফরিদি ) নিয়ে কাহিনী টি। নাটক টির নাম সম্ভবত "বিবাহ"। যদি নাটক টি সংগ্রহ করে আপলোড করতে পারেন খুব ভাল হয়। একটি ক্লাসিকাল নাটক। অনেক ধন্যবাদ।

    • @afsanasalam4279
      @afsanasalam4279 Před 3 lety +2

      শুভ বিবাহ

    • @hoichoi4411
      @hoichoi4411 Před 2 lety +1

      Hmm mone ase..child artist er modhe akjon silo bipasha hayat..momotaj uddin ahmed jamaider posondo korten na bole ora berate ashar age question ar answer likhe tangia rekhesilen..jamai ra question korle bet dia answer dekhia dissilen...natok ta khub mojar silo

    • @abdurrouf-ex6qt
      @abdurrouf-ex6qt Před 7 měsíci

      ভালো হয়

  • @nazrulislamakon7411
    @nazrulislamakon7411 Před 2 lety +39

    নাটকঃ"প্রিয় পদরেখা"
    নাট্যকারঃহুমায়ুন আহমেদ।
    অভিনেতাঃআবুল খায়ের,মমতাজ উদ্দিন, মোজাম্মেল হক,নাজমা আনোয়ার।
    এরা সবাই আজ প্রয়াত।কিন্তু তাদের অভিনয় আজও আমাদের অন্তরে অমলিন।

  • @siahad662
    @siahad662 Před 3 lety +23

    এত সুন্দর যে ভাষায় প্রকাশ করার মত না!!!!

  • @rsjibhusen1651
    @rsjibhusen1651 Před 3 lety +20

    শেষটা দারুণ ছিল। হুমায়ুন আহমেদ স্যার মানুষকে সুখী করে দিতে চাচ্ছিলের

  • @habibrahman9774
    @habibrahman9774 Před 11 měsíci +30

    মমতাজুদ্দিন আহমদ স্যারের লেকচার শুনতে ঢাকা সিটি কলেজ থেকে জগন্নাথ কলেজে যেতাম সেই আশির দশকে , কত সুন্দর সেই স্মৃতি ।।।।।।।

  • @sahabuddin7676
    @sahabuddin7676 Před 3 lety +11

    হুমায়ূন আহমেদ আপনি একজনই।অসাধারণ

  • @user-pv4mh9tv2q
    @user-pv4mh9tv2q Před 3 lety +20

    নাটক টি খুব সুন্দর দীর্ঘ ছয় বছর পর আজকে আমি দেখলাম পরোনু নাটক ও ছবি দেখতে আমার কাছে খুব ভালো লাগে

  • @riazhossain2369
    @riazhossain2369 Před 5 lety +79

    অননুকরণীয় অভিনয়শৈলী, আপাততুচ্ছ প্রাত্যহিক জীবনের এক শৈল্পিক উপস্থাপন। হুমায়ূন আহমেদের অন্যতম শ্রেষ্ঠ কিন্তু সবচেয়ে কম আলোচিত নাটক।

    • @AroundMeUSAvlog
      @AroundMeUSAvlog Před 2 lety +2

      Osadhoron comments

    • @riazhossain2369
      @riazhossain2369 Před 2 lety +1

      @@AroundMeUSAvlog অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইলো।

    • @AroundMeUSAvlog
      @AroundMeUSAvlog Před rokem

      Thik e bolesen… amr sob chea prio natok

    • @romjannana513
      @romjannana513 Před 6 měsíci

      এর নাম জিবন সংসার।

  • @rashedratul5527
    @rashedratul5527 Před 3 lety +29

    মমতাজ উদ্দিন স্যার এর নাটক। খুব মিস করি সেই সব শিল্পীদের, আ হা.. কত দিন পর!! এই করোনার মধ্যে পুরানো নাটক গুলো ঝালাই করছি। আর মনটাকে ভাল করার চেষ্টা করছি।

  • @milonhasan5296
    @milonhasan5296 Před 11 měsíci +19

    এক কথায় অসাধারণ... মাঝে মাঝে মনে হয় হুমায়ূন আহমেদ স্যার ছিলেন একজন বিখ্যাত মনোবিজ্ঞান শিক্ষক..

    • @mdmainbuiya
      @mdmainbuiya Před 7 měsíci

      এটা ভুল কিছু না ওনি আসলে মনোবিজ্ঞানী ছিলেন নাহয় মানুষের মনের ভিতরের কথা গুলো নাটকে এতো সুন্দর করে উঠানো যায়?

  • @saddamhossain8756
    @saddamhossain8756 Před rokem +24

    2023 তে এসেও এই নাটকগুলো ভালোলাগে।

  • @Saijuddin_Molla_Saju
    @Saijuddin_Molla_Saju Před 3 lety +31

    মমতাজউদ্দীন আহমেদের অভিনীত নাটক দেখার খুব ইচ্ছে ছিল। আজ পূর্ণ হলো। কী অসাধারণ সাবলীল, প্রাণবন্ত অভিনয়।

    • @anirbansarker9578
      @anirbansarker9578 Před 3 lety +3

      আমাদের ছোট বেলাটা উনাদের মতো শিল্পী দের কারনেই চমৎকার ছিল।

  • @abusayemhimo2010
    @abusayemhimo2010 Před 3 lety +24

    সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে কি ভয়।।।

  • @msenjoystudy6130
    @msenjoystudy6130 Před 3 lety +21

    সময়ের শ্রেষ্ঠ রচনা ও নাটক।

  • @ummulmumininmunny7423
    @ummulmumininmunny7423 Před 7 měsíci +9

    আহা! প্রতিটা ঘরে যদি এমন রন্জু এসে মন ভালো করে যেত!❤️💙💜

  • @adnanahad7122
    @adnanahad7122 Před 11 měsíci +10

    স্যার তুমি আমাদের ঠকিয়োছ কেন এত তাড়াতাড়ি আমাদের ছেরে চলে গেছো,,,তোমার মতো করে এতো শিক্ষিনীয় গল্প আর কেও হয়তো কোন দিন আমাদেরকে দিতে পারবে না🥲

    • @abdurrouf-ex6qt
      @abdurrouf-ex6qt Před 7 měsíci

      রাইট হয়ত এত সুন্দর নাটকগুলো আমাদের পরের জেনারেসন পাবেনা এখনকার নাটক দেখে প্রেম সিখলে শিখুন আর অন্য কিছু শিখার নেই

  • @henakhatun4760
    @henakhatun4760 Před 8 měsíci +35

    মন খারাপের দিনে, এই নাটকগুলোই একমাত্র অবলম্বন ❤

    • @fatherofyoutube9001
      @fatherofyoutube9001 Před 7 měsíci

      আপনার কথার সাথে স্বপ্নন,একমত
      আমার যখন,অনেক মন খারাপ হয়,তখন আমি হুমায়ূন,স্যারের নাটক দেখি।

  • @dulalhosen7594
    @dulalhosen7594 Před rokem +5

    হুমায়ূন স্যার আমার মনে চায় সকল কে বলতে জারা নাটক দেখতে ভালোবাসো তোমরা কেউ জেনো হুমায়ূন স্যারের নাটক দেখা মিস করোনা জেনো।।। এতো সুন্দর গল্প আপনার দারাই সম্ভব।।।

  • @imranpolash1041
    @imranpolash1041 Před rokem +110

    ২০২৩ সালেও এসে এই নাটক যারা দেখছেন তারা সত্যিই জিনিয়াস

  • @arifurrahaman9649
    @arifurrahaman9649 Před 2 lety +6

    সে সময় যারা বিটিভির পর্দায় এই সকল নাটক উপভোগ করতে পেরেছিল তারা ধন্য হয়েছে। খুব ছোট ছিলাম নিজেদের টেলিভিশন ছিলো না অন্যের ঘরে গিয়ে, তার পর একটু বড় হয়েছি ক্লাস ফোর, ফাইবে পড়ছি, বাজারে বাবার দোকান দেয়ার সুবাদে প্রতিদিন বাজারে যাওয়া হতো আর সেই সুযোগে যে সব দোকানে টিভি ছিলো সেখানে গিয়ে দোকানে বসার সুযোগ না পেলেও বাহির থেকে উকি দিয়ে এই ধরনের কিছু নাটক, অনুষ্ঠান দেখার সুযোগ হয়েছিল। শুধু তাই নয় সপ্তাহের কোন দিন কোন ধারাবাহিক নাটক, কোন দিন সাপ্তাহিক নাটক, সিনেমা সব মনে থাকতো। আর এখন নিজের বাড়িতে টিভি, অফিসে টিভি, কোথাও গেলে টিভির কোনো অভাব নেই। চ্যানেলের অভাব নেই। কিন্তু কে রাখে কোন অনুষ্ঠানের খবর। টিভি খুললে বিজ্ঞাপনের বিরক্তি। নাটক, সিনেমার নামে অশ্লীলতা। আশি, নব্বইয়ের দশকে টিভিতে নাটক সিনেমা দেখার জন্য বাবা,মা, ভাই, বোন সবাই মিলে এক ঘরে বসে অপেক্ষা করতো, কখন নাটক শুরু হবে। আর এখন ড্রইং রুমে বসে পরিবারের কোনো একজন বসে কোনো চ্যানেলে কোনো এক অনুষ্ঠান দেখছে সেখানে আরেকজন উপস্থিত হলে চ্যানেল পরিবর্তন করে ফেলতে হয় কারণ সেই নাটক বা অনুষ্ঠান আরেকজনের সামনে দেখা যায় না।

  • @talukdershaheb9510
    @talukdershaheb9510 Před 3 lety +13

    কি ছিল নাটক আর এখন কি সব নাটক…মুগ্ধতা ছড়ায়…এই সব নাটক দেখলে যেমন গল্প তেমনি মেকিং আর অভিনয় তো লা জবাব….

  • @AllAttentive
    @AllAttentive Před 3 lety +75

    এখনো অনেক তরুণ এসব ক্লাসিক্যাল নাটক দেখে আসাদুজ্জামান নূর হতে চায়।
    হুমায়ন আহমেদ যা দিয়ে গেছেন তা কি কখনো ফুরোবে!

  • @goutamchatterjee8646
    @goutamchatterjee8646 Před 8 měsíci +5

    অসম্ভব সুন্দর একটা telefilm/film. আজকের যুগে প্রায় বিরল। Hats off to Dr Humayun Ahmed.

  • @MdNazmul-tm2ys
    @MdNazmul-tm2ys Před 7 měsíci +2

    হুমায়ুন আহমেদ স্যারের নাটকগুলো দেখলে মন ভরে যায়।মূলত এই কালজয়ী লেখকের নাটক গুলো বাংলার নাটকপ্রেমীদের কাছে তার দেয়া সেরা উপহার হিসেবে বিবেচিত হয়।❤❤❤❤❤

  • @foadurrahman666
    @foadurrahman666 Před 3 lety +22

    চোখের পানি ধরে রাখতে পারলাম না💔

  • @user-kf2ys2hv9q
    @user-kf2ys2hv9q Před 10 měsíci +2

    হুমায়ূন আহমেদ স্যারের অনবদ্য সৃষ্টি। ওপারে ভালো থাকবেন স্যার।

  • @weloveentertainment4124
    @weloveentertainment4124 Před 3 lety +15

    আমাদের একজন হুমায়ুন আহমেদ ছিলেন

  • @mdsajib6847
    @mdsajib6847 Před 5 měsíci +2

    ২০২৪ সালেও এই নাটক কত জনপ্রিয়।

  • @md.muktarhossain5515
    @md.muktarhossain5515 Před 3 měsíci +1

    যত বার দেখি, তত বার দেখতে মনে
    চায়। এই যেন মনের অন্য রকম অনুভুতি।

  • @mustafizurrahman3033
    @mustafizurrahman3033 Před 11 měsíci +1

    বহুদিন পর সুপ্রিয় লেখকের অসাধারণ ভাল লাগার শ্রেষ্ঠ নাটকটি আবার দেখলাম, তবে একটি কথা অনস্বীকার্য্য যে এধরণের চিত্রনাট্যকে উপভোগ্য ও চিত্রায়ণ শুধুমাত্র এধরনের গুণী শিল্পীদের দ্বারাই সম্ভব, বলা বাহুল্য হুমায়ুন আহমেদ স্যারের এরকম আরও অনেক নাটক আছে যা মনের মনিকোঠায় স্হান করে অপেক্ষায় থাকে, যদি আবার এমন দেখা হতো, তবে আমি কতৃপক্ষকে অনুরোধ করবো যে বিশেষ করে হুমায়ুন আহমেদ স্যারের এধরণের মূল্যবান নাটকগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করার।

  • @shameemahmed5909
    @shameemahmed5909 Před 11 měsíci +1

    কি জাদুকরী নির্মাতা ছিলেন কথা সাহিত্যিক হুমায়ুন স্যার কতো বছর যাবত ওনার নাটক মুভি দেখছি তবুও তার মুগ্ধতা হ্রদয় ছুঁয়ে যাওয়ার মতো আমার বিশ্বাস যুগের পর যুগ মুগ্ধ করে যাবে অগণিত রুচিশীল মানুষের মন আমি গর্বিত আপনার সব কাজগুলো দেখার মতো সৌভাগ্য হয়েছে ভালো থাকুন প্রিয় হুমায়ুন স্যার ওপারে [[ এক হুমায়ুন স্যারের ভক্তের পরিচয় শমাীম আহমেদ কটিয়াদি থানা কিশোরগঞ্জ জেলা মসুয়া মোড়ল পাড়া বাড়ি একদিন হারিয়ে যাবো এই ধরণী থেকে কিন্তু আমার কথাগুলো রয়ে যাবে]]

  • @sumafatiha6246
    @sumafatiha6246 Před 3 lety +16

    মমতাজ উদ্দিন আহমদ আসাদুজ্জামান নুর আর মায়ের চরিত্রে যিনি আছেন অসাধারন অভিনয়।

    • @b.zamanahmed5697
      @b.zamanahmed5697 Před 3 lety +5

      মায়ের চরিত্রে আছেন স্বনামধন্য অভিনেত্রী প্রয়াত নাজমা আনোয়ার

  • @user-eo4uz8hu1l
    @user-eo4uz8hu1l Před 3 lety +5

    খুবি সুন্দর একটি নাটক
    হুমায়ুন আহমেদ সার এর আরো নাটক দেখতে চাই

  • @mdabubokor9761
    @mdabubokor9761 Před 10 měsíci +1

    হুমায়ুন আহমেদ এর নাটক! এর কথা আর কি বলবো।
    বর্তমান এর যেকোন পরিচালক থেকে ভালো।
    এই সময় কার প্রেম এর নাটক
    থেকে এগুলো আনেক ভালো❤❤❤❤❤

  • @JakirKhan-yv7xw
    @JakirKhan-yv7xw Před rokem +7

    জাদুকর হুমায়ুন আহমেদ উনার অসংখ্য নাটকে আসাদুজ্জামান নূরের মাধ্যমে নিজেকে দেখিয়েছেন ❤️❤️❤️❤️

  • @ratanfarazeefarazee6985
    @ratanfarazeefarazee6985 Před 5 měsíci +1

    হুমায়ূন সাহেবের কথা কোন ভাষায়ই প্রকাশ করা যায় না।আল্লাহর শ্রেষ্ঠ অবদান।

  • @mahbubarrahman4933
    @mahbubarrahman4933 Před 6 měsíci +2

    আমার জন্ম ১৯৫৯ । আজ ২০২৪ জানুয়ারি ৫ । হুমায়ুন দেখছি রাত ১১টা । অমর সৃষ্টি। আমি ৬৪+ অথছ তরুণদের মত লাগছে।

    • @shironam24
      @shironam24 Před 13 dny

      Apni akjon bhalo manush … apnar shathe ak cup cha khete parle bhalo lagto

  • @mostakahamed7927
    @mostakahamed7927 Před 3 lety +26

    অসাধারণ নাটক। যতবার দেখি ততবারই মুগ্ধ হই। প্রতিবারেই সমান ভাল লাগার অনূভুতি হয়❤️💙❤️

  • @shyamalkantidas5274
    @shyamalkantidas5274 Před 8 měsíci +2

    অসাধারণ সৃষ্টি হুমায়ূন আহমেদের নাটক গুলো। তাদের মধ্যে এটা অন্যতম।

  • @ahmedfaisal6005
    @ahmedfaisal6005 Před 11 měsíci +4

    নাটকের প্রত্যেক মুহূর্তে অসাধারণ অভিনয় এইসব নাটক আর কখনো দেখা যাবেনা, এমন একটা ভালো অনুভূতি যা লিখে প্রকাশ করা যায়না, এক সময়ের স্রেষ্ঠ ও সুস্থ বিনোদন ছিল এই নাটক গুলো, এখনো নাটকগুলো জীবিত আছে দেখে অনেক ভালো লাগলো, ধন্যবাদ।

  • @skshahjahan56
    @skshahjahan56 Před 7 měsíci +4

    এ নিয়ে ২য় বার দেখলাম!আসলেই আগেকার অভিনয় ও গল্প ছিলো অনবদ্য,,,,, অসাধারণ 👌২০২৩/১২

  • @mdsaidulislam420
    @mdsaidulislam420 Před 3 lety +42

    এটাও নাটক ছিল।
    আর এখনো নাটক হয়।
    বাবু খাইছো।
    কিচুই বলার নেই

  • @MehediHasan-km6gy
    @MehediHasan-km6gy Před 3 lety +9

    আহ, মনটা শান্ত হয়ে গেল।

  • @jonyahosan9949
    @jonyahosan9949 Před 3 lety +12

    সত্যি যত দেখি ততই দেখতে মন চায় অভিনয় কি জিনিস এই নাটক গুলো দেখলে বোঝা যায়।

  • @kamaleco94
    @kamaleco94 Před 3 lety +9

    কি অসাধারণ। কতবার যে দেখলাম💖💖💖💖💖💖

  • @rafiqulislam7055
    @rafiqulislam7055 Před 3 lety +18

    অবিশ্যাস্য এত ভাল নাটক, আজকের দিনে এমন নাটক খুজেও পাবেনা মানুষ

  • @user-th9ez4fi2p
    @user-th9ez4fi2p Před 5 měsíci +1

    এই নাটকগুলো দেখলে ছোট বেলায় ফিরে যাই,খুব মিস করি সেই দিনগুলো

  • @tanjimahmed1980
    @tanjimahmed1980 Před 5 měsíci +1

    হুমায়ুন আহমেদ এর নাটক গুলো খুব ই অসাধারণ শিখার
    অনেক কিছু আছে

  • @mahmudaferdousi2708
    @mahmudaferdousi2708 Před 5 měsíci +1

    শেষ দৃশ্যটা দেখে মন খারাপ হলেও পুরো নাটকটি একেবারেই অসাধারণ।

  • @user-tg4vc3wb1u
    @user-tg4vc3wb1u Před 7 měsíci +2

    কত সালে নাটকটা ঠিক বলতে পারিনি তখন আমি কিশোর ছিলাম । অনেক দিন খুজর পর পেলাম। অসাধারণ নাটক ।

  • @shnspiyas95
    @shnspiyas95 Před 3 lety +8

    সেই পুরনো দিন গুলা! অনবদ্য সৃষ্টি

  • @mahmudulhassan2473
    @mahmudulhassan2473 Před 3 lety +6

    natok ashole ekta shilpo. shobai banate pare na. best one hour.
    eto shundor natok, protita choritro ki shundor kore futiye tullo ovinoi.
    mone holo shotti shotti ekta family te ghotona gulu ghotchilo.
    Humayun Ahmed ❤️♥️

  • @nakbocha
    @nakbocha Před 2 lety +3

    Intro er music ta MacGyver TV series er. Amar abbur khub favorite chhilo. Din gula asholei khub shundor chhilo

  • @digbijoychoudhury7140
    @digbijoychoudhury7140 Před rokem +8

    Really Humayun Ahmed is unforgettable.
    His creation contains a deep message for us all.

  • @nirbakasor4438
    @nirbakasor4438 Před 3 lety +17

    নাটকগুলো দেখি আর অবাক হয়ে তাকিয়ে থাকি। কি আশ্চর্য উচ্চারণ শৈলী আর বাচন ভঙ্গী!

  • @MdAshraful-sw5vn
    @MdAshraful-sw5vn Před 8 měsíci +2

    হুমায়ুন আহমেদ স্যারের নাটক গুলির সৌন্দর্য দিগুণ হতে তিনগুণ বাড়িয়েছে চ্যালেঞ্জার স্যার ও ফারুক আহমেদ স্যারদের মতো উদীয়মান কিংবদন্তিরা🖤🤗🥰🌼

  • @Doraemon0864
    @Doraemon0864 Před měsícem

    একটি সাধারণ নামধারী অসাধারণ সৃষ্টি... শেষ দৃশ্যকল্প দেখে মনে হচ্ছিল হাটাই জগতের সবচাইতে প্রশান্তিদায়ক বস্তু..হাটাই আনন্দন,হাটাই জগতের আশ্চর্যের সূচনা...

  • @jakiashanta6711
    @jakiashanta6711 Před rokem +5

    নীলগঞ্জ 😍 এইসব দিনরাত্রি

  • @tawfiqulalam8928
    @tawfiqulalam8928 Před 3 lety +6

    বহুদিন পরে মেহের নিগার কে দেখলাম,অপুর্ব।

  • @kinglion6272
    @kinglion6272 Před 8 měsíci +1

    ১৯৯৭ সালে জন্ম,, তারপরও এই নাটকগুলোই ভালো লাগে, ২০০৫ ,০৬ সাল পর্যন্ত বাংলাদেশের নাটকের গল্পের মান অন্য উচ্চতায় ছিল। বিটিভি তে এক পর্বের একটা নাটক দেখেছিলাম নাম ''গৃহপালিত শিক্ষক''

  • @parimalroy8558
    @parimalroy8558 Před 11 měsíci +1

    আমি নাটকের পাগল সবসময় নাটক দেখা আমার অব্যাস হুমায়ন আহমেদের নাঠক গুলো বারবার দেখি

  • @shahajuddin7539
    @shahajuddin7539 Před 2 lety +8

    হুমায়ুন আহমেদ নাটক মানেই মানুষ হওয়ার অনুপ্রেরণা

  • @Truthvoice77
    @Truthvoice77 Před 2 lety +14

    আবুল খায়ের,মমতাজ উদ্দিন , আসাদুজ্জামান লিজেন্ডারি অভিনেতা ছিল

  • @MasudRana-xj1sp
    @MasudRana-xj1sp Před 11 měsíci +3

    হুমায়ুন আহমেদ মানেই অসাধারণ নাটক

  • @subhaschandrabhattacharya8443
    @subhaschandrabhattacharya8443 Před 7 měsíci +1

    Paper.He can easily mesmerize people. I'm a 90 Yr.old man,wish him more success,

  • @agbiswas6876
    @agbiswas6876 Před 7 měsíci +2

    ১১-১২-২০২৩ তারিখে দেখলাম। অসাধারণ নাটক! কিছু কিছু জায়গায় হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়েগেছে। হুমায়ূন আহমেদ দ্যা গ্রেট❤।

    • @user-tl2js6mp1g
      @user-tl2js6mp1g Před 7 měsíci

      Aj ami o deklam, say soto belai dekesilam . Onk valo natok

  • @shahabuddinshabu7963
    @shahabuddinshabu7963 Před 3 lety +8

    Asaduzzaman Noor!!! Love u man...

  • @HazratAli-hi1bb
    @HazratAli-hi1bb Před 9 měsíci +1

    ২৮/০৯/২০২৩ সালে দেখলাম। আহা আগের নাটক গুলোর কাহিনি সংলাপ কি চমৎকার। হুমায়ুন আহমেদ একজন রত্ন ছিলেন আমাদের।

  • @mohammadali6663
    @mohammadali6663 Před 8 měsíci +2

    নাটক কাকে বলে আগের দিন এর নাটক দেখলে বুজা যায় হুমায়ুন আহমেদ মানেই নতুন কিছু

  • @JugolKishorBarman-br3ch
    @JugolKishorBarman-br3ch Před 8 měsíci +2

    অদ্ভুত। সত্যি সত্যিই অসাধারণ।

  • @mohammadalamin936
    @mohammadalamin936 Před 11 měsíci +2

    এটা ভেবে কষ্ট লাগে একদিন হুমায়ুন আহমেদের লেখা সব নাটক আমার দেখা হয়ে যাবে !যখন কোন নাটক অবশিষ্ট থাকবে না! তখন কি দেখবো!

    • @mohammadmamunurrashidkanch6031
      @mohammadmamunurrashidkanch6031 Před 8 měsíci

      বার বার দেখবেন।ভালো জিনিস বার বার দেখা যায়।

    • @mahmudglobal
      @mahmudglobal Před 8 měsíci

      আবার দেখবেন। ধন্যবাদ

  • @tajulripon7367
    @tajulripon7367 Před 2 lety +8

    রুমিও জুলিয়েটের প্রর্থম চার লাইন আমার মুখস্থ এটা শুনে মানুষ ঘাবড়ে যায়। হাহাহা

  • @jurirachaity2314
    @jurirachaity2314 Před 2 měsíci

    কত উন্নত চিন্তাধারার অধিকারী ছিলেন তিনি,উনার সৃষ্টি সকল সুন্দর,আকর্ষণীয় চরিত্রগুলোতে আমি এখন আর আসাদুজ্জামান নূর ছাড়া কাউকে কল্পনাও করতে পারিনি,ইদানীং আসাদুজ্জামান নূর ছাড়া আর কারো নাটক দেখতে বিন্দুমাত্র আগ্রহ পাচ্ছি না,মন বসে না।কি সুন্দর সুন্দর ক্যারেক্টারে অভিনয় করেন নূর সাহেব,কি পারফেক্ট ❤️🥀

  • @user-qq3gk5gk3t
    @user-qq3gk5gk3t Před 6 měsíci +1

    ২০২৪ সালের প্রথম দিন দেখছি এই নাটক

  • @mozammelhoque3516
    @mozammelhoque3516 Před rokem +3

    আসাদুজ্জামান কি রে ভাই।
    কি সুন্দর অভিনয়।
    হুমায়ুন আহমেদ তাকে অনেক উপরে নিয়ে গেছেন।
    নক্ষত্রের রাতের মতো এই নাটকের অভিনয় ও সেরা ছিলো।

  • @monsuralam5679
    @monsuralam5679 Před 5 měsíci +1

    ২৪ সালে দেখলাম অনেক সুন্দর!!

  • @user-by1jm6un9x
    @user-by1jm6un9x Před 5 měsíci +1

    2024 সালে এই প্রথম দেখলাম,জীবনের শ্রেষ্ঠ নাটক, 2024 সালে আমার মত কেউ দেখলে জানান দিলে ভালোই লাগবে।

  • @himelrahman4700
    @himelrahman4700 Před 3 lety +5

    আমি যে কতবার দেখেছি? তার পরেও আরেকবার দেখি ? ইচ্ছে করছে কেন বলুন তো এত টান কিসে ?

    • @himelrahman4700
      @himelrahman4700 Před 3 lety +1

      কেউ কি বলতে পারবেন এটা কত সালের নাটক

  • @rajibal2289
    @rajibal2289 Před 6 měsíci +1

    আজকের বাংলাদেশ দেখলে নিঃশ্বাস নিতে বড়ই কষ্ট হয়। আগের দিন গুলো তে মন ভরা নিঃশ্বাস নিয়ে যেত।৮০/৯০ দশকের স্মৃতি জীবন্ত ছিল আর এখনকার স্মৃতি আর্টিফিশিয়াল মনে হয়।

  • @mubtasimahmedabir1478
    @mubtasimahmedabir1478 Před 11 dny

    স্যার এর আরো ২০ টা বছর বেচে যাওয়ার ভীষণ দরকার ছিলো 😢

  • @firozmdtamal3620
    @firozmdtamal3620 Před 3 lety +17

    নাটকটি যদি হলিউডে রিমেক করা যেত তাহলে আবুল খায়েরের রোলটা Jack Nicholson পেত

  • @user-ze2qp8mw7v
    @user-ze2qp8mw7v Před 11 měsíci +2

    আহা কি অপূর্ব সৃষ্টি! বাংলা নাটকে স্বর্ণালী সময়ের এইসব নাটক এত অনাদরে হারিয়ে যাবে? এগুলো কি ডিজিটাইজ করে রাখা যায়না।

  • @professorranjitrroy8013
    @professorranjitrroy8013 Před 3 lety +8

    Awesome,Humayun Ahmed, taller than Himalayan

  • @afrozabegum9330
    @afrozabegum9330 Před měsícem

    ২৪ সালের ৫ জুন হুমায়ুন আহমেদের অসাধারণ নাটকটি আবার নতুন করে দেখছি💚💚💚

  • @jannatulnayeem5741
    @jannatulnayeem5741 Před 11 měsíci +2

    আসাদুজ্জামান নূর এর চরিত্রে আমি যেনো বারবার স্বয়ং হুমায়ুন আহমেদ স্যারকে খুঁজে পাই❤❤

  • @dishanvlog5364
    @dishanvlog5364 Před 7 měsíci +1

    শ্রদ্ধেয় হুমায়ুন আহমদ স্যারের😮 এ ধরণের নাটকের সাথে বেমানান ।