তৃতীয় পানিপথের যুদ্ধ || আফগানের বিজয় মারাঠার পরাজয়

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • ভারত বর্ষের ঐতিহাসিক তিনটি যুদ্ধ সংঘটিত হয়েছিল এই পানিপথের প্রান্তরে। ১৪ই জানুয়ারি ১৯৬১ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল তৃতীয় এবং শেষ পানিপথের যুদ্ধ। ১৭৫৭ সালের ঐতিহাসিক পলাশীর যুদ্ধে বাংলা বিহার উড়িষ্যা ইংরেজদের নিকট পতনের মাত্র চার বছর পর সংঘটিত এই যুদ্ধের মধ্যমে ইংরেজ শক্তি ভারত আগ্রাসনের পথকে আরও প্রশস্ত করে দিয়েছিল, যার করুন পরিণতি ভোগ করতে হয়েছি ভারতবাসীকে ১৯৪৭ সাল পর্যন্ত।
    আহমেদ শাহ্‌ আব্দালি এবং সদাশিব রাও ভাউ-এর মধ্যকার এই যুদ্ধে মারাঠা বাহিনী পরাজিত হয় এবং প্রায় ৭০ হাজার সামরিক এবং বেসামরিক মারাঠা নিহত হয়। যুদ্ধে জয়লাভ করলেও এতে প্রচুর আফগানও নিহত হয়।
    #তৃতীয়_পানিপথের_যুদ্ধ#আফগানের_বিজয়_মারাঠার_পরাজয়#war_history_bangla

Komentáře • 8

  • @dialmetoday
    @dialmetoday Před 2 lety +2

    আলোচনা চলছে পানি পথের যুদ্ধ যা ১৭৬১ সালে সংঘটিত হয়। কিন্তু যুদ্ধে পরাজয়ের কারন হিসেবে ১৯৪৮ সালের মারাঠাদের রাজপূত রাজ্যের হস্তক্ষেপ কিভাবে এলো?

  • @sohelahmed1209
    @sohelahmed1209 Před 3 lety

    💚💛💛💚💚

  • @tusharkhan1225
    @tusharkhan1225 Před 2 lety +2

    ঠিক মত বলতে পারেন নি

    • @warhistorybangla6687
      @warhistorybangla6687  Před 2 lety +1

      পরের ভিডিও গুলিতে হয়তো আরও ভাল হবে, ধন্যবাদ কমেন্টের জন্য।

  • @htproduction99
    @htproduction99 Před 6 měsíci

    😂

  • @nadiralbird9542
    @nadiralbird9542 Před 4 měsíci

    আপনার উপস্থাপনে অনেক কিছু তথ্য বাদ পড়ে গেছে এবং সালে ভূল উল্লেখ করছেন। যেমন ১৯৪৮???