৯৯৯ টাকায় ডিয়ার ক্যাম্পে ক্যাম্পিং 🏕️ | সীতাকুণ্ড মিরসরাই এর সবচেয়ে সুন্দর ক্যাম্পসাইট | Deer Camp |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #deer_camp #camping #campsite #tent #camp_life #ডিয়ার_ক্যাম্প #deercamp #ডিয়ারক্যাম্প #ক্যাম্পিং #ক্যাম্পসাইট #তাবু #sitakunda #সীতাকুণ্ড #মিরসরাই #মীরসরাই #mirshorai #mirsarai #mirsharai #mirershorai #মিরেরসরাই #মীরেরসরাই #সিতাকুন্ড #sitakund #sitakundo #shitakundo #adventure_trip #camping_trip #Chittagong #chattogram #চিটাগাং #চট্টগ্রাম #trekking #hiking #best_campsite #novorosh #novo_rosh #sitakunda_best_campsite #sitakund_camping #sitakunda_camping #shitakunda_camping #mohamayalake #mohamaya_lake #mohamaya #মহামায়া #মহামায়ালেক #মহামায়া_লেক #মহামায়া_লেক_ক্যাম্পিং #mohamayacamping #mohamaya_camping #সীতাকুণ্ড_ক্যাম্পিং #সিতাকুন্ড_ক্যাম্পিং
    ☘️প্রথম পর্ব: মেলখুম গিরিপথ অভিযান
    • রহস্যময় মেলখুম গিরিপথ ...
    ☘️তৃতীয় ও শেষ পর্ব: সোনাইছড়ি ট্রেইল অভিযান
    • ভৌতিক সুন্দর সোনাইছড়ি ...
    ☘️Deer Camp Official Facebook Page: www.facebook.c...
    ☘️ডিয়ার ক্যাম্পে ক্যাম্পিং 🏕️
    সীতাকুণ্ড-মিরসরাই রেঞ্জে এবার গিয়েছিলাম দুইদিনের প্লানে। প্রথমদিন মেলখুম আর পরদিন সোনাইছড়ি ট্রেইলে যাওয়ার ইচ্ছা। আর যেহেতু যাচ্ছি ভরা পূর্ণিমায়, তাই ক্যাম্পিং করার সুযোগটাও হাতছাড়া করতে চাই না।
    ঢাকা থেকে একদম কাকডাকা ভোরে রওনা হয়ে মেলখুম ঘুরে এসে আমরা যখন দুপুরের খাবার শেষ করলাম ততোক্ষণে বিকাল। এরপর আমরা রওনা হলাম ক্যাম্পসাইটের পথে। আমরা ক্যাম্পিং করতে যাচ্ছি ডিয়ার ক্যাম্পে। সীতাকুণ্ড-মিরসরাই রেঞ্জে আমার দেখা সবচেয়ে সুন্দর ক্যাম্পসাইট এটা।
    বড়তাকিয়া রেলস্টেশনের পাশে গাড়ি পার্ক করে আমরা হাঁটতে শুরু করলাম। মিনিট বিশেক হাঁটার পর আমরা পৌছে গেলাম ডিয়ার ক্যাম্পে। ক্যাম্পসাইটটা প্রথম দেখাতেই নজর কাড়বে। দূরে সবুজ পাহাড়ের সারি, মাঝখানে স্বচ্ছ পানির লেক আর লেকের পাড়েই তাবুগুলো পিচ করা। পাশেই একটা স্লুইজ গেট। সবমিলিয়ে মুগ্ধ হওয়ার মতো পরিবেশ। বসে আড্ডা দেয়ার জন্য বেঞ্চ আর মাচাং বানানো আছে। চাইলে ঘন্টার পর ঘন্টা এখানে বসে লেকের সৌন্দর্য দেখতে দেখতে আড্ডা দিয়েই কাটিয়ে দেয়া যায়। আঁধার নেমে এলে আমরা নাইট ট্রেকিং এ বের হয়েছিলাম। লেকের চারপাশটা ঘুরে দেখছিলাম। আকাশে তখন ছিলো পূর্ণিমার চাঁদ। ফিরে আসার পর বারবিকিউ আর ক্যাম্প-ফায়ারের আয়োজন ছিলো।
    সবমিলিয়ে, প্রথমদিন মেলখুম ট্রেইল শেষ করে আর পরের দিনের সোনাইছড়ি ট্রেইল অভিযানের আগে ক্যাম্পিং করে দারুণ রিফ্রেশিং একটা রাত কাটিয়েছি আমরা।
    পরিশেষে, পরিবেশের প্রতি খেয়াল রাখুন, ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলুন।।

Komentáře • 35