Abdul Khalek soriotpuri Waz part 1

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2015
  • মাদ্রাসা বা মসজিদের মাইকে বা সাউন্ড বক্সে তেলাওয়াত বা বয়ানের জন্য সেরা কোয়ালিটির ক্লিপ মাইক্রোফোন সুলভ মূল্যে কিনতে চাইলে অর্ডার করুন এই লিংক থেকেঃ bit.ly/bestmicrophoneoffer
    মাইক্রোফোনের সেটের সাথে কনভার্টর দেয়াই থাকবে। এটার সাহায্যে মাইক বা সাউন্ড বক্সের রেডিওতে সংযোগ দিলেই হবে।
    বিস্তারিত তথ্য নিচে দেয়া হলোঃ
    মাইক্রোফোনটির বক্স খোলা হলে একটি আকর্ষণীয় ব্যাগে সবগুলো পার্টস পাবেন।
    প্রথমত এতে পাঁচটি জিনিস পাবেন। জিনিসগুলোর নাম ও সুবিধা জেনে নিনঃ
    ১. অনেক লম্বা তারসহ একটি মাইক্রোফোন। ফলে আপনি অনেক দুর পর্যন্ত ঘুরে বা ক্যামেরা থেকে রেকর্ড করতে পারবেন। বিশেষ করে মসজিদে নামাজের সময় অথবা কোন অনুষ্ঠানে স্টেজ পারফরমেন্সে অনেক এরিয়া কভার করবে এই লম্বা তার।
    ২. একটি নয়েজ রিমোভার প্যাডঃ ছোট কালো ফোমের মত এই জিনিস মাইক্রোফোনের স্পিকারে লাগিয়ে নিতে হয়। এটি বাহিরের বাতাস বা সাই সাই শব্দ রেকর্ড হতে বাধা দেয়। ফলে কোন বাজে শব্দ রেকর্ড হয়না।
    ৩. একটি ক্লিপঃ এটির মাধ্যমে কথা বলার সময় বা নামাজে তেলাওয়াত করার সময়। শার্ট বা পাঞ্জাবীর সাথে আটকে রাখা যায়।
    ৪. একটি কনভার্টরঃ এটি সাধারণত একটি জ্যাক। যদি কেউ মাইকে ব্যবহারের জন্য মাইক্রোফোনটি ব্যবহার করতে চায়, তখন মাইক্রোফোনের 3.5 mm জ্যাকটি এই কনভার্টরের সাথে লাগিয়ে এটার মাথা মাইকের বা সাউন্ড বক্সের রেডিওতে লাগাতে হয়।
    ৫. ব্যাটারিঃ একটি পলির মধ্যে ব্যাটারি থাকবে। এটা কোথায় লাগাতে হবে তা বইয়ে পাবেন।
    ব্যবহার করার ম্যানুয়াল বইটি সাথেই পাবেন।
    ব্যবহারের সাধারণ পদ্ধতিঃ
    মাইক্রোফোনের তারের 3.5 mm জ্যাকটি মোবাইলে বা ল্যাপটপ অথবা পিসি কিংবা ক্যামেরায় লাগিয়ে নিন।
    মাইক্রোফোনে দুটো মুড পাবেন। নবের মাধ্যমে এডজাস্ট করতে পারবেন।
    যখন নবটি ক্যামেরা মুডে রাখবেন তখন শুধুমাত্র DSLR ক্যামেরায় রেকর্ডিং এ ব্যবহার করতে পারবেন। এই মুডে রাখা অবস্থায় মোবাইল বা ল্যাপটপ অথবা পিসিতে সাউন্ড রেকর্ড হবেনা।
    দ্বিতীয় মুড হচ্ছে স্মার্ট ফোন বা অফ মুড। যখনই সুইচ এই মুডে দিবেন তখন মোবাইল বা ল্যাপটপ অথবা পিসিতে সাউন্ড রেকর্ড হবে। এই মুডে থাকা অবস্থায় ক্যামেরায় সাউন্ড রেকর্ড হবেনা।
    আপনার প্রয়োজনমতো সেটিংস করে নিতে পারবেন।
    এখন আপনি অরিজিনালটি কিনতে চাইলে এই লিংক থেকে কিনুনঃ bit.ly/bestmicrophoneoffer

Komentáře • 303