Video není dostupné.
Omlouváme se.

এই রাজবাড়ীতে আজও যেন মাদুর্গা ঘুরে বেড়ান ঢুকলে ভক্তি ও ভয় দুটোই পাবেন | Narajole Rajbari

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2022
  • Narajole Rajbari -
    কি ভাবে যাবেন -
    কোলকাতা থেকে গাড়িতে বা বাসে ঘাটাল পৌঁছান তারপর গাড়িতে বা বাসে নারাজোল মোড়, সেখান থেকে ডান দিকে কিছুটা এগোলে নারাজোল রাজবাড়ী,
    ট্রেনে যেতে হলে হাওড়া থেকে মেদিনীপুর আসুন সেখান থেকে বাসে বা গাড়িতে নারাজোল পৌঁছে যান।
    এখানে দেখবেন ৬০০ বছরের বেশি পুরানো ঐতিহাসিক নারাজোল রাজবাড়ীর অনেকগুলো রাজপ্রাসাদ, রাস মঞ্চ, মৃত্যুঞ্জয় শিব মন্দির, গোবিন্দ জিউ মন্দিরে স্বপ্নে পাওয়া জয় দুর্গা, রাধা কৃষ্ণ মূর্তি, সীতারাম জিউ মন্দিরে রাম-্লক্ষ্মন-সীতা মাতা, কাঁচের কারুকার্য করা নাটমন্দির, রাজাদের বিলাসবহুল হাওয়া মহল এবং ৬০ বিঘা জমিতে পুকুর কেটে তার মাঝখানে জলহরি প্রাসাদ।
    নারাজোল রাজবাড়ীর কাছে কোন থাকার জায়গা আমাদের চোখে পড়েনি, থাকতে হলে মেদিনীপুর শহরে থাকতে হবে। দুপুরে খাওয়ার জন্য নারাজোল রাজবাড়ী থেকে ২ কিমি দূরে লংকা গড় বাজারে ভালো খাওয়া পাবেন।এছারা এখানে মুগডালের জিলিপি খুব বিখ্যত।
    এক দিনে ঘুরে আসুন নারাজোল রাজবাড়ী ও আশেপাশের কিছু জায়গা।
    #narajole_rajbari
    #rajbari
    #medinipur

Komentáře • 42