সতীপীঠ বহুলা।। কেতুগ্রাম।। Bahula Satipith ।। বহুলাখ্যী মাতা।। পূর্ব বর্ধমান।। One day tour ।।

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • সতীপীঠ বহুলা।। কেতুগ্রাম।। Bahula Satipith ।। বহুলাখ্যী মাতা।। পূর্ব বর্ধমান।। One day tour ।।
    #Bahulasatipith#Satipithbahula#Ketugram#Travelloverchanchal#Ketugramsatipith#Bahulamaketugram#51satipith
    ভূপৃষ্ঠে মোট ৫১টি সতীপীঠ আছে। তার মধ্যে পশ্চিম বঙ্গের পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে ৪ টি। এর আগের পরপর দুটি ভ্রমণ পর্বে আপনাদের দুটি সতীপীঠ দর্শন করিয়ে এনেছি। আর আজ এই ব্লগে আমি আপনাদের পূর্ব বর্ধমান জেলার অপর আরেক অন্যতম সতীপীঠ কেতু গ্রামের বহুলা মাকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি। কথিত আছে যে কেতুগ্রামে সতী মায়ের হাতের বাম বাহু পতিত হয়েছিল। তাই এখানে মা মহামায়া মা বহুলা বা বহলাখ্যী মাতা রুপে বিরাজ করছেন। কেতুগ্রামে বহুলা মায়ের দুটি মন্দির আছে। একটি আদি আর অন্যটি নতুন। আর আজ আমি আপনাদের এই ভিডিওতে সেখানে নিয়ে যাবো। আর সেখানে দুটি মন্দির দর্শন, বহুলা মাকে দর্শন, ঘোরাফেরা সবকিছুই থাকবে আজ আমার এই ব্লগে। আর এই ভ্রমণ পথের সাথী সবসময়ের মতো অবশ্যই আপনারা।
    🔺Your Quarries:-
    Bahula Satipith
    Satipith Bahula
    বহুলা সতীপীঠ
    সতীপীঠ বহুলা
    কেতুগ্রাম সতীপীঠ
    Ketugram Satipith
    Travell Lover Chanchal
    Bahula Satipith ketugram
    Ketugram Ma Bahula
    Ketugram Bahula Satipith
    Bahula Ma Ketugram
    কেতুগ্রাম বহুলাখ্যী মাতা
    Bahulakkhi Ma Ketugram
    Ketugram Bahulakkhi Satipith
    51 Satipith
    Purba Bardhaman Satipith
    One day tour near Bardhaman
    One day tour near Katwa
    🔺কিভাবে আসবেন:-
    ট্রেন পথে প্রথমে কাটোয়া আসুন। এরপর কাটোয়া থেকে কেতুগ্রাম অভিমুখী বাস ধরুন। কেতুগ্রাম বাসস্ট্যান্ডে নামুন। সেখান থেকে টোটো ধরে খুব সহজেই বহুলা সতীপীঠৈ পৌছানো যায়।
    🔺মন্দির খোলা থাকে:-
    ভোর ৫ টা থেকে বেলা ১২-৩০ পর্যন্ত। এরপর বিকাল ৪ টা থেকে সন্ধ্যা আরতির সময় পর্যন্ত।
    🔺বিশেষ বিশেষ দিনগুলো:-
    দুর্গা পূজা, দুর্গা পূজার ১৫ দিন আগে বোধন, শিবরাত্রি, গণেশ চতুর্থী (ভাদ্র মাসে), স্বস্তেন (আষাঢ় মাসে), বিপত্তারিণী পূজা ইত্যাদি।
    🔺দুপুরে ভোগের মূল্য-৬০ টাকা।
    ( ১০ টার মধ্যে জানাতে হবে)।
    🔺গেষ্ট হাউস বুকিং এর জন্য:-
    রামানন্দ ব্রম্ভ চারী (আদি মন্দির)।
    9800174078
    ▶️ Travell Lover Chanchal
    Bahulasatipith, satipithbahula, ketugramsatipith, ketugrambahulasatipith, bahulakkhimaketugram, ketugrambahulama
    ভিডিও টি ভালো লাগলে অবশ্যই আপনারা Like, Comment, Share করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেল টি Subscribe করে দেবেন যাতে যেকোনো নতুন ভিডিও সবার প্রথমে দেখতে পান। আর আমার পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন কোন গন্তব্যে নতুন কোন স্থানে। সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন।
    🙏 জয় মা বহুলা।

Komentáře • 2

  • @abhijitbose489
    @abhijitbose489 Před 16 dny

    জয় মা শ্রীশ্রীবহুলাদেবীর জয়।

  • @priyakoley9089
    @priyakoley9089 Před 26 dny

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻