#সবেদা

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 15

  • @iqbalkarim1233
    @iqbalkarim1233 Před 11 dny

    উপকারী ও ভিন্ন ধরনের ১টা ভিডিও। দাদা আমি গত জুনে ২ ছফেদা গাছ ছাদে টবে বসিয়ে ছি, একটির গ্রোথ হচ্ছে ও ফুল এসেছে অন্য টির কোন গ্রোথ নাই নতুন কোন কুশি বের হয়নি। যদি এ বিষয়ে একটা পরামর্শ দিতেন তাহলে উপকৃত হবো।

    • @chandandas15586
      @chandandas15586  Před 10 dny

      ভালো ড্রেনেজ সিস্টেম করে গাছটি রিপোর্ট করুন, মাটি তৈরি করুন জৈব সার দিয়ে, যেমন গোবর সার পাতাপচা সার , সামান্য সিং চাছা হাড় গুরু ইত্যাদি দিয়ে, গাছটি রোদে রাখবেন আর গাছের গোড়ায় পরিবার মত জল দেবেন বেশি বা কম নয, ধন্যবাদ

  • @totonsamanta9170
    @totonsamanta9170 Před 4 měsíci

    খুব কার্যকরী ভিডিওটি

    • @chandandas15586
      @chandandas15586  Před 4 měsíci

      আপনাকে ধন্যবাদ। পাশে থাকবেন।

  • @JohiruddinMolla-rn7uh

    আমার সবেদা গাছের বয়স ৮ বছর। ফুল হয় ফুল ঝরে যায় গাছটির এখনো গ্রোথ হচ্ছে ১২ ফুট হাইট হয়েছে কি করতে হবে বলুন।

    • @chandandas15586
      @chandandas15586  Před 7 dny

      কিছু ডাল ছিটে দিন, ডালের গোড়ার দিকে পুরনো পাতা সেসব ও ছেটে দিন, গাছের গোড়ায় পটাশিয়াম ফসফরাজ যুক্ত খাবার দিন দানা অনু খাদ্য সঙ্গে ব্যবহার করতে পারেন মাসে একবার করে, ভালো মানের পিজিআর ব্যবহার করুন ১৫ দিনে একবার পর পর তিনবার, দুই থেকে তিন মাস পরপর গোবর সার দেবেন পরিবার মত জল দেন দেখবেন সবেদা হবে ধন্যবাদ,

  • @prasantabarman6215
    @prasantabarman6215 Před 4 měsíci

    আমার সবেদা গাছের অতিরিক্ত পাতা ছিড়ে দিয়েছি দেখা জাক কি হয়

  • @zulfikeraziz7731
    @zulfikeraziz7731 Před měsícem

    এখন কি সার গোড়ায় দেব?

    • @chandandas15586
      @chandandas15586  Před měsícem

      হাফ চামচ দানা অনু খাদ্যও এক চামচ পটাশিয়াম ও এক চামচ ফসফরাস খাবার দিন মাসে একবার, জৈব চাষী হলে কলার খোসা ও পেঁয়াজের খোসা ভেজানো জল ব্যবহার করুন মাসে দুইবার ধন্যবাদ

  • @applesamim9785
    @applesamim9785 Před 4 měsíci

    এখন ফুল এসে গেচে প্রুন করা জাবে?

    • @chandandas15586
      @chandandas15586  Před 4 měsíci

      ফুল এলে না করাই ভালো ,কয়দিন পরে করুন এখন রোদের তাপ বেশি গাছ নষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ ।

  • @arifakhatun3667
    @arifakhatun3667 Před 4 měsíci

    আমার গাছে ফুল এসে ছে কি সার দিতে হবে।

    • @chandandas15586
      @chandandas15586  Před 4 měsíci

      পটাশিয়াম ও ফসফরাস যুক্ত সার দিন। ১৫ দিন পর পর। । সঙ্গে জৈব তরল খাবার ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।

    • @arifakhatun3667
      @arifakhatun3667 Před 4 měsíci

      সারের নাম বললে ভালো হয়।

    • @srabaniroy8197
      @srabaniroy8197 Před 4 měsíci

      Boron ar ki debo