শমিত ভঞ্জকে নিয়ে কিছু অজানা কথা।। Bangla Cinema Actor shamit Bhanja Biography।।

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 99

  • @vivekpakrashi6081
    @vivekpakrashi6081 Před 3 lety +8

    সমিত ভঞ্জের শেষ ছবির সেই মর্মস্পর্শী সংলাপটি কোনদিন ভোলা যাবে না: এই আকাশ,এই গাছ, এই পাখি -সবই থাকবে; শুধু আমি থাকবো না। বলা বাহুল্য, সেই সময় তিনি মারণ রোগে ভুগছিলেন। অসাধারণ সংলাপ।

  • @swarupanath2858
    @swarupanath2858 Před 3 lety +10

    অসাধারণ অভিনেতা একজন। মূল্যায়ন হয়নি

  • @mukteswardas1600
    @mukteswardas1600 Před 3 lety +4

    সহজ, সরল, স্বচ্ছ ভাবমূর্তির মানুষেরা বড্ডো বেশি তাড়াতাড়ি চলে যায়!!অজিতেশ, শমিতরা তাদের সুন্দর অভিনয় ছেড়ে এভাবেই অজান্তে সরে পড়ে!?
    তার ফুলশ্বরী সবার হৃদয়ের ফুল শর হয়েই চিহ্নিত থাকবে সবার কাছে!!!
    যেখানেই থাকুন ঈশ্বর ভালো করুন তার!!
    জয় মা!!!!

  • @user-joyo3mo7o
    @user-joyo3mo7o Před 9 měsíci

    আমার একজন খুব প্রিয় actor,,,উস্বর যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখুন এঁরম artist কে সবার মনে

  • @banibhattacharya6123
    @banibhattacharya6123 Před 3 lety +16

    এমন অদ্ভুত ক্যাপশন কেন? না খেয়ে দিন কাটাতে হয়েছে? এইভাবে এইসব আইকনিক শিল্পীদের ছোট করা ঠিক নয়

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 Před 3 lety +6

    আমার চোখে জল এসে গেল তার শেষ ছবির সংলাপ শুনে আর s ceñe টি দেখে। আসল নকল সব একাকার হয়ে গেল----ঠাকুর যেমন বলেছেন-----

  • @pranitamandal3242
    @pranitamandal3242 Před 3 lety +2

    আমার একজন প্রিয় অভিনেতা ।

  • @amitchanda1234
    @amitchanda1234 Před 3 lety +13

    মিঠুন চক্রবর্তী তার সাক্ষাৎকারে বলেছিলেন তপন সিংহের "আপনজন" সিনেমায় সমিত ভন্জ অভিনীত "ছেনো" চরিত্রটা দেখে তার সমিত ভন্জ কে দেখার ইচ্ছা হয়েছিল।

  • @ruchirabanerjee982
    @ruchirabanerjee982 Před rokem

    Khub valo laglo

  • @manikabhattacharya5977
    @manikabhattacharya5977 Před 3 lety +1

    To the point.bhalo laglo

  • @somnathghosh2172
    @somnathghosh2172 Před 3 lety +1

    Nice video

  • @Jayantadas25
    @Jayantadas25 Před 3 lety +9

    শমিত ভঙ্গের একটি সিনেমা খুবই ভালো লেগেছে শহর থেকে দূরে

  • @anjalighosh7289
    @anjalighosh7289 Před 3 lety +19

    ভালো লাগলো । উনি সিনেমা পরিচালকও ছিলেন । মনোজ মিত্র, সাবিত্রী , প্রসেন জিৎ ও ইন্দ্রানী হালদার অভিনীত " ভালোবাসা" সিনেমার পরিচালক ছিলেন ।

  • @anutapabhattacharya7541
    @anutapabhattacharya7541 Před 3 lety +7

    অনেক চরিত্রে স্মরণীয় অভিনয় করেছেন কিন্তু সেরকম স্বীকৃতি পাননি।তপন সিনহা অনেক ছবিতে নিয়েছিলেন।কাউকে এই অভিনেতার নাম উল্লেখ করতেও শুনিনি।শুভেন্দুর মত অভিনেতাও সেরকম সুযোগ পাননি,যদিও আকাশ কুসুম,প্রথম কদমফুল বা চৌরঙ্গী, শুভেন্দু ছাড়া ভাবা যায় না।

  • @suvankarmajumder4762
    @suvankarmajumder4762 Před 3 lety +1

    ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। উপস্থাপনা ভালো। কিন্তু caption ভুল। Struggle করা আর না খেয়ে থাকা এক নয়।

  • @aninditaroychoudhury4274

    Asadharan abhineta. Pronam

  • @srabantisamanta6537
    @srabantisamanta6537 Před 3 lety +3

    খুব প্রিয় অভিনেতা,
    ওনার প্রচুর সিনেমা দেখেছি, পরিণীতা সিনেমায় ওনাকে খুব কম বয়সী লোগেছিল, তারপর আপনজনেও ।
    চিঠি এবং ফুলেশ্বরীতে ওনাকে নায়কের রূপে দেখে মুগ্ধ হয়েছিলাম ।
    ওনার অভিনীত সিনেমাগুলি প্রিয় সিনেমার মধ্যেই পড়ে।
    খুব ভালো লাগলো ভিডিওটি♥️
    নতুন বছরের অনেক শুভেচ্ছা শুভ কামনা বাংলার মুখের জন্য🌹🙏

    • @BANGLARMUKH2020
      @BANGLARMUKH2020  Před 3 lety

      ধন্যবাদ। ভালো থাকবেন

  • @susthirbhanja1263
    @susthirbhanja1263 Před 3 lety +2

    Very popular as well as matured actor. We are sorry for his early demise. May his soul rest in peace. Thank you for such good presentation.

  • @debasisbanerjee3480
    @debasisbanerjee3480 Před 3 lety +3

    অপূর্ব!

  • @bazlurr
    @bazlurr Před 3 lety +5

    from Anand Bazar:বাংলা সিনেমার আপনজন শমিত ভঞ্জ
    উত্তম-পরবর্তী প্রজন্মের সবচেয়ে সম্ভাবনাময় নায়ক ছিলেন তিনি। কিন্তু টালিগঞ্জ তাঁকে চিনতে পারেনি। লিখছেন সুদেষ্ণা বসু
    Samit Bhanja
    তিনি ছিলেন যৌবনের দূত। বাংলার ‘দামাল ছেলে’। অভিনয় করবেন বলে বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন। নিজের বেকারত্বকে পাত্তা না দিয়ে কলেজ পড়ুয়া প্রেমিকাকে বিয়ে করেছিলেন জেদের বশে। অনুমতির তোয়াক্কা না করে, তপন সিংহের মতো নামী পরিচালকের ঘরে ধাক্কা দিয়ে ঢুকে বলেছিলেন, “অভিনয় করতে চাই।” সুযোগ আসতেই ‘ছেনো’ হয়েও আপামর বাঙালির হৃদয় জয় করে নিয়েছিলেন। আসলে অভিনেতা হিসেবে তাঁর জায়গা হওয়া উচিত ছিল হলিউডের ক্লিন্ট ইস্টউড, লি ভন ক্লিফ বা ডেনজেল ওয়াশিংটনের মতো অভিনেতাদের পাশেই। কিন্তু কপালদোষে বাংলা সিনেমার প্রথম ‘আধুনিক নায়ক’কে সে দিন চিনতে পারেননি কেউ। উত্তম মোহে তখনও বিভোর বাংলার পরিচালক থেকে দর্শককুল। তবু হতাশা তাঁকে গ্রাস করতে পারেনি। মারণ রোগের সঙ্গে যুঝতে যুঝতে শেষ ছবি ‘আবার অরণ্যে’তে অভিনয়ের ডাক পেয়ে অবশ্যম্ভাবী মৃত্যুকে থমকে দিয়ে বলে উঠেছিলেন, “ফ্যান্টাস্টিক!”
    শমিত ভঞ্জর জন্ম ২ জানুয়ারি ১৯৪৪, মেদিনীপুরের তমলুক শহরে। তাঁর বাবা প্রীতিময় ভঞ্জ ও মা শীলা। শমিতরা তিন ভাই- অমিত, সবিত, শমিত ও এক বোন কৃষ্ণা। তমলুকে জন্মালেও শমিতের স্কুলে যাওয়া শুরু হয়েছিল জামশেদপুরের লয়েলা স্কুলে। কারণ, তখন কর্মসূত্রে তাঁর বাবা জামশেদপুরেই থাকতেন। বোন কৃষ্ণার মতে, যে ‘ছেনো’ চরিত্রের জন্য তিনি জনপ্রিয় হয়েছিলেন, তার ইঙ্গিত নাকি ছিল ছেলেবেলায় তাঁর ডাকাবুকো স্বভাবের মধ্যেই। লয়েলা স্কুলে শমিতের সঙ্গে কৃষ্ণাও পড়তেন। এক বার ক্লাসের এক সহপাঠী কৃষ্ণাকে চড় মারে। সেই খবর কানে আসতে “বুবুদা এত রেগে গিয়েছিল যে ও করেছিল কী, একটা বালি ভর্তি চৌবাচ্চা ছিল আমাদের স্কুলে। সেখানে আমরা খেলতাম। বুবুদা ওই ছেলেটিকে ধরে এনে সেই বালির মধ্যে পুঁতে দিয়ে বালি চাপা দিয়ে দিয়েছিল। শিক্ষকরা এসে অবশ্য ছেলেটিকে উদ্ধার করেছিল। ওর বয়স তখন ছয়-সাত হবে।”
    শমিত ভঞ্জর এই বেপরোয়া মনোভাব চিরকাল বজায় থেকেছে। কৃষ্ণা বলে চলেন, “পেয়ারা গাছ থেকে পড়ে গেল এক বার। মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। ওর পরোয়া নেই। কিছুটা মাটি খাবলে তুলে ফাটা জায়গাটায় ঘষে দিল। ব্যস, আবার খেলা শুরু। এই রকম ছিল।” ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক ছিল না, কিন্তু স্বভাবের মধ্যে একটা লড়াকু মেজাজ ছিল বরাবরই। কৃষ্ণার মনে পড়ে, “এক বার তমলুক থেকে আমাদের সবাইকে নিয়ে বুবুদা জামশেদপুরে আসছে। চলন্ত ট্রেনের দরজা ধরে দাঁড়িয়েছিল। মাথায় লাগল লাইনের একটা পোস্ট। মাথা ফেটে চৌচির, তবু গেট ধরে আছে। শেষে আর না পেরে সহযাত্রীদের বলেছিল, ‘আমায় একটু ধরুন, আমি পড়ে যাচ্ছি।’ তখন তাকে ট্রেনের অন্য যাত্রীরা ধরে কামরার ভেতর টেনে নেয়। পরের স্টেশনে ট্রেন থামলে ওকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

  • @sujatabarman8940
    @sujatabarman8940 Před 2 lety

    খুবই মর্মান্তিক ঘটনা,

  • @justchil8915
    @justchil8915 Před 3 lety +1

    সতী ওনার মুভির আমার খুব ভালো লাগে।

  • @swagatamgangopadhaya4793
    @swagatamgangopadhaya4793 Před 3 lety +8

    প্রণাম জানাই 🙏🙏🙏

  • @probodhdey2044
    @probodhdey2044 Před 3 lety

    Very Good Publication. Samit Bhanja is a very good actor in bengali cinema and also my favourite actor. I salute to him.

  • @rajivghosh1906
    @rajivghosh1906 Před 3 lety +1

    Khub valo laglo ".pratham kadom ful " vojo hari manna ke vulbo na

  • @ratnachakraborty1200
    @ratnachakraborty1200 Před 3 lety +2

    Aamar priyo shilpi Samit.Anuradha chhayachhobir ovinoy khub pranbonto.
    Shrodhha janai.

  • @smitachakraborty3181
    @smitachakraborty3181 Před 3 lety +4

    Thanks a lot, for such a presentation from you,it certainly copes with your early videos. I am really impressed as well as enriched.
    Sandip Chakraborty from Paschim medinipur

  • @Gaane_kobitay_adday_uma
    @Gaane_kobitay_adday_uma Před 3 lety +3

    nice presentation....

  • @susantabanerjee981
    @susantabanerjee981 Před 3 lety +1

    Uni ora charjan bole ekti superhit cinema parichalona kore chilen..

  • @skraja6498
    @skraja6498 Před 3 lety +1

    Asa o valobasa chobite onar ovinoi darun valo legeche

  • @ardhenduacharjya7224
    @ardhenduacharjya7224 Před 3 lety +1

    Nice actor

  • @MaitySanjay20
    @MaitySanjay20 Před 3 lety +1

    Amar khub favourite actor... Apanjon, sabuj diper raja, ganadevata, aranyer din ratri etc khub e valo acting unar

  • @tsamanta7063
    @tsamanta7063 Před 3 lety +2

    Your video regarding such actors is really knowledge sharing,great efforts.Samit was my favourite , particularly as CHENO in Apanjan film.Respect for him.

  • @mousumiadhikari5545
    @mousumiadhikari5545 Před 3 lety +1

    খুবই ভাল লাগল

  • @sabbirahmed1483
    @sabbirahmed1483 Před rokem +1

    উনি দেখতে কিছুটা দেবানন্দের মত

  • @debanjanchatterjee3757

    When uttam kumar was busy in working in Bollywood, samit bhanga rose as a lead actor and did successful films . His era was 1967-1977. A similarity between uttam kumar and him , both died in same date 24 July .

  • @debasisbanerjee9502
    @debasisbanerjee9502 Před 3 lety +1

    APNAR VIDEO KHUBBBBBBBBBBBB VALO LAGE

  • @pradipraychaudhuri7252
    @pradipraychaudhuri7252 Před 3 lety +10

    Cinema is such an art where if some one is excellent in the role of a villain (bad man) , offer normally comes for that type of role. But that person has the potentiality to perform in excellence is not taken into consideration. Samit was a versatile actor.

  • @alokekumarchatterjee6647

    Good.looking.actor

  • @subalfacts9380
    @subalfacts9380 Před 3 lety +11

    বিখ্যাত মানুষজনের বায়োগ্রাফি দেখতে চ্যানেলটি দেখতে পারেন

  • @soumyabiswas2219
    @soumyabiswas2219 Před 3 lety

    What. awafull. Position. face in his life But his talent enlighted. His. Carrier. Bablu. Biswas Maheshtala

  • @sumonsarkar3247
    @sumonsarkar3247 Před 3 lety +1

    darun actor

  • @bamaprasadbhattacharjee9308

    Great actor shraddhha o pronam

  • @bhaskarsen6124
    @bhaskarsen6124 Před 3 lety +2

    Rest in peace great one

  • @dipankarbaneejee8947
    @dipankarbaneejee8947 Před 3 lety +1

    সমিত বাবু সম্ভবত 1943 সালে জন্মগ্রহণ
    করেছিলেন।

  • @vebejanachi4352
    @vebejanachi4352 Před 3 lety +1

    Favorite amr Sahar theke dure

  • @ashokdas6537
    @ashokdas6537 Před 3 lety +1

    Great actor

  • @ramjibanroy7145
    @ramjibanroy7145 Před 3 lety +2

    Baro dukha pelam.

  • @pihumukherjee7488
    @pihumukherjee7488 Před 3 lety +1

    আজ তার জন্মদিন : শ্রদ্ধা জানাই তাকে ;

  • @kanikaghosh3000
    @kanikaghosh3000 Před 3 lety +1

    Amar valo laga

  • @rajushee9128
    @rajushee9128 Před 3 lety

    Too good

  • @ankanmukherjee3283
    @ankanmukherjee3283 Před 3 lety +3

    মিঠুন চক্রবর্তী ও সমিত ভঞ্জ ভক্ত ছিলেন। উপলব্ধি (1981)তারা একসাথে কাজ করেন

    • @sreedevmukherjee8093
      @sreedevmukherjee8093 Před 3 lety +1

      কলঙ্কিনি কঙ্কাবতী ছবিতেও একসাথে কাজ করেন ।

  • @bazlurr
    @bazlurr Před 3 lety

    ami harmonium chobite Chayadevir sathe pintu bhattacharya ar ganer kichu ongsho geyechilen. aro du ekta chobi dekhechi . bhalo obhineta.

  • @TAPANDAS-tj2oj
    @TAPANDAS-tj2oj Před 2 lety

    এখন কার শিল্পীদের মত কোটিপতি নয়।প্রচুর কষ্ট করতে হয়েছে। তারপর নাম করেছে।

  • @sarojdey3116
    @sarojdey3116 Před 3 lety

    Samit was genius actor

  • @gautambanegee5827
    @gautambanegee5827 Před 3 lety

    Apanjan was his best film

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 Před 3 lety +1

    তুলনা হীন এই জগতে তুমি-----মন।

  • @shankatbanabhattacharjee455

    amar hoye thakben tini . pranam .

  • @shamarahman5026
    @shamarahman5026 Před 3 lety +2

    About his family

  • @supriyabiswas8844
    @supriyabiswas8844 Před 3 lety

    Auvineta valo kintu dwitiyo mahanayake ki kore bollen?

  • @jakobalijah6206
    @jakobalijah6206 Před 3 lety

    Lovely 😍💋 💝💖❤️

  • @kamalenduhazra3039
    @kamalenduhazra3039 Před 3 lety +1

    এতো কথা শোনালেন কিন্তু মৃত্যু সালটা বললেন না ২৪শে মৃত্যু দিনটা বলেছেন।

    • @anjalighosh7289
      @anjalighosh7289 Před 3 lety

      24 জুলাই 2003 সালে ।

    • @kamalenduhazra3039
      @kamalenduhazra3039 Před 3 lety

      @@anjalighosh7289 হ্যাঁ, ঠিকই কিন্তু প্রতিবেদনে প্রতিবেদকের বলা উচিত ছিল। ধন্যবাদ আপনাকে।

  • @prahladbhattacharyea718

    প্রথম থেকেই ভুল তথ্য , তপন সিংহ তমলুক রাজবাড়ী তে কেদার রাজা ছবিতে ছোট্ট অভিনয় পরে হাটে বাজারে ,সমিত ভন্জর বাড়ির অবস্থা যথেষ্ট ভালো ছিলো অভিনয়ের নেশায় বাড়ি ‌ছেড়ে কোলকাতায় থাকা

  • @sanjaybrahma1953
    @sanjaybrahma1953 Před 3 lety +2

    Pranam janai 🙏

  • @is8365
    @is8365 Před 3 lety

    🙏🙏🙏

  • @jyotirmoygoswami4251
    @jyotirmoygoswami4251 Před 3 lety

    Oh so sad ETA na mekhla valo hato.

  • @nabanitamukherjee103
    @nabanitamukherjee103 Před 3 lety

    Kalankini konkaboti te daroooon acting korechen

  • @mallikamandal8848
    @mallikamandal8848 Před 3 lety +3

    উনি তো শুনেছি জমিদার বংশের ছেলে ছিলেন।

  • @subhrodas9134
    @subhrodas9134 Před 3 lety +1

    Shamit Bhanja Bonophul chabiti porichalona korechilen. chabiti mukti o peyechilo.

  • @kakolipoddar6788
    @kakolipoddar6788 Před 3 lety +1

    Onar wife er ekta photo dekhte pele bhalo lagto...

  • @mysimplelifebiva4344
    @mysimplelifebiva4344 Před 3 lety

    Somit Vonjo one of the gretest actor...i love him💐💝♥💙💚❤🙏🙏🙏🙏🙏💐💝♥💙💚❤🙏🙏🙏🙏🙏💐💝♥💙💚❤
    #IndianVloggerBiva

  • @saikatsengupta2890
    @saikatsengupta2890 Před 3 lety

    একটি সিরিয়ালে ও অভিনয় করেছেন। ইটিভির "একাকী অরণ্যে" সিরিয়ালে।

    • @anjalighosh7289
      @anjalighosh7289 Před 3 lety

      দত্তা সিরিয়ালেও অভিনয় করেছেন । রঞ্জিত মল্লিক ও মুনমুন সেনের সঙ্গে ।

  • @sisirroy8349
    @sisirroy8349 Před 3 lety

    সমিত ভঞ্জ কত সালে মারা গিয়েছেন জানানোর অনুরোধ করছি

  • @dikshitmukherjee8731
    @dikshitmukherjee8731 Před 3 lety

    Korun jibon kahinike like korte parlamna.m mukherjee

  • @gautamnandi1281
    @gautamnandi1281 Před 3 lety +2

    ভাল লাগল। তবে আমীষ ভোজন ক্যানসারের একটি কারণ।

  • @chandanparia2823
    @chandanparia2823 Před 3 lety

    আমার বাড়ী তমলুক

  • @shekharhalder8724
    @shekharhalder8724 Před 3 lety

    কথকের নাম সাম্য নাকি সাম্বো???

  • @dipakbarai8595
    @dipakbarai8595 Před 3 lety

    l
    p

  • @alokebhowmick1792
    @alokebhowmick1792 Před 3 lety

    Na kheye din karate hoyeche, ETA bhul

  • @soumyadey1310
    @soumyadey1310 Před 3 lety +1

    Guddi r sudhu akta clip...kichu bollen na..

  • @sumonsarkar3247
    @sumonsarkar3247 Před 3 lety

    kechu kechu vul bilacha

  • @rinaslifeandkitchen1775

    Onar wife, chele, meye sommondhye kono khobor pele bhalo lagto