Bagan Myanmar | ইরাবতী নদীতে সূর্যাস্ত | Shwezigon Pagoda | Ananda Temple | | Myanmar Part 9

Sdílet
Vložit
  • čas přidán 28. 03. 2024
  • #bagan #myanmar #myanmartour #myanmartourism #explorershibaji #bagan #balloon #balloonrides
    We are thank full to STIC Travel Group for sponsoring this video.
    STIC Travel Group
    Website: www.sticgroup.com/ ; www.stictravel.com/
    For Affordable Myanmar Tour Packages : sticholidays.com/internationa...
    Offices: Delhi, Gurgaon, Mumbai, Ahmedabad, Bangalore, Hyderabad, Punjab, Chennai, Cochin and Kolkata.
    Contact Person: Mr. Biplab Chatterjee +918981064879 ;
    Email: biplab.chatterjee@sticgroup.com; mai.reservations@sticgroup.com;
    Exclusive Promo Code for “Explorer Shibaji” Viewers: PAUL5 ( applicable only for Myanmar tour packages )
    Link to previous part: • ইনলে লেকের হাট | লাল প...
    Instagram:
    Instagram Handle @stictravelgroup / stictravelgroup
    Facebook: / stictravel
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Myanmar EVisa (Tourist): evisa.moip.gov.mm/
    Myanmar consulate office website (Download Sticker Visa Application form from this website):
    mcgkolkata.org/
    Myanmar consulate general Kolkata email: mcgkolcg@gmail.com (You can obtain the visa application form with a request mail here as well)
    Visa documents (Tourist Visa):
    1. Passport with 6 months validity
    2. Two passport size photographs with white background.
    3. Flight tickets (both onwards and return journey, exit ticket from Myanmar required )
    4. One day hotel booking
    For EVisa you would require to upload the passport bio page, photo, flight tickets and one day hotel booking.
    Although Covid 19 health insurance is not mandatory now after 1st March 2024, still would recommend highly to obtain a good travel insurance before travelling.
    Please check the latest information with the consulate website: mcgkolkata.org/
    Google location of Myanmar Consulate General office Kolkata:
    maps.app.goo.gl/EQsVGiMqJCBLH...
    Address: Block-GA5, 2097, Rajdanga Main Rd, opposite Gst Bhawan, Kolkata, West Bengal 700107
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explorer_shibaji (Preferable)
    Facebook: bit.ly/explorershibajiFB
    Facebook group: bit.ly/bhromon_helpline
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicsound.com/referra...
    -------------------------------------------------------------------------------------------------------------------

Komentáře • 361

  • @lilachanda752
    @lilachanda752 Před měsícem +1

    আজকের ভডিওতে আমার ওখানকার বাজার টি খুব ভালো লেগেছে ।❤❤❤❤❤।

  • @Rsuranjana
    @Rsuranjana Před 3 měsíci +5

    অনেক মন্দির দেখলাম.. ইটের স্ট্রাকচার গুলো দেখতে গিয়ে আমার বিষ্ণুপুরের terracota মন্দিরের কথা মনে পড়ল.. বাজার খুব ভালো, প্রচুর সবজি.. যেমন সুন্দর দেখতে লাগলো সূর্যোদয় সূর্যাস্তও অপূর্ব লাগল..

  • @yeasbasu7467
    @yeasbasu7467 Před měsícem

    যতই দেখছি, বার্মা সম্পর্কে ততোই পজেটিভ ধারণা জন্ম নিচ্ছে। 🥰

  • @triptighosh5470
    @triptighosh5470 Před 3 měsíci +16

    আজকের এই পর্ব শুরু থেকেই অপূর্ব,অনবদ্য যেমন স্থানীয় বাজার টি দেখালেন তেমন ই আপনি একদম ঠিক বলেছেন স্তুপ ও প্যাগোডার বাগান। সত্যিই একটা অসাধারণ ঐতিহাসিক স্থান দেখলাম। মন ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ,ভালো থাকবেন। আবার ও বলছি অপূর্ব সুন্দর একটা পর্ব।🙏

  • @arundatta2423
    @arundatta2423 Před 3 měsíci +3

    সকালের সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্য দেখার পর আর সূর্যাস্তের দৃশ্য দেখে মন ভরল না।আর বাগান অর্থে প্রকৃতই মন্দিরের বাগান মনে হল।
    আপনারা সকলে ভাল থাকবেন।

  • @samarprasadkoley3184
    @samarprasadkoley3184 Před 3 měsíci +1

    মন্দিরগুলি অপূর্ব সুন্দর। এতো এতো মন্দির কল্পনা করাই কঠিন। খুব সুন্দর।

  • @abhisheksinha9375
    @abhisheksinha9375 Před 2 měsíci

    Khub sundar Myanmar er ekta jaiga dekhlam.....Darun laghlo....

  • @ArpanDutta
    @ArpanDutta Před 2 měsíci

    অনেক কিছু শেখার আছে তোমার থেকে দাদা 🎉

  • @kaveryroy4592
    @kaveryroy4592 Před 3 měsíci +1

    অসাধারণ লাগলো এই ভিডিও টা অপূর্ব উপস্থাপনা মন ভোরে গেলো ধন্যবাদ

  • @jhumadeb7569
    @jhumadeb7569 Před 3 měsíci

    বাগানের ভিডিও বেশ ভালো লাগলো👌👌👌
    সুন্দর প্যাগোডা ও সূর্যাস্তর দৃশ্য মন ভরিয়ে দেয় ....

  • @sadhanakhan6465
    @sadhanakhan6465 Před 3 měsíci

    বাগান টা ভালোই লাগল,প্যাগোডা দেখলাম আর তার সঙ্গে প্যাগোডার ইতিহাস জানতে পারলাম, পুরো ভিডিও টা দারুন ছিল। ধন্যুর কথা শোলের কথা মনে পড়ে গেল।

  • @swapnabhattacharjee7347
    @swapnabhattacharjee7347 Před 3 měsíci

    অপূর্ব অনবদ্য খুব সুন্দর দারুণ দারুণ দারুণ বাগান এক কথায় অসাধারণ।

  • @abuazam1763
    @abuazam1763 Před 3 měsíci

    অভূতপূর্ব দৃশ্য। খুব সুন্দর । অসাধারণ । ভাল থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম ।

  • @jayasreedas952
    @jayasreedas952 Před 3 měsíci +1

    বাগানের সবজী বাজার দেখে খুব ভালো লাগলো আমার মনে হলো এত রকমের সবজী বোধহয় ‌কোলকাতাতেও ভালো ‌ভাবে পাওয়া ‌যায় ‌না।বাগানের অনেক সুন্দর সতুপ বা মন্দির দেখলাম খুব ভালো লাগলো তবে বাগানের ‌সবুজের আধিক্যে অনেক কম।আর বুদ্ধদেব তো সারা বাগানে নিজরূপে বিরাজমান।মন্দির এর‌ নির্মান অসাধারণ লাগলো সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।

  • @aninditadeb855
    @aninditadeb855 Před 3 měsíci

    Jhakjhake sundor akta blog,sathe apurbo background music, prithwijit dar maskara ,darun darun👍👌

  • @user-tv9ht2ft2h
    @user-tv9ht2ft2h Před 3 měsíci

    ভালো লাগলো ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম

  • @sekharroy7878
    @sekharroy7878 Před 3 měsíci

    বাগানের বিভিন্ন ভাস্কর্য, স্থাপত্য অসাধারণ। সঙ্গে শিবাজীর ধারাবিবরণী এই ভিডিটাকে দারুণ উপভোগ্য করে তুলেছেন। অনবদ্য লাগল।

  • @mridulsengupta4649
    @mridulsengupta4649 Před 3 měsíci

    খুব সুন্দর একটা প্যাগোডা বাগান ( Bagan )। এগুলো সারা বিশ্বের সম্পদ, যেগুলোর সৌন্দর্য আপনারা উপভোগ করলেন এবং আপনাদের ভিডিওতে আমরাও উপভোগ করলাম। অনেক ধন্যবাদ।

  • @rumkipaul1321
    @rumkipaul1321 Před 3 měsíci

    মন্দিরের কাজ সত্যি খুব সুন্দর। এতোএতো মন্দির ভাবাই যায় না। পর্বটা বেশ ভাল।

  • @sujoydas444
    @sujoydas444 Před 3 měsíci

    Suprobhat.Khubee bhalo laglo.Myanmar part 9.Osadharon.London A raat 12.35.Fatafatee.Keep it up.

  • @historymystery1234
    @historymystery1234 Před 3 měsíci

    অনবদ্য । কি সুন্দর মায়ানমার। ঘরের এত পাশে, কিন্তু অজানা।

  • @simachakraborti8985
    @simachakraborti8985 Před 3 měsíci

    অপূর্ব ভিডিও, সৌন্দর্যে মুগ্ধ, দারুণ উপভোগ করলাম 👌👌👍👍

  • @user-gy7ce1wq4x
    @user-gy7ce1wq4x Před 3 měsíci

    বেলুন ride টা সত্যিই অসাধারণ...একেই বলে স্বর্গীয় অনুভূতি 🎉

  • @shampadey1757
    @shampadey1757 Před 3 měsíci

    Khub valo. Bagan ta sottyi beautiful 👍

  • @Redsunsuvadip
    @Redsunsuvadip Před 3 měsíci

    অসাধারণ সুন্দর আজকের এই ভিডিওটি খুব ভালো লাগলো ,অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই একটা সুন্দর video আমাদের উপহার দেবার জন্যে ।❤❤❤❤

  • @tapansengupta9984
    @tapansengupta9984 Před 3 měsíci

    মনোগ্রাহী উপস্থাপনার গুনে সম্পূর্ণ এপিসোড যেন চোখের সামনে দেখার সুযোগ হওয়াতে মনটা ভোরে গেলো। ধন্যবাদ explorar shibaji

  • @bapisarkar1381
    @bapisarkar1381 Před 3 měsíci

    বেশ ভালো লাগলো। খুব সুন্দর দারুন Sunset.

  • @subham0209
    @subham0209 Před 3 měsíci +1

    একদম সেই গুপী বাঘা কে দেখছি, দারুন দারুন দারুন।

  • @arundhatighosh7429
    @arundhatighosh7429 Před 3 měsíci

    Apurbo presentation . Koto sundar mandir .

  • @ricktech5099
    @ricktech5099 Před 3 měsíci

    খুব সুন্দর দেখলাম দাদা , বেলুন ঐ ঘোরা টা আমার খুব ভাল লাগল

  • @gharoaranna4553
    @gharoaranna4553 Před 3 měsíci

    অসাধারণ লাগল ভিডিও টি। সত্যিই প্যাগোডার বাগান। যেদিকে তাকানো যায় শুধুই প্যাগোডা আর স্তূপ। ভাল থাকবেন। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

  • @nilmoni1681
    @nilmoni1681 Před 3 měsíci

    অপরুপ সুন্দর একটা দেশ ও জাতি, আমি পুরো ভিডিওটি মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি,আপনার উপস্থাপনা একদম প্রানবন্ত, শুঁভকামনা রইল শিবাজী ও পৃত্থীজিত দাদাকে

  • @spc3461
    @spc3461 Před 3 měsíci +1

    Stunning sunset over the Irrawaddy River! 🌅 The Shwezigon Pagoda and Ananda Temple look absolutely mesmerizing in this golden hour. Thanks for taking us on this virtual journey, Explorer Shibaji! 🙌

  • @amitghosh5170
    @amitghosh5170 Před 3 měsíci

    মনোমুগ্ধকর পরিবেশনা করছেন শিবাজী দা,,, একই দিনের সূর্য অস্ত দেখলাম দারুণ লাগলো ভিডিও টা,,, ❤❤❤❤❤

  • @chitramitra6153
    @chitramitra6153 Před 3 měsíci

    Asadharan scenery and video Mayanamar r.

  • @rajibghosh56
    @rajibghosh56 Před 3 měsíci

    খুব সুন্দর একটা পর্ব দেখলাম 💐 বেশ রঙিন এবং অসাধারণ ভাবে টুকরো টুকরো করে বাগানের সমস্ত পর্যটনের দিকটা cover করলো 💖 সবমিলিয়ে পুরো VDO টা মন ছুঁয়ে গেলো

  • @subarnabiswas2198
    @subarnabiswas2198 Před 3 měsíci

    যাক,এবার ভালো সময় কাটলো ব্লগটা দেখলাম।অপেক্ষায় ছিলাম।দারুন।

  • @kuhelighosh7240
    @kuhelighosh7240 Před 3 měsíci

    বাগান দেখলাম, অপূর্ব।👍

  • @Borsha203
    @Borsha203 Před 3 měsíci

    সকালের সূর্যোদয় টা অসম্ভব সুন্দর লাগছে এবং আপনাদের ব্রেকফাস্ট অসাধারণ দেখে মনে হচ্ছে লোভনীয়

  • @anshularoyrakshit6400
    @anshularoyrakshit6400 Před 3 měsíci +1

    Osadharon jayga ❤❤❤❤❤❤❤ Indian sunle respect r bhalobasha ta j nazar a pore ja dekhe jemon proud feel kori thik sei rokom 😢hoi

  • @moumukherjee679
    @moumukherjee679 Před 3 měsíci

    Darun laglo puro videota❤😊

  • @samirsamanta1533
    @samirsamanta1533 Před 3 měsíci

    দারুন লাগলো বাগানের এই অপূর্ব সৌন্দর্য খুব সুন্দরভাবে বর্ণনা করলে শিবাজী দা খুব ভালো লাগলো❤।

  • @ARNABCHANDA-yg4pg
    @ARNABCHANDA-yg4pg Před 3 měsíci

    এরম বাগান আগে কখনো দেখিনি। সবকিছুই ঐতিহাসিক নিদর্শন ❤ খুব ভালো লাগলো শিবাজী দা।

  • @tanayamondal6623
    @tanayamondal6623 Před 3 měsíci

    আমাদের এত সুন্দর ও নিখুঁত করে মায়ানমারের সাথে পরিচিত করানোর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন আপনারা 🙏❤

  • @rajasaha354
    @rajasaha354 Před 3 měsíci +1

    Explore shibaji is no 1 travel blogger of Bengal, & Nomadiac Tour ( Torvasu) is India no 1 travel blogger. Torvasu, almost visit all country of world.

  • @azizulhakim9934
    @azizulhakim9934 Před 3 měsíci

    Explorer Shibaji প্রতিটা ভিডিও দুর্দান্ত ভালো লাগে। অসাধারণ 😊

  • @jayantasikdar6253
    @jayantasikdar6253 Před 3 měsíci

    অপূর্ব লাগলো এই পর্ব। ইরাবতী নদীর তীরে সূর্যাস্ত তার সঙ্গে বাগানের বাজার। ❤

  • @EASELARTSCHOOL
    @EASELARTSCHOOL Před 3 měsíci

    ১৯৭৫ কি ৭৬ হবে, ফাইভে পড়ি, বিষ্ণুপুর গিয়েছিলাম বাড়ির সব্বাই মিলে, তখন অনেকটা এইরকম পরিবেশ ছিল। লালমাটির ঢিবি, জঙ্গল আর মন্দির আর মন্দির। খুব সুন্দর লাগলো।

  • @thebeautylab895
    @thebeautylab895 Před 3 měsíci

    সুন্দর vlog মন ভরে গেল। আপনাদের অনেক ধন্যবাদ।

  • @BISWADIPDAS976
    @BISWADIPDAS976 Před 3 měsíci

    EXPLORER SHIBAJI BLOG SERA ❤❤❤❤❤❤❤❤

  • @surajitdhar2415
    @surajitdhar2415 Před 3 měsíci

    Osadharan laglo Dada thank you ❤

  • @krishnamitra812
    @krishnamitra812 Před 3 měsíci

    Ek kothay awesome

  • @kantadas-md2xh
    @kantadas-md2xh Před 3 měsíci

    যথারীতি আরেকটি অসাধারণ পর্ব দেখলাম। সত্যিই কতকিছু জানতে পারছি,দেখতে পারছি,আপনাদের জন্য । ধন্যবাদ। ভাল থাকবেন।

  • @milansen3503
    @milansen3503 Před 3 měsíci

    অনেক দিন আপনার ভিডিও না পেয়ে ভেবেছিলাম অসুস্থ হয়েছিলেন কিনা। বাগানের বাজারের বৈচিত্র্য ,খাবারের সাথে পুতুল নাচ খুব ভালো লেগেছে। দুজনের সুস্থতা কামনা করছি।

  • @kekapaul9315
    @kekapaul9315 Před 3 měsíci

    দারুন লাগলো। আর ভালো লাগলো ওই নির্লোভ ছোট্ট ছেলে টাকে।

  • @banighosh9288
    @banighosh9288 Před 3 měsíci

    অভূতপূর্ব দৃশ্য। তোমাদের চোখ দিয়ে বিশ্ব প্রকৃতির ক্যানভাস দেখছি। অপেক্ষায় থাকি। ভালো থেকো তোমরা । ❤❤❤❤❤। দেখা করার একটা উদ্দোম ইচ্ছে রইলো।

  • @tanusreedhar5422
    @tanusreedhar5422 Před 3 měsíci

    আজকের পর্ব টা অসাধারণ হয়েছে আপনার সাথে আপনার চোখ দিয়ে গুরে খুব ভালো লাগলো

  • @saikatroy3318
    @saikatroy3318 Před 3 měsíci

    Sun rise to Sun set..অপূর্ব ❤

  • @indraneemukherjee1565
    @indraneemukherjee1565 Před 3 měsíci

    অপূর্ব লাগছে , খুব সুন্দর মন্দির

  • @souravchowdhury746
    @souravchowdhury746 Před 3 měsíci

    Khub Valo Laglo video ta dada

  • @sunitachaudhury5781
    @sunitachaudhury5781 Před 3 měsíci

    দারুন লাগলো ব্লগ টা

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 Před 3 měsíci

    👌😊💕💕💕 অসাধারণ সুন্দর এই বাগানের ভিডিও ফুটেজ সঙ্গের চমৎকার বিস্তারিত তথ্য সমৃদ্ধ করলো আমাকে ❤ খুব খুব উপভোগ করলাম আর আপনাদের দুজনকেই জানাই আমার আন্তরিক ধন্যবাদ

  • @paramitamajumder9108
    @paramitamajumder9108 Před 3 měsíci

    Khub sundor dada
    Khub valo laglo

  • @Pampa828
    @Pampa828 Před 3 měsíci

    Khub sundar

  • @sudeshnabanerjee1613
    @sudeshnabanerjee1613 Před 3 měsíci

    একটা ঐতিহাসিক স্থান দেখে খুব খুশি হলাম, আমি বিশেষ কিছুই জানতাম না, সেগুলো জানানোর জন্য অনেক ধন্যবাদ। ইরাবতী নদী দেখে খুব ভালো লাগলো। স্থানীয় বাজার টি দেখে মন হল দমদমের নাগের বাজার। আজকের পৃথ্বীজিৎ দার ড্রেসটা ঘোড়ার গাড়ি যাত্রার উপযুক্ত ছিল। ভাল থাকবেন, পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম।

  • @pinkimallick7839
    @pinkimallick7839 Před 3 měsíci

    বেলুন রাইডে যেমন সূর্যোদয় অপূর্ব লেগেছিল, তেমনি এই ভিডিও তে সূর্যাস্ত অপূর্ব লাগলো❤❤

  • @sharmisthabhowal1226
    @sharmisthabhowal1226 Před 3 měsíci

    Durdanto laglo blog ta

  • @NivaBanerjee-lx7ix
    @NivaBanerjee-lx7ix Před 3 měsíci

    Khub valo laglo

  • @bonksayan4510
    @bonksayan4510 Před 3 měsíci

    আবার একটা অসাধারণ পর্ব দেখলাম, দারুণ ❤

  • @romabhattacharya9018
    @romabhattacharya9018 Před 3 měsíci

    Oshadharon episode

  • @ArnabNath-rs9yb
    @ArnabNath-rs9yb Před 3 měsíci

    আজকের অভিজ্ঞ্যতা অনবদ্য , সূর্যদয় দিয়ে শুরু সূর্যাস্ত দিয়ে শেষ , দুটি পর্বে যা সব দেখালেন তা ভোলার নয় , বেলুন রাইড থেকে লোকাল বাজার , সত্যিই বৌদ্ধ মন্দিরের বাগান , নাম সার্থক , ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ , পরের পর্বের অপেক্ষায় রইলাম।

  • @debasisjana3220
    @debasisjana3220 Před 3 měsíci +1

    খুব সুন্দর অসাধারণ।

  • @ashokbanerjee1491
    @ashokbanerjee1491 Před 3 měsíci

    দারুন , অপূর্ব ❤ খুব ভালো লাগলো 👍

  • @rupali1dhar910
    @rupali1dhar910 Před 3 měsíci

    Durdanto laglo🎉🎉🎉🎉

  • @MahuaChakraborty-jt1eq
    @MahuaChakraborty-jt1eq Před 3 měsíci

    এটা সত্যি pagoda র বাগান, প্রত্যেকটার অপূর্ব কাজ, খুব সুন্দর

  • @sarojbose6015
    @sarojbose6015 Před 3 měsíci

    খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 Před 2 měsíci

    "প্যাগোডার বাগান" নামকরণ যথার্থ! একই দিনে এত সুন্দর সূর্যদয় ও সূর্যাস্ত জীবনের সেরা! ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @plabanseikh9647
    @plabanseikh9647 Před 3 měsíci

    আর অপেক্ষা করতে পারছিলাম না। Thank you Dada 💕

  • @lilimabhattacharya
    @lilimabhattacharya Před 3 měsíci

    আজকের ভিডিও টা দারুন সুন্দন দাদাভাই.......👌👌👌👌👌👌

  • @indranidatta1902
    @indranidatta1902 Před 3 měsíci

    Mayanmar je to sundar apnar video dekhe jante parlam. Asadharan lagche.

  • @KalpanaSengupta-nw8lj
    @KalpanaSengupta-nw8lj Před 3 měsíci

    Apurbo,ak kathay anobadyo .kato sundor budhha r murti.ashadharan.

  • @dipqacharyya2404
    @dipqacharyya2404 Před 3 měsíci

    Dada khub sundor laglo excellent 💯 valo thakben 😊

  • @jayantachattopadhyay5016
    @jayantachattopadhyay5016 Před 3 měsíci

    আমরাও একদিনে না হলেও, দুটো পর্বে sun rise ও sun set দেখলাম। অসাধারণ লাগল। আর হ্যা বাগান নাম টি সার্থক। যেখানে ই চোখ মেলি, দেখি শুধু বুদ্ধের স্তূপ। আর ওটা তো টাঙ্গা,মানে ঘোড়ার গাড়ি টা। সব মিলিয়ে খুব উপভোগ করলাম। মানুষজন খুব ভদ্র বলে মনে হল। ভালো থাকবেন। ❤

  • @ajantamukherjee5690
    @ajantamukherjee5690 Před 3 měsíci

    Ajker porbo tao amar darun laglo 😊😊

  • @snehasett1847
    @snehasett1847 Před 3 měsíci

    Bagan breathtakingly beautiful. Proud of asi.

  • @biswanathdas3953
    @biswanathdas3953 Před 3 měsíci

    দাদা সত্যি বলছি এত স্তুপ দেখেছি মায়ানমারে যে এবার একঘেয়ে লাগছে, কিন্তু আপনার উপস্থাপনা অপূর্ব তাই ভালো লাগে। ধন্যবাদ🙏💕

  • @arafathowlader9927
    @arafathowlader9927 Před 2 měsíci

    দাদা সবসময় আপনাদের জন্য দোয়া ও আর্শিবাদ করি। যেখানেই থাকুন ভালো থাকুন। আপনাদের জন্য অনেক অজানা তথ্য জানতে পারছি এবং দেখতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ❤❤❤❤❤❤❤❤

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP Před 3 měsíci

    অসাধারণ 👌 খুব ভালো লাগলো 👍❤️

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar Před 3 měsíci

    দারুন ভিডিও 👍👍👍

  • @shefalichakraborty9898
    @shefalichakraborty9898 Před 3 měsíci

    অপুর্ব সুন্দর খুব যেতে ইচ্ছে করছে

  • @youtubeuserxix
    @youtubeuserxix Před 3 měsíci

    ইতিহাস আমার প্রিয় বিষয়। তাই এই ধরনের ইতিহাস ভিত্তিক ভিডিও ভীষণভাবে উপভোগ করলাম। আপনাদের অনেক ধন্যবাদ এবং সেই সঙ্গে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ কেও।

  • @sharbanichatterjee1453
    @sharbanichatterjee1453 Před 3 měsíci

    Bagan sattie e stupa er bagan.valo laglo okhankar local market,lok jon,apnader ghora gari chora..😊😊 Darun legechhe video.

  • @subratatripathy3565
    @subratatripathy3565 Před 3 měsíci

    Khub sundor

  • @AshokeBiswas-zy5ts
    @AshokeBiswas-zy5ts Před 3 měsíci

    খুউব ভাল।

  • @rashidasultana7982
    @rashidasultana7982 Před 2 měsíci

    এই পর্বটা দেখতে দেরি হলো।প্রতিটি ভিডিও তে নিত্য নতুন অভিজ্ঞতা আর অনেক অজানা তথ্য।দারুণ এক্সপ্লানেশন।💙💕💙

  • @worldtravellerswindow4428
    @worldtravellerswindow4428 Před 3 měsíci

    So much enjoyable and beautiful presentation 🎉

  • @amitmittra95
    @amitmittra95 Před 2 měsíci

    This Tour guides are excellent in terms of hospitality.

  • @bonnysvlog
    @bonnysvlog Před 2 měsíci

    বাগান এর জন্যই মায়ানমার কে বলে প্যাগোডার দেশ, খুব ভালো লাগছে ভিডিও গুলো।

  • @user-ni8jz1mw6j
    @user-ni8jz1mw6j Před 3 měsíci

    অসাধারণ লাগছে তোমাদের এই মিয়ানমার পর্ব আমাদের মতো বয়স্ক মানুষ মারা ঘুরতে মেতে পারেননা

    • @user-ni8jz1mw6j
      @user-ni8jz1mw6j Před 3 měsíci

      যারা কথাটা মারা হয়ে গেছে

  • @shibanibhowmik8718
    @shibanibhowmik8718 Před 3 měsíci

    অসাধারণ!