বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী, কার্টুনিস্ট রফিকুন নবী | মঙ্গল সমাবেশ পর্ব ৮১

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2024
  • মঙ্গল সমাবেশের এ-পর্বের মধ্যমণি হয়ে এসেছেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী, কার্টুনিস্ট রফিকুন নবী। ‘রনবী’ নামেই বিপুল সমাদৃত তিনি। শিল্পী রফিকুন নবীর নাম উচ্চারিত হলেই জনমানসে ফুটে ওঠে তাঁর অনবদ্য সৃষ্টি ‘টোকাই’-এর কথা। সুবিধাবঞ্চিত শিশুটি বিপুল বিত্তবৈভবের বিপরীতে ফুটপাতে সড়কবাতির পাশে শুয়ে-বসে মাত্র দু-একটি বাক্যে এই অসম সমাজব্যবস্থা ও অসংগতির দিকে কতগুলো মৌলিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। শুধু চরিত্র সৃষ্টি নয়, ‘টোকাই’ নামটিও তাঁরই দেওয়া, যা এখন বাংলা একাডেমির অভিধানভুক্ত। কার্টুনের জন্য বিপুল নন্দিত এই চিত্রশিল্পী বহুমাত্রিক কর্মপ্রয়াসের সঙ্গে জড়িত। বিচিত্র বিষয়ে বিপুল অভিজ্ঞতা তাঁর। একাডেমিক পরিচয়ের পাশাপাশি লেখক হিসেবেও তিনি সুখ্যাত।
    রফিকুন নবী শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক, শিল্পকলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০০৮ সালে তাঁর আঁকা খরা শীর্ষক ছবির জন্য ৮০টি দেশের ৩০০জন চিত্রশিল্পীর মধ্যে ‘এক্সিলেন্ট আর্টিস্টস অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে মনোনীত হন।
    #live #program #Pathakshamabesh #interview #adda #Mongol Shamabesh

Komentáře •