Tribute to Respectable Teacher "SHRI PALLAB GHOSH" on the Day of his Superannuation dated 31.01.2008

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • Dear Viewers --
    "SHRI PALLAB GHOSH" was an Ideal Beloved Teacher of Bratachari Vidyasram ( H.S.) , Bratachari Gram, Joka, 24-Parganas (W.B.) since 1970 for 38 years.
    He retires from School Services of Bratachari Vidyasram (Higher Secondary) as on 31.01.2008 and simultaneously School Authority arranged a magnificent Farewell Ceremony on the "Day of his Superannuation" at the Open Air of Bratachari Vidyasram, Bratachari Gram, Joka (West Bengal) to regard & celebrate his Ideal Valuable Services -- which Society always deserves from a Teacher.
    The Spontaneous Spirit of all Teachers, Students, Guardians & Well-wishers of different age groups becomes more Magnificent and Enjoyable in this memorable Occasion for the Natural Greenery Beauties of "BRATACHARI GRAM" with the attractive Sound of Birds Chirping which feel like as "Replica of Santiniketan".
    He gets "LIFE TIME ACHIEVEMENT" from his Colleagues as well as from his Students and also from their Guardians by virtue of his Bonafied Affectionate Services as an "IDEAL TEACHER".
    He is also very much respectable Teacher in the Society for his Sinncere Mentality of Social Services from the Core of Mind.
    Moreover, he was an Ex-Student of Bratachari Vidyasram -- where he engaged himself as a Teacher since 1970 to 2008 (i.e. for 38 years) for rendering whole-hearted effective Services to his beloved School forever.
    From the Speeches of under-mentioned Teachers in this Respectful Farewell Ceremony - We came to know about our beloved Teacher named "SHRI PALLAB GHOSH" :-
    (A) Speech of : SHRI HARIPADA MAJUMDER (Teacher)
    (B) Speech of : SHRI KAUSHIK SENGUPTA (Teacher)
    (C) Speech of : SHRI SWAPAN MUKHOPADHYAY (Ex-Teacher)
    (D) Speech of : PROF. SUBHENDU BARIK (Ex-Teacher)
    (E) Speech of : SHRI ASIT GHOSH (Head Master)
    Total Videography & Compilation is created by Shyamal Kumar Chatterjee.
    Please watch & enjoy this memorable VIDEO till end [ Video Link : • Tribute to Respectable... ] and also please do not forget to "LIKE" & "SHARE" this Video among your all Beloveds for their enjoyment.
    Please "SUBSCRIBE" my CZcams Channel [ @shyamalchatterjee1566 ] and also do not forget to write your Valuable "COMMENTS" in the specified "COMMENT BOX" of this Video to encourage my "PASSION OF VIDEOGRAPHY" for Creation of more new Attractive Videos by earliest.
    -- Warm Heartiest Wishes from Shyamal Kumar Chatterjee.
  • Zábava

Komentáře • 9

  • @ataurrahman8481
    @ataurrahman8481 Před 13 dny +1

    আমার প্রিয় শিক্ষকদের কথা শুনে বড় মুগ্ধ হলাম। অতীত স্মৃতি ভীষণ ভাবে তাজা হয়ে উঠলো। শ্যামল বাবু অসাধারণ দক্ষতায় স্মৃতিগুলোকে তুলে ধরেছেন যা ভীষণ প্রশংসনীয়।

    • @shyamalchatterjee1566
      @shyamalchatterjee1566  Před 12 dny +1

      স্মৃতি-রোমন্থনের সুখকর অনাবিল আনন্দ উপভোগ করা মনুষ্য জীবনের মজ্জাগত !!!
      মানুষের সৃষ্ট এলবামে কটাই বা স্মৃতি (স্থির অথবা সচল যেটাই হোক না কেন) বাস্তবভাবে ধরে রাখা সম্ভবপর -- তাই তো মানুষকে সদা সর্বদা নির্ভর করতে হয় হৃদয়ের এলবামের উপর -- আর তারই আক্ষরিক নাম "স্মৃতি" যার অবস্থান মস্তিষ্কের ভিতর সুক্ষ্মতম কোষে !!!
      "মনুষ্য হৃদয়ের এই স্মৃতির" আছে বহুল সুবিধা :-
      ■(1) বিপুল পরিমাণ সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন ;
      ■(2) স্বচ্ছ ও দীর্ঘ স্থায়ী ;
      ■(3) Editing বা সম্পাদনা প্রক্রিয়ার কোন প্রয়োজন লাগে না ;
      ■(4) মুহূর্তের মধ্যেই নির্দিষ্ট File বা Folder -এর মধ্যে অনায়াসে প্রবেশ করা সম্ভবপর !!!
      উপরের মনোবিজ্ঞানের সব কথাগুলিকে পরম শ্রদ্ধেয় পুলক বন্দোপাধ্যায় মহাশয়ের বলিষ্ঠ লেখনী ও শ্রদ্ধেয় মান্না দে সুমধুর কন্ঠস্বরের মাধ্যমে অতি সহজে মানুষের হৃদয় স্পর্শ করে বুঝতে সাহায্য করে কালজয়ী অমরসৃষ্ট সেই বিখ্যাত গান --
      ■কাগজে লেখ নাম
      -- কাগজ ছিঁড়ে যাবে !!!
      পাথরে লেখ নাম
      -- পাথর ক্ষয়ে যাবে !!!
      হৃদয়ে লেখ নাম
      -- সে নাম রয়ে যাবে !!!■
      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rabeyarahman7844
    @rabeyarahman7844 Před 13 dny +1

    অসম্ভব সুন্দর একটা মুহূর্ত।
    উপস্থাপনার মাধুর্য্য গভীর ভালোবাসার শূন্যতা সৃষ্টি যেন প্রতি পলে পলে।
    কৌশিক স্যার, আশিত স্যারের স্মৃতি গম্ভীর আলোকপাত, সদ্য ফেলে আসা শৈশব । ।
    এতো সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য শ্যামল চ্যাটার্জি ( কাকু ) কে অশেষ ধন্যবাদ 🙏🙏

    • @shyamalchatterjee1566
      @shyamalchatterjee1566  Před 13 dny +1

      এইজন্যই পৃথিবীতে বলা হয়েছে --
      "কর্মই" -->> "ধর্ম"
      আমি সেই "কালজয়ী ধর্ম"-কেই শিশু-বয়স থেকে খুঁজে বেড়াচ্ছি নিজস্ব শিক্ষা, দীক্ষা ও কর্মের মাধ্যমে !!! ❤

  • @sunitasarkarmusic
    @sunitasarkarmusic Před 13 dny +1

    🙏🙏

  • @keyachanda9362
    @keyachanda9362 Před 6 dny

    Eii sob dekhe ami nijeke dhore rakhte parlam na kothay jeno sob hariye geche soto chesta teo pherate parbo na Sir apni jekhanei thakun valo thakun 7:26

  • @malachatterjee9743
    @malachatterjee9743 Před 15 dny +1

    Darun .amj garber sathe bolte pari amar school BRATACHARI SCHOOL .CHATRO CHATRI SATHE TEACHER DER CHILO GRABHIR BHAB O ATMIK SAMPORKO ❤ .VEDIO GRAPHITI DEKHE CHOKHER JOL DHORE RAKHTE PARINI .SOKOL TEACHER DER BOLBO BHALO O SUSTHO THAKUN .JAI HOK BRATACHERIR SOKOL SIKHOK O CHATRA CHATRI 8:15 GON BOLI SOKOLBHALO TAKUN O SUSTHO THAKUN 🙏💚🙏

    • @shyamalchatterjee1566
      @shyamalchatterjee1566  Před 15 dny +1

      আপনাদের সকলের ভাল লাগা এবং আপনাদের সকলের মূল্যবান মতামতের সাহায্যে আমাকে প্রতিনিয়ত উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানালাম ❤ -- আপনাদের সকলের আন্তরিকতার সাথে এইভাবে পাশে থাকা -- আমার চলার পথকে মসৃণ করে এবং আমার ভিডিওগ্রাফি ও উপস্থাপনের জন্য অপরিহার্য !!! ❤❤