ফার্মেসি ব্যবসায় ০৮টি নিষিদ্ধ কাজ। Prohibited work in pharmacy business.

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • সুপ্রিয় দর্শক ফার্মেসি ব্যবসায় যে কাজগুলো করা যাবে না তা নিম্নরূপ :
    ১। সরকারি ঔষধ/সরকারিভাবে আমদানি করা হয় নি এমন যে কোনো বিদেশি ঔষধ ফার্মেসিতে সংরক্ষণ/বিক্রয় করা যাবে না।
    ২। নকল/স্যাম্পল/মেয়াদউর্ত্তীণ ঔষধ ফার্মেসিতে সংরক্ষণ/বিক্রয় করা যাবে না।
    ৩। DAR এবং MA নম্বরবিহীন ঔষধ ফার্মেসিতে সংরক্ষণ/বিক্রয় করা যাবে না।
    ৪। INVOICE/রশিদ ব্যতীত এবং কোনো দালানের নিকট হতে ঔষধ ক্রয় করা যাবে না। অবশ্যই স্বীকৃত কোম্পানির নিকট হতে ঔষধ ক্রয় করতে হবে।
    ৫। যে সকল ঔষধ ফ্রিজে সংরক্ষণ করতে হয় সে সকল ঔষধ অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করতে হবে।
    ৬। ফার্মাসিস্ট ব্যতীত ফার্মেসিতে ঔষধ বিক্রয় করা যাবে না। কমপক্ষে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট থাকতে হবে।
    ৭। ফার্মেসিতে ঔষধ ব্যতীত অন্যকোনো মালামাল সংরক্ষণ করা যাবে না। যেমন - প্রসাধনী, স্টেশনারী ও ফ্রুটিজ জাতীয়।
    ৮। মেয়াদউর্ত্তীণ ড্রাগ লাইসেন্স ফার্মেসিতে সংরক্ষণ/ঝুলিয়ে রাখা যাবে না। ২ বছর পর পর ড্রাগ লাইসেন্স নবায়ণ করতে হবে।

Komentáře • 22

  • @amolendusutradhar3568
    @amolendusutradhar3568 Před rokem +5

    টিক আছে তবে এখন কয়জন ফার্মাসিষ্ট আছে ঔষধ বিক্রি করে ধুমে আম পাবলিক এইট পাশ তাহারাই করে ফার্মেসী ব্যবসা

  • @3taniyajaman501
    @3taniyajaman501 Před 3 lety +2

    তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ
    ধন্যবাদ।

  • @easminnupur2832
    @easminnupur2832 Před 2 lety +2

    Thanks a lot

  • @bangladeshimomshima8069
    @bangladeshimomshima8069 Před 3 lety +1

    Good speech!!

  • @shorfasarkar864
    @shorfasarkar864 Před 3 lety +1

    ভালো বলেছেন!!!

  • @mostafizrahman3795
    @mostafizrahman3795 Před rokem

    Good sir

  • @foysalmiyah503
    @foysalmiyah503 Před 3 lety +1

    ঠিকই বলেছেন ভাই কিন্তু কেউ ত এসব মানে না।

  • @Fatemasvlog64
    @Fatemasvlog64 Před 5 dny

    সি ক্যাটাগরি কোর্স চলাকালীন ব্যাবসা শুরু করা যাবে কি?

    • @zabirscareertips
      @zabirscareertips  Před 5 dny

      অভিজ্ঞতা থাকলে যাবে তবে একটু সাবধানে থাকতে হবে।

  • @fasmedia3321
    @fasmedia3321 Před 2 lety

    ফার্মেসী তে ডাক্তার বসাতে চাইলে কিভাবে চুক্তি করতে হয়, বিস্তারিত জানোট চাই

    • @zabirscareertips
      @zabirscareertips  Před 2 lety +1

      ধন্যবাদ। । ডাক্তারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। চাইলে উভয়ের সম্মতিতে চুক্তিপত্র করে পারেন। চুক্তিপত্র যেভাবে লিখতে হয় সেভাবেই লিখবেন। এই বিষয়ে আলাদা কোন নিয়ম নেই।

  • @AbdulLatif-zl8bm
    @AbdulLatif-zl8bm Před rokem

    গোপনে কেউ যদি কারও ফার্মাসিস্ট রেজিঃ নাম জেনে ফেলে এবং তা দিয়ে যদি ড্রাগ লাইসেন্স করে ফেলে এতে কি সে পরে কোন নতুন করে ড্রাগ লাইসেন্স করতে পারবে কি

    • @zabirscareertips
      @zabirscareertips  Před rokem +1

      ভাই এটা সম্ভব নয়। কারণ শুধু ফার্মাসিস্ট রেজিষ্ট্রেশন নম্বর দিয়েই ড্রাগ লাইসেন্স করা যায় না। ফার্মাসিস্টের প্রত্যয়ন প্রয়োজন হয়। যাইহোক, যদি ড্রাগ লাইসেন্স করেও ফেলে তাহলে পুনরায় লাইসেন্স নবায়ন করতে পারবে।

    • @AbdulLatif-zl8bm
      @AbdulLatif-zl8bm Před rokem

      যার ফার্মাসিস্ট সাটিফিকেট সে নিজে নতুন ড্রাগ লাইসেন্স করতে পারবে তাহলে অন্য কেউ গোপনে যাই করুক না কেন

  • @AmiNijei-jl1ix
    @AmiNijei-jl1ix Před měsícem

    Joto negative site ase ai bolod sesob nia video kore. Inspired to durer kotha. Demotivated kore

    • @3shorifasarkar131
      @3shorifasarkar131 Před měsícem

      এই বকরি তুই দেখিস ক্যান? পুলিশের চোদন খাওয়ার ইচ্ছা জাগছে?

  • @mijanrahman2879
    @mijanrahman2879 Před rokem

    ফার্মেসি ব্যবসায়ী লস হতে পারে কোন কোন দিক থেকে

    • @zabirscareertips
      @zabirscareertips  Před rokem +2

      গঠনমূলক প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
      আগামীতে এই বিষয়ে একটি ভিডিও দিব। তবে উল্লেখযোগ্য কারণ হলো : ফার্মেসির জন্য উপযুক্ত স্থান নির্বাচন করতে না পারা।

  • @3shorifasarkar131
    @3shorifasarkar131 Před 3 lety

    ড্রাগ লাইসেন্স কিভাবে নবায়ণ করবো
    জানতে চাই ??

  • @4taniyajaman576
    @4taniyajaman576 Před 3 lety +1

    Thanks a lot