মতুয়া সৃষ্টির প্রকৃত ইতিহাস জেনে নিন | মতুয়া গবেষক জনাব মাহমুদ হোসেন দিপু | JAGO MATUA

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024

Komentáře • 436

  • @diptykalyanbiswas8130
    @diptykalyanbiswas8130 Před rokem +16

    মাহমুদ সাহেব , আপনাকে ধন্যবাদ জানিয়েই শেষ হবেনা, অফুরন্ত আশীর্বাদ , ও ভালোবাসা রইলো আপনার প্রতি , মহান সৃষ্টিকর্তা আপনাকে মানব কুলের উন্নতি কল্পে সুস্থ্য এবং দীর্ঘ্য জীবন দান করুন । শত কোটি প্রণাম আপনার চরণে 🙏।

  • @santoshbiswas2629
    @santoshbiswas2629 Před 2 lety +16

    ধন্যবাদ মাহমুদ হোসেন দিপু। জয় হরি বল। শিলিগুড়ি থেকে শুনছি।

  • @chowdhurynazrulislam3382
    @chowdhurynazrulislam3382 Před 2 lety +92

    মাহমুদ সাহেবের অসাম্প্রদায়িক সুন্দর মনোগ্ৰাহিক বক্তব্য শুনে মনটা ভালো হয়ে গেল। একজন প্রকৃত নবীর অনুসারীকে দেখলাম। হরিচাঁদ ঠাকুর মানুষকে মানুষ হিসাবেই দেখেছিলেন।মানুষে মানুষে কোনো বিভেদ সৃষ্টি করেননি।মতুয়া ভাই বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা। পশ্চিমবঙ্গ, বর্ধমান।

    • @dipboiragi5405
      @dipboiragi5405 Před 2 lety +1

      Beautiful and sweet to you by mahmud sahab God bless you

    • @anadimistry1366
      @anadimistry1366 Před 2 lety

      Excellent. Thank you a lot. Live long..

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před rokem

      দাদা, বৌদ্ধদের দালালী আর আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে বিভেদ সৃষ্টির পায়তারা না করে ভাল হয়ে যাও। মানুষ মাএই ভুল,, কেউ ভুলের উর্দ্ধে নয়৷ ব্রাহ্মন রা যে অপকর্ম করেছে, আমাদের মাঝে যে বিভাজন সৃষ্টি করেছে সেগুলো ভুলে গিয়ে ব্রাহ্মন দের ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের একএিত করতে হবে। সবাই কে এক মতে আনতে হবে। একমতে অানার জন্য সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সৃষ্টিকর্তা / ঈশ্বর হিসেবে "" ওঁ "" কে মানতে হবে ৷ এই ওঁ এর অনেকক নাম রয়েছে তার মধ্যে হরি একটি। ওঁ শান্তি হরি।
      *** ভগবান শ্রী কৃষ্ণ গীতার ৮ম অধ্যায়ের ১৩ নং শ্লোক এ "" ওঁ "" নাম উচ্চারণ এর কথা বলেছেন।
      এই ওঁ ই হলো সনাতন ধর্মের ঈশ্বর।।।।
      কোন মুসলিম অন্য মুসলিম এর দোষ পেলে তা সবসময় গোপন রাখার চেষ্টা করে এবং অনেকক ক্ষেএে করে আসতেছে।
      আর আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু রা করি তার উল্টো। হিন্দুর একটু দোষ পেলে সেখানে ঘি ঢেলে দোষ কে আরো বড় আকারে তুলে ধরার চেষ্টা করি। কখনো সেটা সমাধানের চেষ্টা করি না। দোষ গুলো প্রকাশ না করে দোষগুলোর সমাধানের চেষ্টা করতে হবে, ভ্রাতৃত্ব বোধ বাড়াতে হবে, বিভেদ সৃষ্টি করে কখনো সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে একতা আনা যাবে না। এতে ক্ষতিটা সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের ই বেশি হয়৷ এতে সনাতন ধর্মের সাময়িক কিছু ক্ষতি হয় তবে সনাতন ধর্ম কখনো শেষ হবে না। কেননা এ ধর্মের রক্ষক সৃষ্টিকর্তা নিজেই৷
      এ সম্পর্কে গীতায় ১১ অধ্যায়ের ১৮ নং শ্লোক এ ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন ,,,
      "" ত্বমক্ষরং পরমং বেদিতব্যং
      ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম।
      ত্বমব্যয়: শাশ্বত ধর্মগোপ্তা
      সনাতনস্ত্বং পুরুষো মতো মে।।
      অর্থ : তুমি ( ওঁ) পরম ব্রহ্ম, একমাএ জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং তুমিই সনাতন, এই আমার অভিমত।
      এই সনাতন ধর্ম কে রক্ষা করার জন্য ঈশ্বরের অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে পৃথিবীতে যুগ অবতার এসেছে। এই যুগ অবতারের মাঝে মানুষের গুন/ শক্তি ও ঈশ্বরের গুন/ শক্তি ছিল৷ এই যুগ অবতার গুলো সনাতন ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে মানুষ রুপে এসেছেন। সর্বশেষ এসেছেন হরিচাঁদ ঠাকুর৷ পৃথিবীতে এসে হরিচাঁদ ঠাকুর সনাতন ধর্মের নাম দিয়েছেন "" সুক্ষ সনাতন ধর্ম ""৷ যেখানে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে থাকবে না কোন হিংসা বিদ্বেষ ও ভেদাভেদ। এই যুগ অবতার গুলোকে আমরা ভগবান বলি।
      আসুন এবার একটু হরিলীলামৃত থেকে জানি সনাতন ধর্মের ব্যাপারে।
      শ্লোক :
      ন শূদ্রা ভগবদ্ভক্তা স্তেহপি ভাগবতোস্তমা :।
      সর্ববর্নেষু তে শূদ্রা যে ন ভক্ত। জনার্দ্দনে :।।
      অপিচ ::
      চন্ডালোহপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ন :।
      হরিভক্তি বিহীনশ্চ দ্বিজোহপি শ্বপচাধম:।।
      হরিলীলামৃতের এই শ্লোক ও অপিচে বলা আছে
      "" জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা,
      ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা।।
      এই সুক্ষ সনাতন ধর্ম জানাইতে
      জনম লভিলা যশোমন্তের গৃহেতে। ""
      তাই বলবো সনাতন ধর্ম নিয়ে আর বিভেদ সৃষ্টি না করে সবাইকে একএিত করার চেষ্টা করুন৷
      ঈশ্বর সনাতন ধর্মাবলম্বী হিন্দু বিদ্বেষী দের সুবুদ্ধি দাও নয়তো পৃথিবী থেকে ধ্বংস করে দাও৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাম, জয় হরিবোল - গৌর হরিবোল।।

    • @suranjitmojumder7771
      @suranjitmojumder7771 Před rokem

      @@dipboiragi5405 pyr u k pp

    • @taposhmitra5849
      @taposhmitra5849 Před 6 měsíci +1

      @Chowdhurynazrul আপনাকেও ধন্যবাদ এ অসাম্প্রদায়িক মহাপুরুষ সম্পর্কে আগ্রহের জন্য ।

  • @subhashroy4786
    @subhashroy4786 Před 2 lety +35

    হরিচাঁদ ঠাকুর কে নেই অসাধারণ বক্তৃতা রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি আপনার এই গবেষণা আরো অনেক অনেক দূর এগিয়ে যাবে। আশা করবো আপনি সবসময় বাস্তবকে তুলে ধরবেন। 🙏🙏🙏🙏🙏

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před rokem

      দাদা, বৌদ্ধদের দালালী আর আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে বিভেদ সৃষ্টির পায়তারা না করে ভাল হয়ে যাও। মানুষ মাএই ভুল,, কেউ ভুলের উর্দ্ধে নয়৷ ব্রাহ্মন রা যে অপকর্ম করেছে, আমাদের মাঝে যে বিভাজন সৃষ্টি করেছে সেগুলো ভুলে গিয়ে ব্রাহ্মন দের ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের একএিত করতে হবে। সবাই কে এক মতে আনতে হবে। একমতে অানার জন্য সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সৃষ্টিকর্তা / ঈশ্বর হিসেবে "" ওঁ "" কে মানতে হবে ৷ এই ওঁ এর অনেকক নাম রয়েছে তার মধ্যে হরি একটি। ওঁ শান্তি হরি।
      *** ভগবান শ্রী কৃষ্ণ গীতার ৮ম অধ্যায়ের ১৩ নং শ্লোক এ "" ওঁ "" নাম উচ্চারণ এর কথা বলেছেন।
      এই ওঁ ই হলো সনাতন ধর্মের ঈশ্বর।।।।
      কোন মুসলিম অন্য মুসলিম এর দোষ পেলে তা সবসময় গোপন রাখার চেষ্টা করে এবং অনেকক ক্ষেএে করে আসতেছে।
      আর আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু রা করি তার উল্টো। হিন্দুর একটু দোষ পেলে সেখানে ঘি ঢেলে দোষ কে আরো বড় আকারে তুলে ধরার চেষ্টা করি। কখনো সেটা সমাধানের চেষ্টা করি না। দোষ গুলো প্রকাশ না করে দোষগুলোর সমাধানের চেষ্টা করতে হবে, ভ্রাতৃত্ব বোধ বাড়াতে হবে, বিভেদ সৃষ্টি করে কখনো সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে একতা আনা যাবে না। এতে ক্ষতিটা সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের ই বেশি হয়৷ এতে সনাতন ধর্মের সাময়িক কিছু ক্ষতি হয় তবে সনাতন ধর্ম কখনো শেষ হবে না। কেননা এ ধর্মের রক্ষক সৃষ্টিকর্তা নিজেই৷
      এ সম্পর্কে গীতায় ১১ অধ্যায়ের ১৮ নং শ্লোক এ ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন ,,,
      "" ত্বমক্ষরং পরমং বেদিতব্যং
      ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম।
      ত্বমব্যয়: শাশ্বত ধর্মগোপ্তা
      সনাতনস্ত্বং পুরুষো মতো মে।।
      অর্থ : তুমি ( ওঁ) পরম ব্রহ্ম, একমাএ জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং তুমিই সনাতন, এই আমার অভিমত।
      এই সনাতন ধর্ম কে রক্ষা করার জন্য ঈশ্বরের অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে পৃথিবীতে যুগ অবতার এসেছে। এই যুগ অবতারের মাঝে মানুষের গুন/ শক্তি ও ঈশ্বরের গুন/ শক্তি ছিল৷ এই যুগ অবতার গুলো সনাতন ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে মানুষ রুপে এসেছেন। সর্বশেষ এসেছেন হরিচাঁদ ঠাকুর৷ পৃথিবীতে এসে হরিচাঁদ ঠাকুর সনাতন ধর্মের নাম দিয়েছেন "" সুক্ষ সনাতন ধর্ম ""৷ যেখানে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে থাকবে না কোন হিংসা বিদ্বেষ ও ভেদাভেদ। এই যুগ অবতার গুলোকে আমরা ভগবান বলি।
      আসুন এবার একটু হরিলীলামৃত থেকে জানি সনাতন ধর্মের ব্যাপারে।
      শ্লোক :
      ন শূদ্রা ভগবদ্ভক্তা স্তেহপি ভাগবতোস্তমা :।
      সর্ববর্নেষু তে শূদ্রা যে ন ভক্ত। জনার্দ্দনে :।।
      অপিচ ::
      চন্ডালোহপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ন :।
      হরিভক্তি বিহীনশ্চ দ্বিজোহপি শ্বপচাধম:।।
      হরিলীলামৃতের এই শ্লোক ও অপিচে বলা আছে
      "" জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা,
      ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা।।
      এই সুক্ষ সনাতন ধর্ম জানাইতে
      জনম লভিলা যশোমন্তের গৃহেতে। ""
      তাই বলবো সনাতন ধর্ম নিয়ে আর বিভেদ সৃষ্টি না করে সবাইকে একএিত করার চেষ্টা করুন৷
      ঈশ্বর সনাতন ধর্মাবলম্বী হিন্দু বিদ্বেষী দের সুবুদ্ধি দাও নয়তো পৃথিবী থেকে ধ্বংস করে দাও৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাম, জয় হরিবোল - গৌর হরিবোল

  • @joyguru3327
    @joyguru3327 Před 2 lety +21

    হরি চাঁদ ঠাকুর ও গুরু চাঁদ ঠাকুর কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কুর্নিশ জানাচ্ছি, আল্লা হাফেজ।

  • @jibankrishnachakraborty8395

    মাহমুদ সাহেবকে জানাই আন্তরিক ভালোবাসা, আমিও ভারতীয় উচ্চ বর্নে জন্ম।মানুষ কেনো সবাই আপনার মতো হয়না , তাহলে আজ আমাদের এই হানাহানি মারামারি বর্ন বিদ্বেষ থাকতোনা।

  • @subratatv6875
    @subratatv6875 Před 2 lety +15

    জয় হরি বোল । সমস্ত মতূয়াদের পায়ে হাত দিয়ে আমার শ্রদ্ধা ভরা প্রনাম ।আমি দিল্লি থেকে বলছি যে ভদ্রলোক বক্তব্য রাখলেন আমার খুব ভালো লাগলো

    • @SalmanMediaOfficial
      @SalmanMediaOfficial Před 2 lety +2

      গুরুচাঁদ হরিচাঁদ এর সভাতে এসে মুসলমান হয়ে হিন্দুদের মধ্যে বিভেদের বীজ টা ভালো করে পুতে দিয়ে গেলেন। যেমন আসাদুদ্দিন আবেশী করছে। যেমন জিন্না করেছিল যেমন আজকে আপনারা মতুয়াদের কি নিয়ে মুসলমানদের দিকে টেনে ধর্মান্তরিত বা হিন্দুদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন। আপনি একবারও বলেছেন শিয়াদের মসজিদে সুন্নিরা। রেগুলার বোমা ফাটিয়ে 100 জন হত্যারকরে পাকিস্তানে শিয়াকে মেরে দিচ্ছে বা বাংলাদেশের শিয়াদের মুসলমান বলে মনে করা হয় না কাদিয়ানীদের হত্যা করছে, হাজারাতে হত্যা করছে।বলবেন না। কারণ আপনার মুখোশটা খসে পড়বে। আর এই মূর্খ লোক গুলো আপনার কথায় হাততালি দিচ্ছে। যেমন জিন্নাহর আমলে এই মূর্খ লোক গুলোর নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল ভারত বিরোধিতা করে পাকিস্তানের মন্ত্রী হয়েছিল, তিন বছর পরে সেই যোগেন্দ্রনাথ মণ্ডল কলকাতায় পালিয়ে এসে বেঁচে ছিল এবং নিজের ভুল বুঝতে পেরে গুম্নাম ভাবে মরেছিল। এই মূর্খ লোকেদের আপনারা আবার মগজধোলাই করছেন। আর এই মূর্খ গুলো আপনাদের কথাই আজও হাততালি দিচ্ছে।

  • @subashtarafdar7753
    @subashtarafdar7753 Před 2 lety +30

    অপূর্ব আলোচনা শ্রদ্ধার সহিত অসংখ্য ধন্যবাদ বাস্তবমুখী বক্তাকে।জয়হরিবল।🙏

  • @mihirkantiroy5643
    @mihirkantiroy5643 Před 2 lety +36

    মাহমুদ সাহেবের একটি অসাধারণ বক্তৃতা শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @jurikratul6934
    @jurikratul6934 Před 2 lety +24

    ধন্যবাদ জানাই
    নতুন প্রজন্মকে জানানোর জন্য। 💐💐💐❤️❤️
    জয় হোক মতুয়ার।

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před 2 lety

      সনাতন ধর্মী হিন্দুদের মাঝে নতুন নতুন সৃষ্টিকর্তা /ঈশ্বর তৈরী হচ্ছে৷ হিন্দুরা রাম, কৃষ্ণ, বলরাম, চৈতন্য মহাপ্রভু, হরিচাঁদ ঠাকুর এর পর নতুন সৃষ্টিকর্তা/ ঈশ্বর তৈরী করেছে যার নাম পাগল চাঁদ৷ অথচ এরা সবাই মানুষ ছিল। এনারা সবাই ঈশ্বরের / হরির ( ওঁ) উপাসনা করতে বলেছিল। রেফারেন্স গীতা ৮/১৩। হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা। দুঃখের বিষয় হলো সনাতন ধর্মী হিন্দুরা উপরের ব্যাক্তিগুলোকে ঈশ্বর বানিয়ে এক একটি মত সৃষ্টি করতেছে আর বিভেদ তৈরি করতেছে৷ আর এই সুযোগটা নিয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টির ইস্যু তৈরি করে দিচ্ছে বৌদ্ধপন্থী ও বিধর্মীরা। অথচ উপরের উল্লেখিত ব্যাক্তিরা যুগে যুগে মানুষ রুপে পৃথিবীতে এসে দুষ্টের দমন ও সাধুদের পরিএান করে সনাতন ধর্ম রক্ষা করেছিল৷ এনাদের মাঝে মানবীয় গুনাবলী ও ঈশ্বরীক শক্তি ছিল৷ সেজন্য আমরা তাদের ভগবান বলি, যুগ অবতার বলি। কিন্তু সৃষ্টিকর্তা / ঈশ্বর বলতে পারি না৷ যতদিন সনাতন ধর্মী হিন্দুরা "" ওঁ "" কে সৃষ্টিকর্তা হিসেবে মেনে না নিবে ততদিন নতুন নতুন মত পথের সৃষ্টি হবে, হিংসা -বিদ্বেষ বেড়ে যাবে, আর নতুন নতুন সৃষ্টিকর্তা তৈরী হবে৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী রাম, জয় শ্রী কৃষ্ণ, জয় হরিবোল- গৌর হরিবোল।।

  • @surendranathsarkar7134
    @surendranathsarkar7134 Před 2 lety +12

    শ্রীহরিচাঁদ ও শ্রী গুরুচাঁদ ঠাকুরের মতুয়া ধর্ম নিয়ে অসাধারন বক্তব‍্য রাখার জন‍্য জনাব মামুদ হোসেন সাহেবকে অশেষ ধন্যবাদ জানাই।

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před 2 lety

      হরিচাঁদ ঠাকুর কি মতুয়া কে আলাদা ধর্ম বলেছেন। তিনি মতুয়া কে আলাদা ধর্ম কখনো দাবী করে নাই। তিনি মতুয়া মত কে " সুক্ষ সনাতন "" ধর্ম বলেছেন৷

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před 2 lety

      সনাতন ধর্মী হিন্দুদের মাঝে নতুন নতুন সৃষ্টিকর্তা /ঈশ্বর তৈরী হচ্ছে৷ হিন্দুরা রাম, কৃষ্ণ, বলরাম, চৈতন্য মহাপ্রভু, হরিচাঁদ ঠাকুর এর পর নতুন সৃষ্টিকর্তা/ ঈশ্বর তৈরী করেছে যার নাম পাগল চাঁদ৷ অথচ এরা সবাই মানুষ ছিল। এনারা সবাই ঈশ্বরের / হরির ( ওঁ) উপাসনা করতে বলেছিল। রেফারেন্স গীতা ৮/১৩। হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা। দুঃখের বিষয় হলো সনাতন ধর্মী হিন্দুরা উপরের ব্যাক্তিগুলোকে ঈশ্বর বানিয়ে এক একটি মত সৃষ্টি করতেছে আর বিভেদ তৈরি করতেছে৷ আর এই সুযোগটা নিয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টির ইস্যু তৈরি করে দিচ্ছে বৌদ্ধপন্থী ও বিধর্মীরা। অথচ উপরের উল্লেখিত ব্যাক্তিরা যুগে যুগে মানুষ রুপে পৃথিবীতে এসে দুষ্টের দমন ও সাধুদের পরিএান করে সনাতন ধর্ম রক্ষা করেছিল৷ এনাদের মাঝে মানবীয় গুনাবলী ও ঈশ্বরীক শক্তি ছিল৷ সেজন্য আমরা তাদের ভগবান বলি, যুগ অবতার বলি। কিন্তু সৃষ্টিকর্তা / ঈশ্বর বলতে পারি না৷ যতদিন সনাতন ধর্মী হিন্দুরা "" ওঁ "" কে সৃষ্টিকর্তা হিসেবে মেনে না নিবে ততদিন নতুন নতুন মত পথের সৃষ্টি হবে, হিংসা -বিদ্বেষ বেড়ে যাবে, আর নতুন নতুন সৃষ্টিকর্তা তৈরী হবে৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী রাম, জয় শ্রী কৃষ্ণ, জয় হরিবোল- গৌর হরিবোল।।

  • @kishorebasak1127
    @kishorebasak1127 Před 2 lety +12

    অসাধারণ মাধূর্যময় বাচনভঙ্গি ও অসাধারণ মননশীল কথায় বক্তব্য রাখলেন দীপু সাহেব

  • @ashwinisarkar1455
    @ashwinisarkar1455 Před 2 lety +10

    জয় হরিবল, খুব সুন্দর ভিডিও অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এইভাবে প্রচারের খুব ই
    দরকার।

  • @joyguru3327
    @joyguru3327 Před 2 lety +19

    মতুয়া পরিবারের সদস্যদের সকলকে জানাই শত কোটি প্রনাম ও আন্তরিক সালাম, ভালো থাকবেন হায়াতে মুলাকাত।

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před rokem

      দাদা, বৌদ্ধদের দালালী আর আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে বিভেদ সৃষ্টির পায়তারা না করে ভাল হয়ে যাও। মানুষ মাএই ভুল,, কেউ ভুলের উর্দ্ধে নয়৷ ব্রাহ্মন রা যে অপকর্ম করেছে, আমাদের মাঝে যে বিভাজন সৃষ্টি করেছে সেগুলো ভুলে গিয়ে ব্রাহ্মন দের ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের একএিত করতে হবে। সবাই কে এক মতে আনতে হবে। একমতে অানার জন্য সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সৃষ্টিকর্তা / ঈশ্বর হিসেবে "" ওঁ "" কে মানতে হবে ৷ এই ওঁ এর অনেকক নাম রয়েছে তার মধ্যে হরি একটি। ওঁ শান্তি হরি।
      *** ভগবান শ্রী কৃষ্ণ গীতার ৮ম অধ্যায়ের ১৩ নং শ্লোক এ "" ওঁ "" নাম উচ্চারণ এর কথা বলেছেন।
      এই ওঁ ই হলো সনাতন ধর্মের ঈশ্বর।।।।
      কোন মুসলিম অন্য মুসলিম এর দোষ পেলে তা সবসময় গোপন রাখার চেষ্টা করে এবং অনেকক ক্ষেএে করে আসতেছে।
      আর আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু রা করি তার উল্টো। হিন্দুর একটু দোষ পেলে সেখানে ঘি ঢেলে দোষ কে আরো বড় আকারে তুলে ধরার চেষ্টা করি। কখনো সেটা সমাধানের চেষ্টা করি না। দোষ গুলো প্রকাশ না করে দোষগুলোর সমাধানের চেষ্টা করতে হবে, ভ্রাতৃত্ব বোধ বাড়াতে হবে, বিভেদ সৃষ্টি করে কখনো সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে একতা আনা যাবে না। এতে ক্ষতিটা সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের ই বেশি হয়৷ এতে সনাতন ধর্মের সাময়িক কিছু ক্ষতি হয় তবে সনাতন ধর্ম কখনো শেষ হবে না। কেননা এ ধর্মের রক্ষক সৃষ্টিকর্তা নিজেই৷
      এ সম্পর্কে গীতায় ১১ অধ্যায়ের ১৮ নং শ্লোক এ ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন ,,,
      "" ত্বমক্ষরং পরমং বেদিতব্যং
      ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম।
      ত্বমব্যয়: শাশ্বত ধর্মগোপ্তা
      সনাতনস্ত্বং পুরুষো মতো মে।।
      অর্থ : তুমি ( ওঁ) পরম ব্রহ্ম, একমাএ জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং তুমিই সনাতন, এই আমার অভিমত।
      এই সনাতন ধর্ম কে রক্ষা করার জন্য ঈশ্বরের অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে পৃথিবীতে যুগ অবতার এসেছে। এই যুগ অবতারের মাঝে মানুষের গুন/ শক্তি ও ঈশ্বরের গুন/ শক্তি ছিল৷ এই যুগ অবতার গুলো সনাতন ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে মানুষ রুপে এসেছেন। সর্বশেষ এসেছেন হরিচাঁদ ঠাকুর৷ পৃথিবীতে এসে হরিচাঁদ ঠাকুর সনাতন ধর্মের নাম দিয়েছেন "" সুক্ষ সনাতন ধর্ম ""৷ যেখানে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে থাকবে না কোন হিংসা বিদ্বেষ ও ভেদাভেদ। এই যুগ অবতার গুলোকে আমরা ভগবান বলি।
      আসুন এবার একটু হরিলীলামৃত থেকে জানি সনাতন ধর্মের ব্যাপারে।
      শ্লোক :
      ন শূদ্রা ভগবদ্ভক্তা স্তেহপি ভাগবতোস্তমা :।
      সর্ববর্নেষু তে শূদ্রা যে ন ভক্ত। জনার্দ্দনে :।।
      অপিচ ::
      চন্ডালোহপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ন :।
      হরিভক্তি বিহীনশ্চ দ্বিজোহপি শ্বপচাধম:।।
      হরিলীলামৃতের এই শ্লোক ও অপিচে বলা আছে
      "" জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা,
      ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা।।
      এই সুক্ষ সনাতন ধর্ম জানাইতে
      জনম লভিলা যশোমন্তের গৃহেতে। ""
      তাই বলবো সনাতন ধর্ম নিয়ে আর বিভেদ সৃষ্টি না করে সবাইকে একএিত করার চেষ্টা করুন৷
      ঈশ্বর সনাতন ধর্মাবলম্বী হিন্দু বিদ্বেষী দের সুবুদ্ধি দাও নয়তো পৃথিবী থেকে ধ্বংস করে দাও৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাম, জয় হরিবোল - গৌর হরিবোল

  • @pramathamajumder4871
    @pramathamajumder4871 Před 2 lety +11

    জনাব মাহমুদ হোসেনকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করলাম।

    • @SalmanMediaOfficial
      @SalmanMediaOfficial Před 2 lety +1

      গুরুচাঁদ হরিচাঁদ এর সভাতে এসে মুসলমান হয়ে হিন্দুদের মধ্যে বিভেদের বীজ টা ভালো করে পুতে দিয়ে গেলেন। যেমন আসাদুদ্দিন আবেশী করছে। যেমন জিন্না করেছিল যেমন আজকে আপনারা মতুয়াদের কি নিয়ে মুসলমানদের দিকে টেনে ধর্মান্তরিত বা হিন্দুদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন। আপনি একবারও বলেছেন শিয়াদের মসজিদে সুন্নিরা। রেগুলার বোমা ফাটিয়ে 100 জন হত্যারকরে পাকিস্তানে শিয়াকে মেরে দিচ্ছে বা বাংলাদেশের শিয়াদের মুসলমান বলে মনে করা হয় না কাদিয়ানীদের হত্যা করছে, হাজারাতে হত্যা করছে।বলবেন না। কারণ আপনার মুখোশটা খসে পড়বে। আর এই মূর্খ লোক গুলো আপনার কথায় হাততালি দিচ্ছে। যেমন জিন্নাহর আমলে এই মূর্খ লোক গুলোর নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল ভারত বিরোধিতা করে পাকিস্তানের মন্ত্রী হয়েছিল, তিন বছর পরে সেই যোগেন্দ্রনাথ মণ্ডল কলকাতায় পালিয়ে এসে বেঁচে ছিল এবং নিজের ভুল বুঝতে পেরে গুম্নাম ভাবে মরেছিল। এই মূর্খ লোকেদের আপনারা আবার মগজধোলাই করছেন। আর এই মূর্খ গুলো আপনাদের কথাই আজও হাততালি দিচ্ছে।

  • @jibanmondal7405
    @jibanmondal7405 Před 2 lety +8

    আপনি এক জন উদার প্রকৃতির মানুষ। আপনার বক্তৃতা শুনে মনটা ভালো হয়ে গেল। ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před 2 lety

      কিছু বৌদ্ধপন্থী, সনাতন ধর্ম বিদ্বেষী ও তার সাঙ্গ পাঙ্গরা হিংসা বিদ্বেষ মূলক বক্তব্য দিয়ে যাচ্ছে । এদের আসল উদ্দেশ্য হলো যে কোন মূল্য সনাতন ধর্মী হিন্দুদের মাঝে বিভেদ সৃষ্টি করা৷ এরা মতুয়া মত কে আলাদা ধর্ম বলে প্রচার করে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতেছে।বেদবানী : হে মনুষ্য তোমাদের সকলের মত এক হউক, মিলন ভূমি এক হউক, সকলের চিও এক হউক, আমি ( ওঁ) তোমাদের সকলকে এক মন্ত্রে সংযুক্ত করেছি। হরিচাঁদ ঠাকুর কখনো বলেনাই মতুয়া আলাদা একটি ধর্ম। হরিচাঁদ ঠাকুর মতুয়া মত কে বলেছেন " সুক্ষ সনাতন ধর্ম " যেখানে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে থাকবে না কোন ভেদাভেদ। সবাই এক মন্ত্র " হরিনাম " এ মাতোয়ারা হবে। এছাড়া ভগবান শ্রী কৃষ্ণ গীতায় বলেছেন "" আমার ( ঈশ্বরের) কাছে কেউ বড় নয়, কেউ ছোট নয় মানুষ ফল ভোগ করবে তার কর্মের উপর। কিছু বৌদ্ধপন্থী বিভেদ সৃষ্টি করার জন্য বলে থাকে রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু সহ অন্যান্য যুগ অবতার যারা এসেছে তারা তো শূদ্র জাতির জন্য কিছু করে নাই।তাই এদের মানা যাবে না। ভগবান রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভুর সময় শূদ্র ভাইয়েরা এত অবহেলিত ছিল না, অত্যাচারিত ছিল না। সে সময় সবাই সমান ছিল। সে সময় কার মানুষের কোন পদবী ছিল না৷ সেজন্য রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু সহ অন্যান্য অবতার কে জাতিভেদ প্রথা নিয়ে কাজ করতে হয় নি৷ কিন্তু হরিচাঁদ ঠাকুরের আগমনের পূর্বে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে হিংসা বিদ্বেষ বেড়ে যায়। ব্রাহ্মন দের অত্যাচার বেড়ে যায়। এগুলো সমাজ থেকে দুর করার জন্য হরিচাঁদ ঠাকুরের আগমন৷ হরিচাঁদ ঠাকুর এ জন্য মতুয়া মত এর নাম দিয়েছেন " সুক্ষ সনাতন ধর্ম "। যেখানে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে কোন হিংসা বিদ্বেষ থাকবে না। সবাই হরি(ওঁ) নামে মাতোয়ারা হবে। হরিলীলামৃত পড়ে জানতে পারি হরিচাঁদ ঠাকুর নিজেই রাম রুপ, কৃষ্ণ রুপ ধারন করেছেন। হরিলীলামৃত তে বলা হয়েছে যখনই সনাতন ধর্মের গ্লানি হবে তখনই ধর্ম রক্ষার জন্য যুগে যুগে "" যুগ অবতার "" আসবে পৃথিবীতে ৷ অথচ এই বৌদ্ধপন্থী গুলো, সনাতন ধর্ম বিদ্বেষী গুলো চৈতন্য মহাপ্রভু,যুগ অবতার রাম, কৃষ্ণ কে মানে না তারা হরিচাঁদ ঠাকুর কে হাতিয়ার হিসেবে ব্যাবহার করে মতুয়া ভাইবোনদের ব্রেন ওয়াশ করতেছে। হরিচাঁদ ঠাকুর ব্রাহ্মন্যবাদের বিরোধিতা করেছিল কিন্তু সনাতন ধর্মের বিরোধিতা করেনি৷ কিন্তু বৌদ্ধপন্থী মতুয়া ও সনাতন ধর্ম বিদ্বেষীরা যে বক্তব্য দিচ্ছে তা সনাতন ধর্মের বিরুদ্ধে। তাই আমাদের সকলের সচেতন হতে হবে,, আমরা ব্রাহ্মন্যবাদের বিরোধী কিন্তু সনাতন ধর্ম বিরোধী হতে পারি না।
      সনাতন ধর্মী হিন্দুদের মাঝে নতুন নতুন সৃষ্টিকর্তা /ঈশ্বর তৈরী হচ্ছে৷ হিন্দুরা রাম, কৃষ্ণ, বলরাম, চৈতন্য মহাপ্রভু, হরিচাঁদ ঠাকুর এর পর নতুন সৃষ্টিকর্তা/ ঈশ্বর তৈরী করেছে যার নাম পাগল চাঁদ৷ অথচ এরা সবাই মানুষ ছিল। এনারা সবাই ঈশ্বরের / হরির ( ওঁ) উপাসনা করতে বলেছিল। রেফারেন্স গীতা ৮/১৩। হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা। দুঃখের বিষয় হলো সনাতন ধর্মী হিন্দুরা উপরের ব্যাক্তিগুলোকে ঈশ্বর বানিয়ে এক একটি মত সৃষ্টি করতেছে আর বিভেদ তৈরি করতেছে৷ আর এই সুযোগটা নিয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টির ইস্যু তৈরি করে দিচ্ছে বৌদ্ধপন্থী ও বিধর্মীরা। অথচ উপরের উল্লেখিত ব্যাক্তিরা যুগে যুগে মানুষ রুপে পৃথিবীতে এসে দুষ্টের দমন ও সাধুদের পরিএান করে সনাতন ধর্ম রক্ষা করেছিল৷ এনাদের মাঝে মানবীয় গুনাবলী ও ঈশ্বরীক শক্তি ছিল৷ সেজন্য আমরা তাদের ভগবান বলি, যুগ অবতার বলি। এনারা আমাদের পাপ মুক্তির পথ প্রদর্শক,যুগ অবতার, সনাতন ধর্ম রক্ষাকারী নিবেদিত প্রাণ, এনারা আমাদের ভগবান । কিন্তু এনাদের সৃষ্টিকর্তা / ঈশ্বর বলতে পারি না৷ যতদিন সনাতন ধর্মী হিন্দুরা "" ওঁ "" কে সৃষ্টিকর্তা হিসেবে মেনে না নিবে ততদিন নতুন নতুন মত পথের সৃষ্টি হবে, হিংসা -বিদ্বেষ বেড়ে যাবে, আর নতুন নতুন সৃষ্টিকর্তা তৈরী হবে৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী রাম, জয় শ্রী কৃষ্ণ, জয় হরিবোল- গৌর হরিবোল, জয় হরিচাঁদ

  • @achintyabhowmick1246
    @achintyabhowmick1246 Před 2 lety +21

    মাহমুদ সাহেবকে ধন্যবাদ।আপনার মত মানুষ যদি সবাই হতো তাহলে কোনো সমস্যা হতো না।আপনার দীর্ঘ আয়ু কামনা করি।

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před 2 lety

      সনাতন ধর্মী হিন্দুদের মাঝে নতুন নতুন সৃষ্টিকর্তা /ঈশ্বর তৈরী হচ্ছে৷ হিন্দুরা রাম, কৃষ্ণ, বলরাম, চৈতন্য মহাপ্রভু, হরিচাঁদ ঠাকুর এর পর নতুন সৃষ্টিকর্তা/ ঈশ্বর তৈরী করেছে যার নাম পাগল চাঁদ৷ অথচ এরা সবাই মানুষ ছিল। এনারা সবাই ঈশ্বরের / হরির ( ওঁ) উপাসনা করতে বলেছিল। রেফারেন্স গীতা ৮/১৩। হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা। দুঃখের বিষয় হলো সনাতন ধর্মী হিন্দুরা উপরের ব্যাক্তিগুলোকে ঈশ্বর বানিয়ে এক একটি মত সৃষ্টি করতেছে আর বিভেদ তৈরি করতেছে৷ আর এই সুযোগটা নিয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টির ইস্যু তৈরি করে দিচ্ছে বৌদ্ধপন্থী ও বিধর্মীরা। অথচ উপরের উল্লেখিত ব্যাক্তিরা যুগে যুগে মানুষ রুপে পৃথিবীতে এসে দুষ্টের দমন ও সাধুদের পরিএান করে সনাতন ধর্ম রক্ষা করেছিল৷ এনাদের মাঝে মানবীয় গুনাবলী ও ঈশ্বরীক শক্তি ছিল৷ সেজন্য আমরা তাদের ভগবান বলি, যুগ অবতার বলি। কিন্তু সৃষ্টিকর্তা / ঈশ্বর বলতে পারি না৷ যতদিন সনাতন ধর্মী হিন্দুরা "" ওঁ "" কে সৃষ্টিকর্তা হিসেবে মেনে না নিবে ততদিন নতুন নতুন মত পথের সৃষ্টি হবে, হিংসা -বিদ্বেষ বেড়ে যাবে, আর নতুন নতুন সৃষ্টিকর্তা তৈরী হবে৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী রাম, জয় শ্রী কৃষ্ণ, জয় হরিবোল- গৌর হরিবোল।।

  • @ahmedfarid7717
    @ahmedfarid7717 Před 2 lety +5

    জনাব মাহমুদুল হাসান দিপু আপনার দায়িত্বপুর্ন এ-ই ঐতিহাসিক গবেষণার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আড়কান্দির বাসিন্দা স্কয়ার ফার্মসিউটিকেলস গ্রুপের মালিক স্যামসন এইচ চৌধুরীর সন্তানেরা একটু খেয়াল করলে আমাদের অঞ্চলে আরো ভাল কিছু হতে পারতো! হয়তো সঠিক ভাবে উদ্যগ নেওয়া হয়না। এ পৃথিবীর বুকে বাংলাদেশ ছোট্ট হয়েও তো বংগবন্ধু কোন্যা শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পৃথিবীতে নানাভাবে আলোচিত!

  • @sanjitbiswas9347
    @sanjitbiswas9347 Před 2 lety +18

    5 জন বেস্ট বক্তার মধ্যে মহান বক্তা। উত্তর নদীয়া মতুয়া ধর্ম মহা সম্মেলন এর পক্ষ থেকে অভিনন্দন জানাই।

    • @abcxyz2765
      @abcxyz2765 Před 2 lety +1

      Mortuary dhormo prochar kurun

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před 2 lety

      সনাতন ধর্মী হিন্দুদের মাঝে নতুন নতুন সৃষ্টিকর্তা /ঈশ্বর তৈরী হচ্ছে৷ হিন্দুরা রাম, কৃষ্ণ, বলরাম, চৈতন্য মহাপ্রভু, হরিচাঁদ ঠাকুর এর পর নতুন সৃষ্টিকর্তা/ ঈশ্বর তৈরী করেছে যার নাম পাগল চাঁদ৷ অথচ এরা সবাই মানুষ ছিল। এনারা সবাই ঈশ্বরের / হরির ( ওঁ) উপাসনা করতে বলেছিল। রেফারেন্স গীতা ৮/১৩। হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা। দুঃখের বিষয় হলো সনাতন ধর্মী হিন্দুরা উপরের ব্যাক্তিগুলোকে ঈশ্বর বানিয়ে এক একটি মত সৃষ্টি করতেছে আর বিভেদ তৈরি করতেছে৷ আর এই সুযোগটা নিয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টির ইস্যু তৈরি করে দিচ্ছে বৌদ্ধপন্থী ও বিধর্মীরা। অথচ উপরের উল্লেখিত ব্যাক্তিরা যুগে যুগে মানুষ রুপে পৃথিবীতে এসে দুষ্টের দমন ও সাধুদের পরিএান করে সনাতন ধর্ম রক্ষা করেছিল৷ এনাদের মাঝে মানবীয় গুনাবলী ও ঈশ্বরীক শক্তি ছিল৷ সেজন্য আমরা তাদের ভগবান বলি, যুগ অবতার বলি। কিন্তু সৃষ্টিকর্তা / ঈশ্বর বলতে পারি না৷ যতদিন সনাতন ধর্মী হিন্দুরা "" ওঁ "" কে সৃষ্টিকর্তা হিসেবে মেনে না নিবে ততদিন নতুন নতুন মত পথের সৃষ্টি হবে, হিংসা -বিদ্বেষ বেড়ে যাবে, আর নতুন নতুন সৃষ্টিকর্তা তৈরী হবে৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী রাম, জয় শ্রী কৃষ্ণ, জয় হরিবোল- গৌর হরিবোল।।

  • @abdullaemon9732
    @abdullaemon9732 Před rokem +8

    মতুয়া ভাইবোনদের প্রতি সহমর্মিতা জানাই সাথে মাহমুদ স্যারকে ধন্যবাদ ❤️👍👍🇧🇩

  • @subarnaroy1176
    @subarnaroy1176 Před 2 lety +5

    মন ভরে যাওয়া বক্তব্য যড়ে যড়ে এমন মানুষ থাকলে দেশের শান্তি আসবে ই ।

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před 2 lety

      কিছু বৌদ্ধপন্থী, সনাতন ধর্ম বিদ্বেষী ও তার সাঙ্গ পাঙ্গরা হিংসা বিদ্বেষ মূলক বক্তব্য দিয়ে যাচ্ছে । এদের আসল উদ্দেশ্য হলো যে কোন মূল্য সনাতন ধর্মী হিন্দুদের মাঝে বিভেদ সৃষ্টি করা৷ এরা মতুয়া মত কে আলাদা ধর্ম বলে প্রচার করে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতেছে।বেদবানী : হে মনুষ্য তোমাদের সকলের মত এক হউক, মিলন ভূমি এক হউক, সকলের চিও এক হউক, আমি ( ওঁ) তোমাদের সকলকে এক মন্ত্রে সংযুক্ত করেছি। হরিচাঁদ ঠাকুর কখনো বলেনাই মতুয়া আলাদা একটি ধর্ম। হরিচাঁদ ঠাকুর মতুয়া মত কে বলেছেন " সুক্ষ সনাতন ধর্ম " যেখানে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে থাকবে না কোন ভেদাভেদ। সবাই এক মন্ত্র " হরিনাম " এ মাতোয়ারা হবে। এছাড়া ভগবান শ্রী কৃষ্ণ গীতায় বলেছেন "" আমার ( ঈশ্বরের) কাছে কেউ বড় নয়, কেউ ছোট নয় মানুষ ফল ভোগ করবে তার কর্মের উপর। কিছু বৌদ্ধপন্থী বিভেদ সৃষ্টি করার জন্য বলে থাকে রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু সহ অন্যান্য যুগ অবতার যারা এসেছে তারা তো শূদ্র জাতির জন্য কিছু করে নাই।তাই এদের মানা যাবে না। ভগবান রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভুর সময় শূদ্র ভাইয়েরা এত অবহেলিত ছিল না, অত্যাচারিত ছিল না। সে সময় সবাই সমান ছিল। সে সময় কার মানুষের কোন পদবী ছিল না৷ সেজন্য রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু সহ অন্যান্য অবতার কে জাতিভেদ প্রথা নিয়ে কাজ করতে হয় নি৷ কিন্তু হরিচাঁদ ঠাকুরের আগমনের পূর্বে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে হিংসা বিদ্বেষ বেড়ে যায়। ব্রাহ্মন দের অত্যাচার বেড়ে যায়। এগুলো সমাজ থেকে দুর করার জন্য হরিচাঁদ ঠাকুরের আগমন৷ হরিচাঁদ ঠাকুর এ জন্য মতুয়া মত এর নাম দিয়েছেন " সুক্ষ সনাতন ধর্ম "। যেখানে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে কোন হিংসা বিদ্বেষ থাকবে না। সবাই হরি(ওঁ) নামে মাতোয়ারা হবে। হরিলীলামৃত পড়ে জানতে পারি হরিচাঁদ ঠাকুর নিজেই রাম রুপ, কৃষ্ণ রুপ ধারন করেছেন। হরিলীলামৃত তে বলা হয়েছে যখনই সনাতন ধর্মের গ্লানি হবে তখনই ধর্ম রক্ষার জন্য যুগে যুগে "" যুগ অবতার "" আসবে পৃথিবীতে ৷ অথচ এই বৌদ্ধপন্থী গুলো, সনাতন ধর্ম বিদ্বেষী গুলো চৈতন্য মহাপ্রভু,যুগ অবতার রাম, কৃষ্ণ কে মানে না তারা হরিচাঁদ ঠাকুর কে হাতিয়ার হিসেবে ব্যাবহার করে মতুয়া ভাইবোনদের ব্রেন ওয়াশ করতেছে। হরিচাঁদ ঠাকুর ব্রাহ্মন্যবাদের বিরোধিতা করেছিল কিন্তু সনাতন ধর্মের বিরোধিতা করেনি৷ কিন্তু বৌদ্ধপন্থী মতুয়া ও সনাতন ধর্ম বিদ্বেষীরা যে বক্তব্য দিচ্ছে তা সনাতন ধর্মের বিরুদ্ধে। তাই আমাদের সকলের সচেতন হতে হবে,, আমরা ব্রাহ্মন্যবাদের বিরোধী কিন্তু সনাতন ধর্ম বিরোধী হতে পারি না।
      সনাতন ধর্মী হিন্দুদের মাঝে নতুন নতুন সৃষ্টিকর্তা /ঈশ্বর তৈরী হচ্ছে৷ হিন্দুরা রাম, কৃষ্ণ, বলরাম, চৈতন্য মহাপ্রভু, হরিচাঁদ ঠাকুর এর পর নতুন সৃষ্টিকর্তা/ ঈশ্বর তৈরী করেছে যার নাম পাগল চাঁদ৷ অথচ এরা সবাই মানুষ ছিল। এনারা সবাই ঈশ্বরের / হরির ( ওঁ) উপাসনা করতে বলেছিল। রেফারেন্স গীতা ৮/১৩। হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা। দুঃখের বিষয় হলো সনাতন ধর্মী হিন্দুরা উপরের ব্যাক্তিগুলোকে ঈশ্বর বানিয়ে এক একটি মত সৃষ্টি করতেছে আর বিভেদ তৈরি করতেছে৷ আর এই সুযোগটা নিয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টির ইস্যু তৈরি করে দিচ্ছে বৌদ্ধপন্থী ও বিধর্মীরা। অথচ উপরের উল্লেখিত ব্যাক্তিরা যুগে যুগে মানুষ রুপে পৃথিবীতে এসে দুষ্টের দমন ও সাধুদের পরিএান করে সনাতন ধর্ম রক্ষা করেছিল৷ এনাদের মাঝে মানবীয় গুনাবলী ও ঈশ্বরীক শক্তি ছিল৷ সেজন্য আমরা তাদের ভগবান বলি, যুগ অবতার বলি। এনারা আমাদের পাপ মুক্তির পথ প্রদর্শক,যুগ অবতার, সনাতন ধর্ম রক্ষাকারী নিবেদিত প্রাণ, এনারা আমাদের ভগবান । কিন্তু এনাদের সৃষ্টিকর্তা / ঈশ্বর বলতে পারি না৷ যতদিন সনাতন ধর্মী হিন্দুরা "" ওঁ "" কে সৃষ্টিকর্তা হিসেবে মেনে না নিবে ততদিন নতুন নতুন মত পথের সৃষ্টি হবে, হিংসা -বিদ্বেষ বেড়ে যাবে, আর নতুন নতুন সৃষ্টিকর্তা তৈরী হবে৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী রাম, জয় শ্রী কৃষ্ণ, জয় হরিবোল- গৌর হরিবোল, জয় হরিচাঁদ

  • @shekharmirdha807
    @shekharmirdha807 Před 2 lety +12

    জনাব আপনার আলোচনা অতান্ত বাস্তব , ধন্যবাদ , আন্তরিক ধন্যবাদ

  • @englishlover5211
    @englishlover5211 Před rokem +11

    সুন্দর গোছানো বক্তব্য। শোষিত বঞ্চিত শ্রেনীর মানুষের পক্ষে কথা বলার জন্য ধন্যবাদ।

  • @arunbiswas7818
    @arunbiswas7818 Před 2 lety +10

    জনাব মোঃ হোসেন দিপু সাহেব কে জানাই শত শত নমস্কার , । গূ রুচাদ এবং মতুয়া দের জানাই প্রনাম । শিক্ষা দিকে এগিয়ে যেতে হবে ,বর্ণ বাদীদের ঘিরনা করতে হবে , তাড়িয়ে দিতে হবে ।

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před 2 lety

      এগুলো জনাব দীপু হোসেন ও তার সাঙ্গ পাঙ্গদের আলত্বাকিয়া মূলক বক্তব্য। এদের আসল উদ্দেশ্য হলো যে কোন মূল্য সনাতন ধর্মী হিন্দুদের মাঝে বিভেদ সৃষ্টি করা৷ এগুলো সাধারণ হিন্দুরা না বুঝলে আমাদের কপালে অনেক দুঃখ আছে৷
      সনাতন ধর্মী হিন্দুদের মাঝে নতুন নতুন সৃষ্টিকর্তা /ঈশ্বর তৈরী হচ্ছে৷ হিন্দুরা রাম, কৃষ্ণ, বলরাম, চৈতন্য মহাপ্রভু, হরিচাঁদ ঠাকুর এর পর নতুন সৃষ্টিকর্তা/ ঈশ্বর তৈরী করেছে যার নাম পাগল চাঁদ৷ অথচ এরা সবাই মানুষ ছিল। এনারা সবাই ঈশ্বরের / হরির ( ওঁ) উপাসনা করতে বলেছিল। রেফারেন্স গীতা ৮/১৩। হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা। দুঃখের বিষয় হলো সনাতন ধর্মী হিন্দুরা উপরের ব্যাক্তিগুলোকে ঈশ্বর বানিয়ে এক একটি মত সৃষ্টি করতেছে আর বিভেদ তৈরি করতেছে৷ আর এই সুযোগটা নিয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টির ইস্যু তৈরি করে দিচ্ছে বৌদ্ধপন্থী ও বিধর্মীরা। অথচ উপরের উল্লেখিত ব্যাক্তিরা যুগে যুগে মানুষ রুপে পৃথিবীতে এসে দুষ্টের দমন ও সাধুদের পরিএান করে সনাতন ধর্ম রক্ষা করেছিল৷ এনাদের মাঝে মানবীয় গুনাবলী ও ঈশ্বরীক শক্তি ছিল৷ সেজন্য আমরা তাদের ভগবান বলি, যুগ অবতার বলি। কিন্তু সৃষ্টিকর্তা / ঈশ্বর বলতে পারি না৷ যতদিন সনাতন ধর্মী হিন্দুরা "" ওঁ "" কে সৃষ্টিকর্তা হিসেবে মেনে না নিবে ততদিন নতুন নতুন মত পথের সৃষ্টি হবে, হিংসা -বিদ্বেষ বেড়ে যাবে, আর নতুন নতুন সৃষ্টিকর্তা তৈরী হবে৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী রাম, জয় শ্রী কৃষ্ণ, জয় হরিবোল- গৌর হরিবোল।।

  • @joyguru3327
    @joyguru3327 Před 2 lety +5

    মাহমুদ হোসেন দিপু বাবুকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন বাবা জয় হোক সবার।

  • @parimalbiswas1745
    @parimalbiswas1745 Před 2 lety +5

    Many many thanks to Janab Mahmud Hossain Dipu for his valuable , excellent speech about Sree Sree Hari--Guruchand Thakur.

    • @SalmanMediaOfficial
      @SalmanMediaOfficial Před 2 lety

      আপনি গুরুচাঁদ হরিচাঁদ এর সভাতে এসে মুসলমান হয়ে হিন্দুদের মধ্যে বিভেদের বীজ টা ভালো করে পুতে দিয়ে গেলেন। যেমন আসাদুদ্দিন আবেশী করছে। যেমন জিন্না করেছিল যেমন আজকে আপনারা মতুয়াদের কি নিয়ে মুসলমানদের দিকে টেনে ধর্মান্তরিত বা হিন্দুদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন। আপনি একবারও বলেছেন শিয়াদের মসজিদে সুন্নিরা। রেগুলার বোমা ফাটিয়ে 100 জন হত্যারকরে পাকিস্তানে শিয়াকে মেরে দিচ্ছে বা বাংলাদেশের শিয়াদের মুসলমান বলে মনে করা হয় না কাদিয়ানীদের হত্যা করছে, হাজারাতে হত্যা করছে।বলবেন না। কারণ আপনার মুখোশটা খসে পড়বে। আর এই মূর্খ লোক গুলো আপনার কথায় হাততালি দিচ্ছে। যেমন জিন্নাহর আমলে এই মূর্খ লোক গুলোর নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল ভারত বিরোধিতা করে পাকিস্তানের মন্ত্রী হয়েছিল, তিন বছর পরে সেই যোগেন্দ্রনাথ মণ্ডল কলকাতায় পালিয়ে এসে বেঁচে ছিল এবং নিজের ভুল বুঝতে পেরে গুম্নাম ভাবে মরেছিল। এই মূর্খ লোকেদের আপনারা আবার মগজধোলাই করছেন। আর এই মূর্খ গুলো আপনাদের কথাই আজও হাততালি দিচ্ছে।

  • @sudebmajumder8378
    @sudebmajumder8378 Před 2 lety +3

    (মাহম্মুদ ভাই) আপনাকে জানাই শতকোটি প্রনাম 🙏🙏🙏🙏🙏🙏
    ধন্যবাদ আপনাকে কথা গুলো বলার জন্য
    ঈশ্বর আপনার মঙ্গল করুক🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santoshbiswas2629
    @santoshbiswas2629 Před 2 lety +7

    ধন্যবাদ মতুয়া গবেষক জনাব মাহমুদ হোসেন দিপুকে। শিলিগুড়ি পশ্চিম বঙ্গ ভারত থেকে শুনছি।

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před 2 lety

      কিছু বৌদ্ধপন্থী, সনাতন ধর্ম বিদ্বেষী ও তার সাঙ্গ পাঙ্গরা হিংসা বিদ্বেষ মূলক বক্তব্য দিয়ে যাচ্ছে । এদের আসল উদ্দেশ্য হলো যে কোন মূল্য সনাতন ধর্মী হিন্দুদের মাঝে বিভেদ সৃষ্টি করা৷ এরা মতুয়া মত কে আলাদা ধর্ম বলে প্রচার করে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতেছে।বেদবানী : হে মনুষ্য তোমাদের সকলের মত এক হউক, মিলন ভূমি এক হউক, সকলের চিও এক হউক, আমি ( ওঁ) তোমাদের সকলকে এক মন্ত্রে সংযুক্ত করেছি। হরিচাঁদ ঠাকুর কখনো বলেনাই মতুয়া আলাদা একটি ধর্ম। হরিচাঁদ ঠাকুর মতুয়া মত কে বলেছেন " সুক্ষ সনাতন ধর্ম " যেখানে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে থাকবে না কোন ভেদাভেদ। সবাই এক মন্ত্র " হরিনাম " এ মাতোয়ারা হবে। এছাড়া ভগবান শ্রী কৃষ্ণ গীতায় বলেছেন "" আমার ( ঈশ্বরের) কাছে কেউ বড় নয়, কেউ ছোট নয় মানুষ ফল ভোগ করবে তার কর্মের উপর। কিছু বৌদ্ধপন্থী বিভেদ সৃষ্টি করার জন্য বলে থাকে রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু সহ অন্যান্য যুগ অবতার যারা এসেছে তারা তো শূদ্র জাতির জন্য কিছু করে নাই।তাই এদের মানা যাবে না। ভগবান রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভুর সময় শূদ্র ভাইয়েরা এত অবহেলিত ছিল না, অত্যাচারিত ছিল না। সে সময় সবাই সমান ছিল। সে সময় কার মানুষের কোন পদবী ছিল না৷ সেজন্য রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু সহ অন্যান্য অবতার কে জাতিভেদ প্রথা নিয়ে কাজ করতে হয় নি৷ কিন্তু হরিচাঁদ ঠাকুরের আগমনের পূর্বে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে হিংসা বিদ্বেষ বেড়ে যায়। ব্রাহ্মন দের অত্যাচার বেড়ে যায়। এগুলো সমাজ থেকে দুর করার জন্য হরিচাঁদ ঠাকুরের আগমন৷ হরিচাঁদ ঠাকুর এ জন্য মতুয়া মত এর নাম দিয়েছেন " সুক্ষ সনাতন ধর্ম "। যেখানে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে কোন হিংসা বিদ্বেষ থাকবে না। সবাই হরি(ওঁ) নামে মাতোয়ারা হবে। হরিলীলামৃত পড়ে জানতে পারি হরিচাঁদ ঠাকুর নিজেই রাম রুপ, কৃষ্ণ রুপ ধারন করেছেন। হরিলীলামৃত তে বলা হয়েছে যখনই সনাতন ধর্মের গ্লানি হবে তখনই ধর্ম রক্ষার জন্য যুগে যুগে "" যুগ অবতার "" আসবে পৃথিবীতে ৷ অথচ এই বৌদ্ধপন্থী গুলো, সনাতন ধর্ম বিদ্বেষী গুলো চৈতন্য মহাপ্রভু,যুগ অবতার রাম, কৃষ্ণ কে মানে না তারা হরিচাঁদ ঠাকুর কে হাতিয়ার হিসেবে ব্যাবহার করে মতুয়া ভাইবোনদের ব্রেন ওয়াশ করতেছে। হরিচাঁদ ঠাকুর ব্রাহ্মন্যবাদের বিরোধিতা করেছিল কিন্তু সনাতন ধর্মের বিরোধিতা করেনি৷ কিন্তু বৌদ্ধপন্থী মতুয়া ও সনাতন ধর্ম বিদ্বেষীরা যে বক্তব্য দিচ্ছে তা সনাতন ধর্মের বিরুদ্ধে। তাই আমাদের সকলের সচেতন হতে হবে,, আমরা ব্রাহ্মন্যবাদের বিরোধী কিন্তু সনাতন ধর্ম বিরোধী হতে পারি না।
      সনাতন ধর্মী হিন্দুদের মাঝে নতুন নতুন সৃষ্টিকর্তা /ঈশ্বর তৈরী হচ্ছে৷ হিন্দুরা রাম, কৃষ্ণ, বলরাম, চৈতন্য মহাপ্রভু, হরিচাঁদ ঠাকুর এর পর নতুন সৃষ্টিকর্তা/ ঈশ্বর তৈরী করেছে যার নাম পাগল চাঁদ৷ অথচ এরা সবাই মানুষ ছিল। এনারা সবাই ঈশ্বরের / হরির ( ওঁ) উপাসনা করতে বলেছিল। রেফারেন্স গীতা ৮/১৩। হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা। দুঃখের বিষয় হলো সনাতন ধর্মী হিন্দুরা উপরের ব্যাক্তিগুলোকে ঈশ্বর বানিয়ে এক একটি মত সৃষ্টি করতেছে আর বিভেদ তৈরি করতেছে৷ আর এই সুযোগটা নিয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টির ইস্যু তৈরি করে দিচ্ছে বৌদ্ধপন্থী ও বিধর্মীরা। অথচ উপরের উল্লেখিত ব্যাক্তিরা যুগে যুগে মানুষ রুপে পৃথিবীতে এসে দুষ্টের দমন ও সাধুদের পরিএান করে সনাতন ধর্ম রক্ষা করেছিল৷ এনাদের মাঝে মানবীয় গুনাবলী ও ঈশ্বরীক শক্তি ছিল৷ সেজন্য আমরা তাদের ভগবান বলি, যুগ অবতার বলি। এনারা আমাদের পাপ মুক্তির পথ প্রদর্শক,যুগ অবতার, সনাতন ধর্ম রক্ষাকারী নিবেদিত প্রাণ, এনারা আমাদের ভগবান । কিন্তু এনাদের সৃষ্টিকর্তা / ঈশ্বর বলতে পারি না৷ যতদিন সনাতন ধর্মী হিন্দুরা "" ওঁ "" কে সৃষ্টিকর্তা হিসেবে মেনে না নিবে ততদিন নতুন নতুন মত পথের সৃষ্টি হবে, হিংসা -বিদ্বেষ বেড়ে যাবে, আর নতুন নতুন সৃষ্টিকর্তা তৈরী হবে৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী রাম, জয় শ্রী কৃষ্ণ, জয় হরিবোল- গৌর হরিবোল, জয় হরিচাঁদ

  • @nabinbairagi
    @nabinbairagi Před 2 lety +5

    একটা সঠিক শিক্ষিত মানুষের ভাষণ শুনলাম, অসাধারণ লাগলো।

  • @MD.A.MONDAL
    @MD.A.MONDAL Před 2 lety +11

    সুন্দর বক্তব্য।

  • @nitaisarker62
    @nitaisarker62 Před 2 lety +4

    মাহমুদ সাহেব আপনি তো মানুষ নন, আপনি একজন মহামানব।একজন মানুষ এতবড় অসাম্প্রদায়িক সত্য কথা বলতে পারেনা।এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব।আপনার কথা শুনে আমার চোখে জল এসেছিল দাদা।আপনাকে অসংখ্য ধন্যবাদ।শ্রী শ্রী হরিচাদ গুরুচাদের মত আপনিও একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন চিরদিন থাকবেন আমার অন্তরে।জয় হরিবল

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před rokem

      দাদা, বৌদ্ধদের দালালী আর আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে বিভেদ সৃষ্টির পায়তারা না করে ভাল হয়ে যাও। মানুষ মাএই ভুল,, কেউ ভুলের উর্দ্ধে নয়৷ ব্রাহ্মন রা যে অপকর্ম করেছে, আমাদের মাঝে যে বিভাজন সৃষ্টি করেছে সেগুলো ভুলে গিয়ে ব্রাহ্মন দের ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের একএিত করতে হবে। সবাই কে এক মতে আনতে হবে। একমতে অানার জন্য সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সৃষ্টিকর্তা / ঈশ্বর হিসেবে "" ওঁ "" কে মানতে হবে ৷ এই ওঁ এর অনেকক নাম রয়েছে তার মধ্যে হরি একটি। ওঁ শান্তি হরি।
      *** ভগবান শ্রী কৃষ্ণ গীতার ৮ম অধ্যায়ের ১৩ নং শ্লোক এ "" ওঁ "" নাম উচ্চারণ এর কথা বলেছেন।
      এই ওঁ ই হলো সনাতন ধর্মের ঈশ্বর।।।।
      কোন মুসলিম অন্য মুসলিম এর দোষ পেলে তা সবসময় গোপন রাখার চেষ্টা করে এবং অনেকক ক্ষেএে করে আসতেছে।
      আর আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু রা করি তার উল্টো। হিন্দুর একটু দোষ পেলে সেখানে ঘি ঢেলে দোষ কে আরো বড় আকারে তুলে ধরার চেষ্টা করি। কখনো সেটা সমাধানের চেষ্টা করি না। দোষ গুলো প্রকাশ না করে দোষগুলোর সমাধানের চেষ্টা করতে হবে, ভ্রাতৃত্ব বোধ বাড়াতে হবে, বিভেদ সৃষ্টি করে কখনো সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে একতা আনা যাবে না। এতে ক্ষতিটা সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের ই বেশি হয়৷ এতে সনাতন ধর্মের সাময়িক কিছু ক্ষতি হয় তবে সনাতন ধর্ম কখনো শেষ হবে না। কেননা এ ধর্মের রক্ষক সৃষ্টিকর্তা নিজেই৷
      এ সম্পর্কে গীতায় ১১ অধ্যায়ের ১৮ নং শ্লোক এ ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন ,,,
      "" ত্বমক্ষরং পরমং বেদিতব্যং
      ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম।
      ত্বমব্যয়: শাশ্বত ধর্মগোপ্তা
      সনাতনস্ত্বং পুরুষো মতো মে।।
      অর্থ : তুমি ( ওঁ) পরম ব্রহ্ম, একমাএ জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং তুমিই সনাতন, এই আমার অভিমত।
      এই সনাতন ধর্ম কে রক্ষা করার জন্য ঈশ্বরের অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে পৃথিবীতে যুগ অবতার এসেছে। এই যুগ অবতারের মাঝে মানুষের গুন/ শক্তি ও ঈশ্বরের গুন/ শক্তি ছিল৷ এই যুগ অবতার গুলো সনাতন ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে মানুষ রুপে এসেছেন। সর্বশেষ এসেছেন হরিচাঁদ ঠাকুর৷ পৃথিবীতে এসে হরিচাঁদ ঠাকুর সনাতন ধর্মের নাম দিয়েছেন "" সুক্ষ সনাতন ধর্ম ""৷ যেখানে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে থাকবে না কোন হিংসা বিদ্বেষ ও ভেদাভেদ। এই যুগ অবতার গুলোকে আমরা ভগবান বলি।
      আসুন এবার একটু হরিলীলামৃত থেকে জানি সনাতন ধর্মের ব্যাপারে।
      শ্লোক :
      ন শূদ্রা ভগবদ্ভক্তা স্তেহপি ভাগবতোস্তমা :।
      সর্ববর্নেষু তে শূদ্রা যে ন ভক্ত। জনার্দ্দনে :।।
      অপিচ ::
      চন্ডালোহপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ন :।
      হরিভক্তি বিহীনশ্চ দ্বিজোহপি শ্বপচাধম:।।
      হরিলীলামৃতের এই শ্লোক ও অপিচে বলা আছে
      "" জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা,
      ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা।।
      এই সুক্ষ সনাতন ধর্ম জানাইতে
      জনম লভিলা যশোমন্তের গৃহেতে। ""
      তাই বলবো সনাতন ধর্ম নিয়ে আর বিভেদ সৃষ্টি না করে সবাইকে একএিত করার চেষ্টা করুন৷
      ঈশ্বর সনাতন ধর্মাবলম্বী হিন্দু বিদ্বেষী দের সুবুদ্ধি দাও নয়তো পৃথিবী থেকে ধ্বংস করে দাও৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাম, জয় হরিবোল - গৌর হরিবোল

  • @nadlahsshaldan4468
    @nadlahsshaldan4468 Před 2 lety +3

    অসাধারণ বক্তৃতা।
    এই টুকু বুঝলাম নিজেকে যে দুর্বল ভাবে
    অন্যের কোনো প্রচেষ্টা দরকার হয় না তাকে
    ছোট্ট করার ।

    • @dipesh2612
      @dipesh2612 Před 2 lety

      As my opinion you are one of the best philosopher in the world.

  • @nileshmondal2022
    @nileshmondal2022 Před 4 měsíci

    আপনার বক্তব্য খুবই ভালো লাগলো.... এই রকম চিন্তাধারায় বিশ্বাসী মানুষের বড়ো অভাব আজ। ধন্যবাদ আপনাকে....

  • @shyamalmondal542
    @shyamalmondal542 Před 2 lety +6

    ( জনাব মুহম্মদ হুসেন দিপু ) দাদাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বাস্তব সত্যিটা তুলে ধরার জন্য * আপনার সুশাসথো কামনা করছি আপনি আরও বড়ো হন দীর্ঘ জীবী করুন ইশ্বর আপনাকে ( হরেকৃশনো )🌄🌠🌞✨🎆🔰♨❓⛤

  • @prasantabiswas4041
    @prasantabiswas4041 Před 2 lety +17

    জয় হরিবল, জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ 🙏🙏

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před rokem

      দাদা, বৌদ্ধদের দালালী আর আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে বিভেদ সৃষ্টির পায়তারা না করে ভাল হয়ে যাও। মানুষ মাএই ভুল,, কেউ ভুলের উর্দ্ধে নয়৷ ব্রাহ্মন রা যে অপকর্ম করেছে, আমাদের মাঝে যে বিভাজন সৃষ্টি করেছে সেগুলো ভুলে গিয়ে ব্রাহ্মন দের ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের একএিত করতে হবে। সবাই কে এক মতে আনতে হবে। একমতে অানার জন্য সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সৃষ্টিকর্তা / ঈশ্বর হিসেবে "" ওঁ "" কে মানতে হবে ৷ এই ওঁ এর অনেকক নাম রয়েছে তার মধ্যে হরি একটি। ওঁ শান্তি হরি।
      *** ভগবান শ্রী কৃষ্ণ গীতার ৮ম অধ্যায়ের ১৩ নং শ্লোক এ "" ওঁ "" নাম উচ্চারণ এর কথা বলেছেন।
      এই ওঁ ই হলো সনাতন ধর্মের ঈশ্বর।।।।
      কোন মুসলিম অন্য মুসলিম এর দোষ পেলে তা সবসময় গোপন রাখার চেষ্টা করে এবং অনেকক ক্ষেএে করে আসতেছে।
      আর আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু রা করি তার উল্টো। হিন্দুর একটু দোষ পেলে সেখানে ঘি ঢেলে দোষ কে আরো বড় আকারে তুলে ধরার চেষ্টা করি। কখনো সেটা সমাধানের চেষ্টা করি না। দোষ গুলো প্রকাশ না করে দোষগুলোর সমাধানের চেষ্টা করতে হবে, ভ্রাতৃত্ব বোধ বাড়াতে হবে, বিভেদ সৃষ্টি করে কখনো সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে একতা আনা যাবে না। এতে ক্ষতিটা সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের ই বেশি হয়৷ এতে সনাতন ধর্মের সাময়িক কিছু ক্ষতি হয় তবে সনাতন ধর্ম কখনো শেষ হবে না। কেননা এ ধর্মের রক্ষক সৃষ্টিকর্তা নিজেই৷
      এ সম্পর্কে গীতায় ১১ অধ্যায়ের ১৮ নং শ্লোক এ ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন ,,,
      "" ত্বমক্ষরং পরমং বেদিতব্যং
      ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম।
      ত্বমব্যয়: শাশ্বত ধর্মগোপ্তা
      সনাতনস্ত্বং পুরুষো মতো মে।।
      অর্থ : তুমি ( ওঁ) পরম ব্রহ্ম, একমাএ জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং তুমিই সনাতন, এই আমার অভিমত।
      এই সনাতন ধর্ম কে রক্ষা করার জন্য ঈশ্বরের অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে পৃথিবীতে যুগ অবতার এসেছে। এই যুগ অবতারের মাঝে মানুষের গুন/ শক্তি ও ঈশ্বরের গুন/ শক্তি ছিল৷ এই যুগ অবতার গুলো সনাতন ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে মানুষ রুপে এসেছেন। সর্বশেষ এসেছেন হরিচাঁদ ঠাকুর৷ পৃথিবীতে এসে হরিচাঁদ ঠাকুর সনাতন ধর্মের নাম দিয়েছেন "" সুক্ষ সনাতন ধর্ম ""৷ যেখানে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে থাকবে না কোন হিংসা বিদ্বেষ ও ভেদাভেদ। এই যুগ অবতার গুলোকে আমরা ভগবান বলি।
      আসুন এবার একটু হরিলীলামৃত থেকে জানি সনাতন ধর্মের ব্যাপারে।
      শ্লোক :
      ন শূদ্রা ভগবদ্ভক্তা স্তেহপি ভাগবতোস্তমা :।
      সর্ববর্নেষু তে শূদ্রা যে ন ভক্ত। জনার্দ্দনে :।।
      অপিচ ::
      চন্ডালোহপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ন :।
      হরিভক্তি বিহীনশ্চ দ্বিজোহপি শ্বপচাধম:।।
      হরিলীলামৃতের এই শ্লোক ও অপিচে বলা আছে
      "" জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা,
      ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা।।
      এই সুক্ষ সনাতন ধর্ম জানাইতে
      জনম লভিলা যশোমন্তের গৃহেতে। ""
      তাই বলবো সনাতন ধর্ম নিয়ে আর বিভেদ সৃষ্টি না করে সবাইকে একএিত করার চেষ্টা করুন৷
      ঈশ্বর সনাতন ধর্মাবলম্বী হিন্দু বিদ্বেষী দের সুবুদ্ধি দাও নয়তো পৃথিবী থেকে ধ্বংস করে দাও৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাম, জয় হরিবোল - গৌর হরিবোল

  • @user-oy7wy3ds6x
    @user-oy7wy3ds6x Před 2 lety +12

    জয় হরিবল
    যারা উদ্ধার হল, তাদের ভিতর এত প্রতিভা উপলব্ধি করতে পারলাম না,যা আপনার ভিতরে আছে,
    বাবা হরিচাঁদের মানবতার আদর্শ নিয়ে আমি পথ চলছি,
    সেই আদর্শকে শপথ করে আমি আপনাকে প্রণাম জানাই

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před 2 lety

      হাহা৷ এগুলো হলো আলত্বাকিয়া৷ যাতে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে বিভেদ সৃষ্টি করা যায়। এরা মূলত এ উদ্দেশ্যই বক্তব্য দেয়৷

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před 2 lety

      সনাতন ধর্মী হিন্দুদের মাঝে নতুন নতুন সৃষ্টিকর্তা /ঈশ্বর তৈরী হচ্ছে৷ হিন্দুরা রাম, কৃষ্ণ, বলরাম, চৈতন্য মহাপ্রভু, হরিচাঁদ ঠাকুর এর পর নতুন সৃষ্টিকর্তা/ ঈশ্বর তৈরী করেছে যার নাম পাগল চাঁদ৷ অথচ এরা সবাই মানুষ ছিল। এনারা সবাই ঈশ্বরের / হরির ( ওঁ) উপাসনা করতে বলেছিল। রেফারেন্স গীতা ৮/১৩। হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা। দুঃখের বিষয় হলো সনাতন ধর্মী হিন্দুরা উপরের ব্যাক্তিগুলোকে ঈশ্বর বানিয়ে এক একটি মত সৃষ্টি করতেছে আর বিভেদ তৈরি করতেছে৷ আর এই সুযোগটা নিয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টির ইস্যু তৈরি করে দিচ্ছে বৌদ্ধপন্থী ও বিধর্মীরা। অথচ উপরের উল্লেখিত ব্যাক্তিরা যুগে যুগে মানুষ রুপে পৃথিবীতে এসে দুষ্টের দমন ও সাধুদের পরিএান করে সনাতন ধর্ম রক্ষা করেছিল৷ এনাদের মাঝে মানবীয় গুনাবলী ও ঈশ্বরীক শক্তি ছিল৷ সেজন্য আমরা তাদের ভগবান বলি, যুগ অবতার বলি। কিন্তু সৃষ্টিকর্তা / ঈশ্বর বলতে পারি না৷ যতদিন সনাতন ধর্মী হিন্দুরা "" ওঁ "" কে সৃষ্টিকর্তা হিসেবে মেনে না নিবে ততদিন নতুন নতুন মত পথের সৃষ্টি হবে, হিংসা -বিদ্বেষ বেড়ে যাবে, আর নতুন নতুন সৃষ্টিকর্তা তৈরী হবে৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী রাম, জয় শ্রী কৃষ্ণ, জয় হরিবোল- গৌর হরিবোল।।

    • @sufalbiswas4332
      @sufalbiswas4332 Před měsícem

      ​@@ramkrishna8541ইতিহাস টা ঘেঁটে নিয়ে একটু বলবে ।ইনি যা বললেন এইটাই বাস্তব ।নিজেকে বেশি পণ্ডিত ভাব বেন না।

  • @dibashmondal1018
    @dibashmondal1018 Před rokem +1

    খুব ভালো খুব ভালো মতুয়া দর্শনের জয় হোক জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ।

  • @bidhanbiswas2749
    @bidhanbiswas2749 Před 2 lety +10

    জয় হরিবোল ভক্তের রাতুল চরণে রইল অধমের ভক্তি পূর্ণ প্রনাম জয় হরিবোল জয় হরিবোল জয় হরিবোল জয় হরিবোল জয় হরিবোল

  • @taposhkumer4219
    @taposhkumer4219 Před 3 měsíci

    আপনার মত যদি সবাই হতো তাহলে আজকে এই সাম্প্রদায়িকতা থাকতো না , আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশের সকল মানুষ আপনার মনের মত হোক

  • @pardeepbiswas4524
    @pardeepbiswas4524 Před rokem +1

    আপনি একজন মানুষের মতো মানুষ এই রকম মানুষ ই মানব সমাজের ভালো করতে পারে।
    ধন্যবাদ আপনাকে ধন্যবাদ🙏💕

  • @HINDUISMMUSIC
    @HINDUISMMUSIC Před 2 lety +5

    কিছু মনে করবেন না। আমি মতুয়া সম্পর্কে কিছুই জানি না। মতুয়া মানে কি কেউ খুলে বলবেন?
    ধন্যবাদ জনাব, আপনার কথাগুলোর প্রতিটি শব্দে বাস্তবতা পাওয়া যায়।আপনার দীর্ঘায়ু কামনা করছি দাদা।।

    • @jagomotua
      @jagomotua  Před 2 lety +1

      মতুয়া দর্শন সম্পর্কে জানতে, আমাদের জাগো মতুয়া চ্যানেলে পর্যাপ্ত ভিডিও রয়েছ। সেখান থেকে আপনি সহায়তা নিতে পারেন।

    • @HINDUISMMUSIC
      @HINDUISMMUSIC Před 2 lety

      @@jagomotua ধন্যবাদ।

  • @smritydas953
    @smritydas953 Před 2 lety +7

    মাহমুদ সাহেবের বক্তব্য
    অসাধারণ ওনাকে
    ধন্যবাদ
    ধন্যবাদ
    ধন্যবাদ

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před 2 lety

      কিছু বৌদ্ধপন্থী, সনাতন ধর্ম বিদ্বেষী ও তার সাঙ্গ পাঙ্গরা হিংসা বিদ্বেষ মূলক বক্তব্য দিয়ে যাচ্ছে । এদের আসল উদ্দেশ্য হলো যে কোন মূল্য সনাতন ধর্মী হিন্দুদের মাঝে বিভেদ সৃষ্টি করা৷ এরা মতুয়া মত কে আলাদা ধর্ম বলে প্রচার করে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতেছে।বেদবানী : হে মনুষ্য তোমাদের সকলের মত এক হউক, মিলন ভূমি এক হউক, সকলের চিও এক হউক, আমি ( ওঁ) তোমাদের সকলকে এক মন্ত্রে সংযুক্ত করেছি। হরিচাঁদ ঠাকুর কখনো বলেনাই মতুয়া আলাদা একটি ধর্ম। হরিচাঁদ ঠাকুর মতুয়া মত কে বলেছেন " সুক্ষ সনাতন ধর্ম " যেখানে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে থাকবে না কোন ভেদাভেদ। সবাই এক মন্ত্র " হরিনাম " এ মাতোয়ারা হবে। এছাড়া ভগবান শ্রী কৃষ্ণ গীতায় বলেছেন "" আমার ( ঈশ্বরের) কাছে কেউ বড় নয়, কেউ ছোট নয় মানুষ ফল ভোগ করবে তার কর্মের উপর। কিছু বৌদ্ধপন্থী বিভেদ সৃষ্টি করার জন্য বলে থাকে রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু সহ অন্যান্য যুগ অবতার যারা এসেছে তারা তো শূদ্র জাতির জন্য কিছু করে নাই।তাই এদের মানা যাবে না। ভগবান রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভুর সময় শূদ্র ভাইয়েরা এত অবহেলিত ছিল না, অত্যাচারিত ছিল না। সে সময় সবাই সমান ছিল। সে সময় কার মানুষের কোন পদবী ছিল না৷ সেজন্য রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু সহ অন্যান্য অবতার কে জাতিভেদ প্রথা নিয়ে কাজ করতে হয় নি৷ কিন্তু হরিচাঁদ ঠাকুরের আগমনের পূর্বে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে হিংসা বিদ্বেষ বেড়ে যায়। ব্রাহ্মন দের অত্যাচার বেড়ে যায়। এগুলো সমাজ থেকে দুর করার জন্য হরিচাঁদ ঠাকুরের আগমন৷ হরিচাঁদ ঠাকুর এ জন্য মতুয়া মত এর নাম দিয়েছেন " সুক্ষ সনাতন ধর্ম "। যেখানে সনাতন ধর্মী হিন্দুদের মাঝে কোন হিংসা বিদ্বেষ থাকবে না। সবাই হরি(ওঁ) নামে মাতোয়ারা হবে। হরিলীলামৃত পড়ে জানতে পারি হরিচাঁদ ঠাকুর নিজেই রাম রুপ, কৃষ্ণ রুপ ধারন করেছেন। হরিলীলামৃত তে বলা হয়েছে যখনই সনাতন ধর্মের গ্লানি হবে তখনই ধর্ম রক্ষার জন্য যুগে যুগে "" যুগ অবতার "" আসবে পৃথিবীতে ৷ অথচ এই বৌদ্ধপন্থী গুলো, সনাতন ধর্ম বিদ্বেষী গুলো চৈতন্য মহাপ্রভু,যুগ অবতার রাম, কৃষ্ণ কে মানে না তারা হরিচাঁদ ঠাকুর কে হাতিয়ার হিসেবে ব্যাবহার করে মতুয়া ভাইবোনদের ব্রেন ওয়াশ করতেছে। হরিচাঁদ ঠাকুর ব্রাহ্মন্যবাদের বিরোধিতা করেছিল কিন্তু সনাতন ধর্মের বিরোধিতা করেনি৷ কিন্তু বৌদ্ধপন্থী মতুয়া ও সনাতন ধর্ম বিদ্বেষীরা যে বক্তব্য দিচ্ছে তা সনাতন ধর্মের বিরুদ্ধে। তাই আমাদের সকলের সচেতন হতে হবে,, আমরা ব্রাহ্মন্যবাদের বিরোধী কিন্তু সনাতন ধর্ম বিরোধী হতে পারি না।
      সনাতন ধর্মী হিন্দুদের মাঝে নতুন নতুন সৃষ্টিকর্তা /ঈশ্বর তৈরী হচ্ছে৷ হিন্দুরা রাম, কৃষ্ণ, বলরাম, চৈতন্য মহাপ্রভু, হরিচাঁদ ঠাকুর এর পর নতুন সৃষ্টিকর্তা/ ঈশ্বর তৈরী করেছে যার নাম পাগল চাঁদ৷ অথচ এরা সবাই মানুষ ছিল। এনারা সবাই ঈশ্বরের / হরির ( ওঁ) উপাসনা করতে বলেছিল। রেফারেন্স গীতা ৮/১৩। হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা। দুঃখের বিষয় হলো সনাতন ধর্মী হিন্দুরা উপরের ব্যাক্তিগুলোকে ঈশ্বর বানিয়ে এক একটি মত সৃষ্টি করতেছে আর বিভেদ তৈরি করতেছে৷ আর এই সুযোগটা নিয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টির ইস্যু তৈরি করে দিচ্ছে বৌদ্ধপন্থী ও বিধর্মীরা। অথচ উপরের উল্লেখিত ব্যাক্তিরা যুগে যুগে মানুষ রুপে পৃথিবীতে এসে দুষ্টের দমন ও সাধুদের পরিএান করে সনাতন ধর্ম রক্ষা করেছিল৷ এনাদের মাঝে মানবীয় গুনাবলী ও ঈশ্বরীক শক্তি ছিল৷ সেজন্য আমরা তাদের ভগবান বলি, যুগ অবতার বলি। এনারা আমাদের পাপ মুক্তির পথ প্রদর্শক,যুগ অবতার, সনাতন ধর্ম রক্ষাকারী নিবেদিত প্রাণ, এনারা আমাদের ভগবান । কিন্তু এনাদের সৃষ্টিকর্তা / ঈশ্বর বলতে পারি না৷ যতদিন সনাতন ধর্মী হিন্দুরা "" ওঁ "" কে সৃষ্টিকর্তা হিসেবে মেনে না নিবে ততদিন নতুন নতুন মত পথের সৃষ্টি হবে, হিংসা -বিদ্বেষ বেড়ে যাবে, আর নতুন নতুন সৃষ্টিকর্তা তৈরী হবে৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী রাম, জয় শ্রী কৃষ্ণ, জয় হরিবোল- গৌর হরিবোল, জয় হরিচাঁদ

  • @tapasmaity5150
    @tapasmaity5150 Před 2 lety +2

    অসাধারণ সত্য সমৃদ্ধ একজন গুণী মানুষের বক্তব্য শুনলাম। জনাব কে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

  • @sandipkumarbiswas8241
    @sandipkumarbiswas8241 Před 3 měsíci

    জয় হরিবল 🙏🚩🙏🚩, জয় মতুয়া গবেষক জনাব মাহমুদ হোসেন দিপু 🙏🚩🙏🚩, আমি বাবা 👴👴হরি গুরুচাঁদ ঠাকুরের কাছে আপনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি, 🙏🚩🙏🚩, পাশাপাশি আপনার মূল্যবান তথ্য সমৃদ্ধ আলোচনার আমি🙋 অনেক অনেক🙏🙏🙏🙏 জানালাম বগুলা নদীয়া প ব, জয় হরিবল 🙏🚩🙏🚩🇮🇳🇮🇳।

  • @bipulroy1459
    @bipulroy1459 Před 2 lety +3

    ব্যাপক প্রচার ও প্রসারের দরকার। দারুণ বক্তব্য।

  • @Rahulmondal-jr8ku
    @Rahulmondal-jr8ku Před 3 měsíci

    অসাধারণ বক্তব্য। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

  • @jitganing6630
    @jitganing6630 Před rokem +3

    আমি ভারত থেকে খুব ভালো লাগলো
    কথা গুলো শুনে

  • @motlebhussainmondal880
    @motlebhussainmondal880 Před 2 lety +5

    Many many thanks for your valuable speach . From India Dhubri Assam.

  • @sunilkundu3075
    @sunilkundu3075 Před 2 lety +1

    আপনি একজন সুন্দর মনের মানুষ। বর্নবাদকে ধ্বংস করতে হবে। আপনার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

  • @bidyutdas4769
    @bidyutdas4769 Před rokem +4

    সত্তিকারের মানুষ একজন বাংলার ঘরে ঘরে এইরকম মানুষের জন্ম হওয়া দরকার তাহলে দেশের প্রকৃত উন্নতি হবে

  • @chandanroy7942
    @chandanroy7942 Před 2 lety +7

    নমস্কার এত সুন্দর সত্য কথা।

  • @achintaroy700
    @achintaroy700 Před 2 lety +2

    বিনম্র শ্রদ্ধা উনার প্রতি,জয় হরি চাঁদ।

  • @sushantamaitra
    @sushantamaitra Před 2 měsíci

    অসাধারণ বক্তব্য। আপনাকে প্রণাম জানাই।

  • @lakshmanmunshi83
    @lakshmanmunshi83 Před 2 lety +3

    অসাধারণ বক্তব্য দিয়েছেন

  • @nitishbala5661
    @nitishbala5661 Před 2 lety +9

    জয় হরিবল।
    আমি মতুয়া আমি গর্বিত, আমি ভারতিয়,, ।।

    • @jagomotua
      @jagomotua  Před 2 lety +2

      সারা পৃথিবী একদিন মতুয়া হয়ে যাবে। জয় হরিবল

  • @sunil1das134
    @sunil1das134 Před 2 lety +2

    Many thanks to Mahmud Hossenn for his valuable speech.

  • @delowarabegum5663
    @delowarabegum5663 Před měsícem

    আপনি একজন সত্যিকারের অসাম্প্রদায়িক চেতনার মানুষ।

  • @PradipDas-xi4tf
    @PradipDas-xi4tf Před 2 lety +3

    Thank you Dada from Assam

  • @asiskumarbiswas1226
    @asiskumarbiswas1226 Před 4 měsíci

    ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভেচ্ছা। নিউইয়র্ক আমেরিকা থেকে শুনছি।

  • @sujitmondal8139
    @sujitmondal8139 Před 2 lety +2

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে জয় মতুয়ার জয় / জয় হরিবোল

  • @itzankur6907
    @itzankur6907 Před měsícem

    দাদা ভাই আপনার কথা গূলি সুনে খুব ভালো লাগলো।। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো ভারত

  • @dr.md.saburuddin4782
    @dr.md.saburuddin4782 Před rokem +7

    তথ্য বহুল বক্তব্য দেয়ার জন্য মাহমুদ সাহেবকে অনেক ধন্যবাদ।

  • @user-cp9pu4sl1s
    @user-cp9pu4sl1s Před měsícem

    জয়হরিবল দাদাভাই ঠাকুরের কৃপায় ভালো থাকবেন ভাই ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-rn5zh6cj9s
    @user-rn5zh6cj9s Před 2 lety +1

    অসাধারণ বক্তব্য। ❤️জয় হরিবল ❤️

  • @SunnySunny-hz8ze
    @SunnySunny-hz8ze Před rokem +1

    Love to our Mathua brothers and sisters.

  • @RonijitBiswas1990
    @RonijitBiswas1990 Před 11 měsíci +1

    ❤❤🙏 Jay Hori Bol🙏❣️❣️

  • @abhijitbiswas7598
    @abhijitbiswas7598 Před 2 lety +2

    সুন্দর ভাবে পরিবেশন করেছে,, আপনাকে অনেক ধন্যবাদ

  • @akbarsardar3291
    @akbarsardar3291 Před rokem +1

    ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

  • @sujitmandal2140
    @sujitmandal2140 Před 2 lety +4

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে

  • @sarajitbala8135
    @sarajitbala8135 Před rokem

    অসংখ্য ধণ্যবাদ আপনার এই বক্তব্যের জন্য । যে ধর্ম সকল বর্ণের মানুষকে ভালোবাসতে পারে , গরীর ও নিচু সম্প্রদায় মানুষগুলি কে যথাযত সম্মান দিতে পারে , আমি সেই ধর্মকে মনে প্রাণে শ্রদ্ধা ও ভালোবাসি এবং এই ধর্ম যেন চিরকাল বিজয়ী হয়ে থাকে এটাই আমার প্রথনা ।।

  • @MrGolammoinuddin
    @MrGolammoinuddin Před 2 lety +2

    খুব সুন্দর লাগলো।

  • @ajamilchandrabanik363

    মাহামুদ সাহেবকে অশেষ ধন্যবাদ। তাঁকে জানাই অশেষ শ্রদ্ধা।

  • @bhupendas3078
    @bhupendas3078 Před 2 lety +1

    Great ,constrictive work support & sulate 🙏 (from ASSAM)

  • @traongothakur7884
    @traongothakur7884 Před 2 lety +4

    জয় হরিবল। 🙏🙏🙏
    খুব সুন্দর বক্তব্য। 🙏🙏

  • @uttamsarkar6320
    @uttamsarkar6320 Před 2 lety +6

    সত্যি কথা বলছেন দাদা আপনি

  • @sanjaykumarmistri3756
    @sanjaykumarmistri3756 Před 2 lety +1

    Maind blowing thank you dada thank you so much from India Kolkata

  • @MadhusudanHalder-ur2nz
    @MadhusudanHalder-ur2nz Před 4 měsíci +1

    অনেকদিন পরে তোমার বক্তব্য শুনলাম বন্ধু। আগের মতোই মুক্তমনা আছো। ভোটের রাজনীতিতে অন্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনাকে বিসর্জন দাওনি। এগিয়ে যাও বন্ধু দিপু।

  • @RatankumarSarkar-xo6ip
    @RatankumarSarkar-xo6ip Před 2 měsíci

    আপনাকে আমি দুহাত তুলে শত শত কোটি কোটি প্রণাম জানাই

  • @harendranathmandal3877
    @harendranathmandal3877 Před 7 měsíci

    Sir, thanks to you for your great courageous speech, Jai Horibol, Jai Baba Harichand 🙏, Jai Baba Guruchand 🙏, Jai Matua Devotees ❤..

  • @taposhmitra5849
    @taposhmitra5849 Před 6 měsíci

    অকপটে কী অনুসন্ধানী সত্য কথা গলো গুরুচাঁদ সম্পর্কে বললেন সাহেব । গুরুচাদ জীবন্ত হয়ে উঠল। স্বশ্রদ্ধ সালাম আপনাকে

  • @biplobroy-zz9zv
    @biplobroy-zz9zv Před 6 měsíci

    চোখে জল চলে এলো❤️❤️

  • @Darponbangla24
    @Darponbangla24 Před 3 měsíci

    অসাধারণ জ্ঞানগর্ভ আলোচনা

  • @nirmalendubiswas1271
    @nirmalendubiswas1271 Před 2 lety +1

    মানুষ তার কর্ম দ্বারা ই দেবত্বে উননিত হয়, তাই আজ ঘরে ঘরে হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর পুজিত হন। বক্তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য সালাম জানাই

    • @ramkrishna8541
      @ramkrishna8541 Před rokem

      দাদা, বৌদ্ধদের দালালী আর আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে বিভেদ সৃষ্টির পায়তারা না করে ভাল হয়ে যাও। মানুষ মাএই ভুল,, কেউ ভুলের উর্দ্ধে নয়৷ ব্রাহ্মন রা যে অপকর্ম করেছে, আমাদের মাঝে যে বিভাজন সৃষ্টি করেছে সেগুলো ভুলে গিয়ে ব্রাহ্মন দের ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের একএিত করতে হবে। সবাই কে এক মতে আনতে হবে। একমতে অানার জন্য সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সৃষ্টিকর্তা / ঈশ্বর হিসেবে "" ওঁ "" কে মানতে হবে ৷ এই ওঁ এর অনেকক নাম রয়েছে তার মধ্যে হরি একটি। ওঁ শান্তি হরি।
      *** ভগবান শ্রী কৃষ্ণ গীতার ৮ম অধ্যায়ের ১৩ নং শ্লোক এ "" ওঁ "" নাম উচ্চারণ এর কথা বলেছেন।
      এই ওঁ ই হলো সনাতন ধর্মের ঈশ্বর।।।।
      কোন মুসলিম অন্য মুসলিম এর দোষ পেলে তা সবসময় গোপন রাখার চেষ্টা করে এবং অনেকক ক্ষেএে করে আসতেছে।
      আর আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু রা করি তার উল্টো। হিন্দুর একটু দোষ পেলে সেখানে ঘি ঢেলে দোষ কে আরো বড় আকারে তুলে ধরার চেষ্টা করি। কখনো সেটা সমাধানের চেষ্টা করি না। দোষ গুলো প্রকাশ না করে দোষগুলোর সমাধানের চেষ্টা করতে হবে, ভ্রাতৃত্ব বোধ বাড়াতে হবে, বিভেদ সৃষ্টি করে কখনো সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে একতা আনা যাবে না। এতে ক্ষতিটা সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের ই বেশি হয়৷ এতে সনাতন ধর্মের সাময়িক কিছু ক্ষতি হয় তবে সনাতন ধর্ম কখনো শেষ হবে না। কেননা এ ধর্মের রক্ষক সৃষ্টিকর্তা নিজেই৷
      এ সম্পর্কে গীতায় ১১ অধ্যায়ের ১৮ নং শ্লোক এ ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন ,,,
      "" ত্বমক্ষরং পরমং বেদিতব্যং
      ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম।
      ত্বমব্যয়: শাশ্বত ধর্মগোপ্তা
      সনাতনস্ত্বং পুরুষো মতো মে।।
      অর্থ : তুমি ( ওঁ) পরম ব্রহ্ম, একমাএ জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং তুমিই সনাতন, এই আমার অভিমত।
      এই সনাতন ধর্ম কে রক্ষা করার জন্য ঈশ্বরের অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে পৃথিবীতে যুগ অবতার এসেছে। এই যুগ অবতারের মাঝে মানুষের গুন/ শক্তি ও ঈশ্বরের গুন/ শক্তি ছিল৷ এই যুগ অবতার গুলো সনাতন ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে মানুষ রুপে এসেছেন। সর্বশেষ এসেছেন হরিচাঁদ ঠাকুর৷ পৃথিবীতে এসে হরিচাঁদ ঠাকুর সনাতন ধর্মের নাম দিয়েছেন "" সুক্ষ সনাতন ধর্ম ""৷ যেখানে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মাঝে থাকবে না কোন হিংসা বিদ্বেষ ও ভেদাভেদ। এই যুগ অবতার গুলোকে আমরা ভগবান বলি।
      আসুন এবার একটু হরিলীলামৃত থেকে জানি সনাতন ধর্মের ব্যাপারে।
      শ্লোক :
      ন শূদ্রা ভগবদ্ভক্তা স্তেহপি ভাগবতোস্তমা :।
      সর্ববর্নেষু তে শূদ্রা যে ন ভক্ত। জনার্দ্দনে :।।
      অপিচ ::
      চন্ডালোহপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ন :।
      হরিভক্তি বিহীনশ্চ দ্বিজোহপি শ্বপচাধম:।।
      হরিলীলামৃতের এই শ্লোক ও অপিচে বলা আছে
      "" জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা,
      ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা।।
      এই সুক্ষ সনাতন ধর্ম জানাইতে
      জনম লভিলা যশোমন্তের গৃহেতে। ""
      তাই বলবো সনাতন ধর্ম নিয়ে আর বিভেদ সৃষ্টি না করে সবাইকে একএিত করার চেষ্টা করুন৷
      ঈশ্বর সনাতন ধর্মাবলম্বী হিন্দু বিদ্বেষী দের সুবুদ্ধি দাও নয়তো পৃথিবী থেকে ধ্বংস করে দাও৷
      ওঁ শান্তি হরি।
      জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাম, জয় হরিবোল - গৌর হরিবোল

  • @samirroy2257
    @samirroy2257 Před 2 lety +2

    Dada apner baktabya ekdom sathik, apner baktabya er jonno asesh kritaggta janai aar Shubha kamana kori.India theke 🙏🙏🙏🙏

  • @drprashantkumar8752
    @drprashantkumar8752 Před 2 lety +3

    একদম সঠিক তথ্য দিয়েছেন আপনি অনেক অনেক ধন্যবাদ আপনাকে,জয় শ্রী হরিচাঁদ, জয় শ্রী গুরুচাঁদ, জয় হরিবল।

  • @birajsarkar7163
    @birajsarkar7163 Před 2 lety +3

    ধন্য আপনার মানসিকতা

  • @nikhilchandrasarkar2773
    @nikhilchandrasarkar2773 Před 2 lety +2

    Good wishes from India.

  • @punuendubiswas318
    @punuendubiswas318 Před 8 měsíci

    ❤❤❤❤❤ এতো বড় আত্মবিশ্বাসের সঙ্গে বললেন 7।8 পুরুষ আগে আমরাও হিন্দু ছিলাম এই সত্য স্বীকার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।❤❤❤❤❤

  • @prasantabiswas4041
    @prasantabiswas4041 Před 2 lety +4

    খুব সুন্দর বক্তব্য
    🙏

    • @SalmanMediaOfficial
      @SalmanMediaOfficial Před 2 lety

      গুরুচাঁদ হরিচাঁদ এর সভাতে এসে মুসলমান হয়ে হিন্দুদের মধ্যে বিভেদের বীজ টা ভালো করে পুতে দিয়ে গেলেন। যেমন আসাদুদ্দিন আবেশী করছে। যেমন জিন্না করেছিল যেমন আজকে আপনারা মতুয়াদের কি নিয়ে মুসলমানদের দিকে টেনে ধর্মান্তরিত বা হিন্দুদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন। আপনি একবারও বলেছেন শিয়াদের মসজিদে সুন্নিরা। রেগুলার বোমা ফাটিয়ে 100 জন হত্যারকরে পাকিস্তানে শিয়াকে মেরে দিচ্ছে বা বাংলাদেশের শিয়াদের মুসলমান বলে মনে করা হয় না কাদিয়ানীদের হত্যা করছে, হাজারাতে হত্যা করছে।বলবেন না। কারণ আপনার মুখোশটা খসে পড়বে। আর এই মূর্খ লোক গুলো আপনার কথায় হাততালি দিচ্ছে। যেমন জিন্নাহর আমলে এই মূর্খ লোক গুলোর নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল ভারত বিরোধিতা করে পাকিস্তানের মন্ত্রী হয়েছিল, তিন বছর পরে সেই যোগেন্দ্রনাথ মণ্ডল কলকাতায় পালিয়ে এসে বেঁচে ছিল এবং নিজের ভুল বুঝতে পেরে গুম্নাম ভাবে মরেছিল। এই মূর্খ লোকেদের আপনারা আবার মগজধোলাই করছেন। আর এই মূর্খ গুলো আপনাদের কথাই আজও হাততালি দিচ্ছে।

  • @swapanmajumder1496
    @swapanmajumder1496 Před 2 lety

    সুন্দর আপনার কথা এবং যুক্তি। আমার নমস্কার নেবেন।খুব ভালো লেগেছে

  • @Chaturbhuj41
    @Chaturbhuj41 Před 6 měsíci

    হায় রে কি করুণ ইতিহাস আমাদের জাতির পূর্বপুরুষদের! ধন্যবাদ এই সুহৃদয় মুসলমান ব্যক্তিকে অসাধারণ আলোচনার জন্য।

  • @vimsarkar4017
    @vimsarkar4017 Před 2 lety +2

    আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @Dhshibu
    @Dhshibu Před 5 měsíci

    সেলুট আপনাকে
    জয় হরিবল

  • @David_King_957
    @David_King_957 Před rokem +1

    হরি বোল হরে কৃষ্ণ জয় হরিচাঁদ ঠাকুর জয় গুরুচাঁদ ঠাকুর।

  • @dibyendudutta4032
    @dibyendudutta4032 Před 2 lety

    Ki sundar, monograhi baktabya, mon pran bhore gelo

  • @jayabiswas5000
    @jayabiswas5000 Před 2 lety +3

    Many thanks to janab mahamud saheb.you truly explainen about about lord hariguruchand thakur.in my opinion you are great.

    • @jagomotua
      @jagomotua  Před 2 lety

      Absolutely, he explained the correct philosophy of Matuaism. The Matua community needs to be aware of the Matua philosophy introduced by Harichand Tagore. Thanks Jaya Biswas.

    • @SalmanMediaOfficial
      @SalmanMediaOfficial Před 2 lety

      🐐

    • @SalmanMediaOfficial
      @SalmanMediaOfficial Před 2 lety

      @@jagomotua 🐐

  • @manshisamanta2019
    @manshisamanta2019 Před 3 měsíci

    Ashadharon,ami India theke bolche ami ekjon motuya ke biey koreche are tar poribar er katha ki boli ami khubi khusi je erokom ek probar pay

  • @sanjibroy920
    @sanjibroy920 Před 6 měsíci

    খুব ভালো লাগলো। আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ। গুরুচা দের পরে যদি কেউ থাকে তাহলে তার পরের আসনে আপনিই।

  • @jyoti6405
    @jyoti6405 Před 9 měsíci

    ধন্যবাদ এগিয়ে যাও

  • @ashishsarkar1213
    @ashishsarkar1213 Před 2 lety +1

    Asadharan baktobya joy hori bol 🙏🙏🙏