SWOT Analysis করে নিজের জীবনের লক্ষ্য খুঁজে বের করুন 👨🏾‍🎓 Bangla Motivational Video

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • SWOT Analysis করে নিজের জন্য যেভাবে সঠিক ক্যারিয়ার নির্বাচন করবেন!ক্যারিয়ার বিল্ডআপ করার জন্য সবচেয়ে পাওয়ারফুল টুল হল নিজেকে জানা। নিজের গড গিফটেড পাওয়ারকে আবিষ্কার করতে পারলে আপনি নিজের লক্ষ্য খুব সহজেই খুঁজে পাবেন। এজন্য আপনাকে করতে হবে নিজের SWAT Analysis.
    আমার SWAT Analysis করে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি।
    S - Strengths বা শক্তি:
    আমার Strengths গুলো হল সেসব স্কিলস বা এরিয়াস যেগুলোতে আমি দক্ষ। স্বাভাবিকভাবেই এই কাজগুলো করতে আমি বেশি পছন্দ করি।
    আমার Strengths এর জায়গাগুলো হল-
    - Learning
    - Content Creation
    - Time Management
    - Research
    - Networking
    আমাদের সবার উচিত আমাদের Strengths এরিয়াগুলোতে বেশি সময় দেয়া। কারণ এই এরিয়াগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমেই আমরা আমাদের জীবনের লক্ষ্যে পোঁছতে পারবো। আর আমার Strengths এরিয়াগুলোর জন্য কিন্তু আমি প্রশংসাও শুনে থাকি আর আমি এগুলোর উপরেই আমার ক্যারিয়ার গড়ে তুলবো।
    নিজেকে এই প্রশ্নগুলো করে আপনি আপনার Strengths জানতে পারবেন -
    - আপনি কোন কাজটা ভালো করেন?
    - সবাই আপনাকে কোন কাজটার জন্য প্রশংসা করে?
    W - Weaknesses বা দুর্বলতা বা Work on Areas:
    এগুলো সেসব স্কিলস যেগুলোতে আমি বেশি কনফিডেন্স না এবং এগুলো করতে আমার অনেক বেশি সময় লাগে।
    আমার Weaknesses এর জায়গাগুলো হল -
    - Money Management
    - Relationship Management
    - Language Skill
    এই উইক এরিয়াগুলো অল্প অল্প করে চর্চার মাধ্যমে আমাকে আয়ত্তে আনতে হবে। কিন্তু Strengths এরিয়াগুলো আমার ফার্স্ট প্রায়োরিটি আর Weaknesses এরিয়াগুলো সেকেন্ড প্রায়োরিটি।
    Weaknesses আইডেন্টিফাই করার জন্য নিজেকে এই প্রশ্নগুলো করুন -
    - অতীতে আপনি কোন কাজগুলো আগে কখনো শেষ করতে পারেননি?
    - কোন কোন বিষয়ে আপনার আরো উন্নতি করা দরকার।
    O - Opportunities বা সুযোগ:
    -Club
    -Self-confidence
    -CDC
    Opportunities হল কিছু External Factors যেগুলো আমাকে সফল হতে সাহায্য করবে। সেটা হোটে পারে কোনো জব, বিজনেস, ইন্টার্নশিপ কিংবা ক্লাব। আমার ক্ষেত্রে Opportunity হল আমার 'ক্লাব, আত্নবিশ্বাস, সিডিসি'। আমার ক্যারিয়ারে ক্লাব আমাকে অনেক সাহায্য করবে। ক্যারিয়ারে নিজের জায়গা গড়ে তুলতে হলে আপনাকে অন্তত যেকোনো একটা Opportunity বেছে নিতে হবে।
    আপনার চারপাশে Opportunities গুলো আইডেন্টিফাই করতে নিজেকে এই প্রশ্নগুলো করুন -
    - কারা আপনাকে কোনো Opportunity অর্জন করতে সাহায্য করতে পারে ?
    - একটা Opportunity পেতে হলে আপনার কী কী Skills আর Resources দরকার হতে পারে।
    T - Threats বা হুমকি:
    Threats হচ্ছে সেসব নেগেটিভ এলিমেন্ট যেগুলো আমার ক্যারিয়ারে প্রভাব ফেলতে সক্ষম। Threats এর উপর সাধারণত কারো কোনো কন্ট্রোল থাকে না। আপনাকে একটা প্ল্যানসহ যেকোনো ধরনের ধাক্কা আর চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে।
    আমার ক্ষেত্রে Threats হল -
    - Excessive Emotion
    - Excessive Faith
    - Can't say 'No'
    Threats গুলোকে আমার লাইফ থেকে একদম বাদ দিতে হবে।
    নিজের জন্য Threats গুলো আইডেন্টিফাই করতে নিজেকে এই প্রশ্নগুলো করুন-
    -আপনার জন্য ক্ষতিকারক অভ্যাসগুলো কী কী?
    - আপনার প্রতিযোগী কে বা কারা হতে পারে?
    - Technology আপনার Skills এর চাহিদার উপর কেমন প্রভাব ফেলতে পারে?
    #SwotAnalysis #Motivation #Inspiration
    👋 I am Abu Yousuf Akash & I make videos on Books, Time Management, Psychology, Learning, & Productivity.
    🙂 I make content because I love learning & teaching.
    Thank you for watching! I hope you enjoy this video. See you tomorrow.
    Subscribe Now! : bit.ly/3vYVSqT
    😋 Hang Out With Me Online
    Facebook : / abuyousufakash22
    Discord : / discord
    Quora : bn.quora.com/p...
    Medium : / akash-blog
    LinkedIn : / abu-yousuf-akash
    Happy Watching 💻📚

Komentáře • 10

  • @mahathermohammadefty1828

    আকাশ, খুবই সুন্দর হচ্ছে ভাইয়্যা, সামনে এগিয়ে যাও ❤️

  • @abusufian483
    @abusufian483 Před 2 lety

    অনেক সুন্দর বুঝালেন,,,
    ধন্যবাদ আপনাকে🌸💜

  • @mostofasakib4835
    @mostofasakib4835 Před 2 lety +1

    May allah bless you❤️essential video for me❤️

  • @mdmasumbhuiyan5916
    @mdmasumbhuiyan5916 Před 2 lety

    Helpful video. Thank u brother

  • @abusufian483
    @abusufian483 Před 2 lety

    ভাইয়াকে অনেক খুশি খুশি লাগতাছে😁

  • @zakirhussain5127
    @zakirhussain5127 Před 2 lety

    Good content

  • @hasmothullah189
    @hasmothullah189 Před 2 lety

    আপনার কোয়ারা তে লেখাগুলো দেখে আবার ইউটিউব এ আসলাম।
    আপনার প্রত্যেকটা লেখা আমি দেখি।

  • @tahiaoishe5198
    @tahiaoishe5198 Před 2 lety

    ❣️

  • @maryajahantanha6524
    @maryajahantanha6524 Před 2 lety

    So gd

  • @supriyachar3740
    @supriyachar3740 Před 11 měsíci

    উচ্চারণ গুলো ঠিক করো ভাই। আদারওয়াইজ গুড