জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা । Bangladesh National Zoo । Mirpur । Dhaka । Bangladesh ।

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা । Bangladesh National Zoo । Mirpur । Dhaka । Bangladesh ।
    আসসালামু আলাইকুম,
    বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা :
    বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান। ১৯৫০ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে এ চিড়িয়াখানা ১৯৭৪ সালে বর্তমান অবস্থান মিরপুরে স্থানান্তরিত হয়।
    বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় জুন ২৩, ১৯৭৪ তারিখ।
    বছরে প্রায় অর্ধ লক্ষের বেশি দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়। ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট ৩৭.৫ মিলিয়ন টাকা, যার মধ্যে ২৫ মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয়।
    বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভেতরে একটি জাদুঘর রয়েছে ও একটি মসজিদ রয়েছে।
    ঢাকা শহরের মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তথা ঢাকা চিড়িয়াখানায় ১৯১ প্রজাতির ২১৫০টি প্রাণী রয়েছে। প্রধান কিছু প্রাণীর মধ্যে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, এশীয় সিংহ, লোনা পানির কুমির, ইমপালা, এমু, টাপির, এশীয় কালো ভাল্লুক ইত্যাদি।
    বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সময়সূচি:
    ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে। তবে রবিবার সরকারী ছুটির দিন হলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে।
    গ্রীষ্মকালে (এপ্রিল-অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত খোলা থাকে
    শীতকালে (নভেম্বর-মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে।
    বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রবেশমূল্য:
    বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য জনসাধারণের জন্য টিকেট ক্রয় করা বাধ্যতামূলক। চিড়িয়াখানায় প্রবেশের জন্য প্রতি টিকিটের মূল্য বাংলাদেশি মুদ্রায় ৫০ টাকা মাত্র। দুই বছর বয়সের বেশি সকলের জন্যই ৫০ টাকা মূল্যের টিকেট প্রযোজ্য। চিড়িয়াখানার ভেতরে অবস্থিত জাদুঘরে প্রবেশের জন্য চাইলে অতিরিক্ত ১০ টাকা দিয়ে টিকেট ক্রয় করয়ে হবে।
    বিশেষ দ্রষ্টব্য:
    শিক্ষার্থীরা নির্ধারিত মূল্যের অর্ধেক পরিশোধ করেই চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ পাচ্ছে, এ ক্ষেত্রে নিজেদের শিক্ষার্থী পরিচয়পত্র (স্টুডেন্ট আইডি কার্ড) প্রদর্শন করতে হয়।
    বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধীদের জন্য কোনো ফি প্রদান করতে হবে না, তারা ফ্রিতেই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন।
    ঢাকা চিড়িয়াখানায় কীভাবে যাওয়া যায়:
    ঢাকার সদরঘাট, গুলিস্তান, যাত্রাবাড়ী, দোলাইর পার, মতিঝিল, শাহবাগ, মোহাম্মদপুর, ফার্মগেট, গাবতলী হতে মিরপুর-চিড়িয়াখানাগামী যে-কোনো বাস, ট্যাক্সি, অটোরিকশা (সিএনজি) বা কার যোগে চিড়িয়াখানা যাওয়া যায়।
    #nationalzoo
    #dhakazoo
    #bangladesh
    #zoo
    #dhakavlog
    #mirpur
    #mirpurzoo
    Bangladesh national zoo,
    Bangladesh national zoo mirpur,
    Bangladesh national zoo mirpur Dhaka,
    Dhaka chiriakhana,
    Mirpur chiriakhana,
    National zoo mirpur Dhaka,
    National zoo mirpur Dhaka 2023,
    বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা,
    বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর,
    বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা,
    বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা ২০২৩,
    জাতীয় চিড়িয়াখানা মিরপুর,
    জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা,
    ঢাকা চিড়িয়াখানা মিরপুর,
    মিরপুর চিড়িয়াখানা ঢাকা,
    চিড়িয়াখানা,
    চিড়িয়াখানা ঢাকা বাংলাদেশ,
    বাংলাদেশ চিড়িয়াখানা,
    বাংলাদেশ
    ঢাকা ভ্লগ,
    Bangladeshi vlog,
    Dhaka vlog,
    Song: Luke Bergs & AgusAlvarez - Coral
    Music provided by Vlog No Copyright Music.
    Video Link: bit.ly/3LmDfnT

Komentáře • 4