গোলাকার কাঠের সিএফটি পরিমাপ করার পদ্ধতি | Round Wood Measurement Method in CFT | Math In Daily Life

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • গোলাকার কাঠের সিএফটি পরিমাপ করার পদ্ধতি | Round Wood Measurement Method in CFT || Beauty Of Math & Math In Daily Life
    Related Search :
    wood Measurement with cft
    how to calculate wood quantity with cft
    সিএফটির হিসাব
    কাঠের পরিমান নির্ণয়
    গোলাকার বস্তুর আয়তন নির্ণয়
    দৈনন্দিন জীবনে গণিতের ব্যাবহার
    math in daily life
    পরিমিতর প্রয়োগ
    beauty of math by rakinul haque faruqi
    mensuration use in daily life
    বেলনাকার বস্তুর আয়তন নির্ণয়ের সাথে কাঠের হিসাবের সম্পর্ক ও পার্থক্য তুলে ধরা হয়েছে। সিএফটি নির্ণয়ের প্রচলিত দুটি পদ্ধতিই উপস্থাপন করা হয়েছে। দুই পদ্ধতিতেই দৈর্ঘ্য/উচ্চতা ফুট এ কনভার্ট করতে হয়। পার্থক্য শুধু পরিধিতে।
    লক্ষ্য রাখতে হবে যে, পরিধি/প্রস্থ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই গড় মান নির্ণয় করতে হবে। অর্থাৎ দুই প্রান্ত ও মধ্য অবস্থানের গড়। তবে গাছের আকৃতি যেহেতু পর্যায়ক্রমে কমতে থাকে,তাই অধিকাংশ গাছের ক্ষেত্রে →গড় মন = মধ্য অবস্থানের মান।
    In this video we will calculate round shape wood. We will clear all measurement with authentic way.In this vedio tutorial we calculate by both traditional formula. Especially every round shape wood/tree. In next video we will know how to calculate others shape(square) of wood.
    Best wishes.

Komentáře • 47

  • @abhishekbhowmik4160
    @abhishekbhowmik4160 Před měsícem +1

    Hi. Your explanations are really useful and very simplified. Thankyou.

  • @abdulalim7880
    @abdulalim7880 Před 11 měsíci +2

    Thanks for your positive information

    • @FaruqiSir
      @FaruqiSir  Před 9 měsíci

      stay well.
      Let's spread the beauty of math.

  • @rsfrazzak4126
    @rsfrazzak4126 Před 6 měsíci

    অসাধারণ একদম সঠিক ফর্মূলা ৷

  • @shusenartsraherdi1711
    @shusenartsraherdi1711 Před rokem +1

    আপনাকে এনেক ধন্যবাদ এই সূরাটি দেওয়া র জন্য

  • @netaibiswas5428
    @netaibiswas5428 Před 10 měsíci +1

    অসাধারণ দাদা অসাধারণ!

  • @ratankumarmitra5641
    @ratankumarmitra5641 Před 10 měsíci +1

    good idea

  • @mrinalkantimaity5538
    @mrinalkantimaity5538 Před 10 měsíci

    Thanks for good explanation

  • @user-bq3ej2bq4t
    @user-bq3ej2bq4t Před rokem +1

    খুব ভালো লাগলো

  • @mdlutfur9541
    @mdlutfur9541 Před rokem +1

    You are very intelligent.

    • @FaruqiSir
      @FaruqiSir  Před rokem

      Thanks for watching.
      Stay well ❤️

  • @mdmobarokhosan2737
    @mdmobarokhosan2737 Před rokem

    ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

  • @abhishekbhowmik4160
    @abhishekbhowmik4160 Před měsícem +1

    Can you please explain how people calculate the cubic meter (CBM) of a round log in foreign country. All I know is they use the Brereton metric (V=0.7854*d^2*L/10000). From cbm we convert to CFT in Bangladesh. Can you explain me this calculation please

    • @FaruqiSir
      @FaruqiSir  Před měsícem

      Ok. I will explain this inshallah. Stay with daily use of math playlist

  • @yaqubbhuiyan6992
    @yaqubbhuiyan6992 Před 4 měsíci

    ভাই ২০০ cft ke ফুটে রুপান্তর করতে কত ফুট গাচ হবে

  • @MuhammadAli-kv6sj
    @MuhammadAli-kv6sj Před 6 měsíci

    Can we convert height into inches on the second formula and will the results be same ❤

  • @emonhunny7357
    @emonhunny7357 Před 7 měsíci

    6÷12=.5 ami jantam
    6÷12=5.5 kintu aita janina eta ki vabe hoylo amake bolben vaiya

  • @MOHAMMAD-JUNAET
    @MOHAMMAD-JUNAET Před rokem +2

    স্যার আমি ছাত্র হিসেবে অনেক দুর্বল আর বেশি কিছু বুঝতে পারি নাই..১৬ আর ২৩০৪ এটা কিভাবে আসলো , এটাকি সুত্র মুখস্ত করে রাখতে হবে

    • @FaruqiSir
      @FaruqiSir  Před rokem

      সূত্রের প্রতিপাদন করা হয়নি। আপাতত মনে রাখো কেমন।
      ইনশাআল্লাহ শক্তিশালী বেইসিক গড়ে উঠবে।
      সাথে থাকো ❤️

    • @user-qm5hn4on9b
      @user-qm5hn4on9b Před rokem

      পরিধি দুইবার গুন করবো এটা বুঝিনি

    • @yaqubbhuiyan6992
      @yaqubbhuiyan6992 Před 4 měsíci

      ভাই ২০০ cft ke ফুটে রুপান্তর করতে কত ফুট গাচ হবে

  • @rahiyarumi4253
    @rahiyarumi4253 Před rokem +2

    Jokhon so mall a jai tokhon tara ei map sothik dore na tara ekta soto boi theke map milie hiseb kore se khetre ki koronio r oi boi tai ba kotota sothik map

    • @FaruqiSir
      @FaruqiSir  Před rokem

      এই বিষয়টি সম্পর্কে আমার জানা নেই, বইটার নাম কিংবা তাদের হিসাবগুলো মেইল করতে পারেন। নিশ্চয়ই জানানোর চেষ্টা করব।
      Mail,
      rakinul.wp@gmail.com

    • @rashedalam4294
      @rashedalam4294 Před 9 měsíci

      স মিলে আমিও দেখেছি ডিকশনারির মত ছোট বইতে অনেকগুলো মাপের রেজাল্ট বের করা আছে ওরা শুধু গাছের মাপের সাথে বইয়ের কোন মাপটি মিলে সেটা দেখে রেজাল্ট বলে। এক্ষেত্রে উত্তম হচ্ছে নিজে মেপে ক্রস চেক দেওয়া এতে ঠকার সম্ভবনা খুব কম। আমি কয়েবার গাছ কিনতে গিয়ে দেখেছি পরিধি মাপার সময় ওরা বাঁকা তেড়া ফিতা ধরে গাছের গিটের কোন উঁচু অংশের ওপর দিয়ে ফিতা ধরবে এমনকি ফিতার নিচে আঙুল ঢুকিয়ে পরিধি বাড়িয়ে নেয়। আপনার চোখের সামনেই আঙুল দিয়ে বাড়তি ব্যাবসা করবে আপনি হয়তো খেয়াল করেও দেখবেন না ।
      অথচ পরিধি ১ ইঞ্চি বাড়ালে আপনার হিউজ টাকা লস হয় নিজে একবার পরীক্ষা করে দেখবেন।

    • @yaqubbhuiyan6992
      @yaqubbhuiyan6992 Před 4 měsíci

      ​@@FaruqiSir sir kemon achen

    • @yaqubbhuiyan6992
      @yaqubbhuiyan6992 Před 4 měsíci

      ​@@FaruqiSirHelp me sir

  • @MdAbdusSalamHawlader
    @MdAbdusSalamHawlader Před 2 měsíci

    পঁরিধি 2বার কেন? ব্যাখ্যা দিন.

  • @MDALAMGIRHOSSAIN
    @MDALAMGIRHOSSAIN Před rokem +1

    আচ্ছা স্যার গাছের এক মাথা মোটা আর এক মাথা যদি চিকন হয় তাহলে সেটা কিভাবে মাপতে হবে

    • @FaruqiSir
      @FaruqiSir  Před rokem

      গড় পরিধি নির্ণয় করতে হবে।
      অর্থাৎ,
      দুই মাথা ও মাঝখানে মেপে যোগফলকে তিন দ্বারা ভাগ করতে হবে।
      ধন্যবাদ

  • @herokmia4899
    @herokmia4899 Před rokem +1

    মিটারে কভাবে হীসাব করব বা এর ফর্মুলা আছে কি?

    • @FaruqiSir
      @FaruqiSir  Před rokem

      czcams.com/video/Ou3H-AfAAOs/video.html

  • @md.fakruzzaman9322
    @md.fakruzzaman9322 Před 10 měsíci

    ভাই 2:51 আপনার লেকচার সুন্দর। কিন্তু ৭২০ বর্গ ফুটে ১ কাঠা পাইলেন কোথায়?

  • @mdabdulquddus9756
    @mdabdulquddus9756 Před 8 měsíci

    ভাই আপনি ,16 এবং ,2304 কোথায় পেলেন বুঝতে পারলাম না দয়া করে বুঝিয়ে বলবেন কি

    • @FaruqiSir
      @FaruqiSir  Před 8 měsíci

      Brother this is a traditional approximation for equalization to herons theorem.
      See again. You will understand inshallah.

  • @herokmia4899
    @herokmia4899 Před rokem +1

    পরিধির মাপ কিভাবে নেবো?

    • @FaruqiSir
      @FaruqiSir  Před rokem

      czcams.com/video/Ou3H-AfAAOs/video.html

  • @Pencil.book99
    @Pencil.book99 Před 11 měsíci

    16 কি ভাবে আসলো

  • @sumiAkhter-oi1uj
    @sumiAkhter-oi1uj Před 9 měsíci

    ২৩০৪ কেন এলে

  • @ashikfarhan3346
    @ashikfarhan3346 Před rokem

    ২য় ফর্মুলা তে উচ্চতা ইন্ঞিতে কেন হলো না? যেহেতু ইঞ্চির একক দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে ঐটা কেন ফুটে রাখলেন?

    • @FaruqiSir
      @FaruqiSir  Před rokem +1

      দুটি আলাদা ফর্মুলা। দুইভাবে হিসেব করা যায়

    • @ashikfarhan3346
      @ashikfarhan3346 Před rokem

      @@FaruqiSir বিষয় টা ক্লিয়ার না স্যার দয়া করে যদি নেক্সট কোন ভিডিও তে বিষয় টা একটু ক্লিয়ার করলে কৃতজ্ঞ থাকব।

    • @FaruqiSir
      @FaruqiSir  Před rokem +1

      Its okk, but
      ইঞ্চির একক দিয়ে ভাগ করিনি তো।
      আপনার প্রশ্নে অস্পষ্টতা আছে কিছুটা।
      সূত্রের প্রতিপাদন নিয়ে পরবর্তীতে আলোচনা করব। পুরো ক্লাসটি আবার দেখুন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টি।

  • @fantv4530
    @fantv4530 Před 10 měsíci

    পরিধি দুইবার কেন একটু বলবেন

  • @mdmobarokhosan2737
    @mdmobarokhosan2737 Před rokem

    ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ