বৃষ্টি । কবিতা। আহমেদ বাবলু। আবৃত্তি। নাজমুল হুসাইন। brishti ahmed bablu Nazmul Husain

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • সারাদিন টুপটাপ রিমঝিম বৃষ্টি
    বেকারের কাছে কি রোম্যান্টিক?
    কেজো মানুষের কাছে শুধু ডিজগাস্টিং
    হাতে ছাতা পায়ে কাদা থিক থিক
    কেউ কেউ পথে নেমে ভিজে ভিজে একাকার
    মানি ব্যাগ ফোন নিয়ে ফাঁপরে
    রিকসার হুড তুলে তরুণ তরুণী তবু
    কেঁপে কেঁপে ওঠে ভেজা কাপড়ে
    রিকসা চালক ভাবে বৃষ্টির কল্যাণে
    বেশি কিছু হয়ে গেলে রোজগার
    ওবেলাটা গ্যারেজেই শুয়ে দেব পার করে
    ভিজে ভিজে এইভাবে কত আর?
    কেউ ঘরে গেয়ে ওঠে রবীন্দ্র সঙ্গীত
    করো স্নান নব ধারা জলেতে
    কাগজের নৌকাটি বানিয়েছে যে শিশুটি
    ভাসিয়েছে জমে থাকা জলেতে
    পথের কুকুর খোঁজে শুয়ে থাকা আশ্রয়
    ল্যাম্পোস্টের তারে ভেজে কাক
    বদ্ধ পুকুরে জল ঝিল মিল গান গায়
    মাছরাঙা চেয়ে দেখে নির্বাক
    স্রোতস্বিনী নদী কলো কলো ছলো ছলো
    ছুটে চলে আরো দ্রুত লয়েতে
    বাসা ভাঙ্গা পিঁপড়েরা এদিকে ওদিকে ছোটে
    চোখ মুখ ভিজে ওঠে ভয়েতে
    এইসব ছোট ছোট নানাবিধ দৃশ্য
    বৃষ্টিরা আছে বলে দেখা হয়
    আমার মতন আছে বেকার লেখক যারা
    ঘরে বসে তার কিছু লেখা হয়।
    কবিতা ।। বৃষ্টি
    কবি ।। আহমেদ বাবলু
    আবৃত্তি ।। নাজমুল হুসাইন
    Poetry ।। Rain
    Poet ।। Ahmed Bablu
    Recitation ।। Nazmul Hussain
    দেশবরেণ্য কিংবদন্তি বেতার উপস্থাপক নাজমুল হুসাইন বাংলাদেশ বেতার নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠানে তাঁর দরাজ কণ্ঠে এই কবিতাটি পাঠ করেছিলেন। তাঁর প্রতি প্রতি রইল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

Komentáře • 6