কিভাবে অল্প টাকায় 4 রুমের একতলা বাড়ি করবেন।How To Build A New Style Foundation -Build A Foundation

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2022
  • কিভাবে অল্প টাকায় 4 রুমের একতলা বাড়ি করবেন।How To Build A New Style Foundation -Build A Foundation
    How To Build A New Style Foundation - Build A Foundation Using Ready-Mixed Concrete For The House
    business enquiry........ rofikulislam718@gmail.com

Komentáře • 1,1K

  • @OMORCONSTRUCTION
    @OMORCONSTRUCTION  Před 2 lety +115

    কেউ আবার মনে করবেন না যে এই বাড়িটা 2 লক্ষ টাকায় কমপ্লিট ? এটা ফোলোর লেভেল পর্যন্ত হবে 2 লক্ষ টাকায় ? এই ভিডিওর সেকেন্ড পার্ট লিংক,,,,

  • @mdishtiak9893
    @mdishtiak9893 Před 2 lety +363

    আমি অনেক কিছু বুঝতে পারলাম না। আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, তাহলে এই বাড়ি নির্মানে সময় এতো ভুল কি ভাবে করেন। মালিক যদি কৃপন হয়ে তাহলে খরচ কম করবে, এটা মানা যায়। কিন্তু আপনি ভিডিওতে বলছে এটা সেমি ২য় তলা। মানে ১ম তলায় ছাদ, ২য় তলায় টিন। কি বলছেন ভাই, মাথা খারাপ হয়েছে আপনার? এখানে মাটির গভিরতা মিনিমাম ৫.৬ হতে হবে। তা না হলে অতি বৃষ্টি (২ দিনে অধিক) চারো পাশে পানি যমে গেলে। বাড়ি গভিরতা কম হলে, দেয়ালে ফাটল বা ফ্লোরে ফাটল ধরার ৯০% সম্ভবনা থাকে। আর সেখানে আপনি কয় ফুট দিলেন? ২য় কথা ইটে সলিং, মানে ইট শোয়ানোর আগে মোটা পলিথিন দিতে অবশ্যই দিতে হবে। না হয়ে অনেক বছর পড়ে ইটের সিমেন্টের গাথুনি নরম বা শক্তি হারায়। কারন মাটির পরে বালির সাথে পানির ভিজে ভাব থাকায় বেইজ মেন্টের গাথুনি দূরবল হয়ে যায়। ৩য় আপনি যে ময়ি রট বেধেছেন, তার নিচে সিমিন্টের বল দেখলাম না এবং মাত্র ৩ ইঞ্চি ঢালাই দিলেন কি ভাবে? আপনি ভিডিও তে বলছে, এখানে ১ তলা ছাদ আর ২ য় তলায় টিন দেয়া হবে। তা হলে বলুন, মাত্র ৩ ইঞ্চি ঢালাই কি ভাবে এতো ওয়েটের বাড়ি ধরে রাখবে। আচ্ছা ধরে নিলাম রাখতে পারলো ১৫ ইঞ্চি ইটে গাথুনির জন্য। কিন্তু বাড়ির মুভমেন্ট ৩ ইঞ্চি ঢালাই কি ভাবে ধরে রাখবে? মুভমেন্ট মানে হচ্ছে। হালকা ভুমি কম্প ৪-৫ মাতরা বা অতিরিক্ত ভারি বৃষ্টি ফলে। চারো পাশে পানি যমে যাওয়া, ফলে বাড়ি নিচের মাটি নরম থাকবে সাভাবিক। তাই এখানে কম হলেও ৬-৭ ইঞ্চি ডাবোল রটের ঢালাই অবশ্যই দিতে হবে। কারন এটা বাড়ির ওজন,মুভমেন্ট, ভাড়ি যানবাহনের জন্য বাড়ি কাপা এবং বাড়ি মাঝ বরাবর বা একপাশে ফাটল অথবা কাত হওয়া থেকে আটকাবে। ভাই মানুষের সরলতা বা টাকার কমতি দেখিয়ে এতো কম দিয়ে বাড়ি বানাবেন না। একটা বাড়ি ৬০ বছরের বেশি অবশ্য নিতে হবে।

  • @mostakinkhan4887
    @mostakinkhan4887 Před 2 lety +84

    বাই এই বিলডিং এর লেবার বিল আসবে দুই লাখ টাকা আর বাকি দুই লাখ টাকায় বারি হয়ে জাবে৷ এরকম ফেক নিওজ দিয়া মানুষকে বিবরিত করবেন না পিলিজ

  • @abdullaabdulla4786
    @abdullaabdulla4786 Před 2 lety +12

    ভাই আমিও উৎসাহ নিয়ে বানিয়েছিলাম।ছাঁদ ছাড়া ৭ লাখ শেষ😭১০ লাখ নিশ্চিত 🤔

  • @mahmudhossainmomin9556
    @mahmudhossainmomin9556 Před 2 lety +10

    এপর্যন্ত সবই বুঝলাম কিন্তূ আমার কথা হচ্ছে দুই লক্ষ টাকায় সম্পূর্ণ বাড়িটি কিভাবে সম্ভব তার হিসাবটা পরবর্তী ভিডিওতে দেখাইয়েন।

  • @sonjoy5161
    @sonjoy5161 Před rokem +13

    ভাই বাড়িটার উপরে ফিটফাট কিন্তু নিচে সদরঘাট। যদি বাড়ির চারপাশে পানি জমে তাহলে একবছরে ফাটল দেখা দিবে।মাটির নিচে মিনিমাম ১ফুট এরমধ্যে ২টা ১৫ ইঞ্চি ও 2টা 20 ইঞ্চি গাঁথুনি করার দরকার ছিল।

  • @shuvodhar9019
    @shuvodhar9019 Před rokem +3

    কলাম বা পিরার ও ছাদ বিম ছাড়া বাড়ি নির্মান করার চেয়ে না করাই ভালো, এ ধরনের বাড়ি গুলো ভূমিকম্প সহ্য করতে না। এ ধরনের বাড়ির চেয়ে টিনের বাড়ি তৈরি করলে অনেক নিরাপদে থাকবেন।

  • @MDMonirulIslam-bb6sl

    পোড়াবাড়ি স্টেপ বাই স্টেপ ভিডিও করে দেখেন এটাই ভালো লাগে

  • @mtvsumon1105
    @mtvsumon1105 Před 2 lety +1

    হুম দেখতে চাই

  • @dipakmandal7589
    @dipakmandal7589 Před rokem +3

    এক টানা দুই দিন বা তার বেশি বৃষ্টি হলে বাড়িতে থাকবেন না যদি প্রাণের মায়া লাগে।

  • @mohammadalibintaher.1340
    @mohammadalibintaher.1340 Před 2 lety +28

    অল্প খরচের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ!তাই ছাদ পর্যন্ত ভিম ছাড়া কিভাবে দেওয়া হয় আমরা দেখতে চায়। দয়া করে সুন্দর ভাবে ছাদের ভিডিওটি পোস্ট করবেন ধন্যবাদ ভাই!

  • @sontoshmohonta

    ভাই অসাধারণ। আমার মত যে মধ্যবিত্ত আপনার ভিডিও দেখে উৎসাহিত হবে। ঈশ্বর আপনার মঙ্গল করুক।

  • @kobirkhan2526
    @kobirkhan2526 Před 2 lety +7

    বুঝতে অনেক সুবিধা হলো। ধন্যবাদ

  • @sweetyakter816
    @sweetyakter816 Před 2 lety +6

    মাশাআল্লাহ খুব অসাধারণ লাগলো ভিডিও টা সত্যি অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

  • @MdSaiful-rl4xm
    @MdSaiful-rl4xm Před 2 lety +6

    এই ভাবে দেখালেই ভাল,সব দেখলাম,,ধন্যবাদ

  • @kawsar1mix230
    @kawsar1mix230 Před 2 lety +20

    " দারুণ "

  • @lucykhan7914
    @lucykhan7914 Před rokem

    Ai vabe vdo dile bujte subidha hoi Thankyou so much for your vdo

  • @alive_wind780
    @alive_wind780 Před 2 lety +2

    ভাইয়া আপনাকে ধন্যবাদ এত সুন্দকরে বিডিওটা তুলে ধরার জন্য

  • @mdjahirulislam1370
    @mdjahirulislam1370 Před 2 lety +3

    অসাধারণ,, আমার খুব ভালো লেগেছে এবং আমি উৎসাহিত হয়েছি।। আপনাকে অনেক ধন্যবাদ

  • @mdmejan3588
    @mdmejan3588 Před 2 lety +3

    প্রথমবার ভিডিও দেখেই সাবসক্রাইব করলাম। ধন্যবাদ আপনাকে, এরকম ভিডিও আরও চাই