রাসেল ভাইপার এর জন্যে দুরা সাপকেও মানুষ মেরে ফেলছে

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • চন্দ্রবোড়া বা উলুবোড়া[১][২] (বৈজ্ঞানিক নাম: Daboia russelii) ভাইপারিডি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান চারটি বিষধর সাপের একটি। চন্দ্রবোড়া ১৭৯৭ সালে জর্জ শ এবং ফ্রেডেরিক পলিডোর নোডার কর্তৃক আনুষ্ঠানিকভাবে বর্ণিত হয়। এরপূর্বে প্যাট্রিক রাসেল ১৭৯৬ সালে তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সারপেন্টস, কালেক্টেড অন দা কোস্ট অফ করোমান্ডেল বইয়ে চন্দ্রবোড়া সম্পর্কে লিখেছিলেন ও তার নাম অনুসারে এটি রাসেলস ভাইপার বা রাসেলের ভাইপার নামেও পরিচিত।[৩]
    চন্দ্রবোড়া
    বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
    জগৎ/রাজ্য:
    অ্যানিম্যালিয়া (Animalia)
    পর্ব:
    কর্ডাটা (Chordata)
    শ্রেণি:
    রেপটিলিয়া (Reptilia)
    বর্গ:
    স্কোয়ামাটা (Squamata)
    উপবর্গ:
    সারপেন্টস (Serpentes)
    পরিবার:
    ভাইপারিডি (Viperidae)
    গণ:
    ডাবোইয়া (Daboia)
    (শ এবং নোড়ার, ১৭৯৭)
    প্রজাতি:
    D. russelii
    দ্বিপদী নাম
    Daboia russelii
    (শ এবং নোড়ার, ১৭৯৭)

Komentáře •