তুমি রাজভাণ্ডারী,খাসভাণ্ডারী,বাবা শফিউল,তুমি ফুলভাণ্ডারী,মূলভাণ্ডারী,তুমি তোমার তুল

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2023
  • তুমি রাজ ভাণ্ডারী, খাস ভাণ্ডারী, বাবা শফিউল
    তুমি ফুল ভাণ্ডারী, মূল ভাণ্ডারী, তুমি তোমার কুল ।।
    তুমি মাইজভাণ্ডারী, দিক দিশারি অথৈ ক্ষমতা
    তুমি মারো ধরো আপন করো বিলাও মমতা।
    তুমি রহমানী ইলমে ধ্বনি সুরেতে মশগুল ।।
    তুমি প্রেমের নায়ক, সুরের গায়ক, বিশ্ব গীতিকার
    তুমি সর্বকলা, সর্ববলা, নিপূন ভাষ্যকার ।
    তুমি নুরে রুপম, দয়ার কসম, কাঙ্গালেরি কুল ।।
    তুমি শাস্ত্রকিতাব, অন্তহিসাব, যুক্তি চূড়ান্তন
    তুমি মধ্যমনি পাতালখনি গভীর অনন্তন ।
    তুমি সেনাপতি, রূপবতী, শুদ্ধ নিধন সুর ।।
    তুমি ঐশি আলো, কলব জ্বালো, সরাও অন্ধকার
    তুমি সত্য পথের, কুদরতের, শ্রেষ্ঠ খেলোয়ার ।
    তুমি খেলছো বলে, দলে দলে মাঠে হুলুস্থুল ।।
    তুমি সাধের নিদান, ভাগ্যবিতান ললাটেরী তাজ
    তুমি ফাগুন হাওয়া, কোকিল গাওয়া যৌবনের ডাক ।
    তুমি জিকির ছেমা, স্বর্গীমেমা আসমানী বাউল ।।
    তুমি সত্যশিশু, কৃষ্ণযিশু, হরেক সম্মহন
    তুমি পঞ্চরঙ্গী, মানবসঙ্গী, মুক্ত আলিঙ্গন ।
    তুমি বেদহারামী মনগোড়ামি করেছো নির্মুল ।।
    তুমি আদ্য আগাম, ভবের লাগাম, গোপন রহস্য
    তুমি বাসর রাত্রির মিলন রতির প্রথম সু্হস্য ।
    মহি শফিউলি চন্দ্রবুলি গাহিয়া বেভুল ।।
    তুমি ফুল ভাণ্ডারী, মূল ভাণ্ডারী, তুমি তোমার কুল ।।
    ✍️ সৈয়দ মহি মাইজভান্ডারী
    #মাইজভান্ডার_শরীফ#মাইজভাণ্ডারী_কালাম#ভান্ডারী_গান#বাবাভান্ডারী#ভান্ডারী_গান#মাইজভান্ডার_শরীফ#maizvandar_darbar_shorif#maijvandari_gaan#হুয়ার_রহমান#maizvandar#maijvandari_gaan#শফি_বাবাজান#হযরত_সৈয়দ_শফিউল_বশর_মাইজভান্ডারী(ক.)#maizvandar_darbar_shorif

Komentáře • 8

  • @nazmulhaque7077
    @nazmulhaque7077 Před měsícem +2

    শফি বাবার খোশরোজ শরীফ ❤

  • @MdArfin-
    @MdArfin- Před 4 měsíci +3

    আহ,পরান জুরায়,দিলদিওয়ানা

  • @user-nb5fg9ij7e
    @user-nb5fg9ij7e Před 7 měsíci +1

    ❤❤❤

  • @user-up1pu7oi9c
    @user-up1pu7oi9c Před 8 měsíci +2

    ❤❤❤❤❤

  • @user-fv3nx7ey2s
    @user-fv3nx7ey2s Před měsícem +1

    জয় বাবা জান শফিউল বশর মাইজভান্ডারি

  • @meharjharna1411
    @meharjharna1411 Před 7 měsíci +1

    Bismillah mashyallah

  • @Rabeya464
    @Rabeya464  Před 7 měsíci +1

  • @hazratshasoyodnasiruddintr6731
    @hazratshasoyodnasiruddintr6731 Před 8 měsíci +1

    আউলিয়া হযরত শাহ্ ‌সৈয়দ নাসিরউদ্দ্দিন সিপাইসালার মদানী রহঃ খানদুরা দরবার শরীফ আমি গোনাগার ❤❤