আবৃত্তি প্রতিযোগিতা রানিগঞ্জ শিল্পাঞ্চলে # আয়োজনে আবৃত্তি একাডেমি রানিগঞ্জ

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2024
  • রানিগঞ্জ শিল্পাঞ্চলে সুস্থ সংস্কৃতি বোধ গড়ে তোলার লক্ষ্যে আবৃত্তি প্রতিযোগিতা: আয়োজন করেন রানিগঞ্জের সংস্কৃতি প্রেমী সংস্থা "আবৃত্তি একাডেমি রানিগঞ্জ" দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে। বর্তমানের পশ্চিম বর্ধমান জেলার এই রানিগঞ্জ- কয়লাখনি- লৌহ- ও অন্যান্য বহুবিধ সমন্বয়ী একটি বিশাল শিল্পাঞ্চল। এখানের দামোদর তীরবর্তী বীরভানপুর খননকার্য থেকে জানা যায় যে পাঁচ হাজার বছরের ও বেশি পূর্বে এটাই ছিল প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক মাইক্রোলিথিক শিল্প ভূমি। স্বদেশের প্রথম আধুনিক শিল্পপতি প্রিন্স দ্বারকা নাথ ঠাকুর, তাঁর নাতি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, নেতাজি সুভাস চন্দ্র বসু, স্থানীয় সিয়ারসোল রাজ পরিবার সহ অন্যান্য বহু মহামানব ও মানুষদের আগমনে ও অবদানে সু-সমৃদ্ধ এই ভূমি। এহেন শিল্পভূমিতে একটি ভাষা- সাহিত্য- সংস্কৃতি বিষয়ক চর্চার “আবৃত্তি একাডেমি , রানিগঞ্জ”-এর কিছু কাজকর্মের নমুনা উপস্থাপন করছি কৃষি সাহিত্যের পক্ষে সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও সহযোগী আমি মণীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
    সকলের মধ্যে সাংস্কৃতিক চর্চা আরো বিকশিত করে তোলার লক্ষ্য নিয়ে লাগাতার অনুশীলন চালিয়ে যাচ্ছে এই আবৃত্তি প্রশিক্ষণ সংস্থা। এবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম দিবস এবং বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সংস্কৃতিপ্রেমী গ্রাম হিসেবে পরিচিত সিয়ারসোল গ্রামের গার্লস হাই স্কুলে গত রবিবার ২৬-মে সম্পন্ন হল "সারা শিল্পাঞ্চল আবৃত্তি প্রতিযোগিতা ২০২৪"। পঞ্চম বর্ষের এই প্রতিযোগিতায় সিয়ারসোল গার্লস হাই স্কুলে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রানীগঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপিতা গৌতম ঘোষ, বিশিষ্ট শিক্ষক কল্লোল ঘোষ, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ নন্দী,গোপাল আচার্য, বলরাম রায়, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাম সুবাস হাজরা, লেখক মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়, কবি ইন্দ্রজিৎ চক্রবর্তী, জিতেন্দ্র দত্ত, সিয়ারশোল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মননীয়া ছবি দে সহ অন্যান্যরা! মোট ৮টি বিভাগে পশ্চিম বর্ধমান সহ ভিন জেলা মিলিয়ে প্রায় আড়াইশো জন প্রতিযোগী অংশ নেন এদিনের এই আবৃত্তি প্রতিযোগিতায়! একই সাথে পৃথকভাবে আবৃত্তি একাডেমী রানীগঞ্জের ছাত্র-ছাত্রীদের নিয়েও আন্ত একাডেমি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন। আবৃত্তি একাডেমির কর্ণধার মাননীয় অভিজিত দে জানালেন, প্রতিযোগিতায় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বৃহত্তর অনুষ্ঠান মঞ্চ থেকে আগামী ২৩ শে জুন রবিবার সন্ধ্যায়! এদিনের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল শিল্পাঞ্চলের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল "প্রত্যক্ষ বার্তা" ও অন্যান্যরা । সকলকে আন্তরিক ধন্যবাদ জানান অভিজিতবাবু। নমস্কার

Komentáře • 2

  • @avijitdeyvlogs3040
    @avijitdeyvlogs3040 Před 2 měsíci +1

    অসাধারণ একটি উপস্থাপনা। অনেক ধন্যবাদ চ্যানেলটির কর্তা মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় কে।

  • @user-wh6ix9ws4m
    @user-wh6ix9ws4m Před 2 měsíci

    খুব ভালো উদ্যোগ।