রেইন লিলির বাল্ব লাগানোর সঠিক নিয়ম|| রেইন লিলি রিপটিং করবেন কখন||rain lily bulbs planting

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • আজকের ভিডিও টি তে দেখিয়েছি রেইন লিলি বাল্ব লাগানোর সঠিক নিয়ম,রেইন লিলির মাটি তৈরি,কখন ও কিভাবে রিপটিং করবেন, কোথায় রাখবেন, ফুল পাওয়ার উপায় ইত্যাদি ‪@aponbaranda6449‬
    #balconygarden #gardening #rainlily #bulb #repoting #plants

Komentáře • 58

  • @user-xh3cu5ro7h
    @user-xh3cu5ro7h Před 24 dny

    আপু আপনার Vidio follow করে আমার রেইন লিলিতে অনেক ফুল হয়েছে .Thank you apu ❤❤❤

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před 24 dny

      @@user-xh3cu5ro7h আলহামদুলিল্লাহ! ❤️

  • @StaywithNasrinLopa
    @StaywithNasrinLopa Před rokem +2

    অসংখ্য ধন্যবাদ আপু অনেক কিছু জানতে পেরেছি আলহামদুলিল্লাহ

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před rokem

      আপনাকেও ধন্যবাদ আপু। চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ❤️❤️

  • @Gayetri505
    @Gayetri505 Před 23 dny

    খুব সুন্দর হয়েছে ভিডিও টি❤❤❤

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před 23 dny

      অসংখ্য ধন্যবাদ আপু।

  • @twinsgreennest9238
    @twinsgreennest9238 Před rokem

    খুব ভালো লাগলো আপু। উপকারী তথ্য

  • @roksanapervin5656
    @roksanapervin5656 Před 17 dny

    Thanks.

  • @kobitachowdhuri-wo3vd
    @kobitachowdhuri-wo3vd Před rokem +2

    Thanks api ❤❤

  • @surovisworld2158
    @surovisworld2158 Před rokem +1

    Helpful video apuu❤

  • @nadimjabed7879
    @nadimjabed7879 Před rokem +3

    Voice ta mashaallah 😊

  • @MdHasan-sl3sf
    @MdHasan-sl3sf Před 6 měsíci

    Onek sundor

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před 6 měsíci

      অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকুন।

  • @raton_garden
    @raton_garden Před rokem

    Hare Krishna. Good job ❤🎉❤🎉

  • @rabby76
    @rabby76 Před 11 měsíci

    ami koyekta blulb ropon korci dekhi ful ase kina ebar, apo onk helpful information diyecen ejonno subscribe o kore dilam😪

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před 11 měsíci

      অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @Nirobvai111
    @Nirobvai111 Před 23 dny

    এই কন্দ গুলো গারার কতদিন পর ফুল দেয় এবং ঝোপাআলো হয়

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před 23 dny

      কন্দ / বাল্ব ঠিক থাকলে এবং বর্ষার আগে রোপণ করলে এক মাসের মধ্যেই ঝোপালো হয় এবং বৃষ্টির পানি পেলে দ্রুত ফুল ফোটে।

  • @user-wo4ti5kj9n
    @user-wo4ti5kj9n Před 19 dny

    এই ফুল কি একটা থেকে অনেকটি হয় একটু বলবেন প্লিজ

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před 19 dny

      ফুল না, মাটির নিচে বাল্ব থাকে। একটা বাল্ব থেকে অনেক গুলো বাল্ব হয়।

  • @jennidas2261
    @jennidas2261 Před 3 měsíci

    Report korar por ba notun bulb laganor por gach jodi kora rod ba jhum bristi pai tahole bulb mara jabe?

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před 3 měsíci

      রিপটিং করার পর সাথে সাথেই কড়া রোদে না রেখে ২/৩ দিন হালকা রোদ পায় এমন জায়গায় রাখবেন তারপর কড়া রোদে রাখবেন তাহলে কিছু হবে না।আর রেইন লিলি তো বৃষ্টি পেলেই বেশি ফুল দেয়। তাই বৃষ্টি পেলেও কোনো সমস্যা নেই।

  • @nirjonajahanzara9390
    @nirjonajahanzara9390 Před 6 měsíci

    Apu ami bulb gula reporting korar jonno uthiye 3,4 din rode rakhsi..
    Akhon kobe abar lagabo??
    R age jei matite chilo sei matite lagate hobe??
    Naki notun kore mati baniye sei matite lagano jabe??

    • @nirjonajahanzara9390
      @nirjonajahanzara9390 Před 6 měsíci

      Reply dile onk khusi hobo

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před 6 měsíci

      আগের মাটিতেই বাল্ব গুলো রোপণ করতে পারবেন। মাটি পরিষ্কার করে রোদে শুকিয়ে নিন।আরও ২/৩ দিন পর মাটিতে বুনে দেবেন।

  • @glossy.bd4856
    @glossy.bd4856 Před rokem +2

    Pata na katay Ki onno tobay lagano jay?

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před rokem +1

      জ্বি অন্য টবে লাগানো যাবে, তবে কেটে নেওয়া ভালো।

    • @glossy.bd4856
      @glossy.bd4856 Před rokem +1

      @@aponbaranda6449 thank you

  • @oronno5844
    @oronno5844 Před rokem

    রিপটিং এর কতদিন পর ফুল আশা করতে পারি?

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před rokem

      বাল্ব মেচিউর হলে রি পটিং এর পর সিজন আসার ২/১মাসের মধ্যে ফুল পাওয়া সম্ভব।

  • @ochinpakhi3703
    @ochinpakhi3703 Před 24 dny

    ফুল যেন আমার টবের রাস্তা চেনে না।

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před 24 dny

      পরিচর্যা করুন ইনশাআল্লাহ ফুলের দেখা পাবেন। এবিষয়ে দ্রুত ভিডিও দেওয়া হবে।সাথেই থাকুন।

    • @ochinpakhi3703
      @ochinpakhi3703 Před 24 dny

      @@aponbaranda6449 ধন্যবাদ আপু।

  • @user-hc9cw1qv1p
    @user-hc9cw1qv1p Před 3 měsíci

    খাবার কি দিতে হবে আর 30percent এটা কিভাবে মাপো

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před 3 měsíci

      গাছ লাগানোর জন্য যে পরিমাণ মাটি রেডি করবেন তাতে কোনটা কত পরিমাণ ব্যবহার করবেন তা বোঝাতেই পার্সেন্ট বলেছি।
      রেইন লিলি জৈব সার পছন্দ করে। বিভিন্ন রকমের জৈব সার তৈরির ভিডিও আপলোড করাই আছে দেখে নিতে পারেন। সেই সাথে অবশ্যই বৃষ্টির পানি এবং কড়া রোদ দুটোই পায় এমন জায়গায় রাখবেন। তাহলে বেশি ফুল পাবেন।

    • @user-hc9cw1qv1p
      @user-hc9cw1qv1p Před 3 měsíci

      Percent মানে আমি জানি কিন্ত কি দিয়ে মাটি বালি এগুলো যে দিয়ে মাপার সেটা কি। সেইটাই বলেছি।

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před 3 měsíci

      @@user-hc9cw1qv1p আপু এটা চোখের আন্দাজ করেই করে সবাই। আলাদা করে মাপার কিছু নেই।

    • @user-hc9cw1qv1p
      @user-hc9cw1qv1p Před 3 měsíci

      @@aponbaranda6449 OK thank you 😊

  • @Rupali988
    @Rupali988 Před rokem

    আমি আমার গাছ সাদে রেখে দিয়েছি সারাদিন রোদ পায়

  • @afrinchowdhury9026
    @afrinchowdhury9026 Před 9 měsíci

    আপু আমার রেইন লিলি গাছ গুলোর পাতা কেমন যেন মরে যাচ্ছে 😢কি করবো?

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před 9 měsíci +1

      রেইন লিলি বর্ষা কালের ফুল। এখন সিজন শেষ তাই এমন হচ্ছে। মাটির নিচে বাল্ব আছে।তাই সিজন আসলে আবার নতুন পাতা আসবে। এখন রোদে রাখুন, মাটি শুকালে পানি দেবেন। সার ব্যবহার করবেন না।

    • @afrinchowdhury9026
      @afrinchowdhury9026 Před 9 měsíci

      @@aponbaranda6449 আপু এখন কি বাল্ব উঠিয়ে রিপটিং করা যাবে?

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před 9 měsíci +1

      @@afrinchowdhury9026 না আপু। ভিডিও তে বলে দিয়েছি কোন মাসে করতে হবে।

  • @greenskull9455
    @greenskull9455 Před 10 dny +1

    আমার কাছে কতগুলো রেইন লিলি আছে,গন্ধটা অনেকটা বিস্কিটের মতো।ভ্যারাইটির নাম টা জানিনা

    • @aponbaranda6449
      @aponbaranda6449  Před 10 dny

      না দেখে বলতে পারছিনা।

  • @Mcrafts488
    @Mcrafts488 Před rokem

    Subscribe kore dilam