মহানবী (সা.) এর তরবারি, ফাতিমা (রাঃ) পোশাকসহ বহু নিদর্শন আছে যেখানে | Holy Relics in Topkapi Palace

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2024
  • মহানবী (সা.) এর তরবারি, ফাতিমা (রাঃ) জামা
    -সহ বহু নিদর্শন আছে যেখানে || Holy Relics in Topkapi Palace 🇹🇷
    যে জাদুঘরে আছে নবীজীর (সাঃ) ব্যবহৃত জিনিস।
    দেশ-বিদেশের বিচিত্র জাদুঘরে শত-সহস্র বছরের প্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য ও বৈজ্ঞানিক আবিষ্কার ঠায় দাঁড়িয়ে থাকে। এগুলো একেকটি ইতিহাসের সাক্ষী।
    তেমনই এক ঐতিহাসিক জাদুঘর তুরস্কের ইস্তামবুল শহরে অবস্থিত সুলতান সুলেমানের আমলের তোপকাপি প্রাসাদ। তুর্কি ভাষায় একে বলা হয় তোপকাপি সারাই, যার অর্থ- কামানগোলা প্রাসাদ। দ্বিতীয় মুহাম্মদ পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই প্রাসাদের নির্মাণকাজ শুরু করান। তোপকাপি প্রাসাদটি প্রায় ৪০০ বছর (১৪৬৫ - ১৮৫৬) ধরে তুরস্ক সম্রাজ্যের রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো।
    তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে ঐতিহাসিক সুলতান সুলেমানের তোপকাপি রাজ্যে ঘুরতে না গেলে ব্যর্থ হয়ে যাবে আপনার তুরস্ক সফরটাই।
    তোপকাপি প্রসাদটি এক সময় রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং রাজকীয় বিনোদনস্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয়ে থাকলেও বর্তমানে এটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। কারণ এখানে রয়েছে মুসলমানদের জন্য পবিত্র স্মরণচিহ্ন।
    মুসলিম খেলাফতের শাসন পরিচালনাকারী রাজা-বাদশাহরা সব সময় নিজেদের কাছে রাখতে চেয়েছেন তাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেখে যাওয়া মহামূল্যবান জিনিসগুলো। সে হিসেবে অটোমান খেলাফতের সময় সে জিনিসগুলো চলে আসে তুরস্কে। যা বর্তমানে তুরস্কের ঐতিহাসিক তোপকাপি রাজ প্রাসাদ জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
    খলিফারা মক্কা-মদিনা থেকে মহানবী (সাঃ)-এর স্মৃতিগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তোপকাপি জাদুঘরে রয়েছে মহানবী (সাঃ)-এর দাঁত, চুল, দাড়ি, তখনকার আমলে চামড়ার ওপর লেখা চিঠি, জুতা, পবিত্র মক্কার কাবা শরিফের হাজরে আসওয়াদ পাথর, ধনুক, তরবারি, পোশাকাদি ছাড়াও খলিফা আবু বকর, হযরত আলী ও হযরত ওসমানের ব্যবহৃত তলোয়ার-সবই।
    #holy_relics_in_topkapi_palace #sword_of_prophet_muhammad #topkapi_palace_museum #istanbul #staff_of_moses #turkey #তোপকাপি_প্রাসাদে_মহানবীর_তরবারি #মহানবীর_তরবারি #তোপকাপি_প্রাসাদ_জাদুঘর #ইস্তাম্বুল #পবিত্র_নিদর্শন #তুরষ্ক
    Music Credit : Ibn Al-Noor Kevin MacLeod (incompetech.com)
    Licensed under Creative Commons: By Attribution 3.0 License
    creativecommons.org/licenses/b...
    Music promoted by www.chosic.com/free-music/all/

Komentáře •