ছাদে মাছের জন্য কেমন পরিবেশ দরকার?

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • ছাদে মাছের জন্য কেমন পরিবেশ দরকার? #aquaponicsystem #colorfish#Aquarium
    বাংলাদেশে বর্তমানে অ্যাকোয়াপনিক্স এখন ট্রেন্ডিং এর পর্যায়ে চলে গেছে। অ্যাকোয়াপনিক্স সেটাপ করে বর্তমানে অনেকেই তার নিজস্ব চাহিদার মাছ ছাদ থেকে পেয়ে থাকে।
    অ্যাকোয়াপনিক্স মূলত একটি আধুনিক কৃষি ব্যবস্থা। এ পদ্ধতিতে অনেকেই বর্তমানের মাছ এবং শাকসব্জি উৎপাদন করছে। এ পদ্ধতিতে মাছ ও শাকসব্জি খুবই সুস্বাদু হয়ে থাকে। বর্তমানে অনেকের ছাদবাগানে ছোট বড় করে অনেকেই অ্যাকোয়াপনিক্স এর আয়োজন করে রেখেছে।
    অ্যাকোয়াপনিক্সে বেশ ভালো ফলাফল পাচ্ছে ছাদবাগানীরা। ছাদে মাছ চাষ এবং সেই পানির মধ্যে আবার সব্জি রীতিমতো এটা বিরাট বিষয়।
    আমার ছাদবাগানে রঙ্গিন মাছ চাষ করার একটি বড় উদ্দেশ্য আছে। আমি রঙ্গিন মাছ বানিজ্যিকভাবে চাষ করতে চাই। এবং আশা করছি ছাদবাগানেই বানিজ্যিকভাবে মাছ চাষ করা সম্ভব।
    আমার ছাদবাগানে একটি অ্যাকোয়াপনিক্স এর সেটাপ আছে। আমি এখানে রঙ্গিন মাছের চাষ করেছি। ছাদে মাছ মানেই এক ধরণের আলাদা মজা। তার উপর আবার যদি হয় রঙ্গিন মাছ তাহলে তো কোন কথাই নেই।
    রঙ্গিন মাছ চাষ বেশ লাভজনক। বাংলাদেশে বর্তমানে রঙ্গিন মাছ চাষ করে অনেকেই লাভবান হয়েছেন। এবং ছাদবাগানে রঙ্গিন মাছ চাষ এর সফলতা অনেক।
    রঙ্গিন মাছ ছাদে সহজেই হয়। অ্যাকেুরিয়ামের মাছ আমরা সহজেই ছাদে করতে পারি। রঙ্গিন মাছ চাষ করতে মাছের জন্য ভালোভাবে পরিবেশ তৈরী করে দিতে হবে।

Komentáře • 10