SHWET KALI শ্বেত কালী

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024
  • রাজবলহাটে দেবী দুর্গা, রাজবল্লভী বা শ্বেতকালী রূপে পূজিতা হন। মায়ের শঙ্খধবল গা।বাম পা রেখেছেন বিরুপাক্ষের মাথায় অন্য পা কাল ভৈরবের বুকে। মাথায় মুকুট আর দুচোখে সন্তানের জন্য প্রসন্নতা। রাজবলহাটের এক মালাকারের ঘরে হাজির হয় এক বালিকা। মালাকার অনেক খোঁজ খবর করেও মেয়েটির মা বাবার সন্ধান করতে পারল না। একদিন দামোদরের তীরে বসে সেই মেয়ে সদাগরের সাত নৌকার বহর দেখছিল। রূপসী বালিকার রূপে মুগ্ধ হয়ে অসৎ উদ্দেশ্যে তাকে অপহরণের চেষ্টা করে সদাগর। কিন্তু সেই বালিকার পায়ের আঘাতে ছটি নৌকা ডুবে যায়। সদাগর তখন ইষ্টদেবীর স্তব শুরু করে। বালিকা দেবীমূর্তি ধারন করে সদাগরকে ক্ষমা করেন আর তাঁর জন্য মন্দির প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। সদাগর রাজি হলে তার ডুবে যাওয়া ছয়টি নৌকা আবার ভেসে ওঠে। আজও দুর্গা নবমীর দিন মন্দিরের সামনের পুকুরে নৌকা ভাসানো হয়।

Komentáře • 9