গুলশানের বাড়ি ও বস্তির বাড়িতে রয়েছে তারের মিল || GULSHAN 1 TO MOHAKHALI DOHS || Moving Bangladesh

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024
  • গুলশানের বাড়ি ও বস্তির বাড়িতে রয়েছে তারের মিল || GULSHAN 1 TO MOHAKHALI DOHS || Moving Bangladesh
    #moving_bangladesh
    Facebook Page: / movingbangladesh
    facebook Post: fb.watch/t9RJHo182m/
    This is Moving Bangladesh. In this channel you can get the news and beautiful place of Bangladesh and the world at home.
    I will try to show you different areas on behalf of Moving Bangladesh.
    Thank you for staying with us.
    Facebook Page: movingbangladesh
    #গুলশান
    গুলশান বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অভিজাত এলাকা এবং থানা।[১] এটি একটি সমৃদ্ধ আবাসিক এবং ব্যবসায়িক এলাকা। এখানে কয়েকটি পাঁচ তারকা হোটেল, উচ্চমানের রেস্তোরাঁ, শপিং সেন্টার, বিলাসবহুল বাড়ি ও অ্যাপার্টমেন্ট, প্রতিষ্ঠিত এবং সুপরিচিত বেসরকারী ইংরেজি-মাধ্যম এবং আন্তর্জাতিক স্কুল, ব্যাঙ্ক, দেশীয় ও বহুজাতিক কোম্পানির সদর দপ্তর, সদস্যদের ক্লাব এবং বেশকিছু দূতাবাস এবং হাই কমিশন রয়েছে এই এলাকায়। গুলশানে অনেক বাংলাদেশি ও আন্তর্জাতিক কোম্পানির অফিস রয়েছে।[২] এক সময় ঢাকার প্রধানতম কমার্শিয়াল হাব বা ব্যবসাবাণিজ্যের কেন্দ্র ছিল মতিঝিল। অফিসপাড়া, ব্যাংকপাড়া বলতে তখন সবাই শুধুমাত্র মতিঝিল এবং তদসংলগ্ন এলাকাকেই বুঝতো। তবে সময়ের সাথে সাথে এসেছে পরিবর্তন। বর্ধিত ঢাকার নতুন বাণিজ্যিক কেন্দ্র বা কমার্শিয়াল হাব হয়ে উঠছে গুলশান এবং এর আশপাশের এলাকা।[৩] গুলশান এবং বনানী এলাকার পরিকল্পনা করা হয় অনেক আগে। সে সময় ঢাকা শহরের এক প্রকার প্রান্ত ছিল এই এলাকা। কিন্তু সময় যতই গড়িয়েছে, এই ঢাকা ততই সম্প্রসারিত হয়েছে চারিদিকে এবং গুলশান ও বনানী এলাকা পড়েছে সেই সম্প্রসারিত এলাকার ঠিক মাঝ বরাবর। এই এলাকায় গুলশান লেক নামে একটি হ্রদ রয়েছে।[৪][৫][৬]
    অবস্থান
    ঢাকার উত্তরে বসুন্ধরা বা উত্তরা, দক্ষিণে মতিঝিল বা পুরান ঢাকা, পশ্চিমে ধানমন্ডি বা মোহাম্মদপুর আর পূর্বে বনশ্রী, আফতাবনগর যে অঞ্চলই ধরা যাক না কেন, সব এলাকার মোটামুটি মাঝখানে পড়েছে গুলশান এবং বনানী। গুলশানের চারদিকে মহাখালী, নিকেতন, তেজগাঁও, বারিধারা, বাড্ডা, বনানী, ক্যান্টনমেন্ট এলাকা।[৭] এলাকটি মূলত ২টি অংশ যথাক্রমে গুলশান ১ ও গুলশান ২ নামে পরিচিত। গুলশান ২-এ বড় একটি অংশেই বিদেশী দূতাবাস বা অফিসসমূহের অবস্থান। ঢাকার অন্যতম গাছপালা শোভিত এই এলাকা যদিও একটি আবাসিক এলাকা হিসেবে উল্লিখিত কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন কারণে এটি একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে ও হচ্ছে।[৮][৯][১০]
    যোগাযোগ
    গুলশানে যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে বড় ভূমিকা রাখে মাঝবরাবর চলে যাওয়া গুলশান এভিনিউ। এটি উত্তরে দূতাবাস এলাকা থেকে শুরু করে গুলশান ২ ও ১ নম্বর সার্কেল হয়ে দক্ষিণে হাতিরঝিল পর্যন্ত বিস্তৃত। ১ নম্বর সার্কেল থেকে একপাশে মহাখালী অন্যপাশে বাড্ডা লিংক রোডের যোগাযোগ রয়েছে। ১ নম্বর সার্কেল থেকেই দক্ষিণ দিকে চলে গেলে পৌঁছানো যায় নিকেতন, হাতিরঝিল কিংবা তেজগাঁওতে। আর ২ নম্বর সার্কেলের সাথে সরাসরি যোগাযোগ বনানী, বারিধারা প্রমুখ এলাকার। এছাড়া বনানী ১১ নম্বর রোডের মাথায় লেকের উপর দিয়ে নতুন ব্রিজ নির্মাণ করে নতুন যাতায়াতের মাধ্যম তৈরি করা হয়েছে যা বনানী ও এয়ারপোর্ট রোডের সাথে গুলশানে যাতায়াতের নতুন মাধ্যম তৈরি করেছে।
    মহাখালী বাংলাদেশের রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা। ঢাকা শহরের অন্যতম ব্যস্ত স্থান মহাখালী। উত্তরে বনানী এবং তেজগাঁও শিল্প এলাকা দক্ষিণে এবং গুলশান ও নিকেতন পূর্বে এবং ঢাকা সেনানিবাস, টিএন্ডটি কলেজ এবং টিএন্ডটি স্যাটেলাইট অফিস বস্তির পশ্চিমে অবস্থিত। মহাখালীতে অনেক গুরুত্বপূর্ণ অফিস ও প্রতিষ্ঠান রয়েছে। মহাখালী বাস টার্মিনাল ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ টার্মিনাল। ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিস (ডিজিএইচএস), স্বাস্থ্য অধিদপ্তর, বন ভবন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস), ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ব্র্যাক সেন্টার, আইসিডিডিআর, বি এবং সরকারি তিতুমীর কলেজ মহাখালীতে অবস্থিত। মহাখালী ফ্লাই-ওভার, এর প্রথম ধরনের যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় নভেম্বর ২০০৪ এ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফ্লাইওভার ব্রিজের পাশেই মহাখালী কাঁচা বাজার অবস্থিত।[১]
    ভৌগোলিক অবস্থান
    মহাখালী ২৩.৭৭৯৫° উত্তর ৯০.৪০৪৬° পূর্ব এ অবস্থিত। এর উত্তরে বনানী, দক্ষিণে মগবাজার এবং পূর্বে গুলশান ও নিকেতন অবস্থিত।
    যোগাযোগ ব্যবস্থা
    মূল নিবন্ধসমূহ: মহাখালী বাস টার্মিনাল ও মহাখালী উড়ালসেতু
    মহাখালী বাস টার্মিনাল ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল।[২] বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বাসগুলো এখান থেকে ছেড়ে যায়।
    মহাখালীতে বাংলাদেশের প্রথম উড়ালসড়ক নির্মিত হয়, যা মহাখালী ফ্লাইওভার নামে পরিচিত।[৩] এর নির্মাণকাজ শুরু হয় ২০০১ সালে। ২০০৪ সালে এর একটি অংশ সাধারণের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়।

Komentáře • 7

  • @jahangirmorshedalam7277

    অসংখ্য ধন্যবাদ আপনাকে, Videoটি খুব সুন্দর হয়েছে । ফ্লাইওভারের রঙ তো হয়েছে সুন্দর । তবে এখন ঢাকা শহরকে মনের রঙে রাঙাতে হবে । Moving Bangladesh সেই কাজটিই এখন করে যাচ্ছে ।

  • @thufailbangla9337
    @thufailbangla9337 Před 17 dny

    লেখার কারণে কিছু দেখা যায় না

  • @mirismamhamim9386
    @mirismamhamim9386 Před 16 dny

    Shaheen college er opposite a oita vaia army aviation school na..oita civil aviation school and college, tejgoan...
    Kurmitola teo arekta civil aviation college ase

    • @MovingBangladesh
      @MovingBangladesh  Před 15 dny +1

      হ্যাঁ হ্যাঁ! অনেক ধন্যবাদ ভাই

  • @Md.jubayerMridha-bi2jj

    Lakhar karone 50vag jaygay dakhta parinai