বিদ্যাসাগরের শত্রুরা এখনো বেঁচে আছে | Ishwar Chandra Vidyasagar | Bengal Empire

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • বিদ্যাসাগরের শত্রুরা এখনো বেঁচে আছে | Ishwar Chandra Vidyasagar | Bengal Empire
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    Ishwar Chandra Vidyasagar had an illicit affair with a widowed woman. Not only that, a child was also born to them, just such a complaint was made in his name by Sutapa Sengupta, a professor of Jadavpur University. In this video I have highlighted that truth. And here I have explained in detail why Vidyasagar stood up for the remarriage of Indian widows, why he wanted to end polygamy, child marriage and why Vidyasagar was a pioneer in promoting women's education. The following topics are highlighted here.
    বিদ্যাসাগরের জীবনী। বিদ্যাসাগরের অবৈধ সম্পর্ক। বিদ্যাসাগর বিধবা বিবাহ কেন চালু করেছিলেন? কেন বিদ্যাসাগর বাল্যবিবাহ, বহুবিবাহ বন্ধ‌ করতে চেয়েছিলেন?
    কুলিন বিবাহ কি ছিল? কেমন ছিল কুলিন সমাজ? কৌলিন্য প্রথা কি ছিল? কুলিন কন্যাদের জীবন কেন অভিশপ্ত ছিল? বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়েছিল? মধ্য যুগের হিন্দু সমাজ কেমন ছিল? বিদ্যাসাগরের জীবনে নারী। সতীদাহ প্রথা ও রাজা রামমোহন রায়। বিদ্যাসাগর কিভাবে বিদ্যাসাগর হলেন? বিদ্যাসাগর একমাত্র পুত্রকে ত্যাজ্যপুত্র করেছিলেন কেন? দয়ার সাগর বিদ্যাসাগর। কুলি বিদ্যাসাগর। মাইলস্টোন ও বিদ্যাসাগর। অসাধারণ বিদ্যাসাগর। বিদ্যাসাগর ও হোমিওপ্যাথি। দয়ার সাগর বিদ্যাসাগর। বিদ্যাসাগরের মজার গল্প। বিদ্যাসাগর বাংলার সমাজ সংস্কার। মনিষীদের জীবনী। মনিষীদের বানী। মহাপুরুষদের গল্প। বাংলার নবজাগরণ।
    00:00 বিদ্যাসাগরের অবৈধ সম্পর্ক।
    01:34 কৌলিন্য প্রথা ও কুলিন বিবাহ।
    05:42 বিধবা বিবাহ ও বিদ্যাসগর।
    14:13 বাল্য বিবাহ ও বিদ্যাসাগর।
    16:01 বহু বিবাহ ও বিদ্যাসাগর।
    17:15 নারীশিক্ষা ও বিদ্যাসাগর।
    Credits:
    I frankly admit that in this video some photos and clips are used, which are not mine.These are all taken from Google, for educational purpose only, under CZcams fair use policy. So thanks to all respected owners.
    #ইতিহাস #বাঙালি #বিদ্যাসাগর

Komentáře • 552

  • @amiyamondal8400
    @amiyamondal8400 Před 11 měsíci +107

    এদের মানুষ বলে মনে করা উচিৎ নয়,যারা এমন কুৎসা ছড়ায়। আপনাকে অনেক ধন্যবাদ।

  • @subirkhanra5740
    @subirkhanra5740 Před 2 měsíci +26

    উনি আমাদের জন্য অনেক বড় বড় সংস্কারমূলক কাজ করে গেছেন। যা অনেকেই আমরা জানি না। তাকে নিয়ে অনেক সমালোচনা করি। উনি আমাদের গর্ব

    • @Sukanyabiswas1
      @Sukanyabiswas1 Před 2 měsíci +1

      ইহা সত্যি। আপনার সহিত সহমত পোষন করছি।যথার্থ প্রমাণ ছাড়া কোনো ব্যাক্তির সম্পর্কে কটুক্তি বা তার চরিত্রকে কালিমালিপ্ত করা উচিত নয়।আর বিদ্যাসাগর মহাশয় কে নিয়ে বলতে হলে তো একদমই নয়।

    • @bkm5907
      @bkm5907 Před 2 měsíci +2

      Kukuri abar abar adhapika ki kore hay?

  • @tagore9874
    @tagore9874 Před rokem +69

    কিছু দু্র্বল মনের মানুষ গুজব ছড়াতে ভালোবাসে, সেজন্য তাদের শাস্তি হওয়া দরকার।

  • @shikhadebnath8643
    @shikhadebnath8643 Před 2 měsíci +6

    আপনি এই মূল্যবান তথ্য প্রকাশ্যে এনেছেন ও বিস্তারিত ভাবে এই বিবরণ আমাদের সাথে share করেছেন তাই আপনাকে আন্তরিক ধন্যবাদ।

  • @user-lh2gh9go3k
    @user-lh2gh9go3k Před měsícem +4

    আপনার এই আলোচনা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । আপনার উদ্যোগ কে ধন্যবাদ। ভালো থাকবেন। ❤❤

  • @bijonchakraborty4468
    @bijonchakraborty4468 Před rokem +16

    আপনার এই অতি ‌পরয়োযনীয় এবং প্রমানিত তথ্য এর প্রচার দরকার নাহলে সব ই অন্ধকার এ‌ থেকে যাবে অনেক অনেক ধন্যবাদ

  • @tarunbiswas350
    @tarunbiswas350 Před 8 měsíci +10

    বহু তথ্য তুলে ধরে বিদ্যাসাগর বহু সামাজিক অবদান অতি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। বিদ্যাসাগরের বিভিন্ন সমাজ সেবামূলক কাজে লোকমাতা রানী রাসমণি যে তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন সেই কথা উল্লেখ করলে খুব ভালো লাগতো। আপনাকে অশেষ ধন্যবাদ জানাই।

  • @pabitrapratihar3223
    @pabitrapratihar3223 Před 11 měsíci +32

    এই মহামানবের উদ্দেশ্যে জানাই শশ্রদ্ধ প্রনাম!

  • @jayantakumarray127
    @jayantakumarray127 Před 2 měsíci +7

    বিদ্যাসাগর মহাশয়, রাজা রামমোহন রায়, এরা ছিলেন বলে এবং মানুষের কল্যাণের জন্য আধুনিক চিন্তাধারার প্রবর্তন করেন বলে আজ আমরা মুক্ত চিন্তা করতে পারি। আর আর ধন্যবাদ যারা কঠিন দিনগুলো তাদের পাশে ছিলেন তারা সর্বদা প্রণম্য ।

  • @tandranandi7092
    @tandranandi7092 Před 11 měsíci +24

    আপনাকে প্রণাম ,এত তথ্য উপর দৃষ্টিপাত করেছেন। আমাদের মণীষীদের আমরা বিশেষ গুরুত্ব দিতে জানি না যতটা পায় পশ্চিম সভ্যতা।🙏

    • @TheBengalEmpire
      @TheBengalEmpire  Před 11 měsíci +1

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙏

    • @sayanichatterjeeviii-c-2068
      @sayanichatterjeeviii-c-2068 Před 11 měsíci

      ​@@TheBengalEmpirekhub bhalo laglo thank you

    • @jayantichowdhury7600
      @jayantichowdhury7600 Před 2 měsíci

      আমি এই বঙ্গের একজন অতি সাধারণ একজন মহিলা তবুও আমি এই কথা অত্যন্ত শ্রদ্ধা ও সবিনয়ে বলছি যে আমাদের এই কপাল পোড়া বাঙালি প্রতিটি মেয়েদের প্রতিদিন সকালে উঠে এই মহা মনীষাকে প্রণাম করি উচিত মাননিয়া অধ্যাপিকা কি অধ্যাপিকা পদে পৌছাতে পা্রতেন যদি না বিদ্যাসাগর মহাশয় এই বঙ্গে না জন্মাতেন ?

  • @tapankumardutta296
    @tapankumardutta296 Před 6 hodinami

    Bengal Empire এর প্রতিবেদক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই উপযুক্ত প্রমাণ সহ এই প্রতিবেদন টি জনগনের দরবারে প্রকাশ করার জন্য।
    কয়েকটি কথা: (১) এককালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রচুর সুনাম ছিল।সুতপা সেনগুপ্ত ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা র চাকরি কি ভাবে পেলেন?? যিনি বাল্যকাল থেকে কু - শিক্ষা ই অর্জন করে থাকেন,ওই ব্যক্তির মুখ থেকে যৌবনে ও সেই কুৎসিত বাক্যালাপ , কুৎসিত মানসিকতা র প্রকাশ ঘটবেই। তিনি যে অধ্যাপিকা হয়েছেন সেটা যে বিদ্যাসাগরের দৌলতেই, সেই শিক্ষা ওনার পিতা ওনাকে জানিয়েছিলেন কি??? এটা আমার কথা নয়। এটা বলছেন শ্রী রামকৃষ্ণের কথামৃত বই। অবিশ্বাসীরা পাঠ করে দেখতে পারেন। সেই অনেকটা যে খাবারের যে রকম ঢেঁকুর ওঠে। তিনি একজন প্রাত:স্মরণীয় মনীষীর নামে এই রকম কুৎসা প্রচার করে কি ভারত রত্ন বা নোবেল প্রাইস পাবার আশা করছেন???? ওনার নিজের শরীরের কোন অংশে কতজন পুরুষ touch করেছেন, সেটা কি তিনি স্বীকার করবেন???ওই জাতীয় মন্তব্য ও মানসিকতার ছোঁয়ার কারনেই এই বিশ্ববিদ্যালয়
    এখন Ragging ও খুন , অপমৃত্যু র মিছিল চলছে।
    এগুলো ওনার চোখে চরিত্র হীনতা দেখতে পান না।
    ০৮.০৭.২০২৪.

  • @norottomroy964
    @norottomroy964 Před rokem +58

    অকাট্য প্রমান ছাড়া যারা মানুষের বদনাম ছড়ায় তারা নিশ্চিত ভাবে বিকৃত মস্তিষ্কের হীনমন্যতায় ভোগা মানুষ

    • @Babli5214
      @Babli5214 Před 11 měsíci +3

      একদম ঠিক কথা বলেছেন

    • @shirinakterhabib3064
      @shirinakterhabib3064 Před 11 měsíci

      দুখের সাথে ভালো লাগছে ।

    • @csnoorbd
      @csnoorbd Před 11 měsíci

      Agreed 👍

  • @BikasTalukdar-fe6cd
    @BikasTalukdar-fe6cd Před 2 měsíci +8

    সারা জীবনই মিষ্টির উপরে মাছি পড়ে আলকাতরার উপরে নয় ভালো মানুষকে নিয়ে কিছু খারাপ মানুষ মিথ্যা সমালোচনা করবেই নাম্বার ওয়ান বিদ্যাসাগর একজন ভালো মানুষ ছিলেন

  • @bitonsinha6492
    @bitonsinha6492 Před 8 měsíci +9

    গাছে উঠিয়ে মই কেড়ে নেওয়া মানুষ সব যুগেই ছিল তাহলে 😂। যাইহোক দারুন দারুন দারুন research তোমার। অনবদ্য। চালিয়ে যাও।❤❤❤

  • @dipaliray7104
    @dipaliray7104 Před rokem +60

    দয়া করে বিদ্যাসাগরের সম্বন্ধে কোনো রকম খারাপ কথা দয়া করে বলবেন না।

  • @sitanshuray8499
    @sitanshuray8499 Před 2 měsíci +5

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বিদাসাগর মহাশয়ের বিধবা বিবাহ সফল করার প্রচেষ্টায় যে তথ্য আপনি পরিবেশন করলেন।

  • @subhaschandrabiswas9517
    @subhaschandrabiswas9517 Před 2 měsíci +12

    দাদা, সুতপার বাবার কি কোন উপপত্নি ছিল ? অথবা মায়ের কোন উপপতি ছিল? থাকলে কতজন ছিল? না থাকলে সেটা কোথাও লিখে রেখে গেছেন? সেই লেখাটা সুতপাকে প্রকাশ করতে বলুন। বিদ্যাসাগরকে অসম্মান করলে বাংলার মানুষ ক্ষমা করবে না।

  • @suvragupta9354
    @suvragupta9354 Před 11 měsíci +17

    ৯৮৭ বিদ্যাসাগরের পক্ষে এই সংখ্যা সঠিক, কিন্তু বিপক্ষে সাক্ষরকারীর সংখ্যা ৩৬০০০ নয়,৩৬০০'র কিছু বেশি ছিল, আর উনি যে সাধারণ মানুষ ছিলেন না, ঈশ্বরের স্বরুপ ছিলেন,সে বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই,যাই হোক আপনার প্রচেষ্টা ধন্যবাদের দাবি রাখে।

  • @kaushiktalukdar8711
    @kaushiktalukdar8711 Před rokem +16

    আপনার research work অনেকটাই সঠিক।।। বিদ্যাসাগর মহাশয় একটি মিথ তাকে যেই যেভাবে খুশি কালিমালিপ্ত করতে পারবেনা। আর অধ্যাপক মাত্রেই কি civilized ও responsible হতে হয়? অনেক ক্ষেত্রেই তার ঠিক উল্টোটাই দেখেছি যে।।।।

    • @rupakdutta7036
      @rupakdutta7036 Před 3 měsíci

      অধ্যাপিকা সুতপা নিশ্চয়ই TTP (টুকেটাকেপাশ) ওর বাবা নিশ্চয়ই সাট্টার বুকী।
      পক

  • @dev-yx6bj
    @dev-yx6bj Před měsícem +2

    তোমার ভিডিও শেষ অবধি ই দেখি, আর তা ছাড়া এই সব ঐতিহাসিক আমলের জ্ঞান বর্ধক ভিডিও পুরো না দেখে থাকতে পারে যায় নাকি,,, তোমাকে অশেষ ধন্যবাদ এই রকম ভিডিও আমাদের সমক্ষে প্রস্তুত করার জন্য

  • @shibaprasadbiswas9335
    @shibaprasadbiswas9335 Před měsícem +2

    বিদ্যাসাগরের তুলনা বিদ্যাসাগর ই হতে পারেন,অন্য কেউ নয় । তাঁর সম্পর্কে প্রতিবেদনটির জন্য ধন্যবাদ ।

  • @sk.badaruddinhaider2673
    @sk.badaruddinhaider2673 Před 2 měsíci +20

    সুতপা নামক অধ্যাপিকার কঠোর শাস্তি হওয়া উচিত

  • @matirmanush5404
    @matirmanush5404 Před 2 měsíci +7

    শ্রী শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন চরম সংযমী সুপুুরুষ।
    কোন মহিলার সাথে যৌন কেলেঙ্কারি ঘটে যাওয়ার মত পুরুষ তিনি ছিলেন না।
    বিদ্যাসাগর মহাশয়ের জীবন পর্যালোচনা করেছেন অনেক অনেক পণ্ডিতবর্গ।
    কেহই তাঁহার জীবনে এরকম কোন আভাষ পান নাই।
    সুতপা সেনগুপ্তার এহেন মন্তব্য (18:45) আসলেই একটি গর্হিত অভিমত।
    আমরা সুতপার বাড়াাড়িতে আহত হয়েছি।
    যাদবপুর বিশ্ববিদ্যায়ের মত একটি নামিদামি শিক্ষা প্রতিষ্টানে কর্মরত একজন প্রফেসার এমন দায়িত্বহীন একটি মন্তব্য করলেন কি ভাবে সেটাই এখন বাহির করা দরকার। সুতপার অজ্ঞতা আসলেই একটি অমার্জনীয় অপরাধ।

    • @mitapradhan5045
      @mitapradhan5045 Před 2 měsíci

      অজ্ঞতা নয় ন্যাকামি। যাদবপুর জে এন ইউ এদের কাজ হল এদেশের বদনাম করা।

    • @pradipmajumder2088
      @pradipmajumder2088 Před 2 měsíci

      সুতপার জন্মদাতাই তো একদিন কলেজ Square এ বিদ্যাসাগর মহাশয় এর মূর্তির মাথা কেটে নিয়েছিলো ! চিনের চেয়ারম্যানই এই ধরণের জারজ গুলোর চেয়ারম্যান বা বাবা !

  • @UtpalMandal-wi7fz
    @UtpalMandal-wi7fz Před měsícem +1

    খুব সুন্দর তথ্যবহুল নিখুঁত উপস্থাপনা।

  • @tkr1145
    @tkr1145 Před rokem +6

    Vidyasagar being a Lion was disliked virtually by all " short sighted inflencial" lambs. Purported version of Ms Sengupta's father might be the outcome of a dwarf's dreaming to touch the Moon.
    Thanks for making such episodes pregnant with factual information. Wishing you GODSPEED 🙏

  • @user-zs7bf3bh6f
    @user-zs7bf3bh6f Před měsícem +1

    ভিডিওটি যথেষ্ট তথ্যসমৃদ্ধ হ ওয়ায় এবং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ পর্যালোচনা করায় অসঙ্খ্য আন্তরিক ধন্যবাদ।

  • @dhimanhalder4256
    @dhimanhalder4256 Před 15 dny

    Bengal Empire এর ভিডিও গুলি ভীষন তাৎপর্যপূর্ণ ও যুক্তিযুক্ত।

  • @user-bh2hg8xf2x
    @user-bh2hg8xf2x Před 2 měsíci +1

    অত্যন্ত ভাল একটি গঠন মূলক তথ্য নিষ্ঠ বক্তব্য, কষ্ট করে এই ভিডিও তৈরী করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ

  • @kuntalkumarsanyal9185
    @kuntalkumarsanyal9185 Před 11 měsíci +4

    Today all ladies who become widow at early age and those get married after 18 years age should, must give respect Respected Sir Vidyasagar. The statesman of India

  • @user-zv7et8sf1x
    @user-zv7et8sf1x Před 10 měsíci +17

    ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহান পুরুষ ছিলেন

    • @nikhilkumarpanja8798
      @nikhilkumarpanja8798 Před 2 měsíci

      ঐ অধ্যাপিকা ভুল তথ্য দিয়েছেন।

  • @dilipkumarchakraborty4956
    @dilipkumarchakraborty4956 Před 11 měsíci +7

    কতগুলো degree থাকলেই তাকে শিক্ষিত বলা যায় না, যদি তার মনের প্রসারতা না থাকে তাদেরকে literated idiot বলা হয়।

  • @ritam4088
    @ritam4088 Před 11 měsíci +6

    দিন ও রাতের মত ভালোর সঙ্গে কিছু খারাপ থাকবেই। পার্থক্য হল কেও এদের বিরুদ্ধে আওয়াজ ওঠায় না। প্রতিবাদ না করলে এরা আরও পেয়ে বসবে।

  • @ManiKumar-ht1cf
    @ManiKumar-ht1cf Před 2 měsíci +1

    Excellent presentation. Bidhawa Bibshais was taken as family responsibility amongst the khas Gorkhas.but entry of Hindu trend made such a marriage a taboo we are trying to go back to old tradition by so called modernisation is a bar
    We r all grateful to vidhyasagarjue
    Jai GorkhaBhasa

  • @zambd23
    @zambd23 Před měsícem +1

    অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ কেন্দ্র রাশিয়া থেকে শুভেচ্ছা।

  • @venkatbraja.5133
    @venkatbraja.5133 Před 2 měsíci +1

    অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য, ভিডিও যেখানে এই মহান ব্যাক্তিটির এত সুন্দর High light করলেন যেটা বর্তমান Internet প্রজন্ম দের অবশ্যই জানা প্রয়োজন অন্তত আমি মনে করি।নমস্কার, ধন্যবাদ🙏

  • @prakashchatterjee477
    @prakashchatterjee477 Před 2 měsíci +6

    যে একথা যে বলছিলো সে আর যাই হোক বিদ্যাসাগরের বিষ্ঠা হবার যোগ্য নয়। পায়ের ধূলো অনেক সম্মানের।

  • @somadas7671
    @somadas7671 Před měsícem +1

    খুব সুন্দর আলোচনা আপনাকে শতকোটি ধন্যবাদ

  • @aparnapal359
    @aparnapal359 Před 26 dny

    আপনাকে অনেক শুভেচ্ছা , অভিনন্দন ও ধন্যবাদ জানাই,
    এইরকম পোস্ট আরো দেখতে চাই ,
    ভালো থাকুন।🙏🙏🙏

  • @maranchdebnath8216
    @maranchdebnath8216 Před 2 měsíci +1

    ইতিহাস ভিত্তিক চমৎকার আলোচনা। ধন্যবাদ।

  • @arunmitra1589
    @arunmitra1589 Před 2 měsíci +1

    খুব ভালো প্রতিবেদন।

  • @bidyutnayeki4940
    @bidyutnayeki4940 Před 2 měsíci +1

    মানুষের উপকার করাই মানুষের ধর্ম, যারা খারাপ চরিত্রের মানুষ, তারা খারাপ মন্তব্য সবদিনই করে থাকে। ধন্যবাদ।

  • @user-uy6yh9sh6l
    @user-uy6yh9sh6l Před 2 měsíci +2

    Many thanks ❤

  • @sankardebnath9239
    @sankardebnath9239 Před 11 měsíci +7

    আপনাকে শত শত ধন্যবাদ 😊

  • @arunachatterjee2701
    @arunachatterjee2701 Před 2 měsíci +1

    মহান মানুষ চিরকালই মহান
    হাজার অপবাদ ও তাঁদের নিচে নামাতে পারে না। তাঁদের স্থান উচ্চে।

  • @arunkhilari7011
    @arunkhilari7011 Před měsícem +1

    Khub informative.

  • @uttammaity7960
    @uttammaity7960 Před 2 měsíci +2

    খুব সুন্দর বিশ্লেষণ।

  • @manikamajumder8234
    @manikamajumder8234 Před 11 měsíci

    Thank you for the
    Video, God bless you.👍💞

  • @ratanmandi7225
    @ratanmandi7225 Před 2 měsíci

    Onek onek dhonyobad o suvechha roilo.... sothik totho tule dhorar jonno....

  • @nepalchakraborty4196
    @nepalchakraborty4196 Před 2 měsíci

    খুব সুন্দর একটি তথ্য জানলাম ও শুনতে পেলাম।

  • @kabitarsathekamal9786
    @kabitarsathekamal9786 Před 2 měsíci

    অসাধারণ তথ্য খুশি হলাম।

  • @mohanlalmondal9741
    @mohanlalmondal9741 Před 8 měsíci

    Thanku, good and informative,

  • @nitaisarker62
    @nitaisarker62 Před 4 dny

    অনুমান নির্ভর একটা অপবাদ তৈরী করে প্রাতস্মরনীয় ব্যক্তি বিদ্যাসাগর মহামহিমের চরিত্র হননের চেষ্টা করার জন্য সুতপাকে নিন্দা জ্ঞাপন করছি।

  • @user-hu3el5hn3b
    @user-hu3el5hn3b Před 2 dny

    মহান বিপ্লব বিদ্যাসাগরকে আমার সশ্রদ্ধ প্রণাম।

  • @debajyotichakrabarty1359
    @debajyotichakrabarty1359 Před 2 měsíci

    Very nice analysis and wish you prosperity 🙏 Truth is truth, you have proved it.I think We all should worship Vidyasagar for his Selflessness,Greatness,Panditya and endless contributions to this society.
    Some people always remain present in our society those people want to come in front of lime light saying nonsense and abusing the great men.Here we have noticed another such woman

  • @anandakumarsaren6613
    @anandakumarsaren6613 Před 2 měsíci

    Outstanding vedio and very good informetic, thank you so much for your various episode vedio like that. Go no and stay well. 💐🙏

  • @lalitgobindasaha8540
    @lalitgobindasaha8540 Před měsícem

    I am super sr citizen of 85yrs old. Yr crjtics is superb.And verily correct observations proceed further//.tks

  • @SubhashMaji-kd2io
    @SubhashMaji-kd2io Před rokem

    You have had a insight about the life of Vidyasagar.

  • @malay-ic8cg
    @malay-ic8cg Před 2 měsíci

    খুব ভালো লাগলো। অনেক কিছু নতুন করে জানলাম। আপনাকে অজস্র ধন্যবাদ।

  • @Jibonerkotha.c
    @Jibonerkotha.c Před 11 měsíci

    Thank you so much

  • @freedomentertainchannel
    @freedomentertainchannel Před 11 měsíci

    Many thanks

  • @subalsarkar5969
    @subalsarkar5969 Před 2 měsíci

    খুব সুন্দর আলোচনা।

  • @MMitra-zz5gn
    @MMitra-zz5gn Před 2 měsíci +1

    সুতপা নামের মহিলাটির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সে শুধু অশিক্ষিত ই নয় অকৃতজ্ঞ ও।বিদ্যাসাগর সম্পর্কে এ ধরণের অসম্মান জনক মন্তব্য শাস্তি যোগ্য অপরাধ বলে মনে করি ।

  • @chandrashekharmistri2470
    @chandrashekharmistri2470 Před 11 měsíci +1

    Thanks

  • @diptibhusan7964
    @diptibhusan7964 Před měsícem

    খুব ভালো লাগলো।ধন্যবাদ।অনেক নতুন কথা জানতে পারলাম।

  • @biswajitnaskar8264
    @biswajitnaskar8264 Před 2 měsíci

    Khub khub valo laglo, Sir.

  • @RafikulHoqueSarkar-ne4dp
    @RafikulHoqueSarkar-ne4dp Před 2 měsíci

    Khub valo laglo,Dhannobad.

  • @Experimentalidiet
    @Experimentalidiet Před 2 měsíci

    খুব সুন্দর উপস্থাপনা ❤

  • @user-np9sw7to4o
    @user-np9sw7to4o Před měsícem

    অনেক অজানা তথ্য দিলেন।যা অনেকের জানা নেই। আপনাকে ধন্যবাদ।

  • @user-xk8lz3dd8x
    @user-xk8lz3dd8x Před měsícem +1

    বিদ্যাসাগর ছিলেন বলে আজ নারীদের মহা মুক্তি মিলেছে। না হয় সেকালের নিষটুর পরিনতি আজও ভোগ করতে হতো নারীকে।

  • @dr.augustinecruze8360
    @dr.augustinecruze8360 Před 2 měsíci

    Good job. Informative.

  • @debashisghosh2228
    @debashisghosh2228 Před 2 měsíci

    Very informative nice video. Today bengali women are blessd by him. I

  • @alokedas7727
    @alokedas7727 Před měsícem

    Thanks.

  • @arindumchatterjee8908
    @arindumchatterjee8908 Před 11 měsíci

    Khub khub valo procheshta vai 🙏

  • @pradipraychaudhuri7252
    @pradipraychaudhuri7252 Před 11 měsíci +4

    He was a greatest Social Reformer of Bengal and his contribution was beyond any boundary of time and space. Vested interest is the cause of division of two groups.

  • @jyotibandyopadhyay3279
    @jyotibandyopadhyay3279 Před měsícem

    Apnake anek dhonyobad ei tothyo samidhha bishleshan er jonno.Bidyasagar manushrupi bhagaban..amader desh dhonyo hoyeche onake peye.

  • @manjushreebhattacharjee8923
    @manjushreebhattacharjee8923 Před 2 měsíci

    Eto tothya deyar jonno apnke pranam

  • @digivideomixdigital
    @digivideomixdigital Před měsícem

    ATO sundor bhabe apni uposthapon korechen je tate kore amra vison bhabe onek bapare somrisdho holam.

  • @nirmalbabu2880
    @nirmalbabu2880 Před 2 měsíci

    Thank you for remind for human mind remenber

  • @ranjitoraon9104
    @ranjitoraon9104 Před měsícem

    খুব সুন্দর একটা ভিডিও

  • @pallabsarkar1787
    @pallabsarkar1787 Před 11 měsíci +1

    Anek ojana tatha janagelo.excelent. he Ma ha manab tumi Omar.

  • @smritirekhaghosh7950
    @smritirekhaghosh7950 Před 2 měsíci

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @pradipkumar1173
    @pradipkumar1173 Před rokem

    হুঁ, সম্মাননীয় ব্যষ্টির/ব্যক্তির সম্মান হরণ নিন্দনীয় অপরাধ কারণ কোনো পরিবর্তিত সিদ্ধান্ত হ ওয়া উচিত যথেষ্ট যুক্তি তথ্য ন্যায় সত্য নির্ভর। ধন্যবাদ।

  • @srikantamaiti5556
    @srikantamaiti5556 Před 11 měsíci +1

    After independence such a strong
    Character we have not seen .

  • @learnwithme6934
    @learnwithme6934 Před měsícem

    Je ei video ti toiri koreche take dhonyobad.

  • @malabanerjee7203
    @malabanerjee7203 Před 11 měsíci

    আপনার ভিডিও টি খুব ভালো লাগলো

  • @dipannwitasarkar2199
    @dipannwitasarkar2199 Před měsícem

    Khub valo laglo bhai ,tomay onake dhonnobad ❤🙏

  • @DILIPPACHAL
    @DILIPPACHAL Před 2 měsíci +1

    Good post.

  • @goutamdutta710
    @goutamdutta710 Před rokem

    Hats off.

    • @dipdebnath2754
      @dipdebnath2754 Před rokem +1

      রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।ছি:ছি:এতদিন পর বিদ্যা সাগর মহাশয়ের জীবনে এমন কালিমালিপ্ত করবেন না। হ্যাঁ এটা স্বীকার করছি সেই সময় অসহায় বিধবা দের উপর অবিচার করা হতো।কিন্তু তিনি বিধবা বিবাহ প্রচলন করেন।এটা তাঁর।শুভ প্রচেষ্টা।তিনি মহান।প্রনাম।জানাই তাঁর চরণে সেইসঙ্গে ওনার শুভ চিন্তা র।

  • @user-dg5qo1no1x
    @user-dg5qo1no1x Před 2 měsíci

    ভিডিও টা করার জন্য ধন্যবাদ দাদা

  • @bholapoddar5324
    @bholapoddar5324 Před 2 měsíci +1

    Very nice

  • @wisdombytes22
    @wisdombytes22 Před 10 měsíci

    Good work

  • @ratnamallick6530
    @ratnamallick6530 Před 11 měsíci +56

    কিছু মানুষরূপী দোপেয়ে আছে যারা যেনতেন প্রকারেন সংবাদের শিরোনামে আসতে চায়; এই তথাকথিত অধ্যাপিকা ও হল তেমন ধরনেরই এক জন্তু......কোন প্রমান ছাড়া কেবলমাত্র শোনা কথার ভিত্তিতে তার এ ধরনের মন্তব্যের জন্য কঠোরতম শাস্তির প্রয়োজন ছিল .......

    • @rupakdutta7036
      @rupakdutta7036 Před 3 měsíci +2

      অধধ😂

    • @rupakdutta7036
      @rupakdutta7036 Před 3 měsíci +8

      অধ্যাপিকা সুতপা নিশ্চয়ই TTP (টুকেটাকে পাশ), ওর বাবা নিশ্চয়ই সাট্টার বুকী।

    • @kanansutradhar4431
      @kanansutradhar4431 Před 2 měsíci

      তুই স র গে পৌঁচে যেতে পারিস। যত পারিসনুংরা ঘাট । ।

    • @ajipan7935
      @ajipan7935 Před 2 měsíci

      বিদ্যাসাগর নিজের সন্তানের ও বিয়ে দিয়েছিলেন বিধবার সঙ্গে। ছেলেটি পরে তার বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য বিদ্যাসাগর ছেলেকে ত্যাজ্যপুত্র করেছিলেন। আমি গঙ্গা জলে গঙ্গা পূজো করতে চাই। বিদ্যাসাগর একটা ঘটনায় নিজেই বলেছিলেন তুমি নিশ্চয়ই কোন ভালো কাজ করেছো তাই তোমার নামে নিন্দে হবে।

    • @bhaskardatta1785
      @bhaskardatta1785 Před 2 měsíci

      ​@@rupakdutta7036😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @alokesarkar3049
    @alokesarkar3049 Před 11 měsíci

    চমৎকার

  • @unity1206
    @unity1206 Před 2 měsíci

    Very good content.

  • @sabitabala4351
    @sabitabala4351 Před 19 dny

    Tomar video ta amar khub bhalo laglo,amon aro video banao,

  • @nityanandadeb5341
    @nityanandadeb5341 Před 2 měsíci

    thank you uncle

  • @sabitabala4351
    @sabitabala4351 Před 19 dny

    ভালো মানুষের পিছে সবসময় খারাপ মানুষ লেগে পরে থাকে, বিদ্যাসাগর একজন হীরা ছিল,

  • @dilipkrsingh6870
    @dilipkrsingh6870 Před 11 měsíci +3

    ধন্যবাদ, ধন্যবাদ। আপনার ভাবনাকে সেলাম।আমার বাংলায় যেন এর অবখয় না হয়।

  • @user-nt4nq6bz7q
    @user-nt4nq6bz7q Před 2 měsíci

    Bhalo laglo

  • @somaaich2898
    @somaaich2898 Před 2 měsíci

    খুব ভালো লাগলো