নফস এবং রূহের বৈশিষ্ট্য। চিনুন ও কাজে লাগান। জীবন বনে যাবে। (01:222) dr. Mushtaque Ahmad

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2018
  • আলোচনা ও ওয়াজ উপস্থাপন করছেন,
    পীরে কামিল, অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার,
    হযরত শায়খ আল্লামা ড. মুশতাক আহমদ দামাত বারাকাতুম
    #Dr_Mushtaque_Ahmed
    #ড_মুশতাক_আহমদ
    #دكتور_مشتاق_احمد
    #পীর_সাহেব
    #খানকা #শায়খ যাকারিয়্যা ঢাকা।
    মুহতামিম
    জামিয়া শায়খ যাকারিয়্যা, কাঁচকুড়া, উত্তরখান, ঢাকা।
    ডেপুটি ডিরেক্টর
    ইসলামিক ফাউন্ডেশন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
    খতিব ও শাইখুল হাদিস, তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া, ঢাকা।
    ****************
    ইসলাহী মজলিস
    1. প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার জুমুআ থেকে ইশা পর্যন্ত ঢাকা উত্তরখান কাঁচকুড়া খানকা শায়খ যাকারিয়্যায় এবং
    2. প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার ফার্মগেট তেজগাঁও রেলস্টেশন জামে মসজিদে।
    আপনার দাওয়াত রইল। নিজে আসুন ও অন্যদের দাওয়াত দিন।
    যোগাযোগ করুন 01733549354 01764015867
    ******
    #ওয়াজ
    #বয়ান
    #মোসতাক
    #mostak
    #mushtaq
    #islam
    #bayan
    #dr.
    #ahmad

Komentáře • 29

  • @mdsohrawardi3038
    @mdsohrawardi3038 Před 2 lety +2

    হুজুরের সকল মেহনত আল্লাহ তুমি কবুল কর। পাশাপাশি তাঁর নেক হায়াত দান কর।

  • @Indian-jj3sr
    @Indian-jj3sr Před 3 lety +3

    আল্লা হুজুরের নেক হায়াত বাড়িয়ে দিন আমিন

  • @ikbalhossanhasib6513
    @ikbalhossanhasib6513 Před 3 lety +3

    লা ইলাহা ইল্লাল্লাহূ মুহাম্মদর রাসূলুল্লাহ সাঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। খুবই ভালো লাগলো।

  • @Suhail386
    @Suhail386 Před 3 lety

    Mashallah

  • @RanaRana-lo7iy
    @RanaRana-lo7iy Před 2 lety

    আলহামদুলিল্লাহ,

  • @shimhai2524
    @shimhai2524 Před 4 lety +1

    অসাধারন বয়ান আল্লাহ কবুল করেন।আমীন

  • @hasiburrahaman7861
    @hasiburrahaman7861 Před 4 lety

    সালাম সালাম সালাম খুব ভাল।

  • @NurAlam-dp7mm
    @NurAlam-dp7mm Před 4 lety +1

    হুজুর দোয়া করুন নুর চোখ খুলে যায় আমার দোয়া করুন

  • @mohdakbar8766
    @mohdakbar8766 Před 3 lety +1

    Hujur at first take my cordial salam. Allah bless you for study and teach Deen Islam . I like you hujur, nice day for you always thank hujur please dua to Allah for me.

  • @alaudd8214
    @alaudd8214 Před 5 lety +1

    হুজুরের নাম্বাটা দিলে অনেক উপকারে আসতো।

  • @sahabuddingazi4287
    @sahabuddingazi4287 Před 4 lety

    Phone number ta sothick din pl

  • @user-yy7cv5mi5q
    @user-yy7cv5mi5q Před 8 měsíci

    ছবি

  • @kalpotoru3140
    @kalpotoru3140 Před 2 lety

    নাহ। নফস এবং রূহ সম্পর্কে সূক্ষ্ন কিছু পাইলাম না। আমার মাথাই মোটা

  • @realtune4369
    @realtune4369 Před 6 lety +2

    চুপি চুপি যে আমল করে আলেমগন

  • @sabbirsd9234
    @sabbirsd9234 Před 5 lety +1

    মানুসিক রোগ কি? দয়া করে এই আলেমের কাছ থেকে জানায়ে দেন! আমি ইসলামে সব বিধান মেনে চলি তার পরও মানুসিক চাপ থাকে!!

    • @sabbirsd9234
      @sabbirsd9234 Před 5 lety

      আমি পাগল হইয়া যাই! প্লিজ উওর দিন!

    • @md.anwarhossaion4546
      @md.anwarhossaion4546 Před 4 lety

      আপনি সকাল সন্ধ্যায় জিকির করবেন

    • @mahdeehadi9746
      @mahdeehadi9746 Před 4 lety +4

      আপনার উদ্দেশ্যে বলছি।আপনি স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত রাহে বেলায়াত বইটি পড়বেন।আর বেশি বেশি বলবেন-
      হাসবিয়াল্লাহু ওয়া নিঅমাল ওয়াকিল,নিঅমাল মাওলা ওয়া নিঅমান নাসীর।
      অর্থ-আল্লাহই আমার জন্য যথেষ্ট,তিনি উত্তম কার্যসম্পাদনকারী
      উত্তম অভিভাবক,উত্তম সাহায্যকারী।
      নামাজের সেজদায় আল্লাহর নিকট দুয়া করবেন।বেশি বেশি বলবেন-
      আল্ল-হু আল্ল-হু রব্বী লা উশরিকু বিহী শাইয়ান।
      অর্থ-আল্লাহ,আল্লাহ আমার রব। তাঁর সাথে কাউকে শরিক করিনা।
      বেশী বেশী বলবেন-
      ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়ুমু বি রহমাতিকা আসতাগীস।আসলিহ লী শাঅনী, কুল্লাহু ওয়ালা তাকিলনী ইলা নাফসী তরফাতা আইন।
      অর্থ-হে চিরস্থায়ী,হে সর্বসংরক্ষক, আপনার রহমতের ওয়াসিলাহ দিয়ে ত্রাণ প্রার্থনা করছি।আপনি আমার সকল বিষয়কে সুন্দর ও সাফল্যমণ্ডিত করুন।আর আমাকে এক মুহূর্তের জন্যও আমার উপর ছেড়ে দিবেন না।
      অর্থ বুঝে এই জিকিরগুলো করবেন। এছাড়া অর্থ বুঝে রাহে বেলায়াত বইয়ের আল্লাহর নামের ওয়াসিলার দুয়া ও ইসমে আজম ধরে দুয়া করবেন।দুয়ার মধ্যে বেশি বেশি ইয়া যাল জালালী ওয়াল ইকরাম বলবেন।জামায়াতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের পরের জিকর এবং সকাল সন্ধ্যার মাসনূন জিকির অর্থ বুঝে করবেন।অর্থসহ নিয়মিয় কুরআন তিলাওয়াত করবেন।বেশি বেশি এই ৭টি যিকির করবেন-
      সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী,আদাদা খালকিহী ওয়া রিদা নাফসিহী ওয়া যিনাতা আরশিহী ওয়া মিদাদা কালিমাতিহী
      অর্থ-পবিত্রতা আল্লাহর,তার প্রশংসাসহ,তাঁর সৃষ্টির সমপরিমাণে, তাঁর সন্তুষ্টি পরিমাণে,তাঁর আরশের ওজন পরিমাণে,তাঁর কালিমার সংখ্যা পরিমাণে।
      আলহামদুলিল্লাহি হামদাং কাসীরং তাইয়িবাম মুবারাকাং ফীহি
      অর্থ-সমস্ত প্রশংসা আল্লাহর,অনেক অনেক প্রশংসা,পবিত্র প্রশংসা, বরকতময় প্রশংসা।
      লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইয়ুমিতু, ওয়াহুয়া হাইয়ুল লা ইয়া মুতু বিয়াদিহিল খাইর ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িং ক্বাদীর।
      অর্থ-আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি এক,তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। তিনিই জন্ম ও মৃত্যুদাতা।তিনি চিরস্থায়ী, বিনাশহীন।তাঁর থেকেই আসে সকল কল্যাণ।আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান।
      আল্লাহু আকবার-আল্লাহ সবচেয়ে বড়।
      লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম।
      অর্থ-কোনো ক্ষমতা নেই,কোনো অবলম্বন নেই আল্লাহ ছাড়া যিনি সুউচ্চ,মহান।
      সুবহানাল মালিকিল ক্বুদ্দূস
      অর্থ-ঘোষণা করছি মহত্ব মহা পবিত্র মালিকের।
      লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার,রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমাল আযীযুল গাফফার।
      অর্থ-আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যিনি একক,পরাক্রান্ত,আকাশ ও জমিনের মালিক এবং তিনি প্রবল ও ক্ষমাশীল।
      এই ২টি দুয়া আপনার জন্য-
      ১)আল্লহুম্মা লা সাহলা ইল্লা মা জাঅালতাহু সাহলান।ওয়া আংতা তাজয়ালুল হাযনা ইযা শিয়তা সাহলান।
      অর্থ-আল্লাহ,আপনি যা সহজ করেন তা ছাড়া আর কিছুই সহজ না,আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন।
      ২)রাব্বি আন্নী মাসসানিয়াদদুররু ওয়া আংতা আর হামার রহিমীন।
      অর্থ-হে রব!আমি বিপদে পড়েছি, আর আপনি তো দয়াময়,পরম দয়ালু।

  • @srsanitv4408
    @srsanitv4408 Před 3 lety

    এইবারে উনার সকল যুক্তিগুলো ভিত্তিহীন ধরনের বিষয় বোঝাতে গেলে আপনাকে বৈজ্ঞানিকভাবে যুক্তি দিতে হবে মনগড়া যুক্তি দিয়ে ধর্ম বুঝিয়ে লাভ টা কি মাওলানা সাপ আপনি আল্লাহর নৈকট্য হাসিল করেছেন কি

    • @mdsohrawardi3038
      @mdsohrawardi3038 Před 2 lety

      কোন কামেল ব্যাক্তি তা প্রকাশ করেন না। বিশ্বাস করা না আপনার একেবারে নিজের ব্যাপার।

    • @mansursikder8547
      @mansursikder8547 Před rokem

      তুমি বেয়াদব

    • @farjanakhan8094
      @farjanakhan8094 Před rokem

      আগে নিজে হাসিল করে তারপর অন্যকে দাওয়াত দেয় বুঝতে পারছেন

  • @mijanbinromjan1446
    @mijanbinromjan1446 Před rokem

    পুরা বয়ানটা শোনেছি, আলহামদুলিল্লাহ!