Video není dostupné.
Omlouváme se.

তর্কে-বিতর্কে সত্যজিৎ রায় ও বুদ্ধদেব গুহ | Satyajit Ray | Buddhadeb Guha |

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2024

Komentáře • 308

  • @subhendusinha7017
    @subhendusinha7017 Před 3 lety +15

    দেখে আর শুনেও ভালো লাগে, কি সুন্দর দুই সৃষ্টিশীল মানুষের চিন্তাভাবনা, যেখানে মতের পার্থক্য আছে, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে নিজেদের মত প্রকাশ করেছেন, কাদা ছোড়াছুড়ি করে নয়।

  • @samantakmanichatterjee5815
    @samantakmanichatterjee5815 Před 3 lety +29

    করোনা আক্রান্ত বুদ্ধদেব গুহ। জঙ্গল-প্রেমিক, ভ্রমণ-পিপাসু, মননশীল স্রষ্টার দ্রুত আরোগ্য কামনা করি।🙏🙏🙏

  • @bicchu68
    @bicchu68 Před 3 lety +18

    Incidentally Buddhadeb Guha was a great fan of Ray. In a documentary he had declared it. Even his hero Rijuda was a shadow of himself and Ray & lived in Bishop Lefroy road. Truly a great video. No matter what the opinions were between the 2 it was interesting to learn about the differences of 2 great Bengali icons.

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +4

      You're correct. Rijuda was modeled on Satyajit Ray. Thanks for sharing your valuable opinion.

  • @nafishajakia3128
    @nafishajakia3128 Před 2 lety +2

    ঝগড়-ঝাটি, মারামারি না করে কিভাবে অসাধারণ ভাবে তারা একে অপরের বিরোধিতা করলেন। নিজেদের যুক্তি উপস্থাপন করলেন! এইভাবে কথা বলা আমাদের সবার শেখা উচিত,
    আমরা আজকাল অন্যকে অপমান না করে, দোষ না দিয়ে চিল্লাচিল্লি না করে কোনো কথা বলতেই পারি না!
    আর আপনারা যে এতো কষ্ট করে এই বিষয় গুলো তুলে ধরেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ

  • @azizhasan138
    @azizhasan138 Před 3 lety +14

    আমি দীর্ঘদিন সত্যজিৎ-চর্চার মধ্যে আছি। সেই সূত্রে সবিনয় মন্তব্য : সত্যজিৎ রায় বুদ্ধদেব গুহর লেখার উত্তরে আত্মপক্ষ সমর্থনে না গিয়ে দু-চার লাইনের একটি thanks giving পত্রের মাধ্যমে বিতর্ক এড়িয়ে গেলে ভালো হতো।
    কারন বুদ্ধদেব গুহর লেখা থেকে বোঝা যায় সিনেমা সম্পর্কে তার উপলব্ধিতে ঘাটতি আছে, তাছাড়া সত্যজিৎ রায়ের বক্তৃতায় লেখকদের সম্পর্কে কিছু মন্তব্য ও বিশ্লেষণ বুদ্ধদেববাবু ব্যক্তিগতভাবে নিয়ে সম্ভবত আহত বোধ করেছেন।
    আর একটা কথা, বুদ্ধদেববাবুর আচরণে বিনয় জিনিসটার ঘাটতি লক্ষ করা গেল।

  • @SagnikBharat
    @SagnikBharat Před 3 lety +16

    While an acute fan of Ray from early childhood, I must say Buddhadev Guha's argument is absolutely spot on over here. Ray's rejoinder was not only sparse in logic and reason but also unnecessarily cantankerous. A towering intellectual like him could have perhaps appreciated the nuanced points made by Buddhadev-babu.
    "A novelist's pen is not the lens of a camera." On the dot!

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +1

      Thank you for visiting and sharing your valuable opinion sir.

    • @sumantachatterjee5145
      @sumantachatterjee5145 Před 2 lety +1

      May be a novelist pen is not a cameras lens,but a novelist when writes a story or novels he or she ever notice everything properly.and try to write down every sides of character,every sides of environment of the story.when the story become popular then a director decide to make a film from that story.so look through may be from every sides.its vary man to man.

  • @arupbarua9856
    @arupbarua9856 Před 3 lety +25

    বিখ্যাত মানুষদের তর্কেও ছড়িয়ে পড়ে জ্ঞানের আলো।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +1

      True that. Stay with us.

  • @soumitamondal2427
    @soumitamondal2427 Před 3 lety +2

    Osadharon ekta video...
    Dujon lekhok ee amar bhishon priyo.. ebong dujoner dristikon thekei amar kaukei vul mone holo naa.... Bhishon sundor... Ar pore buddhyo deb babur golper onar chithi ti public kora hoyeche ai ghotona tikeo satyajit ray benche thakle kono apotti janaten bole amar mone holo na... Bhishon valo❤️

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thanks Soumita. Stay with us for more such videos.

  • @bhaskarmukherjee1864
    @bhaskarmukherjee1864 Před 3 lety +26

    One of the most constructive videos.Such qualities are missing now.

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thank you sir!

    • @sahasamir7
      @sahasamir7 Před 3 lety +2

      খুব ভালো।বাঙালিরা কত অহং সম্পন্ন বোঝা যায়।বুদ্ধদেব বাবুর বক্ত্যব সমর্থনযোগ্য,কিন্তু চানঘরে গানে পর ওই পাতাগুলি জোড়া মেনে নিতে পারছি না।

  • @sktaiyebmondal6410
    @sktaiyebmondal6410 Před 3 lety +4

    অনেক উঁচু মানের ভিডিও । অনেক অনেক অনেক ধন্যবাদ । কলম ক্যামেরা নয় । ক্যামেরাও নয় কলম । এই দুটোই নিজ নিজ ক্ষেত্রে সুন্দর । দুই মহান স্রষ্টাকেই আমার প্রণাম ।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thanks for watching. Stay with us.

  • @uttiyachattopadhyay5750
    @uttiyachattopadhyay5750 Před 3 lety +4

    অসাধারণ একটি ভিডিও আপনি দর্শক দের উপহার দিয়েছেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতি জগতে দুই জন দিকপাল কি সুন্দর একটা বৌদ্ধিক তর্কবিতর্কের পরিসর তৈরী করেছেন। এতে আমাদের ও আমাদের সুস্থ তর্কবিতর্কের ঐতিহ্যকে ঋদ্ধ করেছেন। এই শিক্ষা ও মার্জিত আচরণ যদি অন্তত কিছু মানুষের থাকতো, আজকের পৃথিবীটা অন্যরকম হত। 'তর্কপ্রিয় ভারতীয়' তে শ্রদ্ধেয় অমর্ত্য সেন এই কথাটাই বলেছেন। এই দুই মহান শিল্পীকে আমার আন্তরিক শ্রদ্ধা। যিনি এই ভিডিও টি বানিয়েছেন তিনি যথার্থ শ্রদ্ধা অর্পণ করেছেন এই দুই দিকপাল কে। চরৈবেতি।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +2

      ধন্যবাদ দাদা। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলুম। সত্যি বলেছেন, তর্ক জিনিসটাকে এখন অন্যভাবে দেখা হয়, কেউ তর্ক করলে, আমাদের ego hurt হয়। তর্ক করলে polarization করে দেওয়া হয়। এই জঘন্য মানসিকতা কোন সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না।

    • @rnilu86
      @rnilu86 Před 3 lety +1

      @@ontu3318 Facebook e comments section gulo te ekhon jeta hoy. :D :D :D

  • @parichoygupta5859
    @parichoygupta5859 Před 2 lety +7

    The highly classic arguments of the two learned scholars will remain vivid in our memory as an unforgettable event for ever.

    • @ontu3318
      @ontu3318  Před 2 lety +1

      True that. Thanks for watching. Stay with us.

  • @anishmazumdar6024
    @anishmazumdar6024 Před 2 lety +4

    বুদ্ধদেববাবুর এইকথাটা, 'সাহিত্যের ক্ষেত্রে detailing অতটা important নয়', এটা যদিও ঠিক বুঝলাম না, সাহিত্য তো মানুষের জীবন সম্পর্কে যে পর্যবেক্ষণ ক্ষমতা সেখান থেকেই আসে, তা নাহলে তো সবাই সাহিত্য লিখতে পারতো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওই নিখুঁত পর্যবেক্ষণ এর জন্যই ( যেমন আরণ্যক) রায় সাহেবের চোখে ওনার কাজ অনেক উঁচু দরের। এবং সেইজন্যই উনি লিখেছেন যে আমিও একটু আধটু লিখি তাই ওই detailing ব্যাপার টা আমিও জানি কতটা important
    যাইহোক অত্যন্ত ভালো আলোচনা, সবাই নিজের নিজের মতামত দেবেন

    • @ontu3318
      @ontu3318  Před 2 lety

      আন্তরিক ধন্যবাদ। সঙ্গে থাকুন।

  • @susobhanmitra7731
    @susobhanmitra7731 Před 3 lety +2

    আমি লেখক বুদ্ধদেব ভট্টাচাৰ্য র অনেক লেখা পড়েছি তবে ওনার সময় কার অন্য অনেক লেখক আমার অনেক বেশী পছন্দের. আর ওনার গান গাইবার স্টাইল আমার একেবারেই না পসন্দ. সত্যজিৎ এর সিনেমা র আমি বড় ভক্ত এবং সত্যজিৎ এর লেখা ও আমার ভীষণ ভালো লাগে. কিন্তু সত্যজিৎ এর একটা অহংকার ছিল, কারণ বিদগ্ধ জনেরা বলবেন. উনি একটা সময় ভাবতেন বাংলার সংস্কৃতির যে কোনো ব্যাপারে উনি যা বলবেন সেটাই শেষ কথা.

  • @subhasghosh4117
    @subhasghosh4117 Před 2 lety +1

    সত্যজিৎ রায় এবং বুদ্ধদেব গুহ, দুজনেই আমাদের কাছের শ্রদ্ধেয় ও বরেণ্য মানুষ। এটি পূর্বে কমবেশি জানা ছিল। ওঁদের মতপার্থক্য, কোনো অস্বাভাবিক নয়। এরকম অসংখ্য ঘটনা চোখে পড়ে। এর মধ্যে না ঢুকে, ওঁদের নমস্কার জানাই।

  • @sarthakdey3511
    @sarthakdey3511 Před 2 lety +2

    সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা আরও একশ গুণ বেড়ে গেল❤️

  • @subhashisdas7199
    @subhashisdas7199 Před 3 lety +10

    Such inteliligent videos are feasible only in Bengal.
    Thank you ONTU for giving me a splendid evening.

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +1

      Thanks for your kind words sir.

    • @manasjana4589
      @manasjana4589 Před 3 lety

      I do not think this would excite intelligentsia.

  • @gautamchaudhuri8258
    @gautamchaudhuri8258 Před 3 lety +1

    এই চমৎকার ভিডিওটি দেখে যখন মন্তব্য লিখছি, তখন বুদ্ধদেব গুহ পাড়ি দিয়েছেন অমৃতলোকে। এই দুই অতি প্রিয় Iconic বাঙালি আর আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁদের মধ্যে বুদ্ধিদীপ্ত সংলাপ রয়ে গেল পরবর্তী প্রজন্মের কাছে।
    সত্যজিৎ রায় পরিষ্কার ভাবেই বলেছিলেন, ফিল্ম করার জন্য যে নিখুঁত পর্যবেক্ষণ প্রয়োজন,সেটা সব সাহিত্য কর্মে থাকেনা । যাঁদের লেখায় সেটা থাকে, তাঁদের গল্প বা উপন্যাস থেকে ছবি করতে সুবিধা হয় । উনি এটাতো বলেননি যে,এই পর্যবেক্ষণ না থাকলে সেটা সাহিত্য নয় ! এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যাওয়া মানে কপি করা নয়,সেটা মহান স্রষ্টা এবং সৃষ্টির Transcreation হয়, script ও literal translation হয়না। সুতরাং বুদ্ধদেব গুহর এতো উষ্মার কারণটা বুঝলাম না। উনি নিজেই তো জঙ্গলের যে অসাধারণ বর্ণনা লিখে গেছেন,তা ওনার প্রকৃতিকে গভীর ভালোবাসা,জ্ঞান এবং পর্যবেক্ষণের ফল !! তাছাড়া সত্যজিৎ রায়ের ব্যক্তিগত চিঠি ব‌ইয়ে ব্যবহার করাও বোধহয় ঠিক হয়নি। ঠিকই,এই দুই মহান ব্যক্তিত্বের চিন্তার জগতে তরঙ্গদৈর্ঘ্যের তফাৎ ছিল। কিন্তু এই illuminating বিতর্কে আলোকিত হলাম আমরা।।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      খুব ভাল বলেছেন। সঙ্গে থাকুন। ধন্যবাদ।

  • @alokeghosh7883
    @alokeghosh7883 Před 3 lety +3

    খুব ভালো আলোচনা। আমার মনে হয় যদিও সাহিত্য কে নিয়েই বেশিরভাগ সিনেমার জন্ম। দুটি মাধ্যমে আলাদা। সত‍্যজিত বাবুর এই নিয়ে সাহিত্যের সমালোচনা করারকোন যৌক্তিকতা নেই। আমি নিজে সত‍্যজিত বাবুর একজন অনুরাগী সত্বেও এটা আমার ধারণা।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      ধন্যবাদ আপনাকে নিজের মতামত আমাদের জানানোর জন্য।

  • @somnathde8680
    @somnathde8680 Před 2 lety +1

    Bhalo laglo.

  • @madhabimukherjee614
    @madhabimukherjee614 Před 3 lety +2

    এত সুন্দর এবং সুস্থ রুচিসম্পন্ন video বহুদিন বাদে দেখলাম। একই সঙ্গে এটি অত্যন্ত সুপঠিত। সেই কারণে রসসমৃদ্ধ।‌ অশেষ ধন্যবাদ আপনাকে। ভবিষ্যতে এরকম তথ্যমূলক আকর্ষণীয় আরো video দেখার আশায় আগ্রহী রইলাম।‌ নমস্কার জানবেন।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      ধন্যবাদ আপনাকে। ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব।

  • @ariandamchakrabortty2130
    @ariandamchakrabortty2130 Před 3 lety +4

    শ্রদ্ধেয় সত্যজিৎ রায় এর বক্তব্য কে আমি পূর্ণ সমথর্ন করি, কারণ সব লেখকের সৃষ্টি চলচ্চিত্র-এর উপযোগী নয়।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thanks for watching the video and sharing your valuable opinion.

  • @pinakimajumder7836
    @pinakimajumder7836 Před 2 lety +13

    When a man wrote in the very first line of letter that I can answer you publicly but I don’t want make the discussion in public so I have wrote this letter privately to you then what is purpose of using this letter in his book.

    • @ontu3318
      @ontu3318  Před 2 lety

      I agree. Thanks for watching! Stay with us.

    • @anincognito
      @anincognito Před 2 lety +4

      The More important fact was that this book was published after the demise of Roy. Roy was no more able to issue any rejoinder. That was unethical.

  • @pranabchakrabarti7157
    @pranabchakrabarti7157 Před 4 měsíci

    খুব ভালো ল লাগলো

  • @Youtoo210
    @Youtoo210 Před 2 lety +2

    ঐতিহাসিক সেন্টিমেন্ট আক্রান্ত বাঙালি। ভিডিও টির বিষয় বস্তু আকর্ষনীয়। পরিবেশনা স্মার্ট, অভিনব। এরম কাজ আরো চাই। কন্টেন্ট creator কে আন্তরিক শুভেচ্ছা।🙏

    • @ontu3318
      @ontu3318  Před 2 lety +1

      Thanks for your feedback. Please stay with us.

  • @samantakmanichatterjee5815

    আপনার সৌজন্যে অনেক কিছু জানতে পারলাম। এরকম কয়েকটি ভিডিও র আবদার রাখলাম।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      অনেক ধন্যবাদ।

  • @hrishimukherjee2558
    @hrishimukherjee2558 Před 3 lety +8

    আপনার রিসার্চকে শ্রদ্ধা জানাই 🙏

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      অনেক ধন্যবাদ।

  • @debdulalmisra4506
    @debdulalmisra4506 Před 3 lety +5

    The epistolary conflict between two legends is one of the facets of their unfathomable intellects. It goes beyond the ordinary level of my comprehension.

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thanks for watching. Stay with us.

  • @madhumitachakrabarti7684
    @madhumitachakrabarti7684 Před 3 lety +2

    Darun.

  • @sharmilabandopadhay7720
    @sharmilabandopadhay7720 Před 3 lety +2

    Khub bhalo laglo . Apnar bacon bhangi khubi marjito o monograhi .Dhanyobad.

  • @amarendrachakraborty8404
    @amarendrachakraborty8404 Před 2 lety +4

    When two famous & eminent Intellect somehow get into a thoughtful debate then it always been a huge beneficial to the others because lots of unknown & hidden informatives results come out which are valuable & a bonus for all.

    • @ontu3318
      @ontu3318  Před 2 lety +1

      Thanks for watching and sharing your opinion. Stay with us.

  • @subhamitrasarkar2708
    @subhamitrasarkar2708 Před 3 lety +7

    I am an avid watcher of Ray films and consider him to be the greatest cinematic genius ever..However, vis a vis the debate between the cinematic genius and the literary genius I must say Mr.Buddhadeb Guha is right on the money with his analysis that novelists are not obligated to make their works rich in cinematic value and may or may not capture every minute detail, depending upon the theme of the novel. A true raconteur will always ensure that the the flow of the story does not get disrupted in his quest for meticulous detailing.. Having said that one has to agree with Ray that some of the novelists of the yore like the great Bibhutibhashan Bandopadhyay had a great penchant for detailing which never acted as a deterrent in the path of story telling. On the contrary, it made his novels all the more engrossing, which is quite evident in Pather Panchali. But ofcourse it is completely at the novelist's discretion as Buddhababu pointed out.
    Before I conclude I would like to wish Buddhababu who is battling against the deadly virus currently a very speedy recovery and sign off with that wonderful line of his" A novelist's pen is not the lens of a camera".Well said sir..

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thanks for sharing watching and sharing your views. Stay with us!

    • @dipikagupta6055
      @dipikagupta6055 Před 2 lety

      Darun bhalo laglo

    • @dipikagupta6055
      @dipikagupta6055 Před 2 lety +1

      Dui jodhhar sanito tarobarir jhanjhanani ki modhur laglo

  • @souravdey72
    @souravdey72 Před 3 lety +3

    Excellent video
    Very educational...
    Thanks for the info... Keep it up 👍👍👍

  • @avix007
    @avix007 Před 3 lety +1

    ভিডিওটি খুব সুন্দর বানিয়েছেন । যদিও এই ঘটনাগুলি ওপর-ওপর জানতাম, কিন্তু এত ডিটেলে এই প্রথমবার জানলাম ।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      ধন্যবাদ। সঙ্গে থাকুন।

  • @aritrabiswas3390
    @aritrabiswas3390 Před 3 lety +21

    I am a ray fan ..but couldn't support his logic here. Buddhadev Guha's comment has merit and logic. The way Ray family filed case for publishing those letters that really shows an autocratic mentality. Roy and Guha both belong to different niche but the way Roy has interpreted literature here from the angle of films really can't be justified. সাহিত্য সিনেমার প্রতি দায়বদ্ধ নয় মোটেই।" A novelist's pen is not camera's lens " ..what an amazing argument from Guha

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +1

      Thanks for visiting, Sir!

    • @bicchu68
      @bicchu68 Před 3 lety +3

      Totally agree. Although unfair to blame Ray for his family's actions. I don't believe He would have done that personally.

    • @jayantachaudhuri7038
      @jayantachaudhuri7038 Před 3 lety

      If you are a fan of Satyajit Ray then why you are saying 'but..'
      You shouldn't judge him having depend on such a document

    • @HaldiaDhumketu
      @HaldiaDhumketu Před 2 lety

      Excellently replied by Guha. Loves and regards. May his Glorious Soul be in Sublime Peace..

    • @aanariAntabri
      @aanariAntabri Před 2 lety +1

      I personally see merit in Roy's approach! Detailing is not for any other purpose but to be truthful to the plot of the story! A writer is free for "....Apon Moner Madhuri Mishaye..." but the surroundings should be realistic and that needs research and certainly hard work! Refer, historical novels of Sharadendu Bondyopadhyay.
      I presume that's the pain point for most of the average writers which Mr Guha understood and being a Bengali shovinistic, reacted 😆

  • @bikashpaul5874
    @bikashpaul5874 Před 3 lety +2

    বাহঃ, বড় ভাল লাগল

  • @sharadwatibasak5944
    @sharadwatibasak5944 Před 3 lety +2

    Khub valo laglo

  • @scrutiny1000
    @scrutiny1000 Před 2 lety +1

    অমূল্য , অসাধারণ একটি প্রতিবেদন

    • @ontu3318
      @ontu3318  Před 2 lety

      Thanks for your feedback. Please stay with us.

  • @danger8391
    @danger8391 Před 3 lety +2

    এরম আরো ভিডিও বানান প্লিজ। অপূর্ব লাগলো। আপনার উচ্চারণ ও দারুন।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      অনেক ধন্যবাদ আপনাকে। চেষ্টা করব ভালো video বানাতে।

  • @subhamchakraborty4782
    @subhamchakraborty4782 Před 3 lety +4

    A great insight. Awaiting for new leaves..❤️

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thank you sir. Stay with us.

  • @tanmaybasu10
    @tanmaybasu10 Před 3 lety +2

    Very authentic video. I am aware of these facts when "chan ghore gaan" was published. This fact came into news papers. Later on I read that book but there Satyajit Ray letter was not there.

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +1

      Thanks for your kind words!

  • @alisystech6883
    @alisystech6883 Před 18 dny

    Xcellent

  • @nayankoner3078
    @nayankoner3078 Před 3 lety +12

    দুজন শ্রদ্ধেয় আইকনকে নিয়ে কোন খারাপ কথা বলতে চাই না। দুজনেই আমার প্রিয় ব্যক্তিত্বের তালিকায় স্ব স্ব মহিমায় ভাস্বর।
    আমার শৈশবে এই বিতর্কের কথা শুনি। বাড়ির আড্ডা তোলপাড় হত এ নিয়ে। তখন থেকেই এ বিষয়ে আগ্রহী হয়ে পড়াশোনা শুরু করেছিলাম। বলতে বাধ্য হচ্ছি, ভুল বোঝার প্রথম পদক্ষেপ বুদ্ধদেব গুহর তরফ থেকে। সত্যজিৎ রায় সেদিনের বক্তৃতায় সাহিত্য নিয়ে কথা বলেননি। বলেছিলেন সাহিত্য ও চলচ্চিত্রের পারস্পরিকতা নিয়ে। দুটি ভিন্ন মাধ্যম। দুটোই গল্প বলে। সাহিত্য আগে এসেছে। তাই, সাহিত্যকে চলচ্চিত্রে তুলে ধরার প্রয়াস চলচ্চিত্র নির্মাণের শুরু থেকেই। এখন, কোন সাহিত্য চলচ্চিত্র নির্মাণের উপযুক্ত? এখানেই ফোকাস করেছিলেন সত্যজিৎ রায়। যে সাহিত্য 'কংক্রিট অবজ়ার্ভেশন'-কে বেশি গুরুত্ব দেয় সেটা চলচ্চিত্র নির্মাণের অধিকতর সহায়ক। তেমন সাহিত্য বর্তমানে (সেদিনের প্রেক্ষিতে) সংখ্যায় কম। এটাই ছিল সত্যজিৎ রায়ের বক্তব্য। তিনি কোথাও বলেননি কংক্রিট অবজ়ার্ভেশন ছাড়া সাহিত্য হয় না, বা বিমূর্ত বর্ণনার সাহিত্যমূল্য কম, বা সাহিত্যিক চলচ্চিত্রকারের মনোমত সাহিত্য রচনা না করলে সেটা ভাল সাহিত্য হবে না।
    বুদ্ধদেব গুহ এমন ভাবে চিঠিটি লিখলেন যেন সত্যজিৎ তাঁর বক্তৃতায় সাহিত্যের ভুলভাল বিশ্লেষণ করেছেন। এটা সত্যজিৎ রায় আদৌ করেননি।
    পরবর্তী চিঠিতে সত্যজিৎ সেটি পরিস্ফুট‌ও করেন।
    যাইহোক, খ্যাতনামাদের মধ্যে এমন দ্বিমত বিরল নয়। দুজনেই নিজের নিজের সৃষ্টির জন্য আমাদের প্রিয় হয়ে থাকবেন।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +3

      খুব সুন্দর বলেছেন আপনি। অনেক ধন্যবাদ।

    • @pranabmukherjee2226
      @pranabmukherjee2226 Před 3 lety +2

      আপনার মন্তব‍্যের প্রতি পূর্ণ সহমত জানাচ্ছি।

    • @kasturi1567
      @kasturi1567 Před 3 lety +2

      আপনার বক্তব্যর সাথে পূর্ণ ভাবে সহমত প্রকাশ করছি।

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Před rokem +1

      হ্যাঁ ভাই অবশ্যই সহমত
      ধন্যবাদান্তে

  • @rajarshiray4451
    @rajarshiray4451 Před 2 lety +1

    Asadharon hayeche

  • @chaitalidhar1463
    @chaitalidhar1463 Před 3 lety +1

    অপূর্ব---!-ধন্যবাদ -!---

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thanks. Stay with us please.

  • @ashokdas1459
    @ashokdas1459 Před 3 lety +1

    সমৃদ্ধ হলাম,ধন‍্যবাদ

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Glad you like it. Stay with us.

  • @prof.rishibhushan4941
    @prof.rishibhushan4941 Před 3 lety +1

    Khubi bhalo bhave aapni vishoy ta rekhechen.
    Apna ke onek dhanyavad.
    Namaskar.

  • @ranabirroychowdhury690
    @ranabirroychowdhury690 Před 3 lety +1

    sorbango sundor sristi, waiting for next oneS, please.....

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thank you sir. Stay with us.

  • @sarbaguha5078
    @sarbaguha5078 Před 2 lety +1

    Thanks for posting. You did a magnificent job of putting together the most important parts of the argument that took place and presenting it in video form. Your narration helped us a lot to understand it.
    I had heard in the early 1990s - after Satyajit Ray's death - that Sandip Ray had started a court case against Buddhadev Guha for using a personal letter in one of his publications but didn't come to know the real reason behind it (I was not in India at that time). Just today, after almost thirty years, I have come to know what actually took place - together with the background information - from your video.
    I will rate your video as excellent.

  • @ayanbandyopadhyay5694
    @ayanbandyopadhyay5694 Před 3 lety +1

    কি সুন্দর বলেছেন আপনি 🙏🙏🙏 অত্যন্ত সুন্দর কণ্ঠ

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +1

      আপনাকে অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন।

  • @somamukherjee9721
    @somamukherjee9721 Před 3 lety +3

    Very nice. Detailed research.

  • @dadnia59
    @dadnia59 Před 3 lety +1

    Love to watch🌸🌸🥀

  • @amlantalukdar7813
    @amlantalukdar7813 Před 2 lety +3

    Khub bhalo laglo....mone hole ekta symposium e achi...quality alochona hocche santo bhabe.....buddhadeb babu chole jauyar por, satyajit ke niye telegraph er lekha ta Google korchhilam....eta pelam....

    • @ontu3318
      @ontu3318  Před 2 lety +1

      ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন।

  • @satyakibanerjee21888
    @satyakibanerjee21888 Před 3 lety +1

    Splendid instructive video. Thanks for uploading.

  • @sajalmukherjee3954
    @sajalmukherjee3954 Před 3 lety +1

    Byapar ti prothom jante parlam, Dhannyobad

  • @PassionTune
    @PassionTune Před 3 lety +3

    Lovely voice,

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thanks for watching. Stay with us.

  • @anincognito
    @anincognito Před 2 lety +1

    মনগ্রাহী শব্দচয়ণ ও পরিমিত ভাষার নির্মাণ আপনার । সমস্যা এই যে সাহিত্য বা চলচিত্র - কোথাও গুনবত্তা পরিমাপের জন্য কোন স্কেল নেই। চাঁদ বড় না সূর্য্য বড় , বিজ্ঞানীরা এক লহমার মধ্যে উত্তর দিতে পারেন। কিন্তু কোন সাহিত্যকৃতি বা চলচিত্ৰকৃতিকে এরকম কোন মানদন্ড দিয়ে পরিমাপ করা অসম্ভব। সত্যজিৎ সম্ভবত বলতে চেয়েছিলেন সাহিত্য থেকে চলচিত্রে রুপান্তরের সমস্যার কথা। সেখানে আরো কিছু এগিয়ে কোন সাহিত্য বা সাহিত্যিকের সাহিত্যকর্মের বস্তুভিত্তিক পরিমাপ করতে গিয়েছিলেন। এইখানে সাহিত্যিকের আপত্তি ছিল। তবে এসব বিতর্কের উত্তর আগেই দেওয়া হয়ে গিয়েছে - তার চেয়ে তুমি নিজেই লেখা নাকো কেন একটি কবিতা। স্বস্তির বিষয় এঁরা দুজনেই 'একটি কবিতা' লিখেছিলেন। আমাদের মত নয় - যারা কিছুই না করে শুধু সমালোচনা করে।

    • @ontu3318
      @ontu3318  Před 2 lety

      আপনাকে ধন্যবাদ। সঙ্গে থাকুন।

  • @swapankumarsengupta252
    @swapankumarsengupta252 Před 3 lety +8

    ভিডিওটি ভালো লাগলো। সত্যজিৎ রায় বহুমুখী প্রতিভার অধিকারী।

  • @sankusanku3367
    @sankusanku3367 Před 3 lety +2

    Chirodin amader majhe thakbe Lala Da

  • @shantanubagchi7928
    @shantanubagchi7928 Před 3 lety +3

    Superb stuff !! Way to go !

  • @likhonchandradatta8235
    @likhonchandradatta8235 Před 3 lety +17

    ধন্যবাদ দাদা, খুব ভালো ভিডিও হয়েছে, ১৯৬৫ সালে মৃনাল সেনের আকাশ-কুশুম ছবি নিয়ে সত্যজিৎ রায় ও মৃনাল সেনের মধ্যে যে বির্তক তৈরী হয় তা নিয়ে একটা ভিডিও করুন প্লিজ। আপনার ভিডিওটার অপেক্ষায় সাবস্ক্রাইব করে রাখলাম।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +5

      ধন্যবাদ। ইচ্ছে আছে। একটু রিসার্চ করতে হবে, যথেষ্ট সময় পেয়ে উঠছি না।

    • @subhankarkundu2630
      @subhankarkundu2630 Před 3 lety +5

      Ray Vs Guha was like Brazil vs India football match.. Ray vs Sen in that way was like Brazil vs Argentina..

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Před 3 lety +1

      @@subhankarkundu2630 humm ray vs Mrinal Sen like Brazil vs arjentina
      Please make an episode on that ONTO

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Před rokem +1

      @@ontu3318 কিন্তু ভাই করুন প্লীজ
      আর ছেড়ে দেবেন না সময়ের বাহানায়

    • @debasishbose6376
      @debasishbose6376 Před 5 měsíci

      The comparison through Brazil vs India is very cheap. I think Mr. Guha is amply correct when he says a pen is not the lens of a camera.

  • @writeramitabhaneilrayofusa6037

    valo....

  • @shalinisen6495
    @shalinisen6495 Před 3 lety +2

    Vishon pochonder lekhok 😍

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thanks for visiting Shalini.

  • @chakrabortyraj
    @chakrabortyraj Před 3 lety +1

    Wah khub bhalo kaaj.
    I thought of pressing dislike in first one minute. But then kept listening about the contradictions between my favorite writer in recent time and best Bengali director.
    At the end, your great work, owes a thumbs up

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thank you so much 😀. But why did you think of pressing dislike initially?

  • @sg04f
    @sg04f Před 3 lety +7

    Darun video. Really original and very well researched content. Video quality was excellent too. Can you please make a video on Satyajit vs Mrinal controversy?

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +4

      I would love to. It requires lot of research. Lets see. Thanks for liking this video.

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Před rokem

      হ্যাঁ ভাই অবশ্যই করুন প্লীজ
      এটা বৌদ্ধিক বঙ্গ প্রজ্ঞার এক্ উজ্জ্বল উদাহরন

  • @musinote8133
    @musinote8133 Před 3 lety +1

    Thanks for sharing the insight of two great icons....both are favorite to us .....inspite of the difference of opinion between them..

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thanks for watching Sir. Stay with us.

  • @sauravsarkar8522
    @sauravsarkar8522 Před 3 lety +6

    There was nothing wrong if 2 people disagree and have different view on any subject. ..but clearly Buddhadeb Guha crossed the line when he included Ray's letter in the book which Ray clearly wished to be one to one. ...especially when Ray was no more and in no way his consent could not be obtained.

  • @suranjanabose6586
    @suranjanabose6586 Před 2 lety +1

    আরও মননশীল ভিডিও দেখার অপেক্ষায় রইলাম।

  • @swapandas9433
    @swapandas9433 Před 3 lety +39

    কোন শিল্পকর্ম ও সাহিত্য কারো নির্দেশনায় তৈরি ও রচিত হয় না। বুদ্ধদেব বাবু খুব ভুল কিছু বলেন নি।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +1

      Thanks for visiting, Sir.

    • @amitavasaha7880
      @amitavasaha7880 Před 2 lety +3

      সাহিত্য সিনেমার কথা ভেবে লেখা হয় না, সেটা ভুল হবে কেন? ভুলটা ক্যাপশনে, ওটা একদমই প্রাসঙ্গিক হয়নি কারণ সত্যজিৎ রায় তার বক্তৃতায় কখনোই তা বলেন নি। ভুলটা বোঝার এবং মানসিকতার।

    • @suvashreechakrabarti5593
      @suvashreechakrabarti5593 Před 2 lety

      Exactly so.....

    • @sarbaguha5078
      @sarbaguha5078 Před 2 lety

      @@amitavasaha7880 That is exactly the point. Ray said nothing for which any writer should be displeased with. He might have pointed out why many modern novels are not film worthy but he didn't criticize them as worthy works of literature. These are two completely different things. Failure to understand him is at the root of the controversy.

    • @amitavasaha7880
      @amitavasaha7880 Před 2 lety

      @@sarbaguha5078 Yes, and mindset too.

  • @madhumitagupta7759
    @madhumitagupta7759 Před 3 lety +3

    Any difference opens scope of learning. Here we readers are benefited.

  • @mahfuzurrahman3690
    @mahfuzurrahman3690 Před 3 lety +1

    Daroon Dada
    Mahfuz Dhaka

  • @golamali2149
    @golamali2149 Před 3 lety +6

    Both of them are acclaimed artists but of different forms. One is mainly a novelist and the other one is a film maker. I think Buddhadeb Guha's remarks have merits. On the other hand SR made an untoward attack by saying 'we have a different wave length'. That was un called for from a person of world repute.

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thanks for visiting sir.

    • @shyamalchatterjee8623
      @shyamalchatterjee8623 Před 3 lety +1

      Satyajit Ray is a man of classical nature who owned a capability of indifferent observation whereas Mr Budhdev Babu a commercial and egoist nature of celebrity so it is meaningless to bring them two in comparison under a same height of basement.

  • @a.bhattacharyya
    @a.bhattacharyya Před 2 lety

    বেশ ভালো লাগলো। সুন্দর যথাযথ পরিবেশনা। আতিশয্যের অভাব। ভিডিও এডিটিং ও content এর সাথে সুন্দর ভাবে এগিয়ে গেছে। ছোট্ট পরিবেশনার মধ্যেই climax এ পৌঁছনো। তারপরে আস্তে আস্তে ফিরে আসা।সিনেমায় যেমন হয়। ভালো থাকবেন।আজকালের বাজে বকা , অন্তরসারশূণ্য ভিডিও র ভীড়ে একটি ব্যাতিক্রমী উপস্থাপনা

  • @anishmazumdar6024
    @anishmazumdar6024 Před 3 lety +1

    Thank you for making such a wonderful video 😌

  • @debarjo
    @debarjo Před 3 lety +1

    Splendid presentation

  • @acesovernines
    @acesovernines Před 3 lety

    Excellent post buddy...khub classy bhabe korechho bhai

  • @amitavabasu6524
    @amitavabasu6524 Před 3 lety +7

    চিত্র পরিচালকের কাজ তো শুধু লেখাকে উপস্থাপন করা নয় । নিজের দৃষ্টিতে বিস্তার করা । গ্রহণ বর্জন করে সাহিত্যকে এক অন্য এক শিল্পমাধ্যমে প্রকাশ করা । চলচ্চিত্রের কিছু সুবিধার সঙ্গে কিছু অসুবিধাও আছে । ছবিতে ফুলের গন্ধ কি বোঝাতে পারা যায় বা ভাবনার বিমূর্ত চলাচল কি বোঝাতে পারবো এই নবীন শিল্পমাধ্যমের দ্বারা, সে যত ভালো অভিনয় বা চিত্রকল্প হোক না কেন । ১৯৬৫ সালের চলচ্চিত্র ' তিসরী কসম' সেবছর সেরা ছবি হিসেবে বিবেচিত হয় যা ছিল প্রয়াত ফণীশ্বর নাথ রেণুর ছোট্ট একটি গল্পের ওপর নির্মিত । চিত্রনাট্য কিন্তু একটি পূর্ণাঙ্গ ছবির উপযুক্ত ই ছিল । আবার সব মহৎ সাহিত্য ই মহৎ চলচ্চিত্রের জন্য নয় যেমন সব সাহিত্য চলচ্চিত্রায়িত হবার জন্য নয় । জেমস জয়েসের ইউলিসিস কি কেউ চলচ্চিত্রে রূপায়িত করার চেষ্টা করবেন ?

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      আপনার সাথে আমি একমত। একজন লেখক কিভাবে লিখবেন সেটা তার ব্যাপার। তবে এখানে আমার মনে হয়, সত্যজিৎ রায় যেহেতু মূলত সাহিত্য-নির্ভর ছবিই করতেন, তাই উনি একজন film-makerএর দৃষ্টিকোণ থেকে নিজের সমস্যার কথা বলতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে নিজের মতামত জানানোর জন্য।

  • @DC-zi6se
    @DC-zi6se Před 2 lety +2

    Presidency vs St Xavier's debate club, there's simply no winner

    • @ontu3318
      @ontu3318  Před 2 lety

      Well said. Thanks for watching.

  • @souravchk23
    @souravchk23 Před 3 lety +2

    খুব ভাল লাগলো দাদা। বন্ধু হোলাম।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +2

      আমারও ভালো লাগলো আপনার ভালো লেগেছে জেনে।

  • @ikay1966
    @ikay1966 Před 3 lety +2

    Budhhadeb guha amader lala jethu . Onake jigesh korate uni shikar korechhilen je Manik babur observation er opor onar rejoinder dewa Tai bishal spordha jeta onar i bhul chhilo . Tarpor ja hoyechhe shob I ego r taronay . Basically he surrendered himself to the ultimate Godhead of Bengali sentiments 🙏

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thanks for watching. Stay with us.

  • @subhojitmondal9406
    @subhojitmondal9406 Před 2 lety +1

    স্যার আপনার বাচনভঙ্গি এবং উচ্চারণী ক্ষমতা বেশ প্রশংসনীয়।

  • @abhisheklekri1050
    @abhisheklekri1050 Před 3 lety

    দারুণ লাগল

  • @evergreenrohitt
    @evergreenrohitt Před 3 lety +3

    নমস্কার
    এই মামলায় বিচার বিভাগে রায় পরিবার হেরে গেলেন ।

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Před rokem +1

      কারন মামলাবাজেদের পরিণতি এটাই

  • @shyamalsengupta2663
    @shyamalsengupta2663 Před 3 lety +1

    The background music is so loud and disturbing few parts of the version could not be understood.
    Why you CZcamsrs do not monitor the creation ?

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Noted. But no such complaints received so far. You're requested to use headphones for better audio experience. Thanks for your opinion anyway. Stay with us.

  • @willhemcrool2645
    @willhemcrool2645 Před 3 lety +3

    "তর্ক বিতর্কে সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটক " এই টপিকটির ওপর কিছু বানাতে অনুরোধ জানাই।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      চেস্টা করব নিশ্চয়ই। ধন্যবাদ।

  • @satyajitghose
    @satyajitghose Před 3 lety +5

    Bhalo laglo, bhalo kore jana chilona. TObe eta nie sondeho nei je boi bikri baranor jonnei chithhigulo boie add kora hoechhilo

  • @aanariAntabri
    @aanariAntabri Před 2 lety +7

    Besides legality, as a common man I find the observations of Satyajit Roy, completely personal opinion from a particular perspective (film making) and I fully endorse it! On the contrary Mr Guha's attitude was completely illogical, protectionist, partisan and unwanted, to say the least! It's a typical local Bengali attitude which lacks wholistic view!!

    • @ontu3318
      @ontu3318  Před 2 lety

      Thanks for your valuable opinion. Stay with us.

    • @aratrickbhadra1684
      @aratrickbhadra1684 Před 2 lety

      Absolutely right. They always tried to justify mediocrity.

  • @meethunpal
    @meethunpal Před 4 lety +2

    দারুন informative.

  • @easyenglishinbengali9751
    @easyenglishinbengali9751 Před 3 lety +2

    একটি অনুরোধ ছিল।
    এই চিঠিগুলির একটি PDF ফাইল দিলে ভালো হতো।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +2

      সেটা সময়সাপেক্ষ আর কপিরাইটের সমস্যা হতে পারে। আপনি বরং চানঘরে গান বইটা জোগাড় করার চেষ্টা করুন। সত্যজিৎ রায়ের speech টা রুদ্রাংশু মুখোপাধ্যায়ের 'Great Speeches of Modern India' তে পেয়ে যাবেন।

  • @rajotavo
    @rajotavo Před 3 lety +2

    A giant like Ray would be very justified in his comments...however, Budhhadeb babu's was a pertinent rejoinder...but..but...it's a debate! End of the day both can differ for sure...

  • @dev4911
    @dev4911 Před 3 lety +1

    Literature is far deeper and profound than cinema. Cinema is limited by visual boundaries. Literature can present complex thoughts and emotions far better than cinema.

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      True that. We agree. Thanks for watching. Stay with us.

  • @sg04f
    @sg04f Před 3 lety +3

    Telegraph er oi essay ta kothai powa jabe? Shetar link ki pete pari?

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +2

      এই বইতে পাবেন- www.amazon.in/Great-Speeches-Modern-India/dp/8184001800/ref=sr_1_1?dchild=1&keywords=great+speeches+of+modern+india&qid=1600579722&sr=8-1

  • @neelachatterjee1930
    @neelachatterjee1930 Před 3 lety +3

    i respect satyajit roy.

    • @rathindramukherjee1384
      @rathindramukherjee1384 Před 3 lety +1

      Roy was a very talented person and of rare qualities. Although he was known more as a film maker than a novelist, his analysis here were more to the point and brilliant. In contrast, though Guha too is very talented, intellectual and more importantly an established novelist, he appeared to have lost focus. Inclusion of Roy's letter in his book did hint a touch of commercial interest. My opinion.

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thanks Sir.

  • @priyokabi
    @priyokabi Před 2 lety

    I have to support the writer here.

  • @rnilu86
    @rnilu86 Před 3 lety +2

    Stanley Kubrick aar Stephen King er byapar ta niye aage porechi. Stephen King to pore abar ekta TV-series korechilen The Shining er kahini niye. Dhonnyobad apnake videoti bananor jonnyo. Buddhadeb babur boi school/college e kichu porechi kintu Changhore pora hoyni.

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +1

      চানঘরে গান খুব যে একটা পড়ার মত বই, তা নয়। Epistolary বলতে যা বোঝায় ঠিক তাও নয়। না পড়লেও কোন ক্ষতি নেই।

  • @probirmukherjea6151
    @probirmukherjea6151 Před 3 lety +2

    The case went in favour of the legal heirs of SATYAJIT RAY....& it is well settled law that a LETTER WRITTEN BY A LUMINARY to whomever it may be belongs to the writer.....these two families were really very close.....so close ... ray (at first very reluctant but eventually) wrote a few lines in RITU GUHA 'S LP COVER.....Buddhadeb babu was instigated by some authors of that tim to write against Ray

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      Thanks for the info, Sir.

  • @violinamahanta2242
    @violinamahanta2242 Před 3 lety +2

    6.11 : D'you have the link for this article?

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety

      You'll get it in the book mentioned in the video, madam. Changhore Gaan.

  • @muniarmonerkatha3444
    @muniarmonerkatha3444 Před 2 lety

    Ki sundor chilo Takhonkar dingulo!!bangalir mononshilotar sera somoy chilo Takhon.. Ekhon ei modhyomedhar prachurje Emon kono bitarko r hoy na.....

  • @parthasarathimukherjee7128

    বাংলা ভাষায় লেখা পড়া করা ও কথা‌ বলা তো আর ১৫ বছর পর থাকবে না । আমরা আধা হিন্দিভাষী হয়ে‌ আছি ১৫ বছর পর পুরো পাল্টে গিয়ে হিন্দিভাষী হয়ে অনুভব করবো আমাদের আগের প্রজন্ম কত বিখ্যাত ছিল ।

    • @ontu3318
      @ontu3318  Před 3 lety +1

      তা হতে পারে। বাংলা ভাষা, সংস্কৃতি হয়ত মাটির তলায় চলে যেতেই পারে। একদিন হয়ত আবার কেউ মাটি খুঁড়ে সেই ভুলে যাওয়া ভাষা, সংস্কৃতিকে টেনে বার করবে, আমি নিশ্চিত। তবে আপনি যে আশঙ্কার কথা বলছেন, সেটা উড়িয়ে দেওয়া যায় না। ধন্যবাদ।

    • @Youtoo210
      @Youtoo210 Před 2 lety +1

      ভাষা ছাড়া ওই ভাষার এবং সংস্কৃতির গুরুত্ব বোঝা সম্ভব কিন্তু মহত্ব বোঝা যাবে না। মর্মান্তিক হলেও এটাই সত্য। কারণ মহত্ব ব্যাপারটা হৃদয়গ্রাহী, গুরুত্ব টা ফ্যাকচুয়াল

  • @escape369
    @escape369 Před rokem

    Where can I find the "Amal bhattacharya memorial Lecture by Satyajit Ray" ?

    • @ontu3318
      @ontu3318  Před rokem +1

      You will find it in 'The Great Speeches of Modern India' by Rudrangshu Mukherjee.