মাছের বৃদ্ধি কম হয় কেন ? ( Factors Affecting Fish Growth ) মাছ চাষে সমস্যা ও সমাধান

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Factors Affecting Fish Growth :
    There can be many reasons behind the low growth of fish-
    1) The main requirement for the growth of fish is food. So if we can't meet the demand for fish food properly, then the growth of fish will not be good.
    2) The protein present in the diet regulates the growth of the fish and the carbohydrates present in the food provide energy to the fish. But when we give food, we give less protein and more carbohydrates. As a result, fish protein needs are not met. Due to which the growth of fish is less.
    3) The growth of fish may be reduced due to low or poor quality of the ingredients present in the food.
    4) If the concentration of fish in the pond is too high, the growth of fish will never be good.
    5) If the natural food present in the pond water is low amount of zooplankton and phytoplankton, then the growth of fish may be less.
    6) If the water of the pond is open regularly, different kinds of pressure are created on the fish, due to which the growth of the fish is hindered.
    7) If the monthly or weekly maintenance of the pond is not done properly, the water parameters of the pond are bad and pressure is created in the fish. That is why the growth of fish is less.
    8) Oxygen is essential for the normal life and growth of fish. Oxygen plays an important role in food digestion and metabolic activity. If the amount of dissolved oxygen in the pond water is low, the growth rate of the fish decreases.
    9) There are many of us who regularly fish in the pond and often pull the net. This creates a pressure in the fish and the water environment is disrupted. As a result fish growth is disrupted.
    10) We often leave small fish in the pond when there are big fish. As a result, when fed, most of it is eaten by large fish, but small fish do not grow as large.
    11) Fish are cold blooded animals. The body temperature of the fish fluctuates with the temperature of the water. Therefore, when the temperature is high, the growth of fish is good and when the temperature is low, the growth of fish is low.
    12) When the depth of water is less, the amount of dissolved oxygen in the water is less.
    13) If the fish brooders are not of good quality, then the growth of the fish is less. 14) If the immunity of the fish is less or the disease is more, then the growth of the fish Is less.
    15) When the gas freezes at the bottom of the pond, a pressure is created in the fish starting. Due to which the growth of the fish is reduced.
    মাছের বৃদ্ধি কম হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে-
    1) মাছের বৃদ্ধির জন্য প্রধান প্রয়োজন হচ্ছে খাদ্য । তাই মাছের খাদ্যের চাহিদা যদি আমরা সঠিকভাবে পূরণ করতে না পারি , সেক্ষেত্রে কিন্তু মাছের বৃদ্ধি ঠিকমতো হবে না।
    2)খাদ্যে উপস্থিত প্রোটিন মাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে আর খাদ্য উপস্থিত কার্বোহাইড্রেট মাছের মধ্যে শক্তির জোগান করে । কিন্তু খাদ্য দেওয়ার সময় আমরা প্রোটিন জাতীয় খাদ্য কম দিয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বেশি পরিমাণে দিয়ে থাকি। যার ফলে মাছের প্রোটিন চাহিদা কিন্তু মেটে না । যার দরুন মাছের বৃদ্ধি কম হয় ।
    3)খাদ্যের মধ্যে উপস্থিত উপাদানগুলির গুণগত মান কম কিংবা খারাপ থাকার জন্য মাছের বৃদ্ধি কম হয়ে যেতে পারে ।
    4)পুকুরে মাছের মজুদ ঘনত্ব অতিমাত্রায় থাকলে সে ক্ষেত্রে মাছের বৃদ্ধি কখনোই ভালো হবেনা ।
    5) পুকুরের জলে উপস্থিত প্রাকৃতিক খাদ্য জুপ্লাংকটন এবং ফাইটোপ্লাঙ্কটন যদি কম পরিমাণে থাকে ,সে ক্ষেত্রে কিন্তু মাছের বৃদ্ধি কম হতে পারে।
    6) পুকুরের জল নিয়মিত খোলা থাকলে মাছের বিভিন্ন রকম চাপের সৃষ্টি হয়, যে কারণে মাছের বৃদ্ধি ব্যাহত হয় ।
    7) পুকুরের মাসিক কিংবা সাপ্তাহিক পরিচর্যা ঠিকঠাক মত না করলে পুকুরের জলের প্যারামিটার গুলো খারাপ থাকে এবং মাছের মধ্যে চাপ সৃষ্টি হয় । যে কারণে মাছের বৃদ্ধি কম হয়ে থাকে ।
    8) মাছের স্বাভাবিক জীবনযাপন এবং বৃদ্ধির জন্য অক্সিজেন অপরিহার্য । অক্সিজেন খাদ্যদ্রব্য হজম এবং বিপাকীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুকুরের জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম থাকলে মাছের বৃদ্ধির হার কমে যায়।
    9) আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত ভাবে পুকুরে মাছ ধরেন এবং ঘন ঘন জাল টানেন।এর ফলে মাছের মধ্যে একটা চাপের সৃষ্টি হয় এবং জলের পরিবেশ বিঘ্নিত হয়। ফলস্বরূপ মাছের বৃদ্ধি ব্যাহত হয় ।
    10)আমরা অনেক সময় বড় মাছ থাকা অবস্থায় ছোট মাছ বেশি পরিমাণে পুকুরে ছেড়ে দিয়ে থাকি। যার ফলে খাবার যখন দেওয়া হয় , তখন তার বেশিরভাগ অংশ কিন্তু বড় মাছ গুলি খেয়ে নেয় ফলে ছোট মাছগুলো সেরকম বড় হয় না।
    11)মাছ শীতল রক্তের প্রাণী ।মাছের শরীরের তাপমাত্রা জলের তাপমাত্রার সাথে ওঠা-নামা করে । তাই তাপমাত্রা যখন বেশি থাকে তখন মাছের বৃদ্ধি ভালো হয় এবং তাপমাত্রা যখন কম থাকে, তখন মাছের বৃদ্ধি কম হয় ।
    12) জলের গভীরতা কম হলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম থাকে জলে ।যার ফলে মাছের উৎপাদন এবং বৃদ্ধি কম হয় ।
    13)মাছের ব্রুডার যদি ভালো মানের না হয়, সেক্ষেত্রে মাছের বৃদ্ধি কম হয়।
    14) মাছের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে কিংবা রোগ ব্যাধি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে মাছের বৃদ্ধি কম হয় ।
    15) পুকুরের তলায় গ্যাস জমাট হলে মাছের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়।যার দরুন মাছের বৃদ্ধি কমে যায়।
    Dreams by Markvard / markvard Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0 Free Download / Stream: bit.ly/-dreams- Music promoted by Audio Library • Dreams - Markvard (No...

Komentáře • 109

  • @arghadeepdas4986
    @arghadeepdas4986 Před 3 lety +1

    Video dara khup upokrito hocchi. Thank you dara.

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      Thank You. sathe thakben aro anek darkari video aste choleche.

  • @subhenduchatterjee2664
    @subhenduchatterjee2664 Před 3 lety +4

    কম খড়ছে কি কি উপাদান এর সমমৃসনে মাছের খাদ্য আমরা বাড়িতে বানাতে পারবো (আমিষ +নিরামিষ )। কি কি উপাদান ব্যবহার করবো...... এই নিয়ে জলদি একটি ভিডিও বানান

  • @mdmahabubhasan9517
    @mdmahabubhasan9517 Před 2 lety

    Alhamdulillah. Correct information.

  • @niharbain6370
    @niharbain6370 Před 2 lety +1

    গলদা চিংড়ি মাছের খাবার তৈরি ও ভালো বৃদ্ধি সম্পর্কে বলুন

  • @amandamarshall6284
    @amandamarshall6284 Před 3 lety +3

    ভাইয়া,,,,,মাছের সঠিকভাবে বৃদ্ধির জন্য কোন কোন খাবার পুকুরে প্রয়োগ করা যাবে,,,,,সেইটা ফিড বাদে

  • @MonirulIslam-lu6qg
    @MonirulIslam-lu6qg Před 3 lety +2

    Subscribe koree dilam..❤️❤️vlo vedio

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      Thank you.
      আরো অনেক দরকারী ভিডিও দেওয়া আছে দেখে নেবেন।

  • @kapildevroy8971
    @kapildevroy8971 Před 2 lety +1

    ধন্যবাদ🙏

  • @surojitchattaraj1529
    @surojitchattaraj1529 Před 2 lety

    Blchilam apnar khabar er product gulor kontar ki kaj r kivbe koto porimane use korbo ei niye ekta video banale khub valo hoi

  • @subankardebnath1026
    @subankardebnath1026 Před 3 lety +1

    Darun

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      ধন্যবাদ

  • @explorethetraveldestiny5443

    দাদা মাছকে কি খাদ্য খাওয়াবো স্বল্প খরচের মধ্যে সেই বিষয়ে একটা ভিডিও বানান।
    উপকৃত হবো। ধন্যবাদ৷

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      Video upload করা হবে।

  • @supriyamondal8307
    @supriyamondal8307 Před 2 lety

    আচ্ছা ভাই নোনাজলে কি রুই বা কাতলা হওয়া সম্ভব? আমার 33 শতকের পুকুর। নুতন করছি। আমি কি পারশে মাছ নোনা জলের পুকুরে এই শীতকালে করতে পারবো? kindly উত্তর দেবেন। অপেক্ষায় থাকলাম

  • @Debasish884
    @Debasish884 Před 2 lety

    দাদা রুই মাছ চাষ চাষ করছি। সর্ষের খোল+ বাদাম খোল+ আটা+ সুকো মাছের গুঁড়ো+ virbac এর মাল্টি ভিটামিন+ লবন, গুড় দিই। এটি কি ঠিক আছে

  • @arghadeepdas4986
    @arghadeepdas4986 Před 3 lety +1

    Dada amar 40 saktak pukur. Govirota ektu kom. Middle a ache but side a kom3 feet... Ki mach chale valo hobe?. Sotoke koto mach charbo.

    • @arghadeepdas4986
      @arghadeepdas4986 Před 3 lety +1

      Bolte vule gechi .. pukure kadar poriman onek beshi

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      শতকে 35-40 কেজি IMC মাছ উৎপাদন করতে পারবেন। গভীরতা নিম্নে 5 ফিট রাখুন। বাংলা মাছ চাষ করে লাভ করে পরের বার ক্যাটফিস উৎপাদন করতে পারেন। ধন্যবাদ

  • @kazianirudhamujahid1666
    @kazianirudhamujahid1666 Před 3 lety +3

    দাদা আরেকটা বিষয় আপনার বুষ্টার ডোজটা আমি গতকাল দুপুরে পুকুরে দিয়েছি তো কতদিন পর আমি তার রেজাল্ট পাব 🙏

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      2-3 দিনের মধ্যে পাবেন।

  • @subhasisroy5680
    @subhasisroy5680 Před 3 lety +1

    Dada amar 250 sotok ,o 6 ft govirotar pukur a IMC ar CARP jatio mach koto poriman charte hobe ektu janaben.

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      শতকে 30-35কেজি মাছের উৎপাদন করা সম্ভব। তাই কি সাইজ করে মাছ বিক্রি করবেন, তার উপর নির্ভর করে কত পিস পোনা ছাড়বেন। ধন্যবাদ দাদা।

    • @polashsardar1578
      @polashsardar1578 Před 3 lety

      আপনি 300gm ওজনের মাছ বিঘা প্রতি 600 পিস ছাড়ুন। রুই 60 %কাতলা 20%মৃগেল 20% তবে কাতলা 500 gm ছাড়ুন রেজাল্ট ভাল আসবে 5-6 মাস কালচার করুন।

    • @subhasisroy5680
      @subhasisroy5680 Před 3 lety

      Dhonnobad 🙏.

  • @krishnaprasadbhuyan2462

    Dada sit kale panir tapman baranor kono upai ase ni , janabe pls..

  • @shiponsardar2697
    @shiponsardar2697 Před 3 lety +1

    দাদা ২-৩ ইঞ্চি সাইজের কার্প জাতীয় মাছের পোনার হাতে বানানো খাবার তৈরির জন্য আপনি কোন উপাদান গুলো ব্যবহার করেন এবং প্রস্তুত প্রনালী টা বললে উপকৃত হতাম।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      ব্রান, dorb, খোল, চিড়ার ব্রান, ভুট্টা দিয়ে বানাই।
      আরো অনেক দরকারি video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে ।ধন্যবাদ।

  • @farazirazzvlogs8782
    @farazirazzvlogs8782 Před 2 lety

    খাবার দেই কিন্তু মাছের গ্রোথ বাড়ছে না।।
    আর ২ দিন যাবত মাছ খাবার গ্রহন করতেছে না।।
    গ্যাস হইছে বলে মনে হলো,,তারপর রড দিয়ে পানির তলদেশ দিয়ে টেনে দিছি।।
    তারপরও কাজ হচ্ছে না।।
    অতিরিক্ত শেওলা পড়ে যাচ্ছে পানির উপরে।।
    কিন্তু পুরো পানিতে না।।
    আজকে লবন ছিটে দিয়েছি মাছ যাতে না ভাসে।।
    কিন্ত তারপরও কাজ হচ্ছে না।।
    এখন কি করব

  • @mamedia9297
    @mamedia9297 Před 3 lety +1

    ভাই,,আমি শুনেছি....খৈল খাওয়ালে নাকি মাছের গা(শরীর)শক্ত হয় এবং টাইট হয়।এতে মাছ নাকি বড় হয়না.....কথাটা কি সত্যি...?দয়া করে জানালে অনেক উপকৃত হবো।তবে খৈলের সাথে আমি ভুষি গুরা সব দিচ্ছি ৪৮ঘন্টা ভিজিয়ে বাট মাছ বড় হচ্ছেনা😪😪😪😪
    আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলাম।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      খাবারে 20% এর উপর ব্যবহার করা উচিত নয়।

  • @swapnocosmeticssonka3820

    আামার ২২ শতক পুকুরে ১৭০০০ গোলসা মাছ আছে।
    কি পরিমান খাবার দিলে ভালো হবে।
    ফিড ও ফিড ছাড়া??

  • @muinhasanpranto5028
    @muinhasanpranto5028 Před rokem

    দাদা সিং মাছের রেনু দিলাম ২ কেজি। ৩০ দিন হয়ে গেলো, এখনো বড় হচ্ছে না৷ কি করনিয়?

  • @nourintabassumormi514
    @nourintabassumormi514 Před 3 lety +1

    আমি আপনার নিয়মিত দর্শক। একটা বিষয় জানতে চাই। পুকুরে লেয়ারের বর্জ্য দিলে মাছের বাড়ে কেমন আর এই বর্জ্য লাভ ক্ষতি টা একটু বলবেন দয়াকরে।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      এতে পুকুরে গ্যাস জনিত সমস্যার সৃষ্টি হবে। শুধু তাই নয়, বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে মাছের। জলের পেরামিটার নষ্ট হবে। আমি কোন লাভ খুজে পাচ্ছি না।

    • @nourintabassumormi514
      @nourintabassumormi514 Před 3 lety +1

      আমার বাড়ি মায়মানসিংহ প্রায় জায়গায় আমি গিয়ে দেখেছি সব বড় বড় পুকুরে লেয়ারের বর্জ্য সরাসরি ডেলে দিচ্ছে। এবং বলছে এতে পানির দারুণ কালার হয় এবং মাছ বাড়ে অনেক।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      আপনিও দিন। নিজেই বুঝতে পারবেন। আমি এগুলি দেই না,দেবোও না । কাউকে পরামর্শ কখনই দেবো না এগুলি দিতে ।

  • @islamicknowledge9563
    @islamicknowledge9563 Před 2 lety

    ভাই আমার 2 বিঘা পুকুর আসে আমি পুকুর থেকে কোনো লাববান হতেপারসিনা
    কি করলে লাব বান হতে পারবো

  • @chawla393
    @chawla393 Před rokem

    আমার পুকুরের পরিমাপ ২২ কাটা কত কেজি পোনা দিলে ভালো চাষ হবে।

  • @arunchaudhury8604
    @arunchaudhury8604 Před 3 lety

    dada amr pukur size 36 satak ami carp renu pona dilam 4 bati aj 43 din holo kintu pona bridhi ek dam naee ki karone ho6 bhujte parchina apnar motamot ta ki?

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      মাছ কি পরিমানে হয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। 3 বারে খাবার দিতে হবে। কেনা পাউডার ফিড দেন। পুকুরে ছিটিয়ে দেন। খাবার কম দিয়েছেন। ধন্যবাদ। পুকুরের তলার গ্যাস বের করুন। ধন্যবাদ

  • @mustakkhan3039
    @mustakkhan3039 Před rokem +1

    চুন ও নুন কতটা দিতে হবে?

  • @abusayed6965
    @abusayed6965 Před rokem

    ভাই আমার পুকুরে আজকে একটা সাপ দেখলাম,পুকুরের সাইড এ নেট দেওয়া।।
    সাপটা দেখলাম গর্তের ভিতর চলে গেছে নেট এর ভিতরেই,, এখন কি করা যায়??? তাছাড়া সবাই বলে সাপ নাকি মাছ খেয়ে পেলে সমাধান বলে দিলে খুশি হবো।

  • @biswajitmaity1587
    @biswajitmaity1587 Před 3 lety +1

    দাদা আমি পুকুরে শিং ও মাগুর মাছ চাষ করছি। কিন্তু মাছ এর রং সাদা হয়ে আছে। কি করবে বলবেন।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করুন পর্যাপ্ত পরিমানে। 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দেবেন। ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।

  • @MforMausum
    @MforMausum Před 3 lety +1

    Dada বাদাম খোল কতক্ষন ভেজানোর পর দেওয়া উচিত, r এটাকি মাছের বৃদ্ধি তে বেশি সাহায্য করে?? R আঙ্কর ডাল কোনটা কে বলে??

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      24 ঘণ্টা পর দেবেন।
      32% প্রোটিন থাকে,বৃদ্ধিতে সাহায্য করে।
      মটর ডাল সম্ভবত। আমি কোনদিন প্রয়োগ করি নি।

    • @MforMausum
      @MforMausum Před 3 lety +2

      @@AMAQUA okay,thank you,,,

  • @parthamajumder1527
    @parthamajumder1527 Před 2 lety

    দাদা কৈ মাছ শতকে সর্বোচ্চ কত কেজি উৎপাদন করা যাবে

  • @krishnaprasadbhuyan2462

    Sit kale ki porimane khadya dite hoi

  • @user-mj6lp6si2o
    @user-mj6lp6si2o Před 3 lety +1

    ভাই আমার ৬শতক পুকুর আছে। মাছ হল,তেলাপিয়া,কার্প,রুই,কাতলা,ইত্যাদি মাছ আছে।আমি খাবার কয় বার দেব।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      মোট খাবার 2 বারে ভাগ করে দেবেন। সকাল এবং বিকালে

  • @aymanbegum5077
    @aymanbegum5077 Před 3 lety +1

    ভাই প্লিয আমাকে রিপ্লাই দিয়েন,,,আমি থাই সরপুটি চাষ করছি,,এটার খাবার তালিকাটা দিয়েন

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      22-24% প্রোটিন সমৃদ্ধ খাবার দিন। সাথে জলের রং সবুজ রাখার চেষ্টা করবেন। খড় প্রয়োগ করতে পারেন ভালো খায়।
      এই ভিডিওতে যেটা দিয়ে খাবার বানিয়েছি সেটা দিয়েও বানাতে পারেন। ধন্যবাদ
      czcams.com/video/NOuzzdJtGdg/video.html

  • @arijitsingha7759
    @arijitsingha7759 Před 3 lety +2

    দাদা এই শতাংশ মানে ঠিক কত পরিমাণ একটু খুলে বলবেন ??

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      1 বিঘা = 33শতক / 33 decimals
      আমাদের এখানে।
      আরো অনেক দরকারি video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে ।ধন্যবাদ।

  • @mdmaidulislam9274
    @mdmaidulislam9274 Před 3 lety

    দাদা পাবদা গুরসা শিং এক সাথে চাষ করা যায়,

  • @Tarakmalick-wl5th
    @Tarakmalick-wl5th Před 4 měsíci

    দাদাআমারপুকুরে🎉রোদদুরেপানিগরমহছেসারআরখাবারদেওআজাবেখোলগোবরওসারউরিআপটাসরুইকাতলাশিলবারবাটাআছেপিলিশআমিনতুনচাসি

  • @sovasardar4019
    @sovasardar4019 Před 3 lety

    দাদা, আমি 10 গ্রাম ওজনের শুধুমাত্র রুই-কাতলা মাছ ছেড়ে 300 - 400 গ্রাম করতে চাই।
    আমাকে কতদিন পরিচর্যা করতে হবে?
    শতকে কতগুলো ছাড়ব?

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      শতকে 120পিস দিয়ে দিন। গভীরতা কমপক্ষে 5 ফিট রাখবেন। 22-24% প্রোটিন সমৃদ্ধ খাবার দেবেন দুইবারে। পারলে কিছু ব্রান + সোয়াবিন ডাস্ট পুকুরে ছিটিয়ে দেবেন কাতল মাছের গ্রোথ ভালো হবে। খিচুরি আর পুই শাক দিলে রুই মাছের বৃদ্ধি ভালো হয়, তাই মাঝে মধ্যে দেবেন। আগাম শুভেচ্ছা রইল।

    • @sovasardar4019
      @sovasardar4019 Před 3 lety

      @@AMAQUA Many many thanks

    • @asadasad9790
      @asadasad9790 Před 3 lety

      @@sovasardar4019অামার,33,শতাংশ, পুকার,অাছে,মাছ,ছাড়বো,100,,গ্রাম,করে,শতাংশ, কয়,পিচ,দেবো,রুয়,কাতলা

  • @hasibulislam1298
    @hasibulislam1298 Před 2 lety

    ভাই ১০০ কেজি কাপ মাছের জন্য কত কেজি খাবার দিতে হবে?

  • @user-wb4pe3fj7p
    @user-wb4pe3fj7p Před 3 lety +1

    দাদা আমি তিন বছর ধরে মাছ চাষ করছি কিন্ত আমার পুকুর পানি গুলা তাকে।
    কিভাবে গুলা দৃর করব ?

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      জৈব পদার্থের পরিমাণ বাড়ান। সাথে চুন, ছাই এবং খড় ব্যবহার করুন।
      Video upload করা আছে দেখে নিন। ধন্যবাদ

  • @niranjanpal381
    @niranjanpal381 Před 5 měsíci

    Old prossas baddin

  • @shyamalbag5745
    @shyamalbag5745 Před rokem

    এমএকোয়া Abhishek babu পুকুরে প্রচুর পরিমানে কাঁকর বা নুড়ি আছে মাছ ভালো হচ্ছে না উপায় কি সাজেশান দিলে উপকৃত হইবো অনুরোধ লাভ ছাড়া লোকসান হচ্ছে

  • @SumonAhmed-yy5iq
    @SumonAhmed-yy5iq Před 2 lety +1

    দাদা ভাই আমার পুকুরের পানি লাল কেন এতে পাঁচ ছয়টি মাছ মারা গেছে আজ দয়া করে একটা পরামর্শ দেন আমি নতুন ভাই

  • @tarunkantidas2440
    @tarunkantidas2440 Před 3 lety

    Aerotor kothai pabo, 4bigha pukur, please janaben.

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      নিজে বানিয়ে নিন। সাবমার্সিবেল পাম্প কিনে নিয়ে কল মিস্ত্রী কে বানিয়ে নিন। ধন্যবাদ।

  • @nirobkhan2976
    @nirobkhan2976 Před 3 lety

    ভাই সকল স্তরের মাছ কি ভাসমান ফিড খায় ? কাতলা মাছ কি ভাসমান ফিড খায়

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      যেভাবে মাছকে খাদ্যের অভ্যাস করাবেন, মাছ সেভাবেই খাবে।
      আরো অনেক দরকারি video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে ।ধন্যবাদ।

  • @mdmaidulislam9274
    @mdmaidulislam9274 Před 3 lety +1

    দাদা সয়াবিন মিলের অনেক দাম।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      বিভিন্ন ডাল ,রেপসিড অয়েল কেক ব্যবহার করতে পারেন।

  • @naziruddinahmed1265
    @naziruddinahmed1265 Před 3 lety +1

    কৈ মাছের আমিষ চাহিদা কত

  • @BILALAHMED-nt6oc
    @BILALAHMED-nt6oc Před 3 lety

    এই পনের টি কারনের মধ‍্যে কোনটি আছে কিভাবে জানব

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      পুকুর পাড়ে বেশী সময় দিন সাথে পর্যবেক্ষণ করুন। নিজেই বুঝতে পারবেন। ধন্যবাদ।

  • @abubakkarsiddique9011
    @abubakkarsiddique9011 Před 2 lety

    আমাৰ ফিছাৰী আছে গেলাছ কাপ বড় হয় না কেন

  • @MforMausum
    @MforMausum Před 3 lety

    হাতের কাছে সর্ষে খোল আটা গমের ভুসি ভুট্টার ছাতু ইস্ট ,,,এইগুলি পাওয়া যায়, ১০ কেজি খাবার বানাতে এই উপাদান গুলি কিরকম পরিমাণে দেবো?? এবং এই উপাদান গুলি কি উপযুক্ত খাদ্য বানানো যাবে?? Please ektu guide korun dada

  • @nirobkhan2976
    @nirobkhan2976 Před 3 lety

    ভাই আমার পুকুরের যে পরিমাণ মাছ দিয়ে ছি তার 5% খাবার দিলেও তা খাচ্ছে না।কিছুটা কম দিলে খাবার শেষ হয়।বেশি দিলে থেকে যায় ।এটা কেন হচ্ছে? আর আমি মাছ কে খাবার দিচ্ছি তিন হলো।নতুন চাষ শুরু করেছি।

    • @arghadeepdas4986
      @arghadeepdas4986 Před 3 lety

      Apni 3% khabar din .. bakita apnar pukurer zooplankton r phytoplankton puron kordicche.... Tai khacche na

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      আপনি পুকুরে যে পরিমাণ মাছ আছে ভাবছেন ,সেই পরিমানে হয়তো মাছ নেই তাই মাছের চাহিদার তুলনায় খাবার বেশি হচ্ছে । সমস্যা নেই। খাবার কমিয়ে দিন। পুকুরের পরিচর্যা চালিয়ে যান সাথে পুকুরে নেমে হররা টানার চেষ্টা করুন।
      আরো অনেক দরকারি video upload করা আছে দেখে নেবেন । অবশ্যই কাজে লাগবে ।ধন্যবাদ।

  • @ahmedsujon5433
    @ahmedsujon5433 Před 2 lety

    ভাই বাংলা মাছের খাবার তালিকা দেন

  • @kazianirudhamujahid1666
    @kazianirudhamujahid1666 Před 3 lety +1

    দাদা আমি ত্রিপুরার। দাদা আমি নতুন রেনু চাষী। দাদা ছোট রেণু মাছকে কি খাবার দেব কত পরিমান দেব , আর ফিঙ্গারলিং পোনাকে কত পরিমান কি খাওয়ার দেব ??
    (আমার এলাকায় মহুয়া খৈল পাওয়া যায় না) ।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      যে পরিমাণে রেনু ছেড়েছেন তার সমপরিমান খাবার দিতে হবে 10দিন তারপর মোট খাবারের 25% করে বাড়াবেন 10দিন পর পর। 1-দেড়মাস পর পরবর্তীতে একটু বড় হয়ে গেলে 7-8% হারে দেবেন।
      কি মাছের রেনু ছেড়েছেন বলেননি, তাও বলছি 40% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। পাউডার ফিড দিতো পারেন। ধন্যবাদ

    • @kazianirudhamujahid1666
      @kazianirudhamujahid1666 Před 3 lety

      ধন্যবাদ দাদা আমি কারপু মাছের রেণু দিয়েছি ৩৫ শতক পুকুরে। আর দাদা পাউডার কোনটা ভালো abis or cp or cargill or agarata or growel

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      আমি হাতে বানানো খাবার ও দেই। যেকোন কম্পানির খাবার দিতে পারেন।

  • @hiratarafder9037
    @hiratarafder9037 Před 3 lety

    ভাই আমার মাছের ঘের ৩০ বিঘা এতে রেনু দিয়েছি আট কেজি। ছিলবার কাপ বিগেড় তিন পিছে এক কেজি এর ২০০ কেজি ১২ পিছ এক কেজি এর ২০০ কেজি। বনার পানি ২মাস হয় এসেছে। আর২ মাস পানি থাকবে। পানি কমে ২০০ কে থাকবে যার গড় গভীরতা ১৫ফুট সব রকম মাছ আছে। এক কেজি রেনু তে কত পিচ মাছ হয়। জানাবেন।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      কোন মাছের রেনু ছেড়েছেন

  • @rajeshdebnath4074
    @rajeshdebnath4074 Před 3 lety +1

    আমি মাছের ওজন হিসাবে খাবার দুভাগে ভাগ করে সকাল এবং বিকালে দিই। কিন্তু আমার পুকুরে কার্প জাতীয় মাছের সাথে বড়ো তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ আছে। তাহলে কি শুধু দিনে একবার খাবার দেওয়া উচিৎ না দিনে দুবার দেবো। যদি একটু বলতেন।

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      কি পরিমানে পাঙ্গাস এবং তেলাপিয়া মাছ আছে...?
      বেশি থাকলে কমানোর ব্যবস্হা করুন নাহলে কার্প জাতীয় মাছের বৃদ্ধি ভালো হবে না।

    • @rajeshdebnath4074
      @rajeshdebnath4074 Před 3 lety +1

      @@AMAQUA 14 শতক পুকুরে 8 কেজি পাঙ্গাস মাছ আছে, কেজিতে 4 পিস। তেলাপিয়া মাছ আছে 5 কেজি, কেজিতে 10 পিস। বড়ো এক কেজি ওজনের কাতলা মাছ আছে 5 পিস, রুই মাছ আছে 6 পিস, 200 গ্ৰাম ওজনের রুই, কাতলা, এবং সিলিভার কার্প মাছ আছে 3কেজি।
      এবার আসল কথা হলো
      এদের সাথে 20 গ্ৰাম ওজনের
      1. কাতলা মাছ আছে 2 কেজি
      2.রুই মাছ আছে 3কেজি
      3.কারপু বা সাইপন মাছ আছে 3 কেজি
      4.গ্ৰাসকারপ 2 কেজি
      5. জাপানি পুটি 1 কেজি
      6. বাটা 1 কেজি
      7. ব্লাককারপ আছে 40 পিস
      তাহলে কি দিনে দুবার খাবার দেবো না একবার পুরোটাই দিয়ে দেবো?

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety +1

      দুই বারে খাবার দিবেন।

    • @rajeshdebnath4074
      @rajeshdebnath4074 Před 3 lety +1

      @@AMAQUA আপনার হিসেবে খাবারের পরিমাণটা যদি একটু বলতেন! ধন্যবাদ

    • @AMAQUA
      @AMAQUA  Před 3 lety

      টোটাল মাছের ওজনের 2-3% হারে খাবার দেবেন। সেটা দুইবারে ভাগ করে দেবেন। সকালে এবং বিকালে।

  • @zinnahali9746
    @zinnahali9746 Před 2 lety

    Mono sex telapia chener upai ki