BSSEI Offline Class For NET Register Batch Students || নেট অফলাইন ক্লাস || bssei belur

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2024
  • BSSEI Offline Class For NET Register Batch Students || নেট অফলাইন ক্লাস || bssei belur
    📆 24 শে ফেব্রুয়ারি (শনিবার)
    ‼️ OFFLINE Class for NET Register Batch Student ‼️
    📆 আগামী 24 শে ফেব্রুয়ারি (শনিবার)
    📌 সকাল ১০.৩০ টায়।
    👉🏻 BSSEI এর NET ব্যাচের রেজিস্টার ছাত্র-ছাত্রীদের জন্য OFFLINE Class-এর আয়োজন করছি আমরা।
    ☑️ সকলের উপস্থিতি একান্ত কাম্য।
    ☎️ For More Information Call 7003467101
    ----------------------------------------------
    📌 কিন্তু কীভাবে আসবে BSSEI Belur- অফলাইন ক্লাসে❓️
    👉🏻তোমাদের সুবিধার্থে রইলো পথনির্দেশিকা
    ‼️ BSSEI Belur অফিস ও Offline Campus এর ঠিকানা ‼️
    👉🏻🏛️২৭,পালঘাট লেন
    বেলুড় মঠ, হাওড়া ৭১১২০২ (27, Pal ghat Lane Belur, Howrah, (Near Pal Nursery Oppsite) Pin- 711202)
    🚸 লালবাবা কলেজ থেকে ৫ মিনিটের হাটা পথ
    ✅ পাল নার্সারির উল্টো দিকে
    কিভাবে আসবেন❓
    📌 Location- goo.gl/maps/HHrp4BxEbSsuywmAA (Google Map)
    পথ নির্দেশিকা👇
    🤔 লালবাবা কলেজ থেকে কিভাবে আসবেন❓
    🚶‍♂️লালবাবা কলেজের পাশেই MIO Amore Cake shop & Bandhan Bank আছে। তার পাশ দিয়েই একটি রাস্তা গঙ্গার দিকে গেছে, সেই রাস্তা ধরে এগিয়ে আসুন, রাস্তায় লোকনাথ মন্দির, আপনজন স্পোটিং ক্লাব, লালবাবা স্কুল পাবেন তার পরেই পাল নার্সারি।
    অথবা
    😊যেকোনো লোককে বলুন পাল নার্সারি যাবেন, যে কেউ দেখিয়ে দেবে।
    অথবা
    ✅ বেলুড়মঠের মেন গেটের বা দিকের রাস্তা বা বিদ্যামন্দির পাশের রাস্তা দিয়ে ৫ মিনিটের হাটা পথ, চিনতে বা বুঝতে না পারলে যেকোনো লোককে বলুন পাল নার্সারি যাবেন, যে কেউ দেখিয়ে দেবে।
    ☑️ পথনির্দেশাবলী-
    🚃 ট্রেন যোগে আসতে চাইলে-
    ✅শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল ধরে বালিঘাট স্টেশনে নামতে হবে। বালিঘাট
    স্টেশন থেকে টোটো করে লালবাবা কলেজে নামতে হবে।
    ✅হাওড়া থেকে শেওড়াফুলি লোকাল / বর্ধমান লোকাল / কাটোয়া লোকাল / ব্যান্ডেল লোকাল ধরে বেলুড় স্টেশনে নামতে হবে। বেলুড় স্টেশন থেকে টোটো করে লালবাবা কলেজে নামতে হবে।
    🚌বাস যোগে আসতে চাইল-
    ✅ডানলপ থেকে 56 নং বাস বা ম্যাজিক গাড়ি করে সরাসরি লালবাবা কলেজে নামতে পারেন।
    অথবা,
    ✅দক্ষিণেশ্বরে এসে, সেখান থেকে অটো বা বাসে করে বালিঘাট নামতে হবে। বালিঘাট থেকে টোটো করে লালবাবা কলেজে নামতে হবে।
    ✅হাওড়া থেকে 54/ 51 অথবা 56 বা বালিঘাট মিনিবাসে করে লালবাবা কলেজের সামনে নামতে হবে।
    🚝মেট্রোর মাধ্যমে আসতে চাইলে-
    ✅দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামতে হবে। দক্ষিনেশ্বর থেকে বেলুড়মঠের অটো অথবা ম্যাজিক গাড়ি ধরে লালবাবা কলেজে নামতে হবে।
    #offlineclass #netstudentofflineclass #offlineclassfornetre3gisterbatchstident #bssei

Komentáře • 4

  • @alobanik6936
    @alobanik6936 Před 5 měsíci +1

    Registration kivabe hobe

    • @bssei
      @bssei  Před 5 měsíci

      ata sudhumatro paid batch er students der jonyo... বিস্তারিত জানতে যোগাযোগ- 7003467101

  • @rumahembram2693
    @rumahembram2693 Před 21 dnem

    Net history +1st paper aksathe ofline coching newa jabe?? Apnader sathe kivabe jogajog korbo aktu boledin please

    • @bssei
      @bssei  Před 21 dnem

      8777279548 ei number e contact korun