কফিহাউস না গিয়েই 'কফিহাউসের সেই আড্ডাটা' তৈরি করেছেন স্রষ্টারা! |Suparna Kanti Ghosh |Music Director

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • বাংলা গানের স্বর্ণযুগের তরুণতম সুরকার তিনি। বাংলা গানের সেই সময়ে আর এই সময়ের মধ্যে একটি সেতু। বাহ বাংলায় কফিহাউসের স্রষ্টা সুপর্ণকান্তি ঘোষ।
    "Welcome to Bah bangla, where we delve deep into the world of music direction with the maestro Suparna Kanti Ghosh. Join us as we explore the artistry, leadership, and creative process behind shaping unforgettable musical performances. Suparna kanti Ghosh shares his insights, experiences, and the stories behind his journey to becoming a celebrated figure in the music industry. Whether you're an aspiring conductor, a music enthusiast, or simply curious about the magic behind the music, you'll find inspiration and knowledge in this episode. Subscribe now and tune in to discover the heart and soul of music direction!"
    #bahbangla #interview #podcast #musicdirector #musicindustry #musicartistry #maestro
  • Hudba

Komentáře • 216

  • @sunilkar01
    @sunilkar01 Před 10 dny +23

    আমরা চাই সেই পুরোনো লোকগুলো আবার ফিরে এসে এই পৃথিবীকে বাঁচাক।
    সেই বাংলা আজ কোথায়!!!

  • @DwijenMondal-ll5yz
    @DwijenMondal-ll5yz Před 11 dny +8

    খুব ভালো লাগলো ।আমরা হারিয়ে যেতে বসেছি ।এনাদের জন্য আমরা
    এখনো হারিয়ে যাইনি ।

  • @prodyotc
    @prodyotc Před 18 dny +15

    আপনার কান্তি শুধুই সুপর্ণ নয় , আপনি এবং আপনার বাবা বাংলা গানের দুই রত্ন।❤❤❤

  • @subratapatra1027
    @subratapatra1027 Před 5 dny +9

    আমরা পুরানো দিনের শিল্পীদের গান শুনে বড় হয়েছি সাথে বড় বড় সুরকার সাথে হৃদয় জুড়ে ভাবনা নিয়ে গান লিখা..... যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে.... হৃদয়ে লিখো নাম সে নাম রহে যাবে.... কফি হাউসের সেই আড্ডাটা..... সে আমার ছোট বোন.... সত্যিই অসামান্য... যতদিন চন্দ্র সূর্য থাকবে এই গান মানুষের মনে রহে যাবে।

    • @iqbalahmad7352
      @iqbalahmad7352 Před 4 dny

      😅😅if😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @iqbalahmad7352
      @iqbalahmad7352 Před 4 dny

      😊😊😊😊😊

    • @iqbalahmad7352
      @iqbalahmad7352 Před 4 dny

      38:46 38:48 39:06 39:10 😊

  • @user-xq6pi1jh8o
    @user-xq6pi1jh8o Před 12 dny +8

    অনবদ্য! অসাধারণ!! অপূর্ব!!!
    এতো স্পষ্ট ভাষায়, গুণী মানুষ দের শ্রদ্ধাঞ্জলি এবং ওনাদের জীবন সম্পর্কে জানতে পেরে সমৃদ্ধ হলাম।
    সকল গুণী শিল্পীদের প্রতি শ্রদ্ধা এবং আপনাদের দুজনকেই অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানালাম।
    এরকম আরও অনেক কথোপকথন শুনতে চাই। ধন্যবাদ।

  • @badhankumarroy1642
    @badhankumarroy1642 Před 2 dny +2

    সঙ্গীত জগতের সোনালী দিন শুধু কথার কথা নয়! ♥️
    এমন সাক্ষাৎকার স্মরণীয় হয়ে থাকবে।
    আলাপচারিতায় অত্যন্ত সমৃদ্ধ হলাম।

  • @ninasaha9589
    @ninasaha9589 Před 3 dny +3

    শর্মিষ্ঠার পক্ষেই সম্ভব এত সুন্দর একটি আলাপচারিতা উপহার দেওয়া।কারন যে বিষয় নিয়ে শর্মিষ্ঠা কথা বলে সেই বিষয়ে সম্পূর্ণ অবগত হয়েই কথা বলে।আর বংলা এবং হিন্দী গানের বিষয়ে ওর প্রকৃত জ্ঞান আমাকে সবসময়ই একজন সঞ্চালিকা হিসেবে মুগ্ধ করেছে।

  • @ajaysanyal6760
    @ajaysanyal6760 Před 18 dny +34

    গুপ্তধনের সন্ধান পেলাম।স্বর্ণযুগের শিল্পীদের প্রণাম,বিনম্র শ্রদ্ধা।Interview খুব সুন্দর হয়েছে।বিরাট প্রাপ্তি।🎉

    • @mrityunjoykumardas7566
      @mrityunjoykumardas7566 Před 7 dny +1

      Alapcharita khub valo laglo.
      Purono diner galpo.Amar student life kisore Jauban
      R samay r kathopakathan.

    • @alokkumardey7973
      @alokkumardey7973 Před 16 hodinami

      Q​@@mrityunjoykumardas7566

  • @mrinmayeebhattacharya6708

    মন ভরে গেলো এই সাক্ষাৎকার শুনে। ঋদ্ধ হলাম । ❤🎉

  • @srikumarchaudhuri1174
    @srikumarchaudhuri1174 Před 8 dny +2

    কি সুন্দর আলোচনা
    সুপর্ণ কান্তি ঘোষের ।
    কতো কি জানলাম।
    ভীষণ ভালো লাগল।

  • @user-et4lf2hf4i
    @user-et4lf2hf4i Před 10 dny +3

    অসাধারণ সুন্দর উপস্থাপনা আপনারা দুজনেই করলেন।

  • @soumyachatterjee6767
    @soumyachatterjee6767 Před 17 dny +11

    চোখে জল এসে যাওয়া একটি সাক্ষাৎকার। চাহিদা আরও বেড়ে গেল।

  • @amitkarmakar5668
    @amitkarmakar5668 Před 8 dny +5

    যা জানতাম না আজ জানলাম, গান ভালো লাগে যদিও আমি এ প্রজন্মের তবুও সে যুগের গান গুলো যে কানের সঙ্গে অন্তর আত্মা ভীষণ ভাবে মন দিয়ে শুনে।❤❤❤

  • @wrikbasu538
    @wrikbasu538 Před 17 dny +5

    অসাধারণ,,,শেষ না হলে ভালো হতো,,কখন যে সময় পেরিয়ে গেলো বুঝতে পারলাম না,,দুজনকেই অনেক শুভেচ্ছা

  • @tapasghosh5089
    @tapasghosh5089 Před 3 dny +1

    সুপর্ন বাবু হলেন ঈশ্বরের আশীর্বাদ ধন্য সেই জহুরী যিনি অমূল্য সব রত্নরাজিকে খুবই কাছের থেকে দেখেছেন এবং সেই সকল রত্নের আলোকছটায় আলোকিত হয়েছেন। শর্মিষঠাদিকেও জানাই প্রণাম। অনবদ্য সাক্ষাৎকার।

  • @sutapakarmakarroy9988
    @sutapakarmakarroy9988 Před 9 dny +4

    Nice interview. (সম্প্রতি আর এক জন সিনিয়র মহিলা সাংবাদিকের এই রকম একটি ব্লগ দেখছিলাম, এত বিরক্ত লাগছিল যে কি বলব । না আছে তার প্রশ্ন করার ভঙ্গী, না আছে তার ভাল প্রশ্ন সাজানো )। আপনার এই interview এত সুন্দর, খুব উপভোগ করলাম।

  • @somasengupta8851
    @somasengupta8851 Před 9 dny +3

    অসাধারণ সুন্দর লাগলো..... চোখে জল এসে গেল

  • @amalenduhaldar2207
    @amalenduhaldar2207 Před 9 dny +4

    সুপর্ণ বাবুকে প্রণাম, বিনম্র৷ শ্রদ্ধা, এখনকার গানে প্রাণ পাইনা,কান ভরে মন ভরে না।

  • @kalyanidebchowdhury7042
    @kalyanidebchowdhury7042 Před 6 hodinami

    আমার বিনম্র শ্রদ্ধা জানাই সুবর্ণ দাদাভাই কে।আজ সত্যিই একজন উচ্চ অনন্য মহান মানুষ কে পেলাম। স্বর্ণ যুগের এই মানুষ গুলো কে আমাদের অন্তর আত্না সবসময় খুঁজে ফেরে।

  • @bangla70adar54
    @bangla70adar54 Před 2 dny

    আজ সারাক্ষণ শুধু উনাকেই শুনলাম, অসাধারণ সব মধুর স্মৃতি কথন।
    শুভকামনা নিরন্তর....

  • @buddhadevadhikari3193

    এই সব মানুষ আজ নেই বলেই বাংলা ইন্ডাস্ট্রির এই অবস্থা। মন টা একই ভালো আর উদাসীন হয়ে যাচ্ছে.....❤❤❤😊🎉

  • @bidisharay6694
    @bidisharay6694 Před 15 dny +4

    অপূর্ব ! কত না জানা কথা জানতে পারলাম মনিমাণিক্যদের।

  • @risavchakravorti6669
    @risavchakravorti6669 Před 3 dny

    Khb bhalo laglo...Purest Gentleman SUPARNAKANTI GHOSH.

  • @NKB3077
    @NKB3077 Před 10 dny +2

    শর্মিষ্ঠাদির উপস্থাপনা অসাধারণ। মনে পড়ে যার তরুণ অরিজিত সিংহের সঙ্গে বাংলা অনুষ্ঠানের কথা।

  • @sunita-suvasree
    @sunita-suvasree Před 17 dny +3

    আহা কী যে সমৃদ্ধ হলাম আপনাদের কথোপকথনে.....
    আরও আরও অনেক কথা শুনতে চাই,জানতে চাই। আশা করি নিরাশ হব না।প্রতীক্ষা রইল 🙏🏻🙏🏻

  • @ashishchakravarti2094
    @ashishchakravarti2094 Před 12 dny +3

    It's True Mr Ghosh You Are Absolutely Correct. I'm A Grandson Of Mr.Anil Bagchi.

  • @pradipsarkar4613
    @pradipsarkar4613 Před 7 dny +1

    এই সব কাল জয়ি আলোচনা শুনে মন ভরে যায় । সেই সব পুরোনো দিনের গান চোখের সামনে ভেসে উঠল ।

  • @arupbhattacharya4497
    @arupbhattacharya4497 Před 18 dny +2

    আহা!!! অসাধারণ......মন প্রাণ পূর্ণ হলো।

  • @ndy6
    @ndy6 Před 9 dny +2

    সোনালী দিনগুলো র গল্প ফিরে আসছে। বাংলার রুচি সংস্কৃতির সঙ্গে তাল রেখে উঠে ভালো ভালো অনুষ্ঠান।

  • @uditendubiswas6238
    @uditendubiswas6238 Před 12 dny +5

    Salute to our Alumni.. i know him when I was in 2nd grade 1972

  • @alap4381
    @alap4381 Před 9 dny +1

    অসম্ভব সুন্দর একটা আলোচনা অনুষ্ঠান। বাংলা গানের কালজয়ী গানগুলির স্রষ্টার মুখ থেকে তার সৃষ্টির কথাগুলো শুনতে খুবই ভালো লাগছিল। সেই সাথে অত্যন্ত প্রানবন্ত উপস্থাপনা।

  • @debprasad1254
    @debprasad1254 Před 10 dny +2

    Khub sundor ekta interview......khub bhalo laaglo

  • @swapnadas1660
    @swapnadas1660 Před 16 hodinami

    অনেক অজানা তথ্যে সমৃদ্ধ হলাম। বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই🙏🙏

  • @sharmilabanerjee3929
    @sharmilabanerjee3929 Před 11 dny +2

    Anabadya ,asadharan alochana .. anek anek shubhechha apnader ❤

  • @alam2001
    @alam2001 Před 9 dny +2

    Listening from Mymensingh, Bangladesh. He is a true legend. Heads off to you Sir.

  • @swapansi518
    @swapansi518 Před 20 hodinami

    অনবদ্য . ..গুপ্ত ধনের সন্ধান পেলাম। দুজনকে সশ্রদ্ধ প্রণাম ।

  • @pradyotkd
    @pradyotkd Před 13 dny +1

    অসাধারণ একটি সাক্ষাৎকার... সকলের প্রতি শ্রদ্ধা-ভক্তি-ভালবাসায় আমার মাথা নত হয়ে গেল 🙏💐❤️

  • @rhuga
    @rhuga Před 15 dny +2

    Suparna Kanti Ghosh..u are great..Bangla likte porte paarina...kintu apnar creation amake fan baniye diyeche

  • @pinaki351
    @pinaki351 Před 9 dny +2

    অসাধারন সাসাক্ষাৎকার শর্মিষ্ঠা ।

  • @tirthachakravarty5354

    দারুণ একটা প্রতিবেদন ।
    স্বর্ণযুগের অনেক অজানা কথা জানা গেল । বর্তমানে গান তৈরি হচ্ছে ঠিকই দারুণ বহিরাঙ্গ ,কানও অনেক সময় জুড়ায় কিন্তু প্রাণ---- !!!!

  • @mizanulislam5968
    @mizanulislam5968 Před 12 dny +5

    দুইটা কথা আমার কাছে ভীষণ ভালো লাগছে। সুরকার এবং গীতিকার এর মিলনে একটা ভালো গান হয়। আর সুরকারের রাগ কমে গেলে ভালো গান হয় না। কথা দুটো ভীষণ ভালো লেগেছে। আপনার সুদীর্ঘ সুন্দর জীবন কামনা করছি। শেষে যে কথাটা বলবো কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। সুরকার গীতিকার এর মিলন টাও আজ আর নেই।

  • @ranjitmukhopadhyay5058
    @ranjitmukhopadhyay5058 Před 17 dny +3

    আপনারা আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। এই আবেগ,এই দর্শন না হলে কোন ভাল সৃষ্টি হয়না। এই রকম অনুষ্ঠান অনেক অনেক হওয়ার প্রয়োজন আছে বলে মনে করি।

  • @ekramhussainmir3903
    @ekramhussainmir3903 Před 4 dny +1

    They enriched arts to its highest peak , there for Bengal hs a special place in all over Indian arts n culture

  • @tanmaybasu10
    @tanmaybasu10 Před 17 dny +2

    What an interview. Quality questions and great conversations.

  • @indianjedi
    @indianjedi Před 12 dny +2

    Oshadharon. Thanks for sharing @Sharmistha Goswami Chatterjee. ❤

  • @joydebsasmal3314
    @joydebsasmal3314 Před dnem

    চমৎকার ইন্টারভিউ। অনেক কিছু জানলাম। Suparna babu o Sharmistha madam দু জনকেই অসংখ্য ধন্যবাদ।

  • @rajarshiray4451
    @rajarshiray4451 Před 3 dny

    সত্যিই বাংলা গানে শিক্ষিত সুরকারের অভাব বড়
    আলোচনায় সমৃদ্ধ হলাম

  • @chandrimaganguly1538
    @chandrimaganguly1538 Před 8 dny +2

    Beautiful episode osadaron laglo

  • @kausikpats3629
    @kausikpats3629 Před 10 dny +1

    আহা কি পাইলাম, জন্ম জন্মাতরেও ভুলিবার নয়! অনেক অনেক সমৃদ্ধ হলাম!! অপেক্ষায় থাকলাম সামনের বছরের

  • @dipalipramanick3166
    @dipalipramanick3166 Před 3 dny

    কত সৌভাগ্য আমাদের যে আপনার এই মূল্যবান সাক্ষাৎকার শুনতে পেলাম |🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swarajnath1129
    @swarajnath1129 Před 11 dny +1

    My heartfelt thanks to Bah Bangla for presenting such a beautiful podcast of great Shri Suparna Ghosh. He spoke from his heart. Thanks to Sharmishtha for her role as an interviewer. Totally mesmerized. I learnt a lot at the age of 75 + years. My Salute to both of them.

  • @ninasaha9589
    @ninasaha9589 Před 3 dny +1

    কথা হারিয়ে ফেললাম শর্মিষ্ঠা। ❤️

  • @motibabu
    @motibabu Před 12 dny +3

    শুধু গানের জন্য একটা সন্ধ্যা। বহুদিন পর। সেই কলেজে পড়ার সময় মাষ্টার মশাই এর বাড়ীতে সন্ধ্যা কাটানোর মত।

  • @rimrosegood-me8un
    @rimrosegood-me8un Před 3 dny

    খুব ভালো একটা ভিডিও পেলাম। এইসব ইতিহাস জানলে নিজেদের বোধ ও সততা ও বিচক্ষণতা এগিয়ে যেতে থাকে। এই রকম অনেক কাজ চাই দিদি।

  • @abdulmatin3946
    @abdulmatin3946 Před 8 dny +2

    Unparalel informative interview ever i heard.Expect further of golden time events n small stories.

  • @baitalik
    @baitalik Před 14 dny +3

    মনে পড়ে গেল। বহুদিন আগের কথা। এক বন্ধুর সুবাদে ফরিয়াদ সিনেমার শুটিং দেখার সুযোগ হয়েছিল। একটি গানের দৃশ্য - "আজ দুজনে মন্দ হলে", অভিনয়ে সুচিত্রা সেন। ফ্লোরের এককোনে সুরকার নচিকেতা ঘোষ ও আরো অনেকে বসে আছেন। তখন বয়স কম, সাহস হয়নি নচিকেতা ঘোষের কাছে গিয়ে একটা অটোগ্রাফ নেওয়ার। কিন্তু আজও চোখের ক্যামেরায় স্মৃতির অ্যালবামে রয়ে গেছে সেই দৃশ্য। বাঙলা সিনেমার সবথেকে জনপ্রিয় রোমান্টিক গানের তালিকায় এক নম্বর সম্ভবত হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত "এই পথ যদি না শেষ হয়"। দুই নম্বরে, নচিকেতা ঘোষ সুরারোপিত "সূর্য ডোবার পালা" আর সুধীন দাশগুপ্ত সুরারোপিত "কে প্রথম কাছে এসেছি" এই দুইয়ের মধ্যে কোনটি স্থান পাবে তা নিয়ে নিশ্চিত হতে পারছি না।

  • @anindyasundarbhowmick917

    কত যে সমৃদ্ধ হলাম আমরা । ধন্যবাদ ❤🙏

  • @ujjwaltarafder8268
    @ujjwaltarafder8268 Před 11 dny +1

    সুপর্ণবাবু আজও আপনার ওপর আমরা অনেক আশা নিয়ে বসে আছি, আপনিই বোধহয় শেষ আশা।আর একবার উঠে পড়ে লাগুন না,জয় হবেই।সত্য সর্বদাই সত্য।

  • @sabbirahmed1483
    @sabbirahmed1483 Před 14 dny +4

    সুপর্ণবাবু চিরকুমার। উনি কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন

  • @kunalchakraborty1350
    @kunalchakraborty1350 Před 18 dny +6

    আপনারাই সর্ণ যুগের নিখাদ সর্ণ, শত শত কোটি প্রণাম ।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-lw1nc1xe9e
    @user-lw1nc1xe9e Před 2 dny

    Wonderful interview নমস্কার.

  • @sobhansengupta9636
    @sobhansengupta9636 Před 11 dny +2

    এক কালজয়ী Interview.
    অনেক অজানা বিষয় জানতে পারলাম।

  • @abhascreation3013
    @abhascreation3013 Před 15 dny +1

    অসাধারণ একটি সাক্ষাৎকার - খুব ভালো লাগলো।

  • @sudiptahore5489
    @sudiptahore5489 Před 10 dny +1

    অসাধারণ।কি শিল্পীরা ছিলেন। কোন মন্তব্য করার দুঃসাহস নেই। রূপকথার রাজ্য।

  • @soumitranandi6639
    @soumitranandi6639 Před 18 dny +1

    অসাধারণ!
    অসংখ্য ধন্যবাদ।

  • @sulakshanasarkar6847
    @sulakshanasarkar6847 Před 18 dny +1

    Osadharon. Ek nishashe sunlam. Many many thanks 😊

  • @shubhayanganguly5873
    @shubhayanganguly5873 Před 3 dny +1

    Amra ottanto fortunate uni amader moddhe achen... Aro chai ey manus tar interview. Pronam

  • @sanjoybakshi3093
    @sanjoybakshi3093 Před 18 dny +1

    অসাধারণ ইন্টারভিউ, সুপর্ণ বাবুর কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম

  • @pradipraychaudhuri7252

    বাংলার স্বর্ণ যুগ ছিল, আজ সেই সব মানুষ বড় ই অমিল।

  • @amitkumarchatterjee1173

    খুব অবাক লাগে, এই মানুষগুলো এই দেশে এই রাজ্যেই জন্মেছেন,এই আলো বাতাসেই বড়ো হয়েছেন। সূপর্ণবাবুর ছোটো বয়সের প্রথম ছবি আমি দেখি লালকমল নীলকমল শ্রুতিনাট্যের বড়ো LP রেকর্ডের কভারে।বাবা নিয়ে এসেছিলেন , একসঙ্গে বসে রোমান্চিত হয়ে শোনা, মনে পড়ছে।
    বড়ো ভালো লাগলো এই অনুষ্ঠান। অক্সিজেন জোগায় এই জাতীয় সাক্ষাৎকার, বিশেষ করে এই সময়ে,
    যখন" নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস, বহু প্রজন্মের ঐতিহ্যমন্ডিত শিক্ষা কালচার সব লান্ছিত লুন্ঠিত।

  • @surajitmazumder4837
    @surajitmazumder4837 Před 2 dny

    Eisob purono diner katha sunle mon bhore jae. Sei sab sonar dingulo aar hoyto konodin phire asbe na kintu sei sakal srodhyeo manushder katha madhur smriti hoye theke jabe. Suparno Kanti Babu ke ami anek subecchha janai. Bhalo thakben ❤❤

  • @nibeditabanerjee8755
    @nibeditabanerjee8755 Před 17 dny +1

    Osadharon laglo anusthan taaa.. Onak kichu jante parlam..❤❤

  • @user-ll3qc2pk9m
    @user-ll3qc2pk9m Před 18 dny +1

    অসাধারণ, সমৃদ্ধ হলাম ❣️❣️❣️

  • @user-xj4gg8ic4j
    @user-xj4gg8ic4j Před 14 dny +1

    No speech just OUTSTANDING conversation

  • @gautambhattacharjee566
    @gautambhattacharjee566 Před 11 dny +1

    খুব ভালো লাগলো এই Inverview.

  • @tamonashadhikari9731
    @tamonashadhikari9731 Před 7 dny

    Anek anek pranam neben ...valo thakben sustho thkben ❤❤❤

  • @sunilkar01
    @sunilkar01 Před 7 dny +1

    দর্শকদের বলতে হবে না।আমরা এই বিশ্বখ্যাত গান শুনে বড় হয়েছি। যবতক সুরজ অর চাঁদ রহেগা তবতক ইনারা আমাদের মধ্যে বেঁচে থাকবেন।

  • @user-hw3zb3md2h
    @user-hw3zb3md2h Před dnem

    Aha aha aha listen 5 times , but still need to listen more from Suporno da & Sharmistha di ....😊

  • @kamalakshasom3610
    @kamalakshasom3610 Před 15 dny +1

    এককথায় বলতে গেলে অপূর্ব, অসাধারণ।

  • @archanachakraborty9115

    খুব ভালো লাগলো। অসাধারন সাক্ষাত কার

  • @bimalpal4100
    @bimalpal4100 Před 12 dny +1

    সুরের জগতের রূপকথা শুনলাম। আমাদের সময়ের জীবন কাহিনী ।

  • @SBasak1989
    @SBasak1989 Před 6 dny +1

    স্যার এখন এত কট্টর সমালোচনা, এত সত্যি কথা সহ্য করার মত মানসিকতা কারো নেই, তাই হয়তো আমাদের দুর্ভাগ্য, আপনাদের মত মানুষেরা আর আমাদের শেখাতে পারেন না।

  • @rabisankarsur1091
    @rabisankarsur1091 Před 3 dny

    খুব ভাল লাগছিল এই কথ প কথন।আবার কবে ......

  • @jayantamallik8164
    @jayantamallik8164 Před 12 dny +1

    একরাশ মুগ্ধতা...... 💖💖💖💖💖

  • @ajaychatterjee3524
    @ajaychatterjee3524 Před 17 dny +1

    Asadharon, anobaddyo bolleo khub e kam Bala hoy. Be God with you forever

  • @suhridbiswas1245
    @suhridbiswas1245 Před 13 dny +1

    অনেক কিছু জানতে পারলাম খুব ভালো লাগলো ধন্যবাদ শুভেচ্ছা রইলো

  • @kuntalbhowmick4247
    @kuntalbhowmick4247 Před 15 dny +1

    অসাধারন। কেন যে শেষ হয়ে গেলো।

  • @jayantasengupta1129
    @jayantasengupta1129 Před 2 dny

    অসাধারণ, তুলনা হয় না।

  • @subhraganguly1531
    @subhraganguly1531 Před 12 hodinami

    আমার চোখে বারবার জল চলে আসছে

  • @bhupeshchroy1296
    @bhupeshchroy1296 Před 4 dny

    An excellent and precious program!

  • @alokbappa
    @alokbappa Před 4 dny

    এক লক্ষ বার শুনলেও যেন মন ভরবে না। মনে হবে আবার শুনি। শুধু গান না, মানুষ গুলো যেন অনেক আপন আমাদের। হারিয়ে গেলে আর পাবনা। কি ভাবে যে আমাদের মনের কথা গুলো সেদিনও বুঝতেন, যায় আজও সমান ভাবে আদৃত,আজও সেটা প্রাসঙ্গিক।।❤❤❤❤

  • @ekramhussainmir3903
    @ekramhussainmir3903 Před 4 dny

    Atho sundar intellectual discussion
    Only possible in Bengal

  • @shubhayanganguly5873
    @shubhayanganguly5873 Před 4 dny

    Most most precious one.... Thank you🌹🙏🙏

  • @nupurchakraborty4205
    @nupurchakraborty4205 Před 16 dny +1

    Asadharon ...sir apni abar sei sab surer gaan teiri karun.amra adhir ahggro e bose achi .. anek anek pranam...tatotai sundar Madam er anchoring....

  • @nanditapaul9403
    @nanditapaul9403 Před 15 dny +1

    অসাধারণ একটা সাক্ষাৎকার 🙏

  • @anirbanbanerjee544
    @anirbanbanerjee544 Před dnem

    Asadharan interview

  • @rajarshiray4451
    @rajarshiray4451 Před 3 dny

    আরো হোক এমন আলোচনা

  • @sabyasachimazumder5074

    Excellant gift delan.thank you madam.and suparna babu

  • @SanketBankerOfficial
    @SanketBankerOfficial Před 18 dny +1

    Ki osadharon 🙏

  • @imdadchowdhury6653
    @imdadchowdhury6653 Před 21 hodinou +1

    শুনেছি কবির সুমন সিগারেট কে ভেবে "তোমাকে চাই" গান টি গেয়েছিলেন । কথাটা কি সত্য .........।।