ইসলাম শান্তির ধর্ম| ‘সালাম’-এর মধ্যেই ইসলামের মূল আবেদন নিহিত। ড. নুরুন্নবী আযহারী। মাইজভাণ্ডার শরিফ

Sdílet
Vložit
  • čas přidán 2. 02. 2024
  • ইসলাম শান্তির ধর্ম: ইসলামের অভিবাদন ‘সালাম’-এর মধ্যেই ইসলামের মূল আবেদন নিহিত।
    ড. মুহাম্মদ নুরুন্নবী আযহারী
    মাইজভাণ্ডার দরবার শরিফ, চট্টগ্রাম।
    ✅ ০২ মাঘ ১৪৩০ বাংলা ১৬ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার:
    💠 মাইজভাণ্ডার দরবার শরিফ শাহী ময়দানে ‘পঞ্চম তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল-২০২৪’ অনুষ্ঠিত।
    🔷 “একুশ শতকে পৃথিবীতে যে সংকট তৈরি হয়েছে তা হলো শান্তি, নিরাপত্তা এবং ভালোবাসার সংকট। পৃথিবীর যে দেশগুলোতে সালামের বেশি প্রচলন রয়েছে সেই দেশগুলোতেই সবচেয়ে বেশি অশান্তি দেখা যাচ্ছে। অর্থাৎ মুসলিম প্রধান দেশগুলোতেই বর্তমানে সবচেয়ে বেশি অশান্তি, অনিরাপত্তা বিরাজ করছে। আর তাসাওউফ আমাদেরকে শান্তির পথে পরিচালিত করে।”
    - পঞ্চম তাজকেরা মাহফিলে ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী।
    🖊️ ০২ মাঘ ১৪৩০ বাংলা ১৬ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার বা’দ মাগরিব বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ১১৮তম মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মনজিল-এর ব্যবস্থাপনায় ‘মাইজভাণ্ডার শরিফ শাহী ময়দান’এ ‘পঞ্চম তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব এবং বিশ্ববাসী, মুসলিম উম্মাহ ও যুদ্ধবিদ্ধস্ত দেশের নাগরিকের শান্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন, মাইজভাণ্ডার শরিফ দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীস্থ ‘গাউসিয়া হক মনজিল’-এর সম্মানিত সাজ্জাদানশীন ও ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
    ‘মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক-এর সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, নাতে রাসুল (দ.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিবেশন করেন যথাক্রমে হাফেজ মুহাম্মদ জুনায়েদ হাসান, মুহাম্মদ রেজাউল মনির ও মুহাম্মদ আরমান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের সাবেক পেশ ইমাম, মাওলানা নুরুল ইসলাম ফোরকানি এবং স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম। ১১৮তম মহান ১০ই মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ১০ দিনব্যাপী কর্মসূচি উপস্থাপন করেন ‘উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা’র সুপার মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন।
    নির্ধারিত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন: ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সুফিগণের অবদান’ বিষয়ে সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী, ‘হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র খুসুসিয়ত’ বিষয়ে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম, ‘শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’ বিষয়ে গোমদণ্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, ‘শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’ বিষয়ে মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ বশিরুল আলম, ‘শানে অছিয়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) বিষয়ে ‘মাইজভাণ্ডারী একাডেমি’র সদস্য মাওলানা মুহাম্মদ মিনহাজ উদ্দিন।
    মাহফিলে ফটিকছড়ি উপজেলাধীন বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    শায়খের আরো ভিডিও দেখতে নিচের লিংকে কিক্ল করুন
    • একবিংশ শতাব্দীতে আলিমদ...
    #ডমুহাম্মদনুরুন্নবীআজহারী
    #DrnurunnabiAzhari

Komentáře • 11

  • @user-vs6ps7vs6h
    @user-vs6ps7vs6h Před 4 měsíci +1

    MashaAllah

  • @saimond4k669
    @saimond4k669 Před 4 měsíci

    ধন্যবাদ ❤️❤️❤️🥀🥀🥀

  • @mahbubkhalifa1185
    @mahbubkhalifa1185 Před 5 měsíci

    মাশাআল্লাহ ❤❤

  • @MdMohiuddin-te5uu
    @MdMohiuddin-te5uu Před 2 měsíci

    Lokko koti salam

  • @rafiqulislam4075
    @rafiqulislam4075 Před 5 měsíci

    অসংখ্য ধন্যবাদ।

  • @RezaulMostafa-vj3gt
    @RezaulMostafa-vj3gt Před 5 měsíci

    ধন্যবাদ। অত্যন্ত চমৎকার আলোচনা।

  • @mdshaharulislam4365
    @mdshaharulislam4365 Před 4 měsíci

    আসসালামু আলাইকুম হুজুর আপনার আলোচনার সাউন্ড ক্লিয়ার হয়নি

  • @user-jo3kl2dp9m
    @user-jo3kl2dp9m Před 5 měsíci

    ভারাক্রান্ত হৃদয়ে, আজ আমার মন বলিতেছে,কত মানুষ কে আলো দিলাম,কিন্তু আমি এমন লাইট মানুষ কে আলো দেই,অথচ আমার পিছনে অন্ধকার,,পিছনের আলো জাহিরি বিদ্যাই খেয়ে ফেললো,

  • @rafiqulislam4075
    @rafiqulislam4075 Před 5 měsíci +1

    علما اور فقہا ظاہر شرع شریف کی طرف دعوت کرتے ہیں اور اولیاء ے کرام رحمہم اللہ تعالیٰ مع دعوت ظاہر شرع دعوت بطن شرع کو بھی منتظم فرماتے ہیں
    ( آئینئہ باری فی ترجمۃ غوث اللہ الاعظم مئجبہنڈاری- ١٤٥)

  • @mohammedarifulislam9444
    @mohammedarifulislam9444 Před 5 měsíci

    🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹

  • @saimond4k669
    @saimond4k669 Před 4 měsíci

    ধন্যবাদ ❤️❤️❤️🥀🥀🥀