বেচাকেনা ঘুম চলছে সৈয়দপুর গরু ছাগলের হাটে নারায়ণগঞ্জ। Saidpur cow hat narayanganj. Hat.Bazar.

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • জমে উঠেছে সৈয়দপুরে কুরবানীর পশুর হাট
    পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মানুষ এখন ব্যস্ত সবাই কোরবানি নিয়ে। তাই সৈয়দপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে সৈয়দপুর উপজেলা সংলগ্ন নীলফামারীর ঐতিহ্যবাহী হাট ঢেলাপীর হাট। প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে কোরবানির পশু বিক্রি। সৈয়দপুর দেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এ উপজেলায় প্রায় ৪ লাখ মানুষের বসবাস। এ উপজেলায় ছোট ছোট বেশ কয়েকটি হাট ছিল। আজ ওই হাটগুলো বিলীন হয়ে গেছে। ঠিকে আছে মাত্র পোড়ারহাট,হাজারীহাট,সিপাইগঞ্জ। তবে এগুলো হাট বলা যাবে না এটি ছোট বাজার। তাই ঈদ এলে পশু ক্রয় নিয়ে সৈয়দপুর উপজেলার মানুষকে যেতে অন্য জেলা উপজেলার হাটে।
    ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। এরইমধ্যে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ততই বাড়ছে হাটে। ১৪ জুন শুক্রবার হাটের দিন ঢেলাপীর হাটে পর্যাপ্ত পরিমাণ গরু-ছাগল উঠতে দেখা গেছে। এবার বিদেশী গরুর অভাব থাকলেও দেশী-গরু, ছাগল, ভেড়াসহ পশুর সংখ্যা পর্যাপ্ত পরিমান থাকলেও দাম একটু বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। তারা বলছেন গত বছরের তুলনায় এবার দাম অনেক বেশী।নীলফামারী জেলার সর্ব বৃহৎ পশুর হাট ঢেলাপীর।
    এ হাট ঘুরে দেখা গেছে, দেশী বিভিন্ন সাইজের গরু ও ছাগল বাজারে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে এ হাটে বিক্রেতারা নিয়ে এসেছেন গরু-ছাগল। এখনো নসিমন, ট্রাক ভরে আসছে গরু। একটি মিডিয়াম সাইজের আঁড়িয়ার এবার দাম হাঁকা হচ্ছে ৮০ থেকে ১ লাখ ২০ হাজার টাকা। যা গত বছরের তুলনায় ১৫ থেকে ২০ হাজার বেশি। কাশিরাম থেকে নিয়ে আসা দুলাল হোসেন তার পৌষ্য আঁড়িয়ার দাম রেখেছেন ২ লাখ ২০ হাজার টাকা। এটি ঢেলাপীর হাটে উঠা এই পর্যন্ত সব চেয়ে বেশি দামের গরু।
    ক্রেতা জাহাঙ্গীর ইসলাম জানান, জেলার সবচেয়ে বড় এই হাটে এ বছর গরুর দাম ক্রয় ক্ষমতার বাইরে। তিনি বলেন গত বছরের তুলনায় এবছর দাম বেশি। তবুও মানুষ পছন্দের পশু ক্রয় করছে।দিনাজপুরের রানীরবন্দর থেকে আসা পশু ব্যবসায়ী সফিকুল ইসলাম জানান,পশুর আমদানি খুব কম। বলতে গেলে পাশ্ববর্তী দেশ থেকে গরু আসছে না। তাই একটু এবছর দাম বেশি।গরু ব্যবসায়ী সাবুল জানান, মানুষ ৫০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে পশু খুঁজছেন। কিন্তু ওই দামে কোন গরু মিলছে না। ফলে বাজেট না থাকায় অনেকে হাট থেকে ফিরে যাচ্ছেন।
    গরু হাটের ন্যায় ছাগলের হাটেও ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে। একটি মেডিয়াম সাইজের ছাগলের দাম ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা। শামসুল হক জানান, হাটে ক্রেতাদের ভীড় আজ অনেক ।আজ শুক্রবার শেষ হাট থাকায় ভিড় বেড়েছে ক্রেতাদের।
    ১/মদনগঞ্জ গরু ছাগলের হাট নারায়ণগঞ্জ।
    • মদনগঞ্জের হাটে প্রচুর ...
    ২/ফরাজীকান্দা গরু ছাগলের হাট নারায়ণগঞ্জ।
    • ঐতিহ্যবাহী ফরাজিকান্দা...
    ৩/রাঙ্গামাটি খাগড়াছড়ি সীমান্ত মার্কেট।
    • রাঙ্গামাটি ও খাগড়াছড়...
    ৪/বাড়ির আম, কাঁঠাল।
    • পরিপক্ক হয়ে উঠেছে গ্র...
    ৫/ইমেইল।
    mdnasirabtour@gmail.com
    ৬/Facebook Link.
    www.facebook.c...
    #সৈয়দপুর_গরু_ছাগলের_হাট_নারায়ণগঞ্জ
    #Saidpur_cow_hat_Narayanganj

Komentáře • 30